সিভিল সার্জন কার্যালয়, কুমিল্লা এর স্বাস্থ্য সহকারী পদের
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২৪
পদের নামঃ- স্বাস্থ্য সহকারী
পরীক্ষার তারিখঃ- ০১-০৩-২০২৪
সময়ঃ- ৯০ মিনিট ।। পূর্ণমানঃ- ৮০
১. জসীমউদ্দীন বাংলাদেশের কোন জেলায় জন্মগ্রহণ করেন?
ক. ঢাকা
খ. ফরিদপুর
গ. খুলনা
ঘ. চট্টশ্রাম
উত্তরঃ- খ
২. ক্রিয়ার মূল অংশকে কী বলেঃ
ক. বাক্য
খ. বর্ণ
গ. ধাতু
ঘ. চিহ্ন
উত্তরঃ- গ
৩. “বিষাদসিন্ধু’ উপন্যাস কে লিখেছেন?
ক. মুনীর চৌধুরী
খ. সৈয়দ শামসুল হক
গ. জসীম উদদীন
ঘ. মীর মশাররফ হোসেন
উত্তরঃ- ঘ
৪. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
ক. মাটি আর অশ্রু
খ. সারেং বউ
গ. হাঙ্গর নদী গ্রেনেড
ঘ. ক্রীতদাসের হাসি
উত্তরঃ- গ
৫. উপসর্গের সাথে প্রত্যয়ের পার্থক্য কী?
ক. নতুন শব্দ গঠনে
খ. উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পিছনে
গ. ভিন্ন অর্থ একাহশে
ঘ. অব্যয় ও শব্দাংশে
উত্তরঃ- খ
৬. কবি বিহারীলালকে “ভোরের পাখি” কে বলেছেন?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. কবি আসাদ চৌধুরী
ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তরঃ- ক
৭. অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?
ক. বঙ্কিমচন্দ্র চট্টেপাধ্যায়
খ. মাইকেল মধুসূদন দত্ত
গ. অন্দাশংকর রায়
ঘ. সুকান্ত ভট্টাচার্য
উত্তরঃ- খ
৮. ভাষার মূল উকরণ কী?
ক. শব্দ
খ. বাক্য
গ. ধ্বনি
ঘ. বর্ণ
উত্তরঃ- খ
৯. “আটকপালে’ অর্থ কী?
ক. হতাশ
খ. জ্ঞানী
গ. হতভাগ্য
ঘ. সৌভাগ্যবান
উত্তরঃ- গ
১০. বাংলা ভাষায় উপসর্গ কত প্রকার?
ক. ৬ প্রকার
খ. ৪ প্রকার
গ. ৩ প্রকার
ঘ. ৫ প্রকার
উত্তরঃ- গ
১১. মুক্তিযুদ্ধভিত্তিক A story of My Time আত্মজীবনী গ্রন্থের লেখক কে?
ক. মো. সাহাবুদ্দিন
খ. মো. আবদুল হামিদ
গ. মনজুরুল হক
ঘ. নজরুল ইসলাম
উত্তরঃ- গ
১২. বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে?
ক. কামরুল হাসান
খ. জয়নুল আবেদীন
গ. কাইয়ুম চৌধুরী
ঘ. মুর্তজা বশীর
উত্তরঃ- ক
১৩. ‘আলালের ঘরের দুলাল’ কার লেখা?
ক. কালীপ্রসন্ন সিংহ
খ. প্যারীচাঁদ মিত্র
গ. মাইকেল মধুসূদন দত্ত
ঘ. নবীন চন্দ্র সেন
উত্তরঃ- খ
১৪. এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা- গানটির সুরকার কে?
ক. গোবিন্দ হালদার
খ. আবদুল জব্বার
গ. আপেল মাহমুদ
ঘ. হাসন রাজা
উত্তরঃ- ক
১৫. মাইকেল মধুসূদন দত্ত রচিত ঐতিহাসিক নাটক কোনটি?
ক. পদ্মাবর্তী
খ. মায়াকানন
গ. কৃষ্ণকুমারী
ঘ. শর্মিষ্ঠা
উত্তরঃ- গ
১৬. বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?
ক. শ্রীকৃষ্ণকীর্তন
খ. শূন্যপুরান
গ. হুতুম প্যাচার নকশা
ঘ. চর্যাপদ
উত্তরঃ- ঘ
১৭. ভাষা আন্দোলনের পটভূমিকায় রচিত মুনীর চৌধুরীর নাটক কোনটি?
ক. চিঠি
খ. রক্তাক্ত প্রান্তর
গ. কবর
ঘ. নষ্ট ছেলে
উত্তরঃ- গ
১৮. ‘ময়ুর’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. পিক
খ. শিখণ্ডী
গ. বাজী
ঘ. মকর
উত্তরঃ- খ
১৯. “নদী ও নারী” উপন্যাসের রচয়িতা কে?
