18th NTRCA School Level Exam Question Solution 2024

0
39

১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) MCQ

পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৪

পরীক্ষার তারিখঃ- ১৫-০৩-২০২৪

বাংলা প্রশ্ন সমাধান

  1. কোনটি চলিত ভাষার নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য।

ক) তৎসম শব্দের বহুলতা

খ) তদ্ভব শব্দের বহুলতা✔

গ) প্রাচীনতা

ঘ) অমার্জিততা

  1. ‘Book Post’ এর পারিভাষিক রূপ কোনটি?

ক) ডাকঘর

খ) খোলা ডাক✔

গ) উপবিধি

ঘ) লেখস্বত্ব

  1. ‘পেয়ারা’ কোন ভাষা থেকে আগত শব্দ?

ক) হিন্দি

খ) উর্দু

গ) পর্তুগিজ✔

ঘ) গ্রিক

  1. যে সমাসে সমস্যমান প্রত্যেকটি পদের অর্থের সমান প্রাধান্য থাকে তাকে কোন সমাস বলে?

ক) দ্বন্দ্ব✔

খ) দ্বিগু

গ) তৎপুরুষ

ঘ) বহুব্রীহি

  1. নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ?

ক) হাত+ল = হাতল✔

খ) চল্‌+অন্ত= চলন্ত

গ) রাধ্‌+না = রান্না

ঘ) কোনোটিই নয়

  1. বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন মোট কয়টি?

ক) ৯ টি

খ) ১০ টি

গ) ১১ টি

ঘ) ১২ টি✔

  1. ‘নদের চাঁদ’ বাগধারাটির অর্থ কী?

ক) অতি আকাঙ্ক্ষিত বন্ধু

খ) অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি✔

গ) অদৃষ্টের পরিহাস

ঘ) বিশেষ সম্মানিত ব্যক্তি

  1. ‘যার কোনো মূল্য নেই’ সমার্থক বাগধারা কোনটি?

ক) ডাকাবুকো

খ) তুলসী বনের বাঘ

গ) কাঠের পুতুল

ঘ) ঢাকের বায়া✔

  1. কোন বানানটি শুদ্ধ?

ক) শ্রদ্ধাঞ্ছলী

খ) দারিদ্রতা

গ) বৈশিষ্ট

ঘ) উপর্যুক্ত✔

  1. অনুবাদ কত প্রকার?

ক) ২ প্রকার✔

খ) ৩ প্রকার

গ) ৪ প্রকার

ঘ) ৫ প্রকার

  1. ‘চলচিত্র’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) চলৎ + চিত্র✔

খ) চল + চিত্র

গ) চলচ + চিত্র

ঘ) চলিচ + চিত্র

  1. সন্ধির প্রধান সুবিধা কী?

ক) লেখার সুবিধা

খ) উচ্চারণের সুবিধা✔

গ) পড়ার সুবিধা

ঘ) শুনার সুবিধা

  1. ‘পুকুরে মাছ আছে’-এখানে পুকুর কোন কারক?

ক) কর্ম কারক

খ) অপাদান কারক

গ) সম্প্রদান কারক

ঘ) অধিকরণ কারক✔

  1. ‘ডাক্তার ডাক’-কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্তৃ কারকে শূন্য বিভক্তি

খ) কর্ম কারকে শূন্য বিভক্তি✔

গ) করণ কারকে শূন্য বিভক্তি

ঘ) কোনোটিই নয়

  1. নিচের কোনটি নিত্য সমাস?

ক) পঞ্চনদ

খ) বেয়াদব

গ) দেশান্তর✔

ঘ) ভালমন্দ

  1. পৃথিবীর সমার্থক শব্দ কোনটি?

ক) অচল

খ) অদ্রি

গ) কনক

ঘ) অবনী✔

  1. ‘কৌমুদী’ শব্দের প্রতিশব্দ হলো

ক) চাঁদ

খ) জ্যোৎস্না✔

গ) পদ্মফুল

ঘ) মুকুল

  1. ‘যা বলা হয়নি’-এক কথায় তাকে কী বলে?

ক) অকথ্য

খ) অনুক্ত✔

গ) নির্বাক

ঘ) মুক

  1. ‘চন্দ্র’ এর বিশেষণ রূপ কোনটি?

