পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লি. সহকারী প্রকৌশলী
পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২৪
পদের নামঃ- সহকারী প্রকৌশলী / ব্যবস্থাপক
পরীক্ষার তারিখঃ- ২৯-০৩-২০২৪
বাংলা প্রশ্ন সমাধান
- মীর মশাররফ হোসেনের ‘বিষাদ সিন্ধু’ একটি-
ক) মহাকাব্য
খ) ইতিহাসগ্রন্থ
গ) উপন্যাস✔
ঘ) জীবনীগ্রন্থ
- বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি?
ক) বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
খ) বঙ্গভাষা ও সাহিত্য✔
গ) বাংলা সাহিত্যের রূপরেখা
ঘ) বাংলা সাহিত্যের কথা
- ‘কিন্ডারগার্টেন’ কোন ভাষার শব্দ?
ক) জাপানি
খ) জার্মান✔
গ) পর্তুগিজ
ঘ) স্প্যানিশ
- ‘ইতর-বিশেষ’ বলতে বুঝায়-
ক) দুর্বৃত্ত
খ) অপদার্থ
গ) চালাকি
ঘ) পার্থক্য✔
- বড় থেকে বড্ড কোন ধরনের পরিবর্তন?
ক) বিষমীভবন
খ) সমীভবন
গ) ব্যঞ্জন বিকৃতি
ঘ) ব্যঞ্জনদ্বিত্ব✔
- যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না-
ক) দুর্গম
খ) দুর্জয়
গ) দুস্তর✔
ঘ) দুর্লভ
- ‘Lyric’ শব্দের প্রতিশব্দ-
ক) সংগীত
খ) সুর
গ) গীতি কবিতা✔
ঘ) গান
- বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে-
ক) লাইবেরিয়া
খ) নামিবিয়া
গ) ভুটান
ঘ) সিয়েরালিওন✔
- ‘ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা’ চরণের রচয়িতা-
ক) দ্বিজেন্দ্রলাল রায়✔
খ) কামিনী রায়
গ) রবীন্দ্রমোহন বাগচী
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
- ‘সতীময়না ও লোরচন্দ্রনী’ কার লেখা?
ক) আলাওল
খ) দৌলত কাজী✔
গ) মাগন ঠাকুর
ঘ) মরদন
- ‘বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান’ এর সম্পাদক-
ক) মুহম্মদ আব্দুল হাই
খ) মুহম্মদ শহীদুল্লাহ্
গ) মুহম্মদ এনামুল হক
ঘ) আহমদ শরীফ✔
- অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?
ক) প্রমথ চৌধুরী
খ) মাইকেল মধুসূদন দত্ত✔
গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
- ‘সপ্তাহ’ কোন সমাস?
ক) দ্বন্দ্ব
খ) তৎপুরুষ
গ) কর্মধারয়
ঘ) দ্বিগু✔
- ‘তামার বিষ’ অর্থ কী?
ক) ভীষণ বিপদ
খ) নির্দয়
গ) অর্থের কুপ্রভাব✔
ঘ) তামা থেকে উৎপন্ন বিষ
- যে নারীর স্বামী বিদেশে থাকে-
ক) বিদেশী
খ) প্রবাসী
গ) প্রোষিতভর্তৃকা✔
ঘ) প্রযুতভর্তৃকা
- বাংলা সাহিত্যে ‘ভোরের পাখি’ বলা হয় কাকে?
ক) কাজী নজরুল ইসলাম
খ) রাজ শেখর বসু
গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ) বিহারীলাল চক্রবর্তী✔
- ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবী নিয়ে এসেছি’- কার লেখা?
ক) হাসান হাফিজুর রহমান
খ) মাহবুব-উল আলম চৌধুরী✔
গ) হেলাল হাফিজ
ঘ) রফিক আজাদ
- ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষার অবস্থান-
ক) ৫ম
খ) ৬ষ্ঠ
গ) ৭ম✔
ঘ) ৮ম
- কোনটি রূঢ়ি শব্দ?