ক. হুমায়ুন কবির
খ. আবুল ফজল
গ. আকবর আলী
ঘ. শওকত ওসমান
উত্তরঃ- ক
২০. বাংলা সাহিত্যের যুগসন্ধিক্ষণের কবি কে?
ক. জীবনানন্দ দাশ
খ. বড়ু চণ্ডীদাস
গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
ঘ. কামিনী রায়
উত্তরঃ- গ
২১. কারক কয় প্রকার?
ক. ৫ প্রকার
খ. ৬ প্রকার
গ. ৩ প্রকার
ঘ. ৭ প্রকার
উত্তরঃ- খ
২২. ধ্বনির লিখিত রূপকে কী বলে?
ক. অক্ষর
খ. শব্দ
গ. বর্ণ
ঘ. পদ
উত্তরঃ- গ
২৩. রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?
ক. সঞ্চিয়তা
খ. বলাকা
গ. বসন্ত
ঘ. সেঁজুতি
উত্তরঃ- গ
২৪. “আলপিন” কোন ভাষা থেকে আগত শব্দ?
ক. পর্তুগিজ
খ. ওলন্দাজ
গ. গুজরাটি
ঘ. তুর্কি
উত্তরঃ- ক
২৫.“ছাড়পত্র” কাব্যগ্রন্থটি কার লেখা?
ক. সুকান্ত ভট্টাচার্য
খ. সত্যেন্দ্রনাথ দত্ত
গ. জীবনানন্দ দাশ
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ- ক
২৬.৮ আগস্ট, ২০২৩ তারিখে দেশের ১৭তম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় কোনটি?
ক. শীতলপাটি
খ. সিলেটের মনিপুরি শাড়ি
গ. ব্র্যাক বেল ছাগল
ঘ্. নাটোরের কাঁচাগোল্লা
উত্তরঃ- ঘ
২৭.জাতীয় শিশু দিবস কবে?
ক. ১৭ মার্চ
খ. ১৮ এপ্রিল
গ. ২৬ মার্চ
ঘ. ১০ জানুয়ারি
উত্তরঃ- ক
২৮.বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বাংলাদেশকে কোন রোগমুক্ত ঘোষণা করেছে?
ক. পোলিও
খ. ফাইলেরিয়া
গ. কালাজ্বর
ঘ. উপরের সবগুলো
উত্তরঃ- ঘ
২৯. ‘বঙ্গবন্ধু টানেল’ উদ্বোধন করা হয় কবে?
ক. ১৮ সেপ্টেম্বর, ২০২৩
খ. ২৮ সেপ্টেম্বর, ২০২৩
গ. ১৮ অক্টোবর, ২০২৩
ঘ. ২৮ অক্টোবর, ২০২৩
উত্তরঃ- ঘ
৩০.নিচের কোন জায়গায় চা নিলাম কেন্দ্র রয়েছে?
ক. চট্টগ্রাম
খ. মৌলভীবাজার
গ. পঞ্চগড়
ঘ. উপরের সবগুলো
উত্তরঃ- ঘ
৩১. ‘স্মার্ট বাংলাদেশ’ দিবস কবে?
ক. ১৭ মার্চ
খ. ২৮ সেন্টেম্বর
গ. ১৮ অক্টোবর
ঘ. ১২ ডিসেম্বর
উত্তরঃ- ঘ
৩২. গ্রীষ্ম কালীন অলিম্পিক-২০২৪ কোথায় অনুষ্ঠিত হবে?
ক. মাদ্রিদ, স্পেন
খ. টোকিও, জাপান
গ. স্টকহোম, সুইডেন
ঘ. প্যারিস, ফ্রান্স
উত্তরঃ- ঘ
৩৩. ২০২৬ সালে ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে-
ক. যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা
খ. যুক্তরাষ্ট্র ও মেক্সিকো
গ. যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো
ঘ. কানাডা, যুক্তরাজ্য ও মেক্সিকো
উত্তরঃ- গ
৩৪. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক সময়ে কোন সেক্টরে জাতিসংঘ কর্তৃক প্রদত্ত পুরস্কার লাভ করেন?
ক. নারীর ক্ষমতায়ন
খ. SDG Progress
গ. MDG Progress
ঘ. দারিদ্র্য বিমোচন
উত্তরঃ- খ
৩৫.জনসংখ্যার ঘনত্ব বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
ক. বাংলাদেশ
খ. মোনাকো
গ. চীন
ঘ. ভারত
উত্তরঃ- খ
৩৬.বাংলাদেশের মানুষের গড় আয়ু কত?
