বাংলাদেশ ডাক বিভাগ এর মেইল অপারেটর পদের প্রশ্ন সমাধান-২০১৯

0
518

বাংলাদেশ ডাক বিভাগ এর মেইল অপারেটর

পদের প্রশ্ন সমাধান ২০১৯

পদের নামঃ- মেইল অপারেটর

পরীক্ষার তারিখঃ- ২৩.০৮.২০১৯

১. শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক কোথায় অবস্থিত?

ক) যশোর✔

খ) গোপালগঞ্জ

গ) ফরিদপুর

ঘ) খুলনা

২. ২০১৮ সালের রাশিয়া ফুটবল বিশ্বকাপের মাসকটের নাম কী ছিল?

ক) মিশুক

খ) পান্ডা

গ) জাবিভাকা✔

ঘ) খুনারুহিতা

৩. ইন্টারনেট কত সালে চালু হয়?

ক) ১০৮১

খ) ১৯৭০

গ) ১৯৬০

ঘ) খু১৯৬৯✔

৪. বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটারের নাম কী?

ক) আইবিএম -৩৬০ সিরিজ

খ) আইবিএম -১৬২০✔

গ) আইবিএম -১৬০০ সিরিজ

ঘ) খুআইবিএম -৪৩০০ সিরিজ

৫. ভিওআইপি কী?

ক) ভয়েস ওভার ইন্টারনেট প্রোগ্রাম

খ) ভয়েস ওভার ইন্ট্রানেট প্রটোকল✔

গ) ভয়েস ওভার ইন্ট্রানেট প্রটোকল

ঘ) খুভিডি ও ওভার ইন্টারনেট প্রটোকল

৬. CPU কে কত ভাগে ভাগ করা যায়?

ক) ৩✔

খ) ৪

গ) ৫

ঘ) খু৬

৭. MRT এর পূর্ণরুপ কী?

ক) Massive Rapid Transit .

খ) Mass Rapid Transit . ✔

গ) Mass Rapid Transport .

ঘ) খুMass Road Transit.

৮. রামপাল কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের ক্যাপাসিটি কত মেগাওয়াট?

ক) ১৩৭০

খ) ১৩২০✔

গ) ১২৭০

ঘ) খু১২২০

৯. জি -৭ এর ৪২ তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

ক) যুক্তরাজ্য

খ) যুক্তরাষ্ট্র

গ) জাপান✔

ঘ) খুরামিয়া

১০. বাংলাদেশের সংবিধান গণপরিষদ উত্থাপিত হয় ১৯৭২ সালের-

ক) ১০ অক্টোবর

খ) ১২ অক্টোবর✔

গ) ১৪ ডিসেম্বর

ঘ) খু১৬ ডিসেম্বর

১১. বিশ্বের বৃহত্তম বইমেলা অনুষ্ঠিত হয় কোথায় ?

ক) ঢাকা

খ) কলকাতা

গ) ফ্রাঙ্কফুর্ট✔

ঘ) খুমাদ্রিদ

১২. মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট কে প্রতিষ্ঠা করেন?

ক) শেখ হাসিনা

খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান✔

গ) তাজউদ্দীন আহমদ

ঘ) খুশেরে বাংলা এ কে ফজলুল হক

১৩. বাংলাদেশের কোন পণ্য সর্বপ্রথম ভৌগোলিক নির্দেশক (জি.আই ) সনদ পায়?

ক) ইলিশ মাছ

খ) জামদানি শাড়ি✔

গ) পাট পণ্য

ঘ) খুআম

১৪. মাইক্রোপ্রসেসরের কোন অংশটি ডাটা প্রসেসিং -এ ব্যবহৃত হয়?

ক) Control Unit

খ) Register Array

গ) Accumulator

ঘ) খুALU✔

১৫. ১৪ -তম G-20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

ক) জাপান✔

খ) যুক্তরাষ্ট্র

গ) কানাডা

ঘ) খুসুইজারল্যান্ড

১৬. বাংলাদেশ প্রথম লোহার খনি আবিস্কৃত হয় কোথায়?

ক) নওগাঁ

খ) পাবনা

গ) দিনাজপুর✔

ঘ) খুবান্দরবান

১৭. কোন দেশের মন্ত্রিসভার অর্ধেক সদস্যই নারী?

