চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) বি ইউনিট ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২৪

0
61

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) বি ইউনিট ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান

Chittagong University Admission Test B Unit Question Solution

CU Admission B Unit Question Solution 2024

(২০২৩-২০২৪)

পরীক্ষার তারিখঃ- ০৮-০৩-২০২৪

ইংরেজি

  1. According to the passage, Beouvoir’s book asserted that the status of women –

ক) is the outcome of political oppression

খ) is inherently tied to their economic condition✔

গ) can be best improved under a communist government

ঘ) is a theoretical, rather than a pragmatic, issue

  1. Which of the following is not a factor in the explanation of why The Feminine Mystique was received more positively in the United States than was The Second Sex?

ক) By 1963 political conditions in the United States had changed.

খ) Friedan’s book was less intellectual and abstract than Beauvoir’s.

গ) Readers did not recognize the powerful influence of Beauvior’s book on Friedan’s ideas.✔

ঘ) Friedan’s approach to the issue of women’s emancipation was less radical than Beauvoir’s.

  1. The author quotes from The Nation most probably in order to-.

ক) modify an earlier assertion

খ) point out a possible exception to her argument

গ) illustrate her central point✔

ঘ) clarify the meaning of a term

  1. According to the passage, one difference between The Feminine and The Second Sex is that Friedan’s book.

ক) regects the idea that women are oppressed

খ) provides a primarily theoretical analysis of women’s lives

গ) does not reflect the political beliefs of its author

ঘ) concentrates on the practical aspects of the question of women’s emancipation✔

  1. Ulysses is a/an_____ written by _______

ক) play, William Shakespeare

খ) novel, Charles Dickens

গ) novel, James Joyce✔

ঘ) epic, Virgil

  1. Nest, kennel, feather, burrow’. The odd word in this group is.

ক) kennel

খ) nest

গ) featehr✔

ঘ) burrow

  1. Who is a netizen?

ক) a bad citizen

খ) one who uses the internet✔

গ) one who is not a citizen of a country

ঘ) a citizen of Nottingham

  1. Rabbi would certainly have attended the meeting ________

ক) if he didn’t get a flat tire

খ) if the tire hadn’t happened

গ) had he not had a flat tire.✔

ঘ) had the tire not flattened itself.

  1. The original inhabitants of a country are called _________

ক) natives

খ) aborigines✔

গ) primitives

ঘ) citizens

  1. Homophones are two or more words theath have the same_________.

ক) pronunciation but different meanings✔

খ) meaning bout different pronunciations

গ) spelling but different meanings

ঘ) spelling but different pronunciations

  1. Which is not a play?

ক) The Tempest

খ) Doctor Faustus

গ) Pride and Prehudice

ঘ) Volpone

  1. He fought_____ to defeat the enemy.

ক) tooth and nail✔

খ) to and fro

গ) all in all

ঘ) ins and outs

  1. ‘Shrine’ is to ‘pilgrim’ as ‘peak’ is to ‘__________’

ক) contestant

খ) crucial

গ) climber✔

ঘ) descender

  1. Robert Frost is a/an ___________poet.

ক) British

খ) Irish

গ) Scottish

ঘ) American✔

  1. ‘To have other fish to fry’ means__________

ক) to have more important things to do✔

খ) to fry fishes

গ) to remain busy

ঘ) none

  1. The idiomatic version of ‘I am not that naive’ is ‘__________’.

ক) I am arrogant

খ) I can predict everything

গ) I was not born yesterday✔

ঘ) none

  1. The synonym of ‘fussy’ is_______

ক) uncomplaining

খ) patient

গ) choosy✔

ঘ) stoic

  1. Those students do not like to read novels, ________text books.

ক) in any case

খ) forgetting about

গ) much less

ঘ) leaving out of the question✔

সাধারণ জ্ঞান

  1. জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন মহাদেশের?

ক) এশিয়া

খ) আফ্রিকা

গ) ইউরোপ✔

ঘ) উত্তর আমেরিকা

  1. মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড উৎপন্ন হয়?

ক) সালফিউরিক অ্যাসিড

খ) নাইট্রিক অ্যাসিড

গ) হাইড্রোক্লোরিক অ্যাসিড✔

ঘ) সাইট্রিক অ্যাসিড

  1. বাংলাদেশের জাতীয় সংসদে কোরাম হয় কত জনে?

