Thursday, March 28, 2024
Homeকম্পিটারকম্পিউটারের কিছু গুরুত্বপূর্ণ কি-বোর্ড শর্টকাট জেনে রাখুন পিডিএফ ডাউনলোড

কম্পিউটারের কিছু গুরুত্বপূর্ণ কি-বোর্ড শর্টকাট জেনে রাখুন পিডিএফ ডাউনলোড

কম্পিউটারের কিছু গুরুত্বপূর্ণ কি-বোর্ড শর্টকাট জেনে রাখুন

পিডিএফ ডাউনলোড

 
কম্পিটউটারের কীবোর্ড শর্টকাটঃ
দ্রুত টাইপ করা কিংবা কাজ করার জন্য কিবোর্ড শর্টকাট এর বিকল্প নাই।
কিবোর্ড এর শর্টকাট কি ব্যবহার করে আপনি আপনার যেকোন কাজকে বহুগুণ কমিয়ে আনতে পারেন। নিচে আপনাদের জন্য উইন্ডো মেনু, ব্রাউজার সহ কিবোর্ড এর সকল কি/বোতামের শর্ট কাট  দেওয়া হল।
মনে করুন কোনো কারনে আপনার মাউস নষ্ট হয়ে গেলো, তখন কি করবেন? আপনি চাইলেই পিসির কাজ গুলো কী-বোর্ড দিয়েই সারতে পারবেন। আমরা অনেকেই আমাদের কী-বোর্ডের সবগুলো শর্টকাট জানিনা বা জানলেও ব্যবহারে উৎসাহি না।
কিন্তু, যদি আপনি যদি আপনার পিসির কী-বোর্ডের গুলো ব্যবহারে অভ্যস্ত হন,তবে আপনি অনেক দ্রুত কম্পিউটার অপারেট করতে পারবেন এবং আপনার মাউস ব্যবহারের প্রয়োজনীয়তা অনেক কমে যাবে।
অথবা ধরুন কারো পিসিতে মাই কম্পিউটার অপসানটি নেই -সেক্ষত্রে আপনি Windows key + E চেপে মাই কম্পিউটার ওপেন করতে পারবেন।
কী-বোর্ডের এই শর্টকাট গুলো সকলের জেনে নেয়া অনেক জরুরী।
নিচে কী-বোর্ডের সর্টকাট গুলো দেয়া হলোঃ-
Ø  Windows key – access Start menu
Ø  Windows key + Pause – open System Properties
Ø  Windows key + D – minimise/restore windows
Ø  Windows key + F – open Search window
Ø  Windows key + F1 – open Help and Support Center
Ø  Windows key + E – open Windows Explorer window
Ø  Windows key + M – minimise all windows
Ø  Windows key + TAB – move through open windows on Taskbar
Ø  Windows key + SHIFT + M – restore all windows
Ø  Hold CTRL while dragging – make a copy of selected item
Ø  Hold CTRL + SHIFT while dragging – make a shortcut to selected item
Ø  CTRL + ESC – open Start menu
Ø  CTRL + C – Copy
Ø  CTRL + X – Cut
Ø  CTRL + V – Paste
Ø  CTRL + A – Select All
Ø  CTRL + Z – Undo
Ø  CTRL + B – Bold highlighted text
Ø  CTRL + U – Underline highlighted text
Ø  CTRL + I – Italicise highlighted text
Ø  CTRL + Plus key – increase browser text size
Ø  CTRL + Minus key – decrease browser text size
Ø  CTRL + ALT + DELETE – open Task Manager
Ø  ALT + underlined letters in menus – open menu item
Ø  ALT + ENTER – show Properties of selected object
Ø  ALT + F4 – close current window or program
Ø  CTRL + F4 – close window within program
Ø  ALT + TAB – switch between open windows or programs
Ø  TAB – move forwards through control items or links in current window
Ø  SHIFT + TAB – move backwards through control items or links
Ø  ENTER – click selected control item or link
Ø  BACKSPACE – move up one folder level
Ø  HOME – go to start of current line or web page
Ø  END – go to end of current line or web page
Ø  CTRL + END – go to end of current document
Ø  PAGE UP – move up through current document or web page
Ø  PAGE DOWN – move down through current document or web page
Ø  PRINT SCREEN – take snapshot image of current screen
Ø  ALT + PRINT SCREEN – take snapshot image of current window
Ø  F2 – rename selected item
Ø  F5 – refresh current window or web page
Ø  F6 – move through window panes
মাইক্রোসফ্ট বা এমএস অফিসের কীবোর্ড শর্টকাট:
Windows
বর্ণনা
Mac OS
Alt + E
Edit মেনুর জন্য
Ctrl + F2 + F
Alt + F
File মেনুর জন্য
Ctrl + F2 + E
Alt + V
View মেনুর জন্য