ক) চান্দ্র✔

খ) চাঁদ

গ) চন্দ্রা

ঘ) চান্দ্রা

  1. কোন অব্যয় বিশেষ্য ও সর্বনাম পদের পরে যুক্ত হয়ে বিভক্তির কাজ করে?

ক) সংযোজক

খ) সমুচ্চয়ী

গ) অনুকার

ঘ) অনুসর্গ✔

  1. “A bolt from the blue’ বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি?

ক) যতো গর্জে ততো বর্ষে না

খ) গরিবের ঘোড়া রোগ

গ) বিনা মেঘে বজ্রপাত✔

ঘ) অতিলোভে তাতি নষ্ট

  1. ‘আমি’ শব্দটি কোন লিঙ্গ?

ক) পুংলিঙ্গ

খ) স্ত্রী লিঙ্গ

গ) ক্লীব লিঙ্গ

ঘ) উভয় লিঙ্গ✔

  1. শীকর শব্দের অর্থ

ক) গাছের মূল

খ) মেনে নেয়া

গ) জলকণা✔

ঘ) রাজত্ব

  1. কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যুক্ত করে লিঙ্গান্তর করতে হয়?

ক) নেতা

খ) কবি✔

গ) দাতা

ঘ) বাদশাহ

  1. দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে?

ক) অপগত

খ) পরাগত

গ) সমীভবন

ঘ) বিষমীভবন✔

 

গণিত প্রশ্ন সমাধান

১. লাবিব, রামিম ও জিদানের বয়সের গড় অপেক্ষা লাবিব, রামিম ও শাফিনের বয়সের গড় ৫ বছর কম। শাফিনের বয়স ২০ বছর হলে জিদানের বয়স কত?

ক) ২০ বছর

খ) ২৫ বছর ✔

গ) ৩০ বছর

ঘ) ৩৫ বছর

২. দুইটি দলের সদস্য সংখ্যার ল.সা.গু ৯০ গ.সা.গু ১৫ হলে উভয় দলের সদস্য মোট কত জন?

ক) ৬৫

খ) ৭৫ ✔

গ) ৮৫

ঘ) ৯৫

৩. কাফি ও খলিল একটি কাজ যথাক্রমে ১০ দিনে ও ১৫ দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে?

ক) ৪

খ) ৫

গ) ৬ ✔

ঘ) ৭

  1. একটি লঠির মোট দৈর্ঘোর ৪০% এর সাথে ৪৫ মিটার যোগ করলে সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য পাওয়া যায়। লাঠির দৈর্ঘ্য কত?

ক) ৬৫ মিটার

খ) ৭০ মিটার

গ) ৭৫ মিটার ✔

ঘ) ৮০ মিটার

৫. বার্ষিক শতকরা ১২.১/২% সুদে কত টাকার ৪ বছরের সুদ ১০০ টাক হবে?

ক) ১০০

খ) ২০০ ✔

গ) ৩০০

ঘ) ৪০০

৬. ৫ টাকায় ৮ টি কলা ক্রয় করে ৫ টাকায় ৬ টি কলা বিক্রি করলে শতকরা কত টাকা লাভ হবে?

ক) ৩০.১/৩%

খ) ৩১.১/৩%

গ) ৩২.১/৩%

ঘ) ৩৩.১/৩%✔

৭. একটি জারে দুধ ও পানির অনুপাত ৫: ১। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত লিটার?

ক) ২✔

খ) ৩

গ) ৪

ঘ) ৬

৮. x^3 + 6x ^2y + 11x y^2 + 6y^2 এর উৎপাদক নিচের কোনটি?

ক) (x + y)(x + 2y)(x + 3y) ✔

খ) (x + y)(x – 2y)(x – 3y)

গ) (x – y)(x – 2y)(x + 3y)

ঘ) (x – y)(x + 2y)(x – 3y)

৯. x = √5 + √4 হলে x2 + 1/x2 এর মান কত?

ক) 36

খ) 27

গ) 18 ✔

ঘ) 9

১০. 18(x + y)^3, 24(x + y)^2 এবং 32 (x ^2 – y ^2) এর গ.সা.গু. কোনটি?

ক) 2(x + y) ✔

খ) x-y

গ) ( x + y

ঘ) 2(x – y)

১১. (- 27)^(4/3) এর মান কত?

