শিক্ষা প্রকৌশল অধিদপ্তর উচ্চমান সহকারী পদের
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১
পদের নামঃ-উচ্চমান সহকারী
পরীক্ষার তারিখঃ-৫ নভেম্বর,২০২১ইং
১) He runs fast. Here the word ‘fast’ is- – উত্তরঃ- Adverb
২) Down went the Titanic. The word ‘down’ is- – উত্তরঃ- Adverb
৩) Only Subarna can do this. Make it Negative without changing the meaning. – উত্তরঃ- None but Subarna can do this
৪) He lives opposite _ the market. – উত্তরঃ- to
৫) I want my breakfast _ . – উত্তরঃ- served
৬) Seeing is _. – উত্তরঃ- believing
৭) Kamal entered the room, sat and __ his book. – উত্তরঃ- opened
৮) Boot lag’ means- – উত্তরঃ- Smuggle
৯) What is the correct synonym of ‘Abolish’? – উত্তরঃ- Cancel
১০) ’লোকটি মরমর অবস্থা।’ Translate into English. – উত্তরঃ- The man is about to die.
১১) ’তেল পানিতে ভাসে।’ Translate into English. – উত্তরঃ- Oil floats on Water
১২)The idiom ‘Put up with’ means- – উত্তরঃ- tolerate
১৩)To get along with’ means- – উত্তরঃ- to adjust
১৪) When he is pragmatic, he is being __ . –উত্তরঃ- practical
১৫) Could you tell me __. – উত্তরঃ- where he is?
১৬) He is __ FRCS. – উত্তরঃ- an
১৭) The verb of the word ‘Strong’ is- উত্তরঃ- Strengthen
১৮) The antonym of ‘Patriot’ is- উত্তরঃ- traitor
১৯ In spite of my request, he didn’t __. উত্তরঃ- give in
২০) Choose the correct spellling- – উত্তরঃ- Proprietor
২১) ’অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটি প্রকাশিত হয় কত সালে? উত্তরঃ- ২০১২ সালে
২২) বাংলার প্রাচীনতম জনপদের নাম কী উত্তরঃ- পুণ্ড্র
২৩) জাতিসংঘের কোন সংস্থা বাংলাদেশের সাথে যৌতভাবে মুজিবর্ষ পালনের ঘোষণা দেয়? উত্তরঃ- ইউনেস্কো
২৪) ডিজিটাল বাংলাদেশ দিবস (আইসিটি দিবস) পালিত হয় কত তারিখ? উত্তরঃ- 12 ডিসেম্বর
২৫) ‘উয়ারি বটেশ্বর’ কী? উত্তরঃ- প্রাচীন জনপদ
২৬) স্বাধীন বাংলাদেশ এর পতাকা কত তারিখে প্রথম উত্তোলন করা হয়? উত্তরঃ- ২ মার্চ
২৭) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে? উত্তরঃ- ৪টি
২৮) WTO-এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তরঃ- জেনেভা
২৯) যুক্তরাষ্ট্রকে ‘স্ট্যাচু অব লিবার্টি’ উপহার দেয় কোন দেশ? উত্তরঃ- ফ্রান্স
৩০) এশিয়া ও ইউরোপকে সংযোগকারী পৃথিবীর একমাত্র শহর কোনটি? উত্তরঃ- ইস্তাম্বুল
৩১) আধুনিক অলিম্পিকের সূচনা হয় কোথায়? উত্তরঃ- গ্রিসে
৩২) পরবর্তী বিশ্বকাপ ফুটবল কোন মহাদেশে অনুষ্ঠিত হবে? উত্তরঃ- এশিয়া
৩৩) ’আলিবাবা’ কোন দেশভিত্তিক প্রতিষ্ঠান? উত্তরঃ- চীন
৩৪) TCP দিয়ে কোনটি বোঝানো হয়েছে? উত্তরঃ- প্রটোকল
৩৫) প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে? উত্তরঃ- Clipboard
৩৬)”তিনি রোজ সকালে দুই কিলোমিটার হাঁটতেন।”–এ বাক্যে ক্রিয়ার কাল কোনটি?উত্তরঃ- নিত্যবৃত্ত অতীত
৩৭) ’দুষ্প্রাপ্য’এর সন্ধি বিচ্ছেদ কোনটি? – দুঃ + প্রাপ্য
৩৮) সঞ্চয়িতা ও সঞ্চিতা গ্রন্থ দুটি কার রচিত?উত্তরঃ- প্রথমটি রবীন্দ্রনাথ ঠাকুর,দ্বিতীয়টি কাজী নজরুল ইসলাম
৩৯) বাংলা সাহিত্যের প্রথম নাটক কোনটি? উত্তরঃ- ভদ্রার্জুন
৪০) পল্লীকবি জসীম উদদীন রচিত গ্রন্থ নয় কোনটি? উত্তরঃ- মায়া কাজল
৪১) সত্য > সইত্য -ধ্বনি পরিবর্তনে এটি কিসের উদাহরণ? উত্তরঃ- অপিনিহিতি
৪২) তৎসম উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি? উত্তরঃ- অভিমুখ
৪৩) নিচের কোনটি উপপদ তৎপুরুষের উদাহরণ? উত্তরঃ- জলদ
৪৪) ’মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন’ -এখানে ‘কিংবা’ হচ্ছে- উত্তরঃ- বিয়োজক অব্যয়
৪৫) কোনটি যোগরূঢ় শব্দ? উত্তরঃ- মহাযাত্রা
