নবম-দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর অধ্যায়-১৫

0
330

নবম-দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১৫

বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

অধ্যায় – ১৫: বাংলাদেশের কতিপয় সামাজিক সমস্যা ও এর প্রতিকার

১.বাংলাদেশ জাতিসংঘ শিশু অধিকার সনদে অনুসমর্থন করে কত সালে?

ক) ১৯৮৮

খ) ১৯৮৯

গ) ১৯৯০

ঘ) ১৯৯১

সঠিক উত্তর: (গ)

২.মামুন দরিদ্র কৃষকের সন্তান। ‘শিক্ষার বিনিময়ে খাদ্য’ কর্মসূচির মাধ্যমে তার কোন সমস্যার প্রতিকার করা যায়?

ক) কিশোর অপরাধ

খ) যৌতুক প্রথা

গ) জনসংখ্যা বৃদ্ধি

ঘ) বেকারত্ব

সঠিক উত্তর: (ক)

৩.সামাজিক মূল্যবোধ অবক্ষয়ের ফল কী?

ক) সমাজ স্থিতিশীল হয়

খ) নৈরাজ্য সৃষ্টি হয়

গ) বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়

ঘ) দুর্নীতি বেড়ে যায়

সঠিক উত্তর: (খ)

৪.প্যারোল কী?

ক) কিশোর অপরাধীদের সংশোধনের প্রতিষ্ঠান

খ) মাদকাসক্তি নিরাময় কেন্দ্র

গ) ভোটদানের আধুনিক পদ্ধতি

ঘ) সরকারের জরুরি নির্দেশনা

সঠিক উত্তর: (ক)

৫.মানব পাচার প্রতিরোধ ও দমন আইন – ২০১১ অনুযায়ী মানব পাচারের জন্য দায়ী অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি নিচের কোনটি?

ক) সশ্রম মৃত্যুদন্ডসহ দুইলক্ষ টাকা অর্থদন্ড

খ) মৃত্যুদন্ডসহ পাঁচলক্ষ টাকা অর্থদন্ড

গ) বিনাশ্রম কারাদন্ডসহ পাঁচলক্ষ টাকা অর্থদন্ড

ঘ) মৃত্যুদন্ড বা যাবজ্জীবন কারাদন্ড

সঠিক উত্তর: (খ)

৬.বাংলাদেশে কিশোর অপরাধ বৃদ্ধির কারণ কোনটি?

ক) শিক্ষার অভাব

খ) অতিরিক্ত অর্থ

গ) পারিবারিক বিশৃঙ্খলা

ঘ) জনসংখ্যার বিস্ফোরণ

সঠিক উত্তর: (গ)

৭.জাতীয় স্বাস্থ্যনীতির অন্যতম লক্ষ্য –

  1. শিশু ও মাতৃমৃত্যুহার হ্রাস করা
  2. ২০১৪ সালের মধ্যে মা ও শিশু মৃত্যুর হার কমানো

iii. ২০১২ সালের মধ্যে মা ও শিশু মৃত্যুর হার হ্রাস করা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

৮.নারী সহিংস আচরণের শিকার হয় –

  1. পুরুষের দ্বারা
  2. নারীর দ্বারা

iii. শিশুর দ্বারা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

৯.যৌতুকের দাবিকে কেন্দ্র করে বিয়ের পরে ঘটে থাকে –

  1. স্ত্রী নির্যাতন
  2. বিবাহ বিচ্ছেদ

iii. পারিবারিক স্থিতিশীলতা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

১০.HIV – এর ঘনত্ব অত্যন্ত কম কোন মাধ্যমে?

ক) বীর্য

খ) যোনিরস

গ) মূত্র

ঘ) থুতু

সঠিক উত্তর: (গ)

১১.সরকারি চাকরিতে কর্মরত নারীদের মাতৃত্বকালীন ছুটির গেজেট প্রকাশ করা হয় কবে?