ক) – 81✔

খ) 81

গ) +- 81

ঘ) +- 27

১২. (x^ p – q ) )^ p+q (x^ q-r) )^ q+r ( x^ r – p ) )^ r+p = কত?

ক) .0

খ) p + q

গ ) q + r

ঘ) 1✔

১৩. log_10(x) = – 2 হলে x এর মান কত?

ক) 0.01✔

খ) 0.001

গ) 0.05

ঘ) 0.005

১৪. (log_10(x))^2 = log_10(x ^ 2) হলে x এর মান কত?

ক) 1,0

খ) 1,10

গ) 1, 100✔

ঘ) 10, 100

১৫. একটি আয়তক্ষেত্রের পরিসীমা 40 মিটার। এর প্রস্থ 5 মিটার হলে দৈর্ঘ্য কত মিটার হবে?

ক) 15✔

খ) 20

গ) 25

ঘ) 30

১৬. একটি সমকোণী ত্রিভুজের সুক্ষ্মকোণ দুইটি 30° ও 60° ত্রিভুজটির বাহু তিনটির অনুপাত কত?

ক) 1: √3:2✔

খ) 1:3: √2

গ) 1: 2/3

ঘ) 1:3:2

১৭. কোন বৃত্তের যে কোন একটি চাপের কেন্দ্রস্থ কোণ 30° হলে ঐ বৃত্তচাপের বৃত্তস্থ কোণের পূরক কোণের মান কত?

ক) 15°

খ) 45°

গ) 60°

ঘ) 75°✔

১৮. 1 সে.মি. 2 সে.মি. 3 সে.মি. ও 4 সে.মি. দৈর্ঘ্যবিশিষ্ট চারটি রেখাংশ দ্বারা কয়টি ত্রিভুজ অংকন করা যাবে?

ক) 1✔

খ) 2

গ) 3

ঘ) 4

১৯. 5 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 4 সে.মি. দুরবর্তী জ্যা এর দৈর্ঘ্য কত সে.মি.?

ক) 4

খ) 5

গ) 6✔

ঘ) 7

২০. একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৪ সে.মি.। ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?

ক) 128✔

খ) 130

গ) 132

ঘ) 140

২১. বৃত্তের কোন উপচাপে অন্তলিখিতি কোণটি-

ক) সূক্ষ্মকোণ

খ) স্থূলকোণ✔

গ) সমকোণ

ঘ) সরলকোণ

২২. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ। ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে পরিসীমা কত মিটার?

ক) 20

খ) 40

গ) 60✔

ঘ) 80

২৩. ক: খ ৪ : ৫ এবং খঃগ ৭: ৮ হলে কঃগ কত?

ক) ১ঃ ২

খ) ৪:৮

গ) ৭ঃ১০✔

ঘ) ৫:৮

২৪. – 2x ^ 2 + 4x – 5 রাশিটির সর্বোচ্চ মান কত?

ক) -1

খ)-2

গ)-3

ঘ) -4✔

২৫. PQ রেখাংশকে R বিন্দুতে এমনভাবে অন্তবিভক্ত করা হলো যেন PQ : PR = PR / Q * R হয় যখন PR > QR: সমানুপাতটি কত?

ক) 1:1.618

খ) 1:0.618✔

গ) 1.618:1

ঘ) 0.618:1

ইংরেজি প্রশ্ন সমাধান

  1. ‘Pass out’ means-

ক) die

খ) faint✔

গ) disappear

ঘ) cross

  1. The police is looking the mother.

ক) into✔

খ) on

গ) to

ঘ) at

  1. The phrase “Man of parts’ means-

ক) honest

খ) sincere

গ) talented✔

ঘ) worthless

  1. Select the same meaning-pragmatic.

ক) wasteful

খ) productive

গ) practical✔

ঘ) fussy

  1. Antonym of ‘Ally’ is-

ক) friend

খ) child

গ) congested

ঘ) enemy✔

  1. Had I the wings of a bird! (make it assertive):

ক) I wish I had the wings of a bird. ✔

খ) I had the wings of a bird.

গ) I should have the wings of a bird.

ঘ) May I have the wings of a bird.