ক) হস্তী✔
খ) জলদ
গ) চিকামারা
ঘ) দৌহিত্র
- ‘দেবতার ধন কে যায় ফিরায়ে লয়ে’ কোন কারকে কোন বিভক্তি?
ক) কর্তায় ৬ষ্ঠী
খ) কর্মে ৬ষ্ঠী
গ) করণে ৬ষ্ঠী
ঘ) সম্প্রদানে ৬ষ্ঠী✔
ইংরেজি প্রশ্ন সমাধান
- Who is the author of the drama ‘You never can tell’?
ক) William Shakespeare
খ) George Bernard Shaw✔
গ) Ben Jonson
ঘ) Christopher Marlowe
- Shakespeare was born in the year-
ক) 1616
খ) 1664
গ) 1493
ঘ) 1564✔
- Romantic period of English literature-
ক) 1660-1798
খ) 1798-1832✔
গ) 1832-1901
ঘ) 1649-1660
- ‘The Sun Also Rises’ is written by
ক) Charles Dickens
খ) Herman Melville
গ) Ernest Hemingway✔
ঘ) Thomas Hardy
- What is an Epic?
ক) A romance
খ) A novel
গ) A long poem✔
ঘ) A long prose
- Who is ‘Poet of Nature’?
ক) John Milton
খ) John keats
গ) S T Coleridge
ঘ) William Wordsworth✔
- Who was both a poet & painter?
ক) John Keats
খ) John Donne
গ) William Blake✔
ঘ) Mark Spenser
- The very first English Dictionary was compiled by –
ক) Izaak Walton
খ) Samuel Johnson✔
গ) Samuel Butler
ঘ) S. T. Coleridge
- There is _____ milk in the bottle.
ক) very few
খ) a little
গ) very little✔
ঘ) small
- ‘Cut and dry’ means –
ক) Humorous
খ) Fixed✔
গ) Brief
ঘ) Secret
- They went ___ the rain.
ক) Despite✔
খ) in spite
গ) under
ঘ) avoiding
- What is the antonym of ‘famous’?
ক) Opaque
খ) Illiterate
গ) Obscure✔
ঘ) Immature
- What is the synonym of ‘bona fide’?
ক) Cheat
খ) Authentic✔
গ) Contaminate
ঘ) Adulterate
- What is the plural number of ‘Ovum’?
ক) Ovams
খ) Ovames
গ) Ova✔
ঘ) None
- ‘Come to light’ means?
ক) Lighting
খ) To shine
গ) To flourish
ঘ) To publish✔
- Which one is correct?
ক) Messile
খ) Misile
গ) Missile✔
ঘ) Messilee
- The word ‘precedence’ means
ক) example
খ) priority✔
গ) importance
ঘ) none
- A clause must have-
ক) A subject
খ) A verb
গ) Subject & predicate
ঘ) Subject & verb✔
- Credit Tk 6000 ______ my account
ক) in
খ) with
গ) to✔
ঘ) against
- Masculine gender of ‘deer’
ক) Buck✔
খ) Doe
গ) Mate
ঘ) Duck
সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান
- বাংলাদেশের ২৯তম গ্যাসক্ষেত্র কোথায় অবস্থিত?
ক) ভোলা, সদর✔
খ) ছাতক, সুনামগঞ্জ
গ) রশিদপুর, হবিগঞ্জ
ঘ) জকিগঞ্জ, সিলেট
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি?
ক) ল্যান্স নায়েক
খ) সিপাহী✔
গ) ক্যাপ্টেন
ঘ) হাবিলদার
- বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি?
ক) কৃষি
খ) শিল্প✔
গ) বাণিজ্য
ঘ) সেবা
- বঙ্গভঙ্গের কারণে সৃষ্ট প্রদেশ কোনটি?
