ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর সাব-সার্ভেয়ার
পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২৪
Land Record and Survey Department (DLRS) Exam Question Solution 2024
পদের নামঃ- সাব-সার্ভেয়ার
পরীক্ষার তারিখঃ- ১৬ মার্চ ২০২৪
বাংলা প্রশ্ন সমাধান
১. সন্ধি বিচ্ছেদ করুন।
ক) গতানুগতিক = গত + অনুগতিক
খ) শুদ্ধোদন = শুদ্ধ + ওদন
গ) প্রত্যুষ = প্রতি + ঊষ
ঘ) ক্ষুৎপিপাসা = ক্ষুধ্ + পিপাসা
ঙ) দুর্গতি = দুঃ + গতি
২. ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন।
ক) ঘরমুখো = = ঘরের দিকে মুখ যার = প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস
খ) পঙ্কজ = পঙ্কে জন্মে যা = উপপদ তৎপুরুষ সমাস
গ) একগুঁয়ে = এক দিকে গোঁ যার = সমানাধিকরণ বহুব্রীহি
ঘ) যুধিষ্ঠির = যুদ্ধের স্থির থাকে যে = অলুক তৎপুরুষ সমাস
ঙ) মুখচন্দ্র = = মুখ চন্দ্রের ন্যায় = উপমিত কর্মধারয়
৩. বাগধারাগুলোর অর্থসহ বাক্য রচনা করুন।
ক) শরতের শিশির = সুসময়ের বন্ধু = আমাদের বন্ধুত্ব কি শরতের শিশির, যে তোর বিপদের দিনে পালিয়ে থাকো?
খ) পাথরে পাঁচকিল = ত্যন্ত সৌভাগ্য = শেয়ার ব্যবসায় লাভ হয়ে আজ মনে হচ্ছে আমার জীবনে পাথরে পাঁচ কিল এসেছে।
গ) ঝাঁকের কৈ = একই দলের লোক = স্বার্থের কারণে আজ জামাল এ রকম করছে, কাজ ফুরালে ঝাঁকের কই ঝাঁকেই ফিরে যাবে।
ঘ) অকাল বোধন = অসময়ের জাগরণ = সবকিছু হারিয়ে আজ সুমনের অকাল বোধন হয়েছে।
ঙ) কাক ভূষণ্ডি = দীর্ঘায়ু ব্যক্তি = মমিন সাহেবের বাবার বয়স ১০৫ বছর, তিনি যেন এক কাক ভূষণ্ডি।
৪. এক কথায় প্রকাশ করুন।
ক) হনন করার ইচ্ছা = জিঘাংসা
খ) বা বলা হয় নি = অনুক্ত
গ) যার অন্য কোনো উপায় নেই = অনন্যোপায়
ঘ) যে বন হিংস্র প্রস্তুতে পরিপূর্ণ = শ্বাপদসংকুল
ঙ) যে পুরুষ বিয়ে করেছে = কৃতদার
ইংরেজি প্রশ্ন সমাধান
৫. Write the verb form of the following words:
a) Mourning = Mourn
b) Spirit = Spirit
c) Terror =Terrorize
d) Type = Type
e) Vitality = Vitalize
৬. Change the gender of the following words:
a) Priest = Priestess
b) Actor = Actress
c) Buck-rabbit = Doe -rabbit
d) Duke = Duchess
e) Milkman = Milkmaid
৭. Change the following sentences as instructed:
a) You should do the work. (Imperative) = Do the work.
b) He plays football. (Imperative) = Let him play football.
c) I know him. (Complex) = I know who he is.
d) Nobody likes him. (Interrogative) = Does anybody like him?
e) Everything in the shop was costly. (Negative) = Nothing in the shop was cheap.
৮. Change the voice:
a) There are lots of things to do. = There are lots of things to be done.
b) I know him. = He is known to me.
c) You can do it. = It can be done by you.
d) Is he eating fruit? = Is fruit being eaten by him?
e) Let her sing a song. = Let a song be sung by him.
গণিত ও পদ সংশ্লিষ্ট প্রশ্ন সমাধান
৯. ২১ মিটার দৈর্ঘ্য ও ১৫ মিটার প্রস্থ একটি বাগানের চারদিকে ২ মিটার প্রস্থ একটি রাস্তা আছে। প্রতি বর্গমিটারে ২.৭৫ টাকা দরে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে?
রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য =২১+(২×২)
=২১+৪=২৫ মিটার ।
রাস্তাসহ বাগানের প্রস্থ =১৫+(২×২)
= ১৫+৪=১৯মিটার ।
রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল =২৫×১৯=৪৭৫বর্গমিটার ।
শুধু বাগানের ক্ষেত্রফল =২১×১৫=৩১৫ বর্গমিটার।
∴ রাস্তার ক্ষেত্রফল = ৪৭৫ – ৩১৫ = ১৬০ বর্গমিটার।
অতএব, মোট খরচ হবে =
১৬০×২.৭৫ = ৪৪০ টাকা।
উত্তরঃ ৪৪০ টাকা
১০. a + 1/a = 2 হলে দেখাও যে, a^2 + 1/(a^2) = a^4 + 1/(a^4)
উত্তরঃ
দেওয়া আছে, a+1/a=2
এখন, L.H.S= a2+1/a2
=(a+1/a)2−2a.1/a
=(a+1/a)2−2
মান বসিয়ে পাই,
=(2)2−2
=4−2
=2
আবার,
R.H.S= a4+1/a4
=(a2)2+(1/a2)2
=(a2+1/a2)2−2a2.1/a2
=(a2+1/a2)2−2
মান বসিয়ে পাই ,
=(2)2−2
=4−2
=2
অতএব, a2+1/a2=a4+1/a4 (প্রমাণিত)
১১. একটি মিনারের পাদদেশ হতে ২০ মিটার দূরের একটি স্থান হতে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ 30° হলে মিনারটির উচ্চতা কত?
ধরি, মিনারটির উচ্চতা = x মিটার
tan 30° = AB/BC
1/√3 = x/20
x = 20/√3
উত্তরঃ 20/√3 মিটার
১২. ভূমি জরিপ কত প্রকার ও কী কী? থিওডোলাইট কী?
উত্তরঃ ভূমি জরিপ ৪ প্রকার যথা ভূ সংস্থানিক, কিস্তোয়ার, নগর, প্রকৌশল।
থিওডোলাইট হল মনোনীত দৃশ্যমান বিন্দুগুলোর মধ্যবর্তী কোণ অনুভূমিক এবং উল্লম্ব তল বরাবর পরিমাপের জন্য একটি নির্ভুল আলোক যন্ত্র। প্রচলিতভাবে ভূমি জরিপের জন্য ব্যবহৃত হলেও বিল্ডিং এবং অবকাঠামো নির্মাণেও এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং আবহাওয়া এবং রকেট লঞ্চের মত বিশেষায়িত প্রয়োগগুলোতেও এটি ব্যবহৃত হয়।
১৩. সংজ্ঞা লিখুন।
ক) মৌজা = মৌজা হচ্ছে রাজস্ব আদায়ের সর্বনিম্ন একক-এলাকা। এটি ভূমি জরিপের একটি ভৌগলিক ইউনিট।
খ) জেএল নম্বর = জেএল নম্বর (Jurisdiction List Number) থানা বা উপজেলাধীন প্রত্যেকটি মৌজাকে পর্যায়ক্রমে ক্রমিক নম্বর দ্বারা চিন্থিত করা হয়। মৌজার এ নম্বরকে জেএল নম্বর বলে।
গ) খতিয়ান = মূলত জমির মালিকানা স্বত্ব রক্ষা ও রাজস্ব আদায়ের জন্য জরিপ বিভাগ কর্তৃক প্রতিটি মৌজার জমির এক বা একাধিক মালিকের নাম, পিতা বা স্বামীর নাম, ঠিকানা, দাগ নম্বর, ভূমির পরিমাণ, হিস্যা (অংশ), খাজনা ইত্যাদি বিবরণসহ যে ভূমি স্বত্ব প্রস্তুত করা হয় তাকে খতিয়ান বলে।
ঘ) পর্চা = কোন জরিপ যখন সম্পন্ন হয় তখন চূড়ান্ত রেকর্ড প্রকাশিত হওয়ার পর মালিকানার বিবরণ সম্বলিত বিবরণী হল খতিয়ান। কিন্তু জরিপের প্রাথমিক পর্যায়ে জমির মালিককে যে খসড়া মালিকানার বিবরণী দেয়া হয় তাকে পর্চা বলে।
ঙ) তফসিল = তফসিল অর্থ জমির পরিচিতিমূলক বিস্তারিত বিবরণ।
১৪. ট্রাভার্স অংকন পদ্ধতিগুলো কী কী লিখুন।
কোন মৌজার নকশা সম্পূর্ণ নতুন করে প্রস্তুত করতে মৌজায় যে কাঠামো স্থাপন করা হয় সেটাই ট্রাভার্স। ট্রাভার্স অংকন পদ্ধতিগুলো ওপেন ট্রাভার্সিং, বন্ধ ট্রাভার্সিং, চেইন ট্রাভার্সিং, কম্পাস ট্র্যাভার্সিং, থিওডোলাইট ট্রাভার্সিং, প্লেন টেবিল ট্রাভার্সিং।
সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান
১৫. সংক্ষেপে উত্তর লিখুন।
ক) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ভিডিও রেকর্ড করেন কে?