ক) ৯ জানুয়ারি ২০০১

খ) ৯ জানুয়ারি ২০১১

গ) ১১ জানুয়ারি ২০০১

ঘ) ১১ জানুয়ারি ২০১১

সঠিক উত্তর: (ঘ)

১২.কিশোররা অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ে –

  1. আকাশ সংস্কৃতির প্রভাবে
  2. প্রতিষ্ঠা লাভের আশায়

iii. বাবা-মার কর্মব্যস্ততায়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

১৩.এইডস কেন হয়?

ক) সংক্রমিত রোগির চোখের পানির সংস্পর্শে

খ) এইচআইভি ভাইরাস আক্রমণ করলে

গ) সংক্রমিত রোগির থালা বাসন ব্যবহার করলে

ঘ) আক্রান্ত রোগির সাথে আলিঙ্গন করলে

সঠিক উত্তর: (খ)

১৪.কোনো ব্যক্তি যদি এসিড দ্বারা কারো দৃষ্টিশক্তি নষ্ট করে তাহলে উক্ত ব্যক্তি দন্ডিত হবেন –

  1. যাবজ্জীবন সশ্রম কারাদন্ডে
  2. অনধিক চৌদ্দ বছর কারাদন্ডে

iii. অনুর্ধ্ব এক লক্ষ টাকার অর্থদন্ডে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

১৫.লমব্রোসো ছিলেন একজন –

ক) অপরাধ বিজ্ঞানী

খ) সমাজবিজ্ঞানী

গ) দার্শনিক

ঘ) নৃবিজ্ঞানী

সঠিক উত্তর: (ক)

১৬.কোনটি প্রতিটি সমাজের জন্য একটি উদ্বেগজনক সমস্যা?

ক) যৌতুক প্রথা

খ) এইডস

গ) শিশুশ্রম

ঘ) কিশোর অপরাধ

সঠিক উত্তর: (ঘ)

১৭.নারী ও শিশু নির্যাতন দমন আইন – ২০০০ অনুসারে যৌন হয়রানিমূলক আচরণে অপরাধী ব্যক্তি দন্ডিত হবেন –

  1. অনুর্ধ্ব ৭ বছর সশ্রম কারাদন্ড
  2. সর্বনিম্ন ২ বছর সশ্রম কারাদন্ড

iii. যাবজ্জীবন সশ্রম কারাদন্ড

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

১৮.সামাজিক রীতিনীতি মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে তখন কী ঘটে?

ক) বিশৃঙ্খলা সৃষ্টি হয়

খ) নৈতিক অবনতি শুরু হয়

গ) সমাজে ভাঙন শুরু হয়

ঘ) দুর্নীতি শুরু হয়

সঠিক উত্তর: (খ)

১৯.বাংলাদেশে যৌতুক প্রথা উচ্ছেদের জন্য কোন পদক্ষেপটি গ্রহণ করা যায়?

ক) সামাজিক সচেতনতা বৃদ্ধি

খ) মহিলাদের জন্য কর্মক্ষেত্র তৈরি

গ) সামাজিক বর্জন পদ্ধতি

ঘ) সরকারি পদক্ষেপ

সঠিক উত্তর: (ক)

২০.যৌন হয়রানি –

  1. একটি সামাজিক বিপর্যয়
  2. ভয়াবহ সহিংসতা

iii. নৈতিকতার চরম অবক্ষয়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

২১.সামাজিক বিশৃঙ্খলা যখন চরমে পৌঁছে তখন সমাজে কী দেখা দেয়?

ক) সামাজিক অসংগতি

খ) সামাজিক অবক্ষয়

গ) সামাজিক নৈরাজ্য

ঘ) দারিদ্র‌্য

সঠিক উত্তর: (গ)

২২.কিশোর শ্রমিকদের স্বাভাবিক কাজের সময়সীমা দৈনিক কত ঘন্টা?

ক) ৪

খ) ৫

গ) ৬

ঘ) ৭

সঠিক উত্তর: (খ)

২৩.বাংলাদেশে সামাজিক সমস্যাগুলোর মধ্যে সর্বাধিক অমানবিক ও বেদনাদায়ক সমস্যা কোনটি?

