বাংলাদেশের কয়েকটি প্রাচীন বিহার । সাধারণ জ্ঞান

0
155

বাংলাদেশের কয়েকটি প্রাচীন বিহার

পিডিএফ ডাউনলোড

 সোমপুর বিহারঃ- নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত বৌদ্ধ বিহার যা ধর্মপাল কর্তৃক নির্মিত হয়েছে। এখানে বৌদ্ধ সভ্যতা ও হিন্দু সভ্যতার নিদর্শন পাওয়া যায়।

 জগদ্দল বিহারঃ- নওগাঁ জেলার ধামাইরহাট থানার জগদ্দল গ্রামে অবস্থিত; পাল বংশীয় রাজাদের শাসনামলে নির্মিত।

 আনন্দ বিহারঃ- কুমিল্লার ময়নামতিতে লালমাই পাহাড়ে অবস্থিত; ৮ম শতকে আনন্দ দেব কর্তৃক নির্মিত।

 শালবন বিহারঃ- ময়নামতি ও লালমাই পাহাড়ের মধ্যবর্তী স্থানে অবস্থিত; ৮ম শতকের শেষভাগে ভবদেব কর্তৃক নির্মিত। এখানে বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

 সীতাকোট বিহারঃ- দিনাজপুরে অবস্থিত; এ যাবৎ কালে আবিস্কৃত বিহারগুলোর মধ্যে প্রাচীনতম।

 ভাসু বিহারঃ- বগুড়ার মহাস্থানগড় থেকে ৩ মাইল দূরে প্রাচীন পুন্ড্রবর্ধন নগরীতে অবস্থিত।

 মহামুনি বিহারঃ- মহামুনি বিহার অবস্থিত চট্টগ্রামের রাউজানে।

 রাজবন বৌদ্ধ বিহারঃ– রাঙ্গামাটি জেলার কাপ্তাই হ্রদের তীরে অবস্থিত। প্রাচীন বৌদ্ধ সভ্যতার ঐতিহ্যবাহী স্থান।

-পুরাতন কীর্তি সমূহ-

পুরাতন কীর্তিঅবস্থান
পানামনগরসোনারগাঁও
রাণীপুকুরদিনাজপুর
রামু মন্দিরকক্সবাজার
পানিহাটা দীঘিশেরপুর
তারা মসজিদচকবাজার, ঢাকা
সাতগম্বুজ মসজিদমোহাম্মদপুর, ঢাকা
ছোট সোনা মসজিদচাঁপাইনবাবগঞ্জ
বরেন্দ্র যাদুঘররাজশাহী
বারদুয়ারী মসজিদশেরপুর
বৈরাগীর ভিটামহাস্থানগড়
খোদার পাথর ভিটামহাস্থানগড়
জিন্দাপীরের মাজারবাগেরহাট
বাঘা মসজিদরাজশাহী
বৈরাগীর মুড়াকুমিল্লার ময়নামতি
ষাট গম্বুজ মসজিদবাগেরহাট
বৈরাগীর চালাগাজীপুর
আফগান দূর্গঢাকা কেন্দ্রীয় কারাগার
বারদুয়ারী মসজিদশেরপুর
আনন্দ রাজার দীঘিকুমিল্লা
বিজয়সিংহের দীঘিফেনী
কুসুম্বা মসজিদনওগাঁ
বাবা আদম শাহীর মাজারবগুড়া
কান্তাজীর মন্দিরদিনাজপুর
মুসা খাঁন মসজিদকার্জন হল
চন্দ্রনাথের পাহাড়সীতাকুন্ড
গোবিন্দ ভিটামহাস্থানগড়
স্নানঘাটপাহাড়পুর
জীয়ন্তকুন্ডমহাস্থানগড়
ঘোড়াদিঘিবাগেরহাট
রানীর বাংলা বিহারকুমিল্লা
ভোজ রাজার বিহারনোয়াখালী
সত্যপীরের ভিটানওগাঁ
রাজারাম মন্দিরমাদারীপুর
পরশুরামের ভিটামহাস্থানগড়

যেভাবে প্রশ্ন হতে পারে

০১। পাঁচ বিবির মাজার কোথায়?