ক) ৫৫

খ) ৭৫

গ) ৬০✔

ঘ) ৫০

  1. টেকসই উন্নয়ন সংক্রান্ত ২০৩০ এজেন্ডা-তে (The Agenda for Sustainable Development) কয়টি লক্ষ্য রয়েছে?

ক) ১৫

খ) ১৭✔

গ) ২১

ঘ) ২৭

  1. নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে?

ক) চতুর্দশ সংশোধনী

খ) পঞ্চদশ সংশোধনী✔

গ) ষষ্ঠদশ সংশোধনী

ঘ) দ্বাদশ সংশোধনী

  1. পবিত্র কোরআন কত বৎসর ধরে নাজিল হয়েছিল?

ক) ৬৩

খ) ৪০

গ) ২৩✔

ঘ) ১০

  1. রোহিঙ্গা নিধনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলাকারী দেশটির নাম কী?

ক) কেনিয়া

খ) গাম্বিয়া✔

গ) গ্যাবন

ঘ) গায়ানা

  1. হুদাইবিয়ার সন্ধি সম্পাদিত হয়-

ক) ৬২৪ সালে

খ) ৬২৮ সালে✔

গ) ৬২৬ সালে

ঘ) ৬২৭ সালে

  1. বাংলাদেশের মুক্তিযুদ্ধে মর্যাদা অনুসারে বীরত্বসূচক খেতাবের ক্ষেত্রে তৃতীয় খেতাব-

ক) বীর প্রতীক

খ) বীর বিক্রম

গ) বীরশ্রেষ্ঠ✔

ঘ) বীর উত্তম

  1. ‘রয়টার্স’ কোন দেশের সংবাদ সংস্থা?

ক) কানাডা

খ) সুইডেন

গ) যুক্তরাজ্য✔

ঘ) যুক্তরাষ্ট্র

  1. BRICS-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

ক) বেইজিং

খ) সাংহাই

গ) মস্কো

ঘ) কোনোটিই নয়✔

  1. কর্ণফুলী নদীর তলদেশে সদ্য স্থাপিত বঙ্গবন্ধু টানেলের মূল দৈর্ঘ্য (শুধুমাত্র টানেল অংশ) কত কি. মি.?

ক) ৯.৩৯

খ) ৩.৩২✔

গ) ৩.৫০

ঘ) ২.১৩

  1. রাজু ভাস্কর্য-র স্থপতি কে?

ক) শামীম সিকদার

খ) শ্যামল চৌধুরী✔

গ) রাশা

ঘ) হামিদুর রহমান

  1. রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘বিশ্বকবি’ আখ্যা দিয়েছিলেন কে?

ক) কাজী নজরুল ইসলাম

খ) ব্রহ্মবান্ধব উপাধ্যায়✔

গ) কবি জয় গোস্বামী

ঘ) লালন ফকির

  1. পাকিস্তানের গণপরিষদের কার্যবিবরণীতে বাংলা ভাষা অন্তর্ভূক্ত করার দাবি করেছিলেন কে?

ক) আবুল হাশিম

খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ

গ) শেখ মুজিবুর রহমান

ঘ) ধীরেন্দ্রনাথ দত্ত✔

  1. কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্দু শেখ মুজিবুর রহমানকে ‘রাজনীতির কাবি’ আখ্যা দিয়েছিল?

ক) টাইম

খ) নিউজউইক✔

গ) দি ইকনমিস্ট

ঘ) ইকনমিক অ্যান্ড পলিটিকাল উইকলি

  1. পরবর্তী বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে-

ক) কানাডায়

খ) মেক্সিকোতে

গ) যুক্তরাষ্ট্রে

ঘ) উল্লিখিত সব দেশে✔

  1. বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ কোনটি?

ক) সেন্ট মার্টিন

খ) মহেশখালী✔

গ) ছেঁড়া দ্বীপ

ঘ) নিঝুম দ্বীপ

  1. ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ কবিতাটির রচয়িতা কে?

ক) গুন্টার গ্রাস

খ) খুশবন্ত সিং

গ) অ্যালেন গিন্সবার্গ✔

ঘ) জর্জ হ্যারিসন

বাংলা

  1. ‘মাথামোটা’ শব্দের বিশেষ অর্থ কোনটি?

ক) সূক্ষ্মবুদ্ধি

খ) স্কুলবুদ্ধি✔

গ) দুর্বুদ্ধি

ঘ) চিন্তাশীল

  1. ‘মাসি-পিসি’ গল্পটি প্রথম কোথায় প্রকাশিত হয়?