ক) পূর্ববঙ্গ ও বিহার
খ) পূর্ববঙ্গ ও আসাম✔
গ) পূর্ববঙ্গ ও উড়িষ্যা
ঘ) পূর্ববঙ্গ ও পঞ্চিমবঙ্গ
- বাংলাদেশে বিশেষ ক্ষমতা আইন কত সালে প্রণীত হয়েছিল?
ক) ১৯৭৯
খ) ১৯৭৪✔
গ) ১৯৭৫
ঘ) ১৯৭৭
- বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি✔
ঘ) ৫টি
- ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
ক) ঈশ্বরদী✔
খ) দিনাজপুর
গ) পাকশী
ঘ) গোপালগঞ্জ
- বাংলাদেশের বৃহত্তম গ্রাম কোন জেলায় অবস্থিত?
ক) নোয়াখালী
খ) কুষ্টিয়া
গ) চাঁদপুর
ঘ) হবিগঞ্জ✔
- শহীদ আসাদ দিবস কোনটি?
ক) ১৯ জানুয়ারি
খ) ২০ জানুয়ারি✔
গ) ২৫ জানুয়ারি
ঘ) ৩০ জানুয়ারি
- বাংলাদেশে কোন ধরনের জ্বালানি থেকে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয়?
ক) কয়লা
খ) গ্যাস✔
গ) তেল
ঘ) হাইড্রো
- ওআইসি’র কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন?
ক) ২য়✔
খ) ৩য়
গ) ৪র্থ
ঘ) ৫ম
- ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে-
ক) পানামা খাল
খ) সুয়েজ খাল✔
গ) বেরিং প্রণালি
ঘ) পক প্রণালি
- জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয় কোনটি?
ক) রুশ
খ) ফরাসি
গ) পর্তুগিজ✔
ঘ) আরবি
- দুই নদীর মধ্যবর্তী ভূমিকে কি বলে?
ক) মোহনা
খ) দ্বীপ
গ) ব-দ্বীপ
ঘ) দোয়াব✔
- বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোনটি?
ক) নায়াগ্রা
খ) ভিক্টোরিয়া
গ) টুভেল্যু
ঘ) অ্যাঞ্জেল✔
- সর্বশেষ বিশ্বশান্তি সূচকে শীর্ষ দেশ কোনটি?
ক) ডেনমার্ক
খ) ফিনল্যান্ড✔
গ) নরওয়ে
ঘ) সুইডেন
- এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ কোনটি?
ক) মালদ্বীপ✔
খ) কুয়েত
গ) ভুটান
ঘ) ব্রুনাই
- শীতল মরুভূমি কোনটি?
ক) সাহারা
খ) আরব মরুভূমি
গ) লাব আলখালি
ঘ) লাদাখ✔
- মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় ছিলেন?
ক) ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট✔
খ) থিওডোর রুজভেল্ট
গ) উড্রো উইলসন
ঘ) জন এফ কেনেডি
- পৃথিবীর সর্বাধিক দ্বীপপুঞ্জের দেশ কোনটি?
ক) ইন্দোনেশিয়া✔
খ) মালদ্বীপ
গ) ফিলিপাইন
ঘ) জাপান
গণিত প্রশ্ন সমাধান
- একটি ষড়ভুজের বাহুগুলিকে একই দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণসমূহের সমষ্টি কত?
ক) ১২০°
খ) ১৮০°
গ) ২৮০°
ঘ) ৩৬০°✔
- একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরলে ১ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে?
ক) ১৮০°
খ) ২৭০°
গ) ৩৭০°
ঘ) ৫৪০°✔
- secA + tanA = 5/2 হলে secAtanA = ?
ক) 1/2
খ) 1/5
গ) 2/5✔
ঘ) 5/2
- মাতা ও তিন পুত্রের বয়সের গড় অপেক্ষা পিতা ও তিন পুত্রের বয়সের গড় ২.৫ বছর বেশি। পিতার বয়স ৫০ বছর হলে মাতার বয়স কত?
ক) ৪৫ বছর
খ) ৪০ বছর✔
গ) ৩৫ বছর
ঘ) ৩০ বছর
- সাড়ে ছয়টার সময় ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত?