  1. He got______ his illness in two weeks-

ক) on

খ) by

গ) with

ঘ) over✔

  1. My uncle arrived while 1 (cook) the dinner.

ক) would cook

খ) had cooked

গ) cook

ঘ) was cooking✔

  1. He advised me (give) smoking.

ক) giving up

খ) to give up✔

গ) in giving up

ঘ) from giving up

  1. There is______ tca in the cup.

ক) very little✔

খ) any

গ) very

ঘ) many

  1. The old lady cannot help. ________a cup of tea.

ক) to drink

খ) take

গ) to taking

ঘ) having✔

  1. A true patriot can die_________ his country.

ক) for✔

খ) of

গ) in

ঘ) by

  1. What is lotted cannot be blotted (Active)

ক) Must be blot we lot.

খ) We cannot blot what we must lot. ✔

গ) We must blot what we cannot lot.

ঘ) We must be blotted what we cannot lot.

  1. Lingua franca means-

ক) common language✔

খ) maiden speech

গ) second language

ঘ) mother tongue

  1. The work is to be _______immediately

ক) do

খ) done✔

গ) doing

ঘ) did

  1. The word ‘Garrulous’ means-

ক) wordless

খ) talkingless

গ) speechless

ঘ) talking too much✔

  1. কিছু করার আগে ভালো করে ভেবে নাও।

ক) Think before you leap.

খ) Look before you do.

গ) Think before you do anything.

ঘ) Look before you leap. ✔

  1. What parts of speech is the word “Fatherly’?

ক) adjective✔

খ) verb

গ) adverb

ঘ) noun

  1. Your clock has run__________

ক) short

খ) good

গ) down✔

ঘ) up

  1. The noun form of approve is-

ক) approof

খ) approveness

গ) approvalty

ঘ) approval✔

  1. লাইনটি কেটে দাও-

ক) Cut the line

খ) Cross the line

গ) Give up the line

ঘ) Pen through the line✔

  1. Metro rail is one of the greatest achievements of Bangladesh. Find out the correct sentence.

ক) Metro rail is a very great achievement of Bangladesh.

খ) Very few achievements of Bangladesh are as great as Metro rail. ✔

গ) Metro rail is greater than any other achievement of Bangladesh.

ঘ) No other achievement of Bangladesh is as great as Metro rail

  1. The synonym of ‘Franchise’ is-

ক) charter

খ) licence

গ) privilege✔

ঘ) all of the above

  1. Choose the direct speech of the sentence: She told me to stand up.

ক) She said, “Do stand up”.

খ) She told, “Stand up”.

গ) She said me, “Stand up”.

ঘ) She said to me, “Stand up”.✔

  1. He said that he_________the previous day.

ক) has come

খ) came

গ) arrived

ঘ) had come✔

সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান

  1. বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য কত?

ক) ৩.৩০ কি.মি.

খ) ৩.৩১ কি.মি.

গ) ৩.৩২ কি.মি. ✔

ঘ) ৩.৩৩ কি.মি.

  1. বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ কোন জেলা?

ক) ভোলা✔

খ) সাতক্ষীরা

গ) চাঁদপুর

ঘ) নোয়াখালী

  1. কোন সাময়িকী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এশিয়ার আয়রন লেডি খেতাবে ভূষিত করে?

ক) দ্য ইকোনমিস্ট✔

খ) নিউজ উইকস

গ) দ্য গার্ডিয়ান

ঘ) রয়টার্স

  1. বাংলাদেশের রূপপুর পারমাণবিক প্রকল্পের সহায়তাকারী দেশ কোনটি?

ক) ভারত

খ) চীন

গ) রাশিয়া✔

ঘ) যুক্তরাষ্ট্র

  1. মহাস্থান গড় কোন নদীর তীরে অবস্থিত?

ক) কপোতাক্ষ

খ) যমুনা

গ) মেঘনা

ঘ) করতোয়া✔

  1. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কোন দুই নারীকে ‘বীরপ্রতীক’ উপাধিতে ভূষিত করা হয়?

ক) তারামন বিবি ও ময়মুনা বিবি

খ) সিতারা বেগম ও ময়মুনা বিবি

গ) তারামন বিবি ও সিতারা বেগম✔

ঘ) ময়মুনা বিবি ও তারামন বিবি

  1. ওয়াংগালা কাদের উৎসব?

ক) কুকিদের

খ) গারোদের✔

গ) চাকমাদের

ঘ) মারমাদের

  1. বাংলাদেশে প্রথম আদমশুমারী হয় কবে?