ক) জনসংখ্যা সমস্যা

খ) বেকার সমস্যা

গ) যৌতুক প্রথা

ঘ) অপরাধ

সঠিক উত্তর: (গ)

২৪.কোনটি সামাজিক চাপ প্রদানকারী প্রতিষ্ঠান?

ক) উচ্চ আদালত

খ) গ্রাম আদালত

গ) উপজেলা পরিষদ

ঘ) জেলা পরিষদ

সঠিক উত্তর: (খ)

২৫.বাংলাদেশে ঘুষ-দুর্নীতির ব্যাপক বিস্তার ঘটার কারণ কী?

ক) শিক্ষার অভাব

খ) মূল্যবোধের অবক্ষয়

গ) অপরাধ প্রবণতা

ঘ) ভৌগোলিক সীমাবদ্ধতা

সঠিক উত্তর: (খ)

২৬.কিশোর অপরাধ বিচারের মূল আইন হিসেবে ধরা হয় কোন আইনকে?

ক) নারী ও শিশু নির্যাতন দমন আইন – ২০০০

খ) জাতীয় শিশুশ্রম নিরসন নীতি – ২০১০

গ) বাংলাদেশ শিশু আইন – ১৯৭৪

ঘ) বাংলাদেশ শিশু সনদ – ২০০০

সঠিক উত্তর: (গ)

২৭.বাংলাদেশে অধিকাংশ নারী শ্রমিক কোন ক্ষেত্রে কাজ করে?

ক) কৃষি জমিতে

খ) পোশাক শিল্পে

গ) চা শিল্পে

ঘ) ব্যবসা-বাণিজ্যে

সঠিক উত্তর: (খ)

২৮.সমাজ ব্যবস্থায় নৈরাজ্য সৃষ্টির জন্য কোন কারণটি দায়ী?

ক) চিত্তবিনোদনের অভাব

খ) সামাজিক মূল্যবোধের অবক্ষয়

গ) প্রাকৃতিক দুর্যোগ

ঘ) দারিদ্র‌্য

সঠিক উত্তর: (খ)

২৯.বাংলাদেশ জাতীয় সংসদ কর্তৃক এসিড নিয়ন্ত্রণ (সংশোধনী) আইন কত সালে পাস হয়?

ক) ২০০০

খ) ২০০২

গ) ২০১০

ঘ) ২০১১

সঠিক উত্তর: (গ)

৩০.সমাজে নারীর প্রতি সহিংসতার কারণ হলো –

  1. দারিদ্রর‌্য
  2. সামাজিক কুপ্রথা

iii. সামাজিক বিশৃঙ্খলা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

৩১.বাংলাদেশ শিশু আইন ১৯৭৪-এর সংজ্ঞানুযায়ী কত বছরের কম বয়সীরা শিশু হিসেবে বিবেচ্য?

ক) ১৫

খ) ১৬

গ) ১৭

ঘ) ১৮

সঠিক উত্তর: (খ)

৩২.সামাজিক সমস্যার কীভাবে সৃষ্টি হয়?

ক) দারিদ্র‌্যতা থেকে

খ) প্রশাসনিক দুরবস্থা থেকে

গ) সামাজিক বিশৃঙ্খলা হতে

ঘ) শ্রমবিভাগ হতে

সঠিক উত্তর: (গ)

৩৩.কাদের দ্বারা নারী পারিবারিক সহিংসতার শিকার হয়?

ক) সন্ত্রাসীদের দ্বারা

খ) সাধারণত স্বজনদের দ্বারা

গ) প্রতিবেশীদের দ্বারা

ঘ) শাশুড়ি-ননদ দ্বারা

সঠিক উত্তর: (ঘ)

৩৪.যৌতুক প্রথা কোন সমাজে উৎপত্তি লাভ করে?

