ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন ডাক অধিদপ্তর এস্টিমেটর পরীক্ষার প্রশ্ন সমাধান ২০১৮

0
464

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন ডাক অধিদপ্তর

এস্টিমেটর পরীক্ষার প্রশ্ন সমাধান

পরীক্ষার তারিখঃ-২৬.০৭.২০১৮

১.সেলিনা হোসেন রচিত গল্পগ্রন্থ কোনটি?

ক)দোযখের ওম

খ)ময়ূরীর মুখ

গ)কালো মাফলার

ঘ)খোল করতাল✔

২.’উপসর্গ’ কোথায় বসে?

ক)বাক্যের মধ্যে

খ)শব্দের পরে

গ)বাক্যের পূর্বে

ঘ)শব্দের পূর্বে✔

৩.কোন বাক্য ‘প্রান্ত’ অর্থে ‘মাথা’ শব্দটি ব্যবহৃত হয়েছে?

ক)রাস্তার চৌমাথায় সকলের আড্ডা

খ)এ ব্যাপারে তার মাথাব্যথা কেন?

গ)শ্রমিকের মাথায় মাথায় বস্তা

ঘ)এ রাস্তার মাথায় পাবে হাসপাতাল✔

৪.’বেগুলা – লখিন্দরের’ কাহিনী পাওয়া যায় কোন মঙ্গলকাব্যে?

ক)মনসাঙ্গল✔

খ)অন্নদামঙ্গল

গ)শীতলামঙ্গল

ঘ)সারদামঙ্গল

৫.সংস্কৃত থেকে সরাসরি বাংলায় এসেছে কোন শব্দটি?

ক)গিন্নি

খ)চন্দ

গ)বংশী✔

ঘ)জঙ্গা

৬.’মার্জার’ কোন নামটির সমার্থক?

ক)কুকুর

খ)বিড়াল✔

গ)গর্দভ

ঘ)শিয়াল

৭.’ঞ্জ’ যুক্তবর্ণটির গঠন কী রুপ?

ক)জ্ + ঞ

খ)ড্ + ঞ

গ)ঞ্ + জ✔

ঘ)ঞ্ + ড

৮.কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ?

ক)বঙ্গসুন্দরী

খ)সোনার তরী

গ)প্রেম ও ফুল

ঘ)দীপ ও ধূপ

৯.’অসমাপ্ত আত্মজীবনীর’ রচয়িতা কে?

ক)জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান✔

খ)কবি কাজী নজরুল ইসলাম

গ)শামসুর রহমান

ঘ)হুমায়ূন আহমেদ

১০.কোনটি প্রতীকধর্মী উপন্যাস ?

ক)চাঁদের অমাবস্যা

খ)ক্রীতদাসের হাসি✔

গ)নিষিদ্ধ লোবান

ঘ)দুধভাতে উৎপাত

১১.’শেষের কবিতা’ একটি

ক)কবিতা

খ)নাটক

গ)প্রবন্ধ

ঘ)উপন্যাস✔

১২.হুমায়ূন আজাদ রচিত শিশু-কিশোরদের গ্রন্থ কোনটি?

ক)লালনীল দীপাবলি✔

খ)অচিন যাদুকর

গ)ঘুম ভাঙানো নদী

ঘ)ফুল পাখি সৌরভ

১৩.বাংলার চাষীদের ওপর ইংরেজদের অত্যাচার নিয়ে রচিত নাটক কোনটি?

ক)কৃষ্ণকুমারী

খ)মায়াবসান

গ)নীলদর্পণ✔

ঘ)মায়াকানন

১৪.কোনটি শুদ্ধ বানানে লেখা শব্দ?

ক)শুন্য

খ)পুণ্য✔

গ)ক্ষুন্ন

ঘ)পুর্ণ

১৫.জাহানামা ইমাম রচিত স্মৃতিকথামূলক গ্রন্থ কোনটি?

ক)একাত্তরের স্মৃতি

খ)আমার একাত্তর

গ)একাত্তরের দিনগুলি✔

ঘ)জাহানামা ইমাম

১৬.কোন জন ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলন?