ক. ৭৩.৩ বছর
খ. ৭২.৪ বছর
গ. ৭১.৪ বছর
ঘ. ৭০.৪ বছর
উত্তরঃ- খ
৩৭.মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র “আগুনের পরশমনি” এর পরিচালক কে?
ক. হুমায়ুন আহমেদ
খ. শিবলী সাদিক
গ. অরন্য আনোয়ার
ঘ. পঙ্কজ পালিত
উত্তরঃ- ক
৩৮. প্রথম কোন দেশ করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করে?
ক. রাশিয়া
খ. চীন
গ. জার্মানি
ঘ. কোরিয়া
উত্তরঃ- ক
৩৯. ডেঙ্গু রোগের জীবাণু বহনকারী মশার প্রজাতি কোনটি?
ক. আনোফিলিস
খ. কিউলেক্স
গ. এডিস
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ- গ
৪০. EPI প্রোথামে কতটি রোগের বিরুদ্ধে টিকা দেয়া হয়?
ক. ৭টি
খ. ৮টি
গ. ৯টি
ঘ. ১০টি
উত্তরঃ- ঘ
৪১. ১০ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল ৪ : ১। ১০ বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে ২ : ১। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
ক. ৫০, ২০
খ. ২০, ৫০
গ. ৩০, ২০
ঘ. ৫০, ১০
উত্তরঃ- ক
৪২.রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে …. সমদ্বিখণ্ডত করে।
ক. সূক্ষ্মকোণে
খ. সমকোণে
গ. স্থুলকোণে
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ- খ
৪৩. ০.১*০.০১*০.০০১ =?
ক. ১.০০০১
খ. ০.১০০০১
গ. ০.০০১
ঘ. ০.০০০০০১
উত্তরঃ- ঘ
৪৫. ১ মিটার সমান কত ইঞ্চি?
ক. ৩৭.৭৯ ইঞ্চি
খ. ৩৯.৩৭ ইঞ্চি
গ. ৩৯.৫৭ ইঞ্চি
ঘ. ৩৭.৩৯ ইঞ্চি
উত্তরঃ- খ
৪৬. ৬টি সংখ্যার গড় ৮.৫। একটি সংখ্যা বাদ দিলে হ্রাস পেয়ে ৭.২ হয়। বাদ দেয়া সংখ্যাটি কত?
ক. ৭
খ. ১৫
গ. ১০
ঘ. ১২
উত্তরঃ- খ
৪৭. ত্রিভূজের দুইটি কোণের অনুপাত ২ : ৩। একটি কোণ ৭৫ডিগ্রি হলে, অন্য দুটি কোণের পরিমাণ কত?
ক. ৪২, ৬৩
খ. ৪০, ৬০
গ. ৪১, ৬৩
ঘ. কোনটিই নয়
উত্তরঃ- ক
৪৮. ৫৩/১৪ কে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে?
৪৯.একটি শ্রেণির প্রতি বেঞ্চে ৪ জন করে ছাত্র বসলে ৩টি বেঞ্চ খালি থাকে। আবার প্রতি বেঞ্চে ৩ জন করে ছাত্র বসলে ৬ জনকে দীড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণির ছাত্র সংখ্যা কত?
ক. ৪০
খ. ৬০
গ. ৯০
ঘ. ৮০
উত্তরঃ- খ
৫০. দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া স্বত্ত্বেও ত্রিভুজ দুইটি সর্বসম নাও হতে পারে?
ক. দুই বাহু ও অন্তর্ভূক্ত কোণ
খ. তিন কোণ
গ. দুই কোণ ও এক বাহু
ঘ. তিন বাহু
উত্তরঃ- খ
৫২. শতকরা বার্ষিক কত হার সুদে ১ বছরের সুদ আসলের ১/৫ অংশ হবে?
ক. ১০%
খ. ১৫%
গ. ২০%
ঘ. ২৫%
উত্তরঃ- গ
৫৪. ৯০ ও ১০০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
ক. ১
খ.২
গ. ৩
ঘ. ৪
উত্তরঃ- ক
৫৫. কোন সমকোণী ত্রিভুজের কোণদ্বয়ের পার্থক্য ৬ ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত?