৪৬) নিচের কোন বাক্যে ব্যতিহার কর্তা রয়েছে? উত্তরঃ- রাজায়-রাজায় লড়াই চলছে
৪৭) ‘এ জিনিস বেশিদিন টিকে না’ -এ বাক্যটি কোন বাচ্য? উত্তরঃ- কর্মকর্তৃবাচ্য
৪৮) প-বর্গের বর্ণসমূহ কোন ধরনের বর্ণ? উত্তরঃ- ওষ্ঠ্য বর্ণ
৪৯) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ‘বিদ্যাসাগর’ উপাধি দেয় কোন প্রতিষ্ঠান? উত্তরঃ- সংস্কৃত কলেজ
৫০) রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গ্রন্থসমূহের মধ্যে নিচের কোনটি নাটক? উত্তরঃ- মালিনী (কাব্যনাট্য)
৫১) কাজী নজরুল ইসলাম ও মুজাফফর আহমেদের যুগ্ম সম্পাদনায় প্রকাশিত সংবাদপত্র কোনটি?উত্তরঃ- নবযুগ
৫২) যিনি ন্যায় শাস্ত্রে পণ্ডিত -এর এককথায় প্রকাশ হলো- উত্তরঃ- নৈয়ায়িক
৫৩) নিচের কোন বানানটি অশুদ্ধ? উত্তরঃ- অপরাহ্ণ
৫৪) ’পাথার’ শব্দের প্রতিশব্দ হলো- উত্তরঃ- সমুদ্র
৫৫) ময়ূর ভট্ট,রূপরাম চক্রবর্তী,শ্যাম দাস,সীতারাম দাস প্রমুখ কবিদের সৃষ্টি কোন কাব্য?উত্তরঃ- ধর্মমঙ্গল
৫৬) যদি a = 3 + 2 হয়, তবে a^3 + 1/a^3 এর মান কত? – উত্তরঃ- 183
৫৭) একটি দ্রব্য ৩৬ টাকায় বিক্রয় করায যত ক্ষতি হলো,৭২ টাকায় বিক্রয় করায় তার দ্বিগুণ লাভ হলো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?উত্তরঃ- ৪৮ টাকা
৫৮) 5Ö5 এর 5 ভিত্তিক লগ কত? উত্তরঃ- (3/2)
৫৮) একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সে.মি. বেশি। ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল 810 বর্গ সে. মি. হলে, এর উচ্চতা কত? উত্তরঃ- 27 সে. মি.
৫৯) কোন ঘনকের পৃষ্টতলের কর্ণের দৈর্ঘ্য 82 সে. মি. হলে ঘনকটির আয়তন কত?উত্তরঃ- 512 ঘন সে. মি.
৬০) অনিক তার বেতন থেকে প্রথম মাসে 1200 টাকা সঞ্চয় করেন এবং পরবর্তী প্রতি মাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করেন। তিনি 18 তম মাসে কত টাকা সঞ্চয় করেন? উত্তরঃ- 2900 টাকা
৬১) 4% হার মুনাফায় কোনো টাকার 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা হলে মূলধন কত? উত্তরঃ- 625 টাকা
৬২) y^2 – 4ax = 0 সমীকরণটি নিচের কোনটি নির্দেশ করে?উত্তরঃ- প্যারাবোলা
৬৩) একটি সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 33 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? – উত্তরঃ- 5.5 মিটার
৬৪) cos^-1 x + cox^-1 y = p/2 হলে x^2 + y^2 = কত? উত্তরঃ- (?)
৬৫ একটি নৌকা দাঁড় বেয়ে স্রোতের অনুকূলে ঘণ্টায় 15 কি.মি. এবং স্রোতের প্রতিকূলে যায় 5 কি.মি.। নৌকার বেগ কত? – উত্তরঃ- 10 কি.মি.
৬৬) দুটি সংখ্যার অনুপাত ৫:৮। উভয়ের সাথে ৬ যোগ করলে অনুপাতটি হয় ২:৩। সংখ্যা দুইট কী কী? – উত্তরঃ- ১০ ও ১৬
৬৭) x – 1/x = 4 হলে x^4 + 1/x^4 এর মান কত? – উত্তরঃ- 322
৬৮) কোন বৃত্তের 10 সে.মি. দীর্ঘ একটি জ্যা কেন্দ্র হতে 12 সে.মি. দূরে অবস্থিত। বৃত্তের ব্যাসার্ধ কত সেন্টিমিটার? – উত্তরঃ- 13 সেন্টিমিটার
৬৯) ক,খ ও গ এক জাতীয় রাশি।ক :খ=3 : 4: খ:গ= 6 : 7 হলে ক:খ:গ= কত? উত্তরঃ- (9 : 12 : 14)
আরো পড়ুনঃ-
- শিক্ষা প্রকৌশল অধিদপ্তর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান
- শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডাটা এন্ট্রি অপারেটর পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১
- শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১
- শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১
- শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১ পিডিএফ ডাউনলোড
- শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের জনবল নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১
Download From Google Drive
Download
Download From Yandex
Download
👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন।
হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।