ক)ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর✔

খ)ভূদেব মুখোপাধ্যায়

গ)রাজা রামমোহন রায়

ঘ)মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার

১৭.কোনটি দ্বন্দ্ব _ সমাস __ সাধিত শব্দ?

ক)আলোছায়া✔

খ)ছায়াতরু

গ)ছায়াময়

ঘ)তরুছায়া

১৮.যে বর্ণ বা বর্ণসমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে কী বলা হয়?

ক)প্রত্যয়✔

খ)সন্ধি

গ)সমাস

ঘ)অব্যয়

১৯.মুক্তিযুদ্ধ-ভিত্তিক কাব্যগ্রন্থ কোনটি ?

ক)বন্দী শিবির থেকে✔

খ)পাতালে হাসপাতালে

গ)একদা এক রাজ্যে

ঘ)যখন উদ্যত সঙ্গীন

২০.বাংলা ভাষায় রচিত প্রাচীনতম গ্রন্থ কোনটি?

ক)শেকশুভোদয়া

খ)চর্যাপদ✔

গ)শ্রীকৃষ্ণকীর্তন

ঘ)রামায়ণ

২১.পর্দাপ্রথা নির্ভর হাস্যরসাত্মক গ্রন্থ কোনখানি?

ক)ভারত-মহিলা

খ)অবরোধবাসিনী✔

গ)বাঙ্গালী -চরিত

ঘ)মডেল – ভগিনী

২২.বাংলা ভাষায় প্রথম আধুনিক সনেট রচনা করেছেন কে?

ক)সত্যেন্দ্রনাথ দত্ত

খ)গোবিন্দচন্দ্র দাস

গ)মধুসূদন দত্ত✔

ঘ)নবীনচন্দ্র সেন

২৩.’সঞ্চয়’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

ক)অন্তরায়

খ)উপচয়

গ)পরাভয়

ঘ)নয়ছয়✔

২৪.কোন গ্রন্থখানি রোমান্টিক প্রণয়োপাখ্যান ?

ক)রামচরিত

খ)কীচকবধ

গ)পদ্মাবতী✔

ঘ)ভাগবত

২৫.উচাটন শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক)আদিষ্ট

খ)শান্ত

গ)উৎকণ্ঠা✔

ঘ)শক্ত

২৬.কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত রচনা কোনটি?

ক)গাজী মিয়ার বস্তানী

খ)রাজবন্দীর জবানবন্দী

গ)বাউণ্ডেলের আত্মকাহিনী✔

ঘ)জাত রাখার কি উপায়

২৭.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত গ্রন্থ কোনখানি?

ক)কলিকাতা কমলালয়

খ)প্রভাবতী সম্ভাষণ✔

গ)বত্রিশ সিংহাসন

ঘ)গৌড়ীয় ব্যাকরণ

২৮.মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ কোনটি?

ক)মহাশ্মশান

খ)সন্ধ্যাসঙ্গীত

গ)বন্ধুবিয়োগ

ঘ)বিষাদসিন্ধু✔

২৯.’কন্যা’ শব্দটির অর্থ __

ক)দুহিতা✔

খ)বনিতা

গ)ললনা

ঘ)অঙ্গনা

৩০.বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি?

ক)কপালকুণ্ডলা✔

খ)মাধবীকঙ্কণ

গ)পর্বতবাসিনী

ঘ)রাজতপস্বিনী

৩১.কোন ধরনের শব্দে কখনোই মূর্ধণ্য ‘ণ’ হবে না?

ক)তাৎসম

খ)তদ্ভব

গ)বিদেশি✔

ঘ)আঞ্চলিক

৩২.’একাত্তরের ডায়েরী’র রচয়িতা কে?

ক)বেগম সুফিয়া কামাল✔

খ)জাহানারা ইমাম

গ)রিজিয়া রহমান

ঘ)সেলিনা হোসেন

৩৩.’গোঁয়ার গোবিন্দ’ _ এর অর্থ কী?