ক) দক্ষিণ আফ্রিকা✔

খ) সিঙ্গাপুর

গ) তিউনিশিয়া

ঘ) খুআর্জেন্টিনা

১৮. ‘গায়ক’ এর সন্ধি -বিচ্ছেদ কোনটি?

ক) গা + ওক

খ) গা + অক

গ) গা + অক

ঘ) খুগৈ + অক✔

১৯. ‘কুলি’ শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?

ক) কামিন✔

খ) কামিনী

গ) কুলিনী

ঘ) খুকুলিন

২০. “ন্যাকামিটা এখন রাখো’ বাক্যে ‘ন্যাকমি’ শব্দের সঙ্গে ‘টা’ যুক্ত হয়ে কোন অর্থ প্রকাশ করে?

ক) নিরর্থকতা✔

খ) সার্থকতা

গ) ব্যর্থকতা

ঘ) খুভিন্নার্থকতা

২১. ‘শৈশব ‘ এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

ক) শিশু + ষ্ণ✔

খ) শিশু + জ্ঞ্য

গ) শিশু + শষ

ঘ) খুশৈ + শষ

২২. ‘ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি’ এক কথায় কী হবে?

ক) ইতিহাসবেত্তা✔

খ) ঐতিহাসিক

গ) ইতিহাস স্রষ্ট্রা

ঘ) খুইতিহাস রচয়িতা

২৩. কোনো শ্রদ্ধেয় ব্যক্তিকে বিদায়ানুষ্ঠানে যে শ্রদ্ধার্ঘ্য পত্র দেয়া হয়, তাকে কী বলে?

ক) বিদায় পত্র

খ) মান পত্র✔

গ) শ্রদ্ধাঞ্জলি

ঘ) খুসম্মানপত্র

২৪. ‘ফুলকুমারী’ সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?

ক) ফুলের ন্যায় কুমারী

খ) কুমারী ফুলের ন্যায়✔

গ) ফুল রুপ কুমারী

ঘ) খুকুমারী ফুল

২৫. মৌলিক ধাতুর অপর নাম কী?

ক) নাম ধাতু

খ) প্রযোজক ধাতু

গ) সাধিত সাধু

ঘ) খুসিদ্ধ ধাতু✔

২৬. ‘লাজুক’ কোন ধরনের শব্দ?

ক) মৌলিক

খ) রুঢ়ি

গ) যোগরুঢ়

ঘ) খুযৌগিক✔

২৭. ‘মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন’ এখানে ‘কিংবা’ কোন অব্যয়?

ক) অনুকার অব্যয়

খ) বিয়োজক অব্যয়✔

গ) সমুচ্চয়ী অব্যয়

ঘ) খুসংযোজক অব্যয়

২৮. ‘ঘোটকের গাড়ি’ এটি কোন দোষে দুষ্ট?

ক) গুরুচন্ডালী✔

খ) বাহুল্য

গ) দুর্বোধ্যতা

ঘ) খুকোনোটিই নয়

২৯. কোন সাহিত্যিক ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শহিদ হন?

ক) জহির রায়হান

খ) নিজাম উদ্দিন

গ) অধ্যাপক গিয়াস উদ্দিন

ঘ) খুমুনীর চৌধুরী✔

৩০. সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কী?

ক) নীল লোহিত✔

খ) কালকূট

গ) কালপেঁচা

ঘ) খুচেনাকণ্ঠ

৩১. ‘শক্রুকে দমন করে যে’ – এক কথায় কী হবে?

ক) শত্রুঘ্ন

খ) অরিন্দম✔

গ) শত্রুহস্ত

ঘ) খুকৃতঘ্ন

৩২. কোন বানানটি শুদ্ধ?

ক) পিপিলিকা

খ) পিপীলিকা✔

গ) পীপিলিকা

ঘ) খুপিপিলীকা

৩৩. কোনটি যৌগিক শব্দ?

ক) তৈল

খ) রেশম

গ) দৌহিত্র✔

ঘ) খুমহাযাত্রা

৩৪. নিচের কোনটি বহুবচন বাচক শব্দ নয়?

ক) গ্রাম

খ) কুল

গ) সভা

ঘ) খুমঙ্গল✔

৩৫. Which of the following word can be used as a verb?

ক) mister

খ) master✔

গ) mistress

ঘ) খুmasstery

৩৬. I will phone you when I … the news.

ক) am getting

খ) get✔

গ) will get

ঘ) খুwill be getting

৩৭. I … to his house yesterday but could not meet you.

ক) went✔

খ) would go

গ) have gone

ঘ) খুwas gone

৩৮. The correct passive form of ” I know him ” is –

ক) He is known by me.