Ctrl + F2 + V
Ctrl + A
Select all টেক্সটের জন্য
Cmd + A
Ctrl + C
টেক্সট Copy করার জন্য
Cmd + C
Ctrl + F
টেক্সট Find এর জন্য
Cmd + F
Ctrl + H
টেক্সট find এবং replace করার জন্য
Cmd + F
Ctrl + N
New Document এর জন্য
Cmd + N
Ctrl + O
একটি ফাইল Open করার জন্য
Cmd + O
Ctrl + P
Print অপশনের জন্য
Cmd + P
Ctrl + S
file Save এর জন্য
Cmd + S
Ctrl + V
টেক্সট Paste করার জন্য
Cmd + V
Ctrl + X
টেক্সট Cut করার জন্য
Cmd + X
Ctrl + Y
টেক্সটকে Redo করার জন্য
Shift + Cmd + Z
Ctrl + Z
টেক্সটকে Undo করার জন্য
Cmd + Z
টেক্সট এডিটিং এর কিবোর্ড শর্টকাট
Windows
বর্ণনা
Mac OS
Ctrl + Down Arrow
লাইন ব্রেকের শেষে যাওয়ার জন্য
Cmd + Right Arrow
Ctrl + End
ডকুমেন্টের শেষে যাওয়ার জন্য
Cmd + Down Arrow
Ctrl + Home
ডকুমেন্টের প্রথমে যাওয়ার জন্য
Cmd + Up Arrow
Ctrl + Left Arrow
পূর্বের শব্দের প্রথমে যাওয়ার জন্য
Option + Left Arrow
Ctrl + Right Arrow
পরের শব্দের শুরুতে যাওয়ার জন্য
Option + Right Arrow
Ctrl + Up Arrow
লাইন ব্রেকের প্রথমে যাওয়ার জন্য
Cmd + Left Arrow
Down Arrow
রোঁ এর এক ঘর নিচে যাওয়ার জন্য।
Down Arrow
End
চলতি লাইনের শেষে যাওয়ার জন্য
Cmd + Right Arrow
Home
চলতি লাইনের প্রথমে যাওয়ার জন্য
Cmd + Left Arrow
Left Arrow
টেক্সট এর বামে অথবা পূর্বের লাইনের শেষে যাওয়ার জন্য
Left Arrow
Page Down
এক ফ্রেম নিচে যাওয়ার জন্য
Fn + Down Arrow
Page Up
এক ফ্রেম উপরে যাওয়ার জন্য
Fn + Up Arrow
Right Arrow
টেক্সটের ডানে অথবা পরের লাইনের শুরুতে যাওয়ার জন্য
Right Arrow
Up Arrow
রোঁ এর এক ঘর উপরে যাওয়ার জন্য।
Up Arrow
টেক্সট সিলেকশন এর কিবোর্ড শর্টকাট
Windows
বর্ণনা  
Mac OS
Ctrl + A
সব টেক্সট সিলেক্ট করার জন্য
Cmd + A
Ctrl + F
টেক্সট খুঁজে নেয়ার জন্য
Cmd + F
Shift + Ctrl + Down
পারাগ্রাফ ডানে সিলেক্ট করার জন্য
Shift + Opt + Down
Shift + Ctrl + End
কারসর থেকে ডকুমেন্টের শেষ পর্যন্ত টেক্সট সিলেক্ট করার জন্য
Cmd + Shift + Down Arrow or Cmd + Shift + Fn + Right Arrow
Shift + Ctrl + Home
কারসর এবং ডকুমেন্টের প্রথম থেকে মাঝের টেক্সট সিলেক্ট করার জন্য
Cmd + Shift + Up Arrow or Cmd + Shift + Fn + Left Arrow
Shift + Ctrl + Left
বামে শব্দ সিলেক্ট করার জন্য
Shift + Opt + Left
Shift + Ctrl + Right
ডানে শব্দ সিলেক্ট করার জন্য
Shift + Opt + Right
Shift + Ctrl + Up
পারাগ্রাফ বামে সিলেক্ট করার জন্য
Shift + Opt + Up
Shift + Down Arrow
লাইনের নিচের ওয়ার্ড সিলেক্ট করার জন্য
Shift + Down Arrow
Shift + End+ Right Arrow
কারসর এবং চলতি লাইনের শেষ থেকে মাঝের টেক্সট সিলেক্ট করার জন্য
Cmd + Shift
Shift + Home
কারসর এবং চলতি লাইনের প্রথম থেকে মাঝের টেক্সট সিলেক্ট করার জন্য
Cmd + Shift + Left Arrow
Shift + Left Arrow
লাইনের বামে সিলেক্ট করার জন্য
Shift + Left Arrow
Shift + Page Down
কারসর পয়েন্ট থেকে এর নিচেখুঁজে একটি ফ্রেম এর সম্পূর্ণ টেক্সটকে সিলেক্ট করার জন্য
Shift + Fn + Down Arrow
Shift + Page Up
কারসর পয়েন্ট থেকে এর উপরে একটি ফ্রেম এর সম্পূর্ণ টেক্সটকে সিলেক্ট করার জন্য
Shift + Fn + Up Arrow
Shift + Right Arrow
লাইনের ডানে সিলেক্ট করার জন্য
Shift + Right Arrow
Shift + Up Arrow
লাইনের উপরের ওয়ার্ড সিলেক্ট করার জন্য
Shift + Up Arrow
টেক্সট ফরম্যাটিং এর কিবোর্ড শর্টকাট
Windows
বর্ণনা  
Mac OS
Ctrl + =
সিলেক্টেড টেক্সট সাবস্ক্রিপ্ট করার জন্য
Cmd + =
Ctrl + B
সিলেক্টেড টেক্সট বোল্ড করার জন্য
Cmd + B
Ctrl + I
সিলেক্টেড টেক্সট ইটালিক করার জন্য
Cmd + I
Ctrl + Shift + =
সিলেক্টেড টেক্সট সুপারস্ক্রিপ্ট করার জন্য
Cmd + Shift + =
Ctrl + U
সিলেক্টেড টেক্সট আন্ডার লাইন করার জন্য
Cmd + U
 