ক)চালাক লোক

খ)দীর্ঘায়ু ব্যক্তি

গ)নিরক্ষর

ঘ)কাণ্ডজ্ঞানহীন✔

৩৪.”আমাদের দেশে হবে সেই ছেলে কবে / কথায় না বড় হয়ে কাজে বড় হবে” __ পঙক্তিটির রচয়িতা কে?

ক)সুফিয়া কামাল

খ)জসীমউদ্দীন

গ)সুকুমার রায়

ঘ)কুসুম কুমারী দাস✔

৩৫.’সূর্য দীঘল বাড়ি’ চলচ্চিত্রের পরিচালক কে?

ক)শেখ নিয়ামত শাকের✔

খ)আবু ইসহাক

গ)সুভাষ দত্ত

ঘ)খান আতা

৩৬.আর একটা গান গাও না । এখানে ‘না’ দ্বারা প্রকাশ পেয়েছে___

ক)নিষেধ

খ)বিস্ময়

গ)আদর

ঘ)অনুরোধ✔

৩৭.শুদ্ধ বানান কোনটি?

ক)সমিচীন

খ)সমীচীন✔

গ)সমীচিন

ঘ)সমিচিন

৩৮.রিকশা শব্দটি উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে?

ক)ইংরেজি

খ)হিন্দি

গ)চীনা

ঘ)জাপানি✔

৩৯.’খনার বচন’ কী সংক্রান্ত?

ক)কৃষি✔

খ)ব্যবসা

গ)রাজনীতি

ঘ)শিল্প

৪০.বাগাড়ম্বর শব্দের সন্ধিবিচ্ছেদ

ক)বাগ + অম্বর

খ)বাগ + অড়ম্বর

গ)বাক্ + অম্বর

ঘ)বাক্ + আড়ম্বর✔

৪১.কোনটি পক্ক অর্থে প্রকাশ পায়?

ক)পাকা বাড়ি

খ)পাকা রং

গ)পাকা কাজ

ঘ)পাকা আম✔

ইংরেজি প্রশ্ন সমাধান

  1. The noun form of the verb ‘educate’ is:

ক)educative

খ)educational

গ)Education✔

ঘ)educated

  1. Select the right word to complete the following sentence : We always prefer a ___ place.

ক)quite

খ)quit

গ)quiet✔

ঘ)quet

  1. Choose the right sentence :

ক)I don’t know who is he?

খ)I don’t know who he is? ✔

গ)They have gone for picnic.

ঘ)They have gone picnic

  1. The man died ___ over work.

ক)from✔

খ)out

গ)of

ঘ)in

  1. Select the word with right spelling

ক)achive

খ)achieve✔

গ)acheive

ঘ)achiv

  1. Select the singular number.

ক)pianos

খ)premises

গ)politics

ঘ)index✔

  1. We always prefer a ___ place.

ক)quite

খ)quit

গ)quiet✔

ঘ)quet

  1. This man does not adhere ___ any principle.

ক)in

খ)to✔

গ)by

ঘ)at

  1. Rahim __ English fluently.

ক)says

খ)speaks✔

গ)tells

ঘ)utters

  1. The doctor who treats kindney patients is called a / an:

ক)pathologist

খ)neurologist

গ)nephrologists✔

ঘ)cardiologist

  1. The synonym of ‘increase’ is __

ক)Decrease

খ)Quick

গ)Augment✔

ঘ)Less

  1. Select the masculine gender.

ক)duck

খ)ewe

গ)ram✔

ঘ)mare

  1. I wish I ___.

ক)was dead

খ)were dead✔

গ)am dead

ঘ)had been dead

  1. choose the correct sentence :

ক)The students have gone to see the Himalaya .

খ)The students have gone to see the Himalayas . ✔

গ)The students have gone to see Himalaya.

ঘ)The students have gone to see Himalayas.