খ) He was known to me.

গ) He has been known by me.

ঘ) খুHe is known to me. ✔

৩৯. The meaning of ‘starch’ is –

ক) to reinforce

খ) be weak

গ) smooth out

ঘ) খুput anend to✔

৪০. The synonym of ‘delude’ is –

ক) demand

খ) permit

গ) aggravate

ঘ) খুdeceive✔

৪১. The meaning of ‘soft soap’ is –

ক) flattery for self -motive✔

খ) speaking ill of others

গ) Speaking highly of others

ঘ) খুrecognizing good deed of others .

৪২. The meaning of ‘ white elephant’ is –

ক) an elephant of white color

খ) a black marketer

গ) a very costly and troublesome possession✔

ঘ) খুa hoarder

৪৩. Translate into English : কেটলিতে পানি টগবগ করছে।’

ক) The water is simmering in the kettle. ✔

খ) The water is rising high in the kettle .

গ) The water is rising high in the kettle.

ঘ) খুThe kettle is over flowing.

৪৪. Translate into English : ‘আমি এটা না করে পারলাম না ।”

ক) I could not help do it.

খ) I could not help doing it. ✔

গ) I could not help to do it.

ঘ) I could not but he did it.

৪৫. The passive form of ‘Do you know him?” is –

ক) Is he known by you?

খ) Does he known by you?

গ) Is he known to you? ✔

ঘ) খুIs he known with you?

৪৬. Change the speech . ‘What do you want?” She asked him

ক) She asked him what he wanted. ✔

খ) She asked him what he wants

গ) She asks him what he wants .

ঘ) খুShe wanted him

৪৭. The noun of the word ‘believe’ is –

ক) belief✔

খ) believable

গ) believing

ঘ) খুbelievbly

৪৮. The passive form of ‘You are to color this picture.” is –

ক) This picture has to be colored by you.

খ) This picture is to be color by you.

গ) This picture is to be colored by you.

ঘ) খুThis picture is being colored by you. ✔

৪৯. Modern farms are much larger than ….. of former times.

ক) that✔

খ) those

গ) this

ঘ) খুthese

৫০. The prefix ‘poly’ in word ‘polygamy” expressed in the sense –

ক) some

খ) one

গ) many✔

ঘ) খুmore

৫১. The prefix ‘mis’ can be added to –

ক) fool

খ) fire✔

গ) obey

ঘ) personal

৫২. কোন ত্রিভুজের দুইটি কোণ ১০ ডিগ্রি এবং ৮০ ডিগ্রী হলে, ত্রিভুজটি হবে –

ক) সূক্ষ্ণকোণ

খ) সমকোণী✔

গ) স্থুলকোণী

ঘ) খুকোনটিই নয়

৫৩. নীচের কোনটি মৌলিক সংখ্যা ?

ক) ৯২

খ) ৮৭

গ) ৬৩

ঘ) খু৫৯✔

৫৪. একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয় । সংখ্যাটি কত?

ক) ১৬

খ) ১৭

গ) ১৮✔

ঘ) খু২৪

৫৫. একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৩ : ৪ : ৫ হলে, কোণ তিনটিকে ডিগ্রীতে প্রকাশ করুন?

ক) ৪৫°,৬০°,৭৫°✔

খ) ৩০°,৪০°,৫০°

গ) ৪২°,৫৬°,৭০°

ঘ) খু৪৮°,৬৪°,৮০°

৫৬. একটি যোগে করতে কম্পিউটারের ৫০ ন্যানো সেকেন্ড সময় লাগলে সেকেন্ডে এটা কত কোটি যোগ করতে পারবে?

ক) ৫

খ) ৪

গ) ৩

ঘ) খু২✔

৫৭. একটি ট্রেন ঘন্টায় ৮৪ কি.মি. বেগে চলে। ট্রেনটি ৮০০ মিটার দীর্ঘ একটি প্লার্টফর্ম ১ মিনিটে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?

ক) ৯০০

খ) ৭৫০

গ) ৬০০✔

ঘ) খু৫০০

আরো পড়ুনঃ-

Download From Google Drive

Download

Download From Yandex

Download

👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।