ক) ১৯৭২ সালে

খ) ১৯৭৩ সালে

গ) ১৯৭৪ সালে✔

ঘ) ১৯৮১ সালে

  1. বঙ্গভঙ্গ রদ করা হয় কত সালে?

ক) ১৯০৫ সালে

খ) ১৯১১ সালে✔

গ) ১৯০৬ সালে

ঘ) ১৯০৯ সালে

  1. নিচের কোন কর্মসুচিকে ম্যাগনাকার্টা হিসেবে গণ্য করা হয়?

ক) ১১ দফা

খ) ২১ দফা

গ) ৬ দফা✔

ঘ) 8 দফা

  1. হিজবুল্লাহ কান দেশভিত্তিক সংগঠন-

ক) জর্ডান

খ) ফিলিস্তিন

গ) মিশর

ঘ) লেবানন✔

  1. জাপানের পার্লামেন্টের নাম কী?

ক) ডায়েট✔

খ) কায়েট

গ) লোকসভা

ঘ) ন্যাশনাল এসেম্বলী

  1. SDG জাতিসংঘের কততম সাধারণ পরিষদে গৃহীত হয়?

ক) ৫৫ তম

খ) ৭০ তম✔

গ) ৭২ তম

ঘ) ৭৩ তম

  1. থাইল্যান্ডের মুদ্রার নাম কী?

ক) লিরা

খ) ক্রোনা

গ) বাথ✔

ঘ) রিংগিত

  1. ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে?

ক) তাওয়াক্কোল কারমান

খ) নার্গিস মোহাম্মদী✔

গ) মালালা ইউসুফ জাই

ঘ) শিরিন এবাদী

  1. IMF-এর সদর দপ্তর কোথায়?

ক) ওয়াশিংটন ডিসি✔

খ) নিউইয়র্ক

গ) জেনেভা

ঘ) রোম

  1. জাতিসংঘের প্রথম মহাসচিব কে?

ক) উ-থান্ট

খ) ট্রিগভেলী✔

গ) দ্যাগ হেমারশোল্ড

ঘ) গুতেরেস

  1. জ্বালানী তেল উৎপাদনে শীর্ষে কোন দেশ?

ক) যুক্তরাষ্ট্র✔

খ) যুক্তরাজ্য

গ) ইরাক

ঘ) সৌদি আরব

  1. ‘লেইস ফেয়ার’ নীতি নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত?

ক) সমাজতান্ত্রিক

খ) খেলাধুলা

গ) গণতন্ত্র

ঘ) মুক্তবাজার✔

  1. সবজি চাষ বিদ্যাকে কী বলে

ক) Horticulture✔

খ) Aroboriculture

গ) Floriculture

ঘ) Vegiculture

  1. বাংলাদেশে সবচেয়ে কম ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চল কোনটি?

ক) উত্তর-পশ্চিম

খ) দক্ষিণ

গ) দক্ষিণ-পশ্চিম✔

ঘ) মধ্য অঞ্চল

  1. ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ কোথায় অনুষ্ঠিত হবে।

ক) যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো✔

খ) জেনেভা, রাশিয়া, ফ্রান্স

গ) ভিয়েনা, অস্ট্রিয়া, ভেনিজুয়েলা

ঘ) কাতার, দুবাই, বাহরাইন

সাধারণ বিজ্ঞান প্রশ্ন সমাধান

  1. কঃখ = ৪:৫ এবং খঃ গ = ৭:৮ হলে ক : গ=কত?

ক) ১:২

খ) ৪:৮

গ) ৭:১০✔

ঘ) ৫:৮

  1. কোনটি জলবায়ুর উপাদান নয়?

ক) বায়ু প্রবাহ

খ) বারিপাত

গ) সমুদ্র স্রোত✔

ঘ) বায়ুর আর্দ্রতা

  1. রক্তে Platelet-এর কাজ কী?

ক) O2 পরিবহন

খ) সংক্রমণ প্রতিরোধ

গ) রক্ত জমাট বাঁধতে সাহায্য করে✔

ঘ) রক্তে pH  এর নির্ধারণ করে

তথ্য প্রযুক্তি প্রশ্ন সমাধান

  1. কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানকে কী বলা হয়?

ক) ইন্টারনেট✔

খ) ইন্টারকম

গ) ই-মেইল

ঘ) ইন্টারস্পিড

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Dropbox

Download