  1. The girl is popular ___ all. To full line gap are need:

ক)for

খ)at

গ)with✔

ঘ)by

  1. choose the correct sentence :

ক)The teacher beat the student black and blue✔

খ)The teacher beat the student in black and blue

গ)The teacher bit the student black and blue

ঘ)The teacher bit the student in black and blue.

  1. which of the following is close to ‘ archipelago ‘ in meaning

ক)A group of archives

খ)Archeological sites

গ)A group of islands✔

ঘ)Arch of a building

  1. Fill in the gaps of the following with appropriate word? words: ____ Germans are very enterprising.

ক)No

খ)The✔

গ)An

ঘ)A

  1. It is a quarter ___ ten.

ক)before

খ)to✔

গ)form

ঘ)an

  1. The antonym of healthy ‘is “

ক)shy

খ)emaciated✔

গ)obese

ঘ)playful

  1. The noun form of the word ‘strong ‘ is :

ক)strengthen

খ)strength✔

গ)strongful

ঘ)strongly

  1. The opposite word of ‘virtuous’ is :

ক)sinful

খ)dishonest✔

গ)coward

ঘ)hypocrite

 

 

 

গণিত প্রশ্ন সমাধান

১. বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত?

ক)৩১:৪

খ)২২:৭✔

গ)৩:১৪

ঘ)৪:৩

২.শতকরা বার্ষিক কত হার সুদে ৫ বছরের সুদ, সুদ আসলের ১/৫ অংশ হবে?

ক)২৫%

খ)২০%

গ)১০%

ঘ)৫% ✔

৩.একটি গণিত বই প্রকৃত মূল্যের শতকরা ৮৫ ভাগ মূল্যে ৬৮ টাকায় বিক্রয় হলো। বইটির প্রকৃত মূল্য কত?

ক)৯০ টাকা

খ)৮০ টাকা✔

গ)৭২ টাকা

ঘ)৬০ টাকা

৪.০,১,২,৩ ও ৪ দ্বারা গঠিত পাঁচ অংকের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কোনটি?

ক)৫৩৪৪৮

খ)৫৩৪৪✔

গ)৫৩৪৪২

ঘ)৫৩৪৪০

৫.সমকোণী ত্রিভুজের তিনবাহুর দৈর্ঘ্য দেয়া হলো। কোন ক্ষেত্রে ত্রিভুজটি অঙ্কন করা সম্ভব?

ক)২ সেমি,৫ সেমি, ৮ সেমি

খ)৫ সেমি,৪ সেমি ও ৯ সেমি

গ)৩ সেমি,৪ সেমি ও ৫ সেমি✔

ঘ)২ সেমি,৩ সেমি ও ৫ সেমি

৬.কতজন বালকের মধ্যে ১২৫ টি আম ও ১৪৫ টি লিচু সমানভাবে ভাগ করে দেয়া যায়?

ক)২৫ জন

খ)১৫ জন

গ)১০ জন

ঘ)৫ জন✔

৯.১ হতে ৩০ পর্যন্ত কয়টিু মৌলিক সংখ্যা আছে?

ক)১১ টি

খ)১০ টি✔

গ)৯ টি

ঘ)৮ টি

১১.দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে বড় সংখ্যাটি কত?

ক)৯৯

খ)১০০✔

গ)১৯৯

ঘ)২০০

১২.পিতা ও দুই সন্তানের বয়সের গড় ২৭ বছর । দুই সন্তানের বয়সের গড় ২০ বছর হলে পিতার বয়স কত?

ক)৪৭ বছর

খ)৪১ বছর✔

গ)৩৭ বছর

ঘ)৩১ বছর

১৩.৩০ লিটার মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ : ৩ । ঐ মিশ্রণে কী পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ৩ : ৭ হবে?

ক)৪০ লিটার✔

খ)৩৫ লিটার

গ)৩০ লিটার

ঘ)২৫ লিটার

১৫.কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্ত কোণ তিনটির সমষ্টি হবে?

ক)১৮০°

খ)২৪০°

গ)২৭০°

ঘ)৩৬০°✔

১৬.x-[x-{x-(x+1)}]= কত?