ক) হিন্দু

খ) মুসলমান

গ) বৌদ্ধ

ঘ) খ্রিষ্টান

সঠিক উত্তর: (ক)

৩৫.শৈশবে নারীর প্রতি বঞ্চনার অভিজ্ঞতা একজন পুরুষসে সহিংস করে তোলে, এর মূল কারণ হলো –

ক) ত্রুটিপূর্ণ সামাজিকীকরণ

খ) মূল্যবোধের অবক্ষয়

গ) গোঁড়ামিপূর্ণ মনোভাব

ঘ) আধিপত্যভাব

সঠিক উত্তর: (ক)

৩৬.সময়ের প্রেক্ষিতে কোনো একটি সমাজে ব্যাপক সামাজিক পরিবর্তন সাধিত হলো। সে সমাজে আর কোন বিষয়টিতে পরিবর্তন দেখা যাবে?

ক) সহনশীলতায়

খ) সামাজিক রীতিনীতিতে

গ) সামাজিক মূল্যবোধে

ঘ) আইনের শাসনে

সঠিক উত্তর: (গ)

৩৭.AIDS রোগে আক্রান্ত হলে ব্যক্তির ওজন কয় মাসের মধ্যে শতকরা ১১ ভাগের বেশি কমে যায়?

ক) ১ মাস

খ) ২ মাস

গ) ৩ মাস

ঘ) ৪ মাচ

সঠিক উত্তর: (খ)

৩৮.সমাজে নৈরাজ্য সৃষ্টির কারণ –

  1. আইনশৃঙ্খলার অবনতি
  2. মূল্যবোধের অবক্ষয়

iii. প্রার্থী ব্যক্তির প্রতি বৈষম্যমূলক আচরণ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

৩৯.সামাজিক বিশৃঙ্খলার চরম রূপকে কী বলা হয়?

ক) সামাজিক নৈরাজ্য

খ) সামাজিক বিশৃঙ্খলা

গ) সামাজিক ভাঙন

ঘ) সামাজিক অসংগতি

সঠিক উত্তর: (ক)

৪০.কোনটি নারীর প্রতি সহিংসতার চরম রূপ?

ক) যৌনপীড়ন

খ) পতিতাবৃত্তি

গ) যৌতুক সম্পর্কিত নির্যাতন

ঘ) কন্যা শিশুকে মারপিট

সঠিক উত্তর: (খ)

৪১.বাংলাদেশে নারীরা নির্যাতনের বিষয় বাইরে প্রকাশ করে না –

  1. লোকলজ্জার ভয়ে
  2. পারিবারিক মর্যাদার ভয়ে

iii. আর্থিক ক্ষতির ভয়ে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

৪২.একটি সমাজে মূল্যবোধের অবক্ষয় ঘটবে যদি –

  1. ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হয়
  2. আইনের শাসনের দুর্বলতা থাকে

iii. মানুষের সহনশীলতার অভাব থাকে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

৪৩.বাংলাদেশে কোন মৌসুমে কিশোর অপরাধ কমে যায়?

ক) বর্ষাকালে

খ) শরৎকালে

গ) গ্রীষ্মকালে

ঘ) বসন্তকালে

সঠিক উত্তর: (ক)

৪৪.শিশুশ্রম বিলোপ সাধনে কতকগুলো সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা হয়েছে কোন আইনে?

ক) শ্রম আইন – ২০০৬

খ) শিশু অধিকার সনদ – ২০১০

গ) জাতীয় শিশুশ্রম নিরসন নীতি – ২০০৬

ঘ) বাংলাদেশ শিশু আইন – ১৯৭৪

সঠিক উত্তর: (গ)

৪৫.রাণী একজন পোশাক শ্রমিক। প্রায়ই বাসায় ফিরতে তার রাত হয়। সে কোন ধরনের নির্যাতনের শিকার হতে পারে?

ক) অপহরণ

খ) যৌন নির্যাতন

গ) হত্যা

ঘ) ছিনতাই

সঠিক উত্তর: (খ)

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Yandex

Download