ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন এর মাঠ সংগঠক
পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২৪
পদের নামঃ- মাঠ সংগঠক
পরীক্ষার তারিখঃ- ০৯-০৩-২০২৪
১. মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে?
উত্তরঃ- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
২. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি ধারা রয়েছে?
উত্তরঃ- ১৫৩টি
৩. বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি?
উত্তরঃ- লালপুর, নাটোর
৪. বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদীর নাম কি?
উত্তরঃ- হাড়িয়াভাঙ্গা
৫. WTO এর পূর্ণাঙ্গ রূপ কি?
উত্তরঃ- World Health Organization
৬. কত সালের মধ্যে বাংলাদেশকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে?
উত্তরঃ- ২০৩০
৭. SEDF এর পূর্ণাঙ্গ রূপ কি?
উত্তরঃ- Small Farmers Development Foundation
৮. কোন স্থানকে “প্রাচ্যের ড্যান্ডি’ বলা হয়?
উত্তরঃ- নারায়ণগঞ্জ
৯. বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দরের নাম কি?
উত্তরঃ- বেনাপোল স্থলবন্দর, যশোর
১০. NID এর পূর্ণাঙ্গ রূপ কি?
উত্তরঃ- National Identity Card
১১. ডেঙ্গু রোগে রক্তের কোন উপাদান হ্রাস পায়?
উত্তরঃ- প্লাটিলেট বা অণুচক্রিকা
১২. ভিটামিন “সি’ এর অভাবে কি রোগ হয়?
উত্তরঃ- স্কার্ভি
১৩. রক্তের গ্রুপ কি কি?
উত্তরঃ- A, B, 0, AB
১৪. হাড় ও দাঁতকে মজবুত করে কিসে কিসে?
উত্তরঃ- ক্যালসিয়াম ও ফসফরাস
১৫. প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ কি?
উ. হীরক
১৬.বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কোন দেশের সহায়তায় নির্মিত হয়েছে?
উত্তরঃ- ফ্রান্স
১৭. Google কি?
উত্তরঃ- সার্চ ইঞ্জিন
১৮. ক্যান্সার চিকিৎসায় কোন রশ্মি ব্যবহার করা হয়?
উত্তরঃ- গামা রশি
১৯. কোন বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বলকে কি বলা হয়?
উত্তরঃ- অভিকর্ষ বল
২০. পাটের জিন আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?
উত্তরঃ- মাকসুদুল আলম
২১. ১০০ মিটার দীর্ঘ রাস্তার ৪ মিটার পর পর গাছ লাগালে মোট কতটি গাছ লাগানো যাবে?
মোট দূরত্ব = ১০০ মিটার
∴ ৪ মিটার অন্তর গাছ লাগালে গাছের সংখ্যা হবে
১০০/৪+১=২৫+১=২৬ টি
২২. বার্ষিক শতকরা মুনাফার হার ৬ টাকা হলে, ৮৫০ টাকার কত বছরের মুনাফা ২৫৫ টাকা হবে?
৬% হার সুদে,
১০০ টাকায় ৬ টাকার সুদ হয় = ১ বছরে
∴১ টাকায় ১ টাকার সুদ হয় = (১০০×১)/৬ বছরে
∴৮৫০ টাকায় ২৫৫ টাকার সুদ হয় = (১০০×২৫৫)/(৬×৮৫০) বছরে
= ৫ বছরে
সুতরাং ৫ বছরে মুনাফা ২৫৫ টাকা হবে
২৩. পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত?
পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যা – ১০০০০
চার অঙ্কের বৃহত্তম সংখ্যা – ৯৯৯৯
তাহলে,
১০০০০ – ৯৯৯৯ = ১
২৪. ৪৫০ টাকা বার্ষিক ৬% সুদে কত বছরে সুদে-আসলে ৫৫৮ টাকা হবে?
I = Prn = 450x(6/100)xn = 27n Now, 27n + 450 = 558 27n = 558 – 450 = 108 Or, n = 4 Ans: 4 years.
২৫. ১৫০ টাকায় একটি জিনিস ক্রয় করে কত দামে বিক্রয় করলে ৩০% লাভ হবে?
৩০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১৩০ টাকা।
” ১ ” ” ” ১৩০/১০০ টাকা।
∴ ” ১৫০ ” ” ” (১৩০× ১৫০)/১০০টাকা
= ১৯৫ টাকা।
২৬. ১ থেকে ২৩ পর্যন্ত ক্রমিক সংখ্যার যোগফল কত?