ক)x+1

খ)x-1

গ)1

ঘ)-1✔

১৭.একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩/২ গুণ। এর ক্ষেত্রফল ৩৮৪ বর্গমিটার হলে, পরিসীমা কত?

ক)৮০ মিটার✔

খ)৪০ মিটার

গ)৬০ মিটার

ঘ)১০০ মিটার

সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান

১.কানাডার প্রধানমন্ত্রী কে?

ক)মাইক পেন্স

খ)জাস্টিন ট্রুডো✔

গ)মাদুরো

ঘ)ড্যানিয়েল ওর্তেগা

২.ইন্দোনেশিয়ার মুদ্রার নাম কী?

ক)ডলার

খ)লিরা

গ)ডং

ঘ)রুপিয়া✔

৩.মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত?

ক)সোনারগাঁও

খ)আগারগাঁও✔

গ)সেগুন বাগিচা

ঘ)উত্তরা

৪.আলেকজান্দ্রিয়া শহরটি কোন সমুদ্রের তটে অবস্থিত?

ক)লোহিত সাগর

খ)ভূ-মধ্যসাগর✔

গ)কৃষ্ণ সাগর

ঘ)ইজিয়ান সাগর

৫.বঙ্গবন্ধু-১ উপগ্রহটি মহাকাশে কোন দ্রাঘিমায় স্থাপিত?

ক)১২১.৫

খ)১১৯.৯

গ)১০৭.৯

ঘ)১১০.০✔

৬.জার্মানির চ্যান্সেলরের নাম কি?

ক)ইমানুয়েল ম্যাথরো

খ)ভ্লাদিমির পুতিন

গ)এঙ্গেলা মার্কেল✔

ঘ)থেরেসা মে

৭.জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কতটি?

ক)১৫ টি

খ)১০ টি

গ)২০ টি

ঘ)৫ টি✔

৮.বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর কোনটি?

ক)চট্রগাম✔

খ)মোংলা

গ)নারায়ণগঞ্জ

ঘ)পায়রা

৯.একটি দেশ সম্প্রতি তার নারী নাগরিকদের গাড়ি চালনার অনুমতি দিয়েছে। দেশটির নাম কী?

ক)মিসর

খ)ইয়েমেন

গ)সংযুক্ত আরব আমিরাত

ঘ)সৌদি আরব✔

১০.’তন্দ্রা’ অঞ্চল কোন দেশে অবস্থিত?

ক)রাশিয়া✔

খ)চীন

গ)মার্কিন যুক্তরাষ্ট্র

ঘ)ব্রাজিল

বিজ্ঞান প্রশ্ন সমাধান

১.কপার সালফেটকে কী বলা হয়?

ক)ফিটকিরি

খ)তুঁতে✔

গ)কর্পুর

ঘ)চুন

২.কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদান প্রযুক্তিতে কী বলা হয়?

ক)ই- মেইল

খ)ইন্টারকম

গ)ইন্টারনেট✔

ঘ)মডেম

৩.পিতলের উপাদান কোনটি?

ক)তামা ও টিন

খ)তামা ও নিকেল

গ)তামা ও সীসা

ঘ)তামা ও দস্তা✔

৪.রুপপুর পারমাণবিক কেন্দ্র কোন জেলায় অবস্থিত?

ক)গাজীপুর

খ)পাবনা✔

গ)দিনাজপুর

ঘ)সিরাজগঞ্জ

৫.প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী?

ক)মিথেন✔

খ)ইথেন

গ)হাইড্রোজেন

ঘ)নাইট্রোজেন

৬.কোনটি তা কুপরিবাহী?

ক)লোহা

খ)তামা

গ)রাবার✔

ঘ)পানি

৭.মানুষের বৈজ্ঞানিক নাম কি?

ক)হোমো ইরেকটাস

খ)হোমো স্যাপিয়েন্স✔

গ)হোমো হ্যাবিলস

ঘ)হোমো নেয়াল্ডারথালিস

আরো পড়ুনঃ-

Download From Google Drive

Download

Download From Yandex

Download

👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।