ক. সোনারগাঁও   খ. লালবা

গ. চট্টগ্রাম          ঘ. সিলেট

০২। আনন্দ বিহার কোথায় অবস্থিত?

ক. ময়নামতি       খ. পাহাড়পুর

গ. মহাস্থানগড়     ঘ. সোনারগাঁও

০৩। বাংলাদেশের কোথায় সর্বশেষ প্রতœতাত্তি¡ক নিদর্শন আবিস্কৃত হয়েছে-

ক. বান্দরবান       খ. কলাকোপা

গ. মহাস্থানগড়     ঘ. উয়ারি বটেশ্বর

০৪। সোমপুর বিহার কোথায় অবস্থিত?

ক. পাহাড়পুর                  খ. বগুড়ার মহাস্থানগড়

গ. কুমিল্লার ময়নামতি        ঘ. দিনাজপুর

০৫। বাংলাদেশের লোকশিল্প যাদুঘর কোথায় অবস্থিত?

ক. সোনারগাঁও    খ. কুমিল্লা

গ. মহাস্থানগড়     ঘ. পাহাড়পুর

০৬। ময়নামতি বৌদ্ধবিহার কত সালে খনন করা হয়?

ক. ১৯৫৫           খ. ১৯৭২

গ. ১৯৪০            ঘ. ১৯৪৮

০৭। বৈরাগীর ভিটা কোথায় অবস্থিত?

ক. বগুড়া           খ. দিনাজপুর

গ. রাজশাহী        ঘ. গাজীপুর

০৮। মংলা বন্দর কোন জেলায় অবস্থিত?

ক. খুলনা            খ. বাগেরহাঁট

গ. সাতক্ষীরা       ঘ. বরগুনা

০৯। ময়নামতি কোন সভ্যতার নির্দশন?

ক. বৌদ্ধ সভ্যতার             খ. হিন্দু সভ্যতার

গ. খ্রিষ্টীয় সভ্যতার            ঘ. মুসলিম সভ্যতার

১০। বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি?

ক. সোনারগাঁ জাদুঘর        খ. বরেন্দ্র গবেষণা জাদুঘর

গ. জাতীয় জাদুঘর            ঘ. মুক্তিযোদ্ধা জাদুঘর

১১। ঢাকার আহসান মঞ্জিল কে নিমার্ণ করেন?

ক. নবাব কুতুব উদ্দিন       খ. নবাব হাফিজুর রহমান

গ. নবাব আব্দুল গণি          ঘ. নবাব আব্দুল লতিফ

১২। প্রাচীন পুণ্ড্রবর্ধন কোন স্থানে অবস্থিত?

ক. ময়নামতি       খ. মহাস্থানগড়

গ. পাহাড়পুর      ঘ. বিক্রমপুর

১৩। বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র কোনটি?

ক. মহাস্থান         খ. পাহাড়পুর

গ. ময়নামতি       ঘ. সোনার গাঁ

১৪। মুজিবনগর কোন জেলায় অবস্থিত ?

ক. কুষ্টিয়া           খ. চুয়াডাঙ্গা

গ. মেহেরপুর      ঘ. যশোর

১৫। প্রাচীন বাংলায় পুণ্ড্র নামটি ছিল একটি-

ক. জনপদের       খ. প্রদেশের

গ. গ্রামের           ঘ. নগরের

-উত্তরমালা-

১          ক         ২          ক         ৩          ঘ          ৪          ক         ৫          ক

৬          ক         ৭          ক         ৮          খ          ৯          ক         ১০        খ

১১         গ          ১২        খ          ১৩        ক         ১৪        গ          ১৫        ক

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Dropbox

Download