উত্তরঃ- ২৭৬
২৭. ৪,৫০০ টাকায় একটি গরু বিক্রয় করায় 50% ক্ষতি হলো। গরুটির ক্রয়মূল্য কত?
গরুটির ক্রয়মূল্য
=১০০/৯০×৪৫০০
= ৫০০০ টাকা
২৮. এক সরল কোণ এর পরিমাণ কত?
সমাধানঃ- এক সরলকোণ = ১৮০ ডিগ্রি
২৯. একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি ২ হলে সংখ্যাটি কত?
উত্তরঃ- 1
৩০. পিতা ও পুত্রের বয়সের যোগফল ৮০ বছর । পিতার বয়স পুত্রের বয়সের তিনগুণ হলে, পিতার বয়স কত?
পুত্রের বয়স x বছর
∴ পিতার বয়স ৩x বছর
∴ ৩x + x = ৮০
= > ৪x = ৮০
= > x = ৮০/৪
∴x = ২০
∴পুত্রের বয়স ২০ বছর।
৩১.বিপরীত শব্দ লিখুন: সংশয়
উত্তরঃ- সংশয়-প্রত্যয়
৩২. বাংলা ভাষার উৎপত্তি কোন ভাষা থেকে?
উত্তরঃ- ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, CAG প্রাকৃত থেকে।
জর্জ গ্রিয়ারসন ও ড. সুনীতিকুমারের মতে, মাগধী প্রাকৃত থেকে।
৩৩. বিপরীত লিঙ্গ লিখুন: বিদ্বান
উত্তরঃ- বিদ্বান- বিদুষী
৩৪. এক কথায় প্রকাশ করুন: “আপনাকে কেন্দ্র করে যার চিন্তা’
উত্তরঃ- আত্মকেন্দ্রিক
৩৫. শুদ্ধ করে লিখুন: পিপিলিকা
উত্তরঃ- পিপীলিকা
৩৬. সন্ধি বিচ্ছেদ করুন: ইত্যাদি
উত্তরঃ- ইতি+আদি = ইত্যাদি
৩৭. সন্ধি বিচ্ছেদ করুন: আশীর্বাদ
উত্তরঃ- আশীঃ+বাদ
৩৮. নদীতে মাছ আছে। কারক ও বিভক্তি নির্ণয় করুন।
উত্তরঃ- অধিকরণ কারকে ৭মী বিভক্তি
৩৯. এক কথায় প্রকাশ করুন: নাতিদীর্ঘ
উত্তরঃ- যা অতি দীর্ঘ নয়- নাতিদীর্ঘ
৪০. অর্থসহ বাক্য রচনা করুন: পালের গোদা
উত্তরঃ- পালের গোদা (দলপতি): অন্যদের পরিচালনা করতে পালের গোদাদের খুবই চৌকষ হতে চায়।
৪১.What is the plural form of the word: Baby
উত্তরঃ- Baby- Babies
৪২.Translate into English: আমি সাতার কাটতে জানি না।
উত্তরঃ- I don’t know how to swim.
৪৩.Translate into English: মেয়েটিকে কাদতে দেখলাম।
উত্তরঃ- I saw the girl crying.
৪৪.Translate into English: অল্প বিদ্যা ভয়ংকরী।
উত্তরঃ- A little learning is a dangerous thing.
৪৫. Translate into English: ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল।
উত্তরঃ- The patient had died before the doctor came.
৪৬.Translate into English: আমি গরুর মাংস খেতে চাই।
উত্তরঃ- I want to eat beef.
৪৭. Fill in the blank with appropriate preposition: He writes with …… pen.
উত্তরঃ- the/a
৪৮.Fill in the blank with appropriate preposition: Only graduates are eligible …… this post.
উত্তরঃ- for
৪৯. Fill in the blank: Birds fly … the sky.
উত্তরঃ- in
৫০. Fill in the blank: He is … M.A.
উত্তরঃ- an
সংক্ষিপ্ত টিকা লিখুন:
১. কৃষি উৎপাদন ক্ষুদ্র ঋণের ভূমিকা?
২. ঐতিহাসিক ৭ই মার্চ।
৩. বাংলাদেশের ৫টি রপ্তানিযোগ্য পণ্যের নাম লিখুন।
৪. খেলাপি ঋণ আদায়ের কৌশলসমূহ লিখুন।