ক) কল্লোল

খ) ভারতবর্ষ

গ) পর্বাশা✔

ঘ) পরিচয়

  1. বৃটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা’-কার উক্তি?

ক) হলওয়েল

খ) উমিচাদ✔

গ) ক্লেটন

ঘ) ওয়ালি খান

  1. ‘রেইনকোট’ গল্পটিতে কলেজের জন্য কয়টি লোহার আলমারি কেনা হয়েছিল?

ক) ৫

খ) ৭

গ) ৮

ঘ) ১০✔

  1. কবি আবু জাফর ওবায়দুল্লাহ কোন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন?

ক) ভারত

খ) শ্রীলংকা

গ) যুক্তরাষ্ট্র✔

ঘ) যুক্তরাজ্য

  1. কাঁথা কম্বলটা চুবিয়ে রাখি জলে, কী জানি কী হয়’-কার উক্তি?

ক) বিলাসীর

খ) ন্যাড়ার

গ) মাসির

ঘ) পিসির✔

  1. পাকিস্তানের শরীরের কাঁটা ছিল-

ক) বিশ্ববিদ্যালয়

খ) শহিদ মিনার✔

গ) মন্দির

ঘ) নদী বন্দর

  1. জিহ্বা ও তালুর স্পর্শের পরেই উভয়ের মধ্যে বায়ুর ঘর্ষণজনিত ধ্বনি বের হয়ে। উচ্চারিত হয়-

ক) ক, খ, গ, ঘ

খ) চ, ছ, জ, ঝ✔

গ) ট, ঠ, ড, ঢ

ঘ) ত, থ, দ, ধ

  1. ‘রম্ভা’ শব্দের অর্থ কী?

ক) কলা✔

খ) কাঁঠাল

গ) কমলা

ঘ) আনারস

  1. সিরাজউদ্দৌলা নাটকে ওয়াটসনের সই জাল করেছিল-

ক) ক্লাইভ

খ) হলওয়েল

গ) লুসিংটন✔

ঘ) কিলপ্যাট্রিক

  1. পঞ্চশর’ কে নিক্ষেপ করেন?

ক) মদন✔

খ) গণেশ

গ) কার্তিক

ঘ) শিব

  1. ‘একটা গান শোনাও’। এখানে একটা শব্দটি-

ক) গুণবাচক

খ) নির্দিষ্টতা জ্ঞাপক

গ) পরিমাণ বাচক

ঘ) অনির্দিষ্টতা জ্ঞাপক✔

  1. স্মরণ’ শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি?

ক) সোরন

খ) শরোন✔

গ) শরণ

ঘ) শরোন

  1. ‘সাহিত্য’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয়-

ক) সাহি + ত্য

খ) সহিত + য✔

গ) সাহিত + ইত

ঘ) সাহিত্য + অ

  1. চেঙ্গিস খান কোন জাতির নেতা ছিলেন?

ক) চৈনিক

খ) মোঙ্গল✔

গ) পারস্য

ঘ) পাঞ্জাবি

  1. মৃতের আত্মহত্যা গল্পগ্রন্থের লেখক কে?

ক) আবুল ফজল✔

খ) মানিক বন্দ্যোপাধ্যায়

গ) আখতারুজ্জামান ইলিয়াস

ঘ) গী গ্য মোপাসা

  1. Unanimous-এর পারিভাষিক শব্দ-

ক) অবৈধ

খ) অসমর্থিত

গ) সর্বসম্মত✔

ঘ) অস্পষ্ট

  1. নিচের কোন গ্রন্থটি উপন্যাস?

ক) কালান্তর

খ) রুদ্রমঙ্গল

গ) দেশে-বিদেশে

ঘ) শেষের কবিতা✔

  1. ‘লালসালু’ উপন্যাসের শুরুতেই কোন সড়কের নাম উল্লেখ করা হয়েছে?

ক) মহব্বতনগর সগড়

খ) মীরগঞ্জ সড়ক

গ) আওয়ালপুর সড়ক

ঘ) মতিগঞ্জ সড়ক✔

  1. কোনটি ভিন্নার্থক শব্দ?

ক) বৈশ্বানর

খ) প্রভঞ্জন✔

গ) পাবক

ঘ) কৃশানু

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Dropbox

Download