ক) ৭.৫°
খ) ১৫°✔
গ) ২২.৫°
ঘ) ৩০°
- দুটি ধনাত্মক সংখ্যার পার্থক্য ৬। এদের বর্গের পার্থক্য ১০৮। সংখ্যা দুইটির যোগফল কত?
ক) ৬
খ) ১২
গ) ১৮✔
ঘ) ২৪
- কোন সংখ্যার ৩৭% থেকে ৩৭ বিয়োগ করলে বিয়োগফল ৩৭ হয়?
ক) ৭৪
খ) ১১১
গ) ১৪৮
ঘ) ২০০✔
- ১ থেকে ৩০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?
ক) ৩৫৫
খ) ৪৬৫✔
গ) ৫২৫
ঘ) ৬৭৫
- একটি বানর তৈলাক্ত বাঁশ বেয়ে ১ মিনিটে ৪ ফুট উঠে, পরের মিনিটে ১ ফুট নামে। এক ক্ষেত্রে ২২ ফুট লম্বা বাঁশের শীর্ষে পৌঁছাতে কত সময় লাগবে?
ক) ১৫ মিনিট
খ) ১১ মিনিট
গ) ১৩ মিনিট✔
ঘ) ১৪ মিনিট
তথ্য প্রযুক্তি প্রশ্ন সমাধান
- একটি কম্পিউটারের আইকিউ কত?
ক) ০✔
খ) ১০০
গ) ১৫০
ঘ) ২০০
- 3 ইনপুট বিশিষ্ট NAND গেট এর একটি ইনপুট হলে আউটপুট কত?
ক) 0
খ) 3
গ) 1✔
ঘ) কোনোটিই নয়
সাধারণ বিজ্ঞান প্রশ্ন সমাধান
- ফটোগ্রাফিক প্লেটে আবরণ থাকে-
ক) সিলভার ব্রোমাইড✔
খ) সিলভার ফ্লোরাইড
গ) সিলভার ক্লোরাইড
ঘ) এমোনিয়াম ক্লোরাইড
- কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠাণ্ডা হয়?
ক) সাদা
খ) কালো✔
গ) লাল
ঘ) বেগুনি
- কাঁদুনে গ্যাসের অপর নাম কী?
ক) মিথেন
খ) ইথেন
গ) নাইট্রোজেন
ঘ) ক্লোরোপিক্রিন✔
- ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত?
ক) ট্রপোমণ্ডল
খ) স্ট্রাটোমণ্ডল✔
গ) মেসোমণ্ডল
ঘ) তাপমণ্ডল
- বিশ্বব্রহ্মাণ্ডে সবচেয়ে বেশি প্রাপ্ত গ্যাস কোনটি?
ক) নাইট্রোজেন
খ) অক্সিজেন
গ) হাইড্রোজেন✔
ঘ) কার্বন ডাই-অক্সাইড
- কোন যৌগটি কাপড়ের দাগ তুলতে সাহায্য করে?
ক) সোডিয়াম কার্বনেট✔
খ) সোডিয়াম বাই কার্বনেট
গ) ক্যালসিয়াম কার্বনেট
ঘ) ক্যালসিয়াম বাই কার্বনেট
- অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে?
ক) প্রতিসরণ
খ) বিচ্ছুরণ
গ) অপবর্তন
ঘ) অভ্যন্তরীণ প্রতিসরণ✔
- রঙিন টেলিভিশন থেকে যে ক্ষতিকর রশ্মি বের হয় তার নাম?
ক) গামা রশ্মি
খ) রঞ্জন রশ্মি✔
গ) বিটা রশ্মি
ঘ) কসমিক রশ্মি
- কোন বোমায় মানুষ মরে, কিন্তু কোনো স্থাপনার ক্ষতি হয় না?
ক) নাপাম
খ) নিউট্রন✔
গ) হাইড্রোজেন
ঘ) এটম