অভ্র কিবোর্ড ব্যবহার করে বাংলা লেখার নিয়ম পিডিএফ ডাউনলোড

0
882

অভ্র কিবোর্ড ব্যবহার করে বাংলা লেখার নিয়ম

পিডিএফ ডাউনলোড

যারা বাংলায় টাইপিং করে তাদের অধিকংশ মানুষ অভ্র সফটওয়্যার ব্যবহার করে থাকে ।অভ্র সফটওয়্যার এমন যে আপনি ইংরেজিতে টাইপিং করলে সেটা বাংলায় কনভার্ট হয়ে যায় ।বর্তমানে যারা চ্যাটে যোগাযোগ করে তারা অধিকাংশ বাংলা ও ইংরেজি মিশ্রণে কথা বলে যার নাম বাংলিশ । আর এই বাংলা ও ইংরেজিতে কনভার্ট করে সুন্দর বাংলা লেখা যায় অভ্র

সফটওয়্যার এর মাধ্যমে । যেখানে আপনার যদি ইংরেজি কীবোর্ড জানা থাকে সেখানে বাংলা কীবোর্ড মুখস্থ করা লাগে না । আপনি ইংরেজিতে লিখে দিবেন সেটা বাংলায় কনভার্ট হয়ে যাবে ।তবে তার ইংরেজি কোন অক্ষরে বাংলায় কোন অক্ষর হয় সেতা জানতে হবে । তবে আমি মনে করি এটা খুব সহজ হবে কারণ আমরা যেটা সচারাচর লিখি সেটায় ইংরেজি থেকে বাংলায় করা যায় । তাই নিচের ছাকটি এক বার দেখলে আমার মনে হয় সব সহজ হয়ে যাবে ।

kbU
khbh,vrri
gme
ghzOI
NgrO
clOU
chsh,Sব (ফলা)w
jSH্য-য (ফলা)y,Z
jhs্র-র(ফলা)r
NGh৴-রেফrr
Tড়R্-হসন্ত
Thঢ়RH।-দাড়ি.
Dয়y,Y৳-টাকা$
Dht“.-ডট.numpad
Nng: কোলন:
t:
th^
do
dha
ni
pI
ph,fu

সূত্র : অভ্র কীবোর্ড

দেখা হয়েছে ইংরেজি কোন অক্ষরে বাংলায় কোন অক্ষর হয় । এবার আপনি অভ্র সফটওয়্যার কোথায় পাবেন? অভ্র সফটওয়্যার টি একটি ফ্রি সফটওয়্যার গুগলে সার্চ করলে সহজে পেয়ে যাবেন এই সফটওয়্যারটি ।অভ্র সফটওয়্যারটি অন্য সফটওয়্যার যেভাবে ইনস্টল করতে হয় ঐ ভাবে ইনস্টল করে নিন । ইনস্টল করার পর আপনার পিসিতে নিচের ছবির মত এমন একটি প্যানেল আসবে।

ছবিতে তীর চিহ্ন দেওয়া যেখানে ইংরেজি আছে ঐখানে ক্লিক করে ইংরেজি এর পরিবর্তে বাংলা করতে হবে ।অন্য ভাবেও বাংলা করে যায় । কীবোর্ডের Backspace এর উপরে F12 লেখা আছে F12 তে চাপ দিলে সহজেই ইংরেজি থেকে বাংলায় কীবোর্ড রুপান্তর করা যায় । আবার একই ভাবে F12 চাপ দিলে বাংলা থেকে ইংরেজিতে রুপান্তর করা যাবে কীবোর্ড ।এই ভাবে ইংরেজি থেকে বাংলায় রুপান্তর করার পর যেকোনো জায়গায় আপনি বাংলা টাইপিং করতে পারবেন।