 
টেক্সট ইডিটিং এর কিবোর্ড শর্টকাট
Windows
বর্ণনা  
Mac OS
Backspace
বামদিক থেকে ক্যারেক্টার ডিলেট করার জন্য
Backspace
Ctrl + Backspace
বামদিক থেকে ডিলেট করার জন্য
Cmd + Fn + Backspace
Ctrl + C
টেক্সট কপি করার জন্য
Cmd + C
Ctrl + Del
ডানদিক থেকে ডিলেট করার জন্য
Cmd + Backspace
Ctrl + H
টেক্সট খুঁজে পেতে এবং বদলানোর জন্য
Cmd + F
Ctrl + V
টেক্সট পেস্ট করার জন্য
Cmd + V
Ctrl + X
টেক্সট কাট করার জন্য
Cmd + X
Ctrl + Y
টেক্সট পুনরায় করার জন্য
Shift + Cmd + Z
Ctrl + Z
টেক্সট পুনরায় বাদ দিতে
Cmd + Z
Delete
ডানদিক থেকে ক্যারেক্টার ডিলেট করার জন্য
Fn + Backspace
Shift + Tab
আউটডেন্ট
Shift + Tab
Tab
ইন্ডেন্ট
Tab
ওয়েব ব্রাউজার এর কিবোর্ড শর্টকাট
Windows
বর্ণনা 
Mac OS
Alt + Home
হোমপেজ খোলার জন্য
Option + Home or Option + Fn + Left Arrow
Alt + Left Arrow or Backspace
পিছনে যাওয়ার জন্য
Cmd + Left Arrow
Alt + Right Arrow or Shift + Backspace
সামনে যাওয়ার জন্য
Cmd + Right Arrow
Ctrl + –
এর জন্য
Cmd + –
Ctrl + +
 এর জন্য
Cmd + +
Ctrl + 0
এর জন্য (ডিফল্ট)
Cmd + 0
Ctrl + F
টেক্সট খুঁজে পাওয়ার জন্য
Cmd + F
Ctrl + F5
 ওয়েবপেজ রিফ্রেশ করার জন্য (no cache)
Cmd + Shift + R
End
পেজের একদম নিচে যাওয়ার জন্য
Cmd + Down Arrow
Esc
পেজ ক্লোজ করার জন্য
Esc
F11
ফুল স্ক্রিনের জন্য
Cmd + Shift + F
F5
ওয়েবপেজ রিফ্রেশ করার জন্য
Cmd + R
Home
পেজের একদম উপরে যাওয়ার জন্য
Cmd + Up Arrow
Shift + Space or Page Up
একটি ফ্রেম উপরে নেয়ার জন্য
Shift + Space or Fn + Up Arrow
Space or Page Down
একটি ফ্রেমকে নিচে নেয়ার জন্য
Space or Fn + Down Arrow
Tab / Window পরিচালনা করাএর কিবোর্ড শর্টকাট
Windows
বর্ণনা  
Mac OS
Alt + F4
কারেন্ট ট্যাব বন্ধ করার জন্য
Cmd + W
Alt + Shift + Tab
আগের উইন্ডোতে যাওয়ার জন্য
Cmd + Shift + Tab
Alt + Tab
পরের উইন্ডোতে যাওয়ার জন্য
Cmd + Tab
Ctrl + 1-8
নির্দিষ্ট ট্যাবে যাওয়ার জন্য
Cmd + 1-8
Ctrl + 9
শেষ ট্যাবে যাওয়ার জন্য
Cmd + 9
Ctrl + Alt + F4
কারেন্ট ট্যাব ছাড়া সব ট্যাব বন্ধ করার জন্য
Cmd + Opt + W
Ctrl + Click
background এ নতুন লিঙ্কট্যাব ওপেন করার জন্য
Cmd + Click
Ctrl + N
নতুন উইন্ডো ওপেন করার জন্য
Cmd + N
Ctrl + P
চলতি পেজকে প্রিন্ট করার জন্য
Cmd + P
Ctrl + S
কারেন্ট ওয়েবপেজকে সেভ করার জন্য
Cmd + S
Ctrl + Shift + Click
foreground এ নতুন লিঙ্কট্যাব ওপেন করার জন্য
Cmd + Shift + Click
Ctrl + Shift + T
বন্ধ ট্যাব পুনরায় ওপেন করার জন্য
Cmd + Shift + T
Ctrl + Shift + Tab
আগের ট্যাবে যাওয়ার জন্য
Shift + Control + Tab or Cmd + Shift + Left Arrow
Ctrl + Shift + W
সব ট্যাব বন্ধ করার জন্য
Cmd + Q
Ctrl + T
নতুন ট্যাব এর জন্য
Cmd + T
Ctrl + Tab
পরের ট্যাবে যাওয়ার জন্য
Control + Tab or Cmd + Shift + Right Arrow
Ctrl + W
কারেন্ট ট্যাব বন্ধ করার জন্য
Cmd + W
এড্রেস বারএর কিবোর্ড শর্টকাট
Windows
বর্ণনা
Mac OS
Alt + Enter
একটি নতুন ট্যাবে এড্রেস বার লোকেশন খুলতে
Opt + Enter
Ctrl + E
ফোকাস এবং ব্রাউজারের সার্চবার নির্বাচন করার জন্য
Cmd + E / Cmd + K
Ctrl + Enter
এড্রেসের শুরুতে “WWW.” যুক্ত করুন এবং এড্রেসের শেষে “.com” যুক্ত করুন (উদাঃ, টাইপ “Chakritips” এবং “www. ……… .com” খুলতে Ctrl +Enter চাপুন ) Cmd + Enter or Control + Enter
Ctrl + L or Alt + D
ব্রাউজারের এড্রেস বারে যাওয়ার জন্য
Cmd + L
F4
পূর্বে টাইপ করা এড্রেস একটি লিস্টে প্রদর্শন করার জন্য 
Tab
টুলবার, সার্চ বার, এবং পেইজ এলিমেন্ট গুলো একের পর একটি খুঁজে পাওয়ার জন্য
Tab
 