উত্তরঃ আবুল খায়ের
খ) ভূমি উন্নয়ন কর আইন, ২০২৩ অনুযায়ী ভূমি উন্নয়ন কর কত বিঘা পর্যন্ত মওকুফ করা হয়েছে?
উত্তরঃ পঁচিশ বিঘা
গ) বিশ্বের প্রথম AI শিশুর নাম কী?
উত্তরঃ Tong Tong (টং টং)
ঘ) বিশ্ব ভোক্তা অধিকার দিবস কবে পালিত হয়?
উত্তরঃ ১৫ মার্চ
ঙ) বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ এর প্রধান লক্ষ্য লিখুন।
উত্তরঃ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা
চ) কত ডেসিবল অধিক মাত্রার শব্দ পরিবেশকে দূষিত করে?
উত্তরঃ ৬০ ডেসিবল
ছ) বাংলাদেশের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম লিখুন।
উত্তরঃ ভেড়ামারা তাপ বিদ্যুৎ কেন্দ্র
জ) QR Code এর পূর্ণরূপ লিখুন।
উত্তরঃ Quick Response Code (কুইক রেসপন্স কোড)
ঝ) একটি ডিজিটাল মুদ্রার নাম লিখুন।
উত্তরঃ বিটকয়েন
ঞ) ‘বাংলাদেশের কোন মসজিদকে ইউনেস্কো ‘বিশ্ব ঐতিহাসিক স্থান’ হিসেবে ঘোষণা করেছে?
উত্তরঃ ষাট গম্বুজ মসজিদ
ট) কৃত্রিমভাবে তৈরি জীবজন্তুর অভয়ারণ্য যেখানে প্রাণীরা খোলামেলা বিচরণ করে তাকে কী বলে?
উত্তরঃ সাফারি পার্ক
ঠ) সবুজ অর্থনীতি কী?
উত্তরঃ পরিবেশের ক্ষতিসাধন না করে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে অর্থনৈতিক উন্নয়নই সবুজ অর্থনীতি।
ড) মহান মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য কোনটি?
উত্তরঃ জাগ্রত চৌরঙ্গী
ঢ) ‘সংবিধান ও আইন মান্য করা, শৃঙ্খলা রক্ষা, নাগরিক দায়িত্ব পালন করা এবং জাতীয় সম্পত্তি রক্ষা করা প্রত্যেক নাগরিকের কর্তব্য’- সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
উত্তরঃ ২১ (১)
ণ) ম্যাগসেসে পুরস্কার ২০২৩ বিজয়ী বাংলাদেশীর নাম লিখুন।
উত্তরঃ করভী রাখসান্দ
ত) বাংলাদেশে বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উত্তরঃ ১.২২%
থ) দক্ষিণ এশিয়ায় নদীর তলদেশে দীর্ঘতম সড়ক টানেল কোনটি?
উত্তরঃ বঙ্গবন্ধু টানেল
দ) বাংলাদেশের সর্ব পূর্ব ও সর্ব পশ্চিমের উপজেলা কোনটি?
উত্তরঃ সর্ব পূর্বের উপজেলা থানচি এবং সর্ব পশ্চিমের উপজেলা শিবগঞ্জ।
ধ) যুক্তরাষ্ট্রের দুইটি রাজনৈতিক দলের নাম লিখুন।
উত্তরঃ রিপাবলিকান পার্টি, ডেমোক্রাটিক পার্টি
ন) ITI কী?
উত্তরঃ ITI এর পূর্ণরূপ Industrial Training Institute. আইটিআই অর্থাৎ ‘ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট’ এটি একটি শিল্প বা বৃত্তিমূলক কোর্স।