নিচে কিছু যুক্তবর্ণ টাইপিং করে দেখানো হলো

ক্ষkkhষ্ণShNর্ত্তrrtt
ঙ্কNgkহ্মhmস্থ্যsthz
ঙ্গNggণ্ডND
জ্ঞjNGক্ষ্মkShm
ঞ্চNGcঙ্ক্ষNgkSh
ঞ্ছNGchল্গুlgu
ঞ্জNGjন্ত্বntw
ত্তttন্দ্বndw

তিন অক্ষরের বর্নের ক্ষেত্রে নিচের উদাহরণ গুলো খেয়াল করুনঃ

ক্ষ্ম= ক্‌+ষ্‌+ম (kShm)

ঙ্ক্ষ= ঙ্‌+ক্‌+ষ্‌ (NgkSh)

জ্জ্ব= জ্‌+জ্‌+ব-ফলা (jjw)

ল্গু= ল্‌+গ্‌+উ-কার (lgu)

ন্ত্ব= ন্‌+ত্‌+ব-ফলা (ntw)

ন্দ্ব= ন্‌+দ্‌+ব-ফলা (ndw)

র্ত্ত= র্‌+ত্‌+ত (rrtt)

স্থ্য= স্‌+থ্‌+য-ফলা (sthZ)

গুরুত্বপূর্ণঃ

এবার চলুন একটি কমন সমস্যা নিয়ে আলোচনা করা যাক। এই সমস্যাটিতে সকল অভ্র ব্যাবহারকারীর-ই পরতে হয়। অভ্র যুক্তবর্ণ লিখা সহজ করতে গিয়ে স্বাভাবিক সংখ্যাকেও যুক্তবর্ণ করে ফেলে। যেমন ধরেন, লিখলামঃ “apnara”, এটি হওয়া উচিৎ ছিলো “আপনারা” কিন্তু তা না করে, অভ্র এটাকে টাইপ করছে “আপ্নারা” হিসাবে। এটি একটি সমস্যা মনে হয় আমার কাছে (বেশির ভাগ ব্যাবহারকারীর কাছে এটা সমস্যা মনে হয়)। তো সমস্যার সমাধান হচ্ছে, আপনাকে এই সকল বর্ণের পরে একটি অতিরিক্ত “o” চাপতে হবে। অর্থাৎ, এখানে “apnara” এর পরিবর্তে লিখতে হবে “aponara”।

একই ভাবে, “ক্ষ্ম” কে যদি আমরা ক্ষ্ম না লিখে “ক্ষমতা” লিখতে যাই তাহলে “kShm” এর পরিবর্তে “kShomota” অর্থাৎ প্রতিটা বর্ণের শেষে একটি অতিরিক্ত “o” দিতে হবে। যদি, বর্ণের শেষে অতিরিক্ত “o” যুক্ত না করা তবে লেখাটি হবে এমনঃ kShmta >> ক্ষ্মতা ।

সংগৃহীত

আরো পড়ুনঃ-

কীবোর্ডের কী F1 থেকে F12 পর্যন্ত সঠিক ব্যবহার পিডিএফ ডাউনলোড

কম্পিউটারের কিছু গুরুত্বপূর্ণ কি-বোর্ড শর্টকাট জেনে রাখুন পিডিএফ ডাউনলোড

কম্পিউটার ব্যবহারকারীদের জন্য খুব গুরুত্বপূর্ণ ১০০টি  শর্টকাট কীঃ 

বেসিক থেকে ৩৫০টি কম্পিউটার বিষয়ক সাধারণ জ্ঞান

কম্পিউটারের কিছু গুরুত্বপূর্ণ কি-বোর্ড শর্টকাট জেনে রাখুন

এক্সেলের কিছু সূত্র ও শর্টকাট কী এক সাথে দেখে নিন 

কম্পিউটার ও তথ্য প্রযুক্তির গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

বিজয় কিবোর্ড ব্যবহার করে বাংলা লেখার পদ্ধতি পিডিএফ ডাউনলোড

যারা বাংলা টাইপিং এ দুর্বল তাদের কাজে লাগবে পিডিএফ ডাউনলোড

Download From Google Drive

Download 

Download From Yandex

Download