বুকমার্ক এর কিবোর্ড শর্টকাট
Windows
বর্ণনা  
Mac OS
Ctrl + B
বুকমার্ক মেনু খোলার জন্য
Cmd + B
Ctrl + D
বর্তমান পেইজ এর জন্য বুকমার্ক যোগ করুন
Cmd + Opt + B or Cmd + Shift + B
Ctrl + H
ব্রাউজিং হিস্ট্রি খুঁজে পাওয়ার জন্য
Cmd + Shift + H or Cmd + Y
Ctrl + J
ডাউনলোড হিস্ট্রি খুঁজে পাওয়ার জন্য
Cmd + J or Cmd + Shift + J
স্ক্রিনশট এর কিবোর্ড শর্টকাট

Windows
বর্ণনা 
Mac OS
Alt + PrtScr
ক্লিপবোর্ডে উইন্ডোর স্ক্রিনশট কপি করার জন্য     
Cmd + Ctrl + Shift + 4, then Space
PrtScr (Print Screen) or Ctrl + PrtScr
ক্লিপবোর্ডে পুরো স্ক্রিন কপি স্ক্রিনশট করার জন্য
Cmd + Ctrl + Shift + 3
ক্লিপবোর্ডে প্রাপ্ত এরিয়ার নির্দিষ্ট কপি স্ক্রিনশট করার জন্য
Cmd + Ctrl + Shift + 4
ফাইল হিসাবে উইন্ডোর স্ক্রিনশট সেভ করার জন্য
Cmd + Shift + 4, then Space
ফাইল হিসাবে পুরো স্ক্রিনের স্ক্রিনশট সেভ করার জন্য
Cmd + Shift + 3
ফাইল হিসেবে প্রাপ্ত এরিয়ার স্ক্রিনশট সেভ করার জন্য
Cmd + Shift + 4
 ডাউনলোড করতে এখানে কিক্ল করুন

Download From Google Drive  

Download From Yadex

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

auto ads
error: Content is protected !!