ক. ৪২ ডিগ্রি
খ. ৪১ ডিগ্রি
গ. ৪৯ ডিগ্রি
ঘ. ৪৬ ডিগ্রি
উত্তরঃ- ক
৫৬. She is good ……. English. Fill in the gap with appropriate preposition.
ক. for
খ. on
গ. at
ঘ. amony
উত্তরঃ- গ
৫৭. In a summer morning. I saw the thick Clouds …………. (move) here and there in the sky.
ক. were moving
খ. are moving
গ. moved
ঘ. moving
উত্তরঃ- ঘ
৫৮. What is the superlative degree of ‘Little’?
ক. Less
খ. Least
গ. Smallest
ঘ. Lest
উত্তরঃ- খ
৫৯. David is a European. He comes from …….. UK. Which article is suitable for the gap?
ক. the
খ. no article
গ. an
ঘ. A
উত্তরঃ- ক
৬০. What is the noun form of the verb ‘acquire’?
ক. acquittal
খ. acquiration
গ. acquisation
ঘ. acquisition
উত্তরঃ- ঘ
৬১. What is the synonym of ‘Mouth watering’?
ক. Delicious
খ. Hot
গ. Wet
ঘ. Sour
উত্তরঃ- ক
৬২. One who is specialist in heart dieses, is called-
ক. Neurologist
খ. Nephrologists
গ. Cardiologist
ঘ. Urologist
উত্তরঃ- গ
৬৩. Which is the passive form of ‘Asif fans himself’?
ক. Asif is fanning himself.
খ. Asif is fanned by himself.
গ. Asif is fanned by him.
ঘ. Asif does not fan others.
উত্তরঃ- খ
৬৪.What is the form of parts of speech of ‘may’?
ক. noun
খ. verb
গ. adverb
ঘ. preposition
উত্তরঃ- খ
৬৫. Which is the tag question of the following sentence? ‘Nothing should go unchallenged.’
ক. is it?
খ. isn’t it?
গ. should it?
ঘ. do it?
উত্তরঃ- গ
৬৬. Which sentence is wrong?
ক. The jury gives the verdict.
খ. Neither of them agreed with me.
গ. Nothing comes out of nothing.
ঘ. Each of the boys were present.
উত্তরঃ- ঘ
৬৭. ‘Black and white’ means-
ক. Written
খ. Friendship
গ. Difference
ঘ. Disagree
উত্তরঃ- ক
৬৮. The word ‘verdict’ means-
ক. Punishment
খ. Comment
গ. Judgment
ঘ. Remark
উত্তরঃ- গ
৬৯.Which spelling is correct?
ক. Decisive
খ. Desicive
গ. Dicisive
ঘ. None
উত্তরঃ- ঘ
৭০. Which is the antonym of ‘dislike’?
ক. Fascination
খ. Fatal
গ. Provoke
ঘ. Revoke
উত্তরঃ- ক
৭১. ‘Hold water’ means-
ক. Keep water
খ. Bear examination
গ. Drink water
ঘ. Store water
উত্তরঃ- খ
৭২.How many types of parts of speech are there?
ক. 3
খ. 4
গ. 5
ঘ.8
উত্তরঃ- ঘ
৭৩. ‘Blue Blood’ means-
ক. Colourful blood
খ. Noble birth
গ. Wealthy man —
ঘ. Poor people
উত্তরঃ- খ
৭৪. Which is plural?
ক. analysis
খ. news
গ. physics
ঘ. oxen
উত্তরঃ- ঘ
৭৫. What is the passive form of ‘Who did this?’
ক. By whom was this done?
খ. Who has done this?
গ. This was done by whom?
ঘ. Who did this?
উত্তরঃ- ক
৭৬. Which is the feminine gender of ‘nephew’?
ক. nice
খ. niece
গ. neece
ঘ. daughter
উত্তরঃ- খ
৭৭. Find out the correct spelling.
ক. adolescence
খ. adolessence
গ. addlessence
ঘ. adoleaence
উত্তরঃ- ক
৭৮.Who wrote the poem ‘Solitary Reaper’?
ক. PB Shelley
খ. William Wordsworth
গ. Alfred Tennyson
ঘ. Mathew Arnold
উত্তরঃ- খ
৭৯. Choose the correct singular form-
ক. Phenomenon
খ. Phenomena
গ. Phenomenan
ঘ. Phenomeno
উত্তরঃ- ক
৮০. Who is called the Poet of Nature?
ক. John Keats
খ. P.B Shelley
গ. William Wordswroth
ঘ. John Milton
উত্তরঃ- গ
Download From Google Drive
Download
আরো পড়ুনঃ-
- সাতক্ষীরা সিভিল সার্জনের কার্যালয় স্বাস্থ্য সহকারী পদের লিখিত প্রশ্ন সমাধান ২০২৪
- সিভিল সার্জনের কার্যালয় মাগুরা লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৪
- সিভিল সার্জনের কার্যালয় ঠাকুরগাঁও স্বাস্থ্য সহকারী পদের লিখতি প্রশ্ন সমাধান-২০২৪
- সিভিল সার্জনের কার্যালয়, রাজবাড়ী এর স্বাস্থ্য সহকারী পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২৪