বাংলাদেশ টেলিভিশন (BTV) এর অফিস সহায়ক পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২৩

0
86

বাংলাদেশ টেলিভিশন এর অফিস সহায়ক

পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২৩

পদের নামঃ- অফিস সহায়ক

পরীক্ষার তারিখঃ- ৩০-১২-২০২৩

বাংলা প্রশ্ন সমাধান

০১.ক) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা ও মাতার নাম কী?

উত্তর: পিতা- শেখ লুৎফর রহমান মাতা- সায়েরা খাতুন

খ) তিনি কত সালে স্বদেশ প্রত্যাবর্তন করেন?

উত্তর: ১৯৭২ সালে

গ) তিনি কলকাতার কোন কলেজে পড়াশোনা করেন?

উত্তর: ইসলামিয়া কলেজ

০২. এক কথায় প্রকাশ করুন।

ক) যে নারীর হাসি সুন্দর = সুস্মিতা

খ) পান করিবার ইচ্ছা = পিপাসা

গ) সমুদ্র হইতে হিমালয় পর্যন্ত। = আসসমুহিমাচল

ঘ) কোথাও উচু কোথাও নিচু = বন্ধুর

০৩. কাঠাঁলের আমসত্ত্ব, দুধের মাছি, অমাবস্যার চাঁদ ও আঠারো মাসে বছর- এই ৪টি বাগধারা দিয়ে ৪টি বাক্য রচনা করুন।

কাঠাঁলের আমসত্ত্ব (অলীক বস্তু; অবাস্তব: অসম্ভব বস্তু): ঐ হাড় কিপটে করবে দান, কাঠাঁলের আমসত্ত্ব আর কি।

দুধের মাছি (সুসময়ের বন্ধু): সুদিনে দুধের মাছি অভাব হয় না কিন্ত দুর্দিনে একজনও মিলে না।

অমাবস্যার চাঁদ (দুর্লভ বস্তু): তোমার দেখা পাওয়াই ভার, অমাবস্যার চাঁদ হয়ে পড়েছ।

আঠারো মাসে বছর (দীর্ঘসূত্রতা/দীর্ঘসূত্রিতা): তোমার তো আঠারো মাসে বছর, কোনো কাজই তাড়াতাড়ি হয় না।

০৪. সোনার তরী, সঞ্চিতা, নীল দর্পণ ও মেঘনাদবধ কাব্য- এই গ্রন্থগুলোর রচয়িতার নাম লিখুন।

সোনার তরী = রবীন্দ্রনাথ ঠাকুর

সঞ্চিতা = কাজী নজরুল ইসলাম

নীল দর্পণ = দীনবন্ধু মিত্র

মেঘনাদবধ কাব্য = মাইকেল মধুসৃদন দত্ত

০৫. “বঙ্গবন্ধু স্যাটেলাইট” অথবা “স্মার্ট বাংলাদেশ” বিষয়ে একটি অনুচ্ছেদ রচনা করুন।

ইংরেজি প্রশ্ন সমাধান

৬. Draft an application to Director General of BTV for 3 days leave.

০৭. Translate into English:

a) গত সোমবার থেকে ঝিরঝির বৃষ্টি হচ্ছে।

– It has been drizzling since Monday last.

b) আকাশ কী নীল!

– How blue the sky is!

c) ট্রেন না পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে।

– We shall have to wait until the train arrives.

d) শীতের পরে বসন্ত আসে।

– Spring comes after winter.

  1. e) নাই মামার চেয়ে কানা মামা ভালো

– Something is better than nothing.

০৮. Make sentences with following idioms and phrases:

a) To left no stone unturned (tried every possible; চেষ্টার ক্রটি না রাখা): He left no stone unturned.

b) Wear and tear (ক্ষয়-ক্ষতি): The machines have their wear and tear.

c) Apple of discord (matter of dispute; বিবাদের বিষয়): The paternal property has become an apple of discord between the two brothers.

০৯. বাংলায় অনুবাদ করুন:

a) Bangladesh has an inspiring story of growth and development.

– বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়নের একটি অনুপ্রেরণামূলক গল্প রয়েছে।

b) The natural view of the hill is charming.

– পাহাড়ের প্রাকৃতিক দৃশ্য চিত্তাকর্ষক।

c) One swallow does not make a summer.

– এক মাঘে শীত যায় না।

১০. Write a paragraph on ‘The Winter Season’.

গণিত প্রশ্ন সমাধান

১১. প্রথম ৫০টি স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করুন।

উত্তর: ১২৭৫

১২. একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৬:৮:১০। কোণ তিনটি ডিগ্রিতে প্রকাশ করুন।

ধরি, কোণ তিনটি ৬x, ৮x ও ১০x

আমরা জানি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০°

প্রশ্নমতে, ৬x+৮x+১০x = ১৮০°

বা, ২৪x = ১৮০°

বা, x = ১৮০°/২৪

∴ x = ৭.৫°

অতএব কোণ তিনটি হল,

৬x = ৬ × ৭.৫০ = ৪৫°

৮x = ৮ ×৭.৫°= = ৬০°

এবং ১০x = ১০ × ৭.৫০= ৭৫°

উত্তর: ৪৫০, ৬০° ও ৭৫°

১৩. একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ৯৬ বর্গমিটার। এর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করুন।

ধরি, ঘনকটির ধার = a

∴ সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল = 6a2

বা, 96=6a2

বা, a2 = 16

∴ a = 4

উত্তর: ৪ মিটার

১৪. একটি কলম ১১ টাকায় বিক্রি করলে ১০% লাভ হয়। কলমটির ক্রয়মূল্য কত?

10% লাভে,

কলমটির বিক্রয়মূল্য 110 টাকা হলে ক্রয়মূল্য 100 টাকা

কলমটির বিক্রয়মূল্য 11 টাকা হলে ক্রয়মূল্য = ( 100 ×11) /110 = 10 টাকা

১৫. ১০% সুদে ৩০০০ টাকার ৩ বছরের সরল সুদে সুদাসলে মোট কত টাকা হবে?

১০% সুদে

১০০ টাকার ১ বছরের সুদ ১০ টাকা

১        “         ১    ”         ”  ১০/১০০  ”

৩০০০  “         ৩   ”          ”  ১০×৩০০০×৩/১০০ ”

= ৯০০ টাকা

সুতরাং সুদাসল = (৩০০০+৯০০) = ৩৯০০ টাকা

উত্তর: ৩৯০০ টাকা

১৬. একটি আয়তক্ষেত্রের একটি বাহু ১২ মিটার ও অন্য বাহু ১০ মিটার হলে, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল (আয়তন) কত?

আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল = ১২×১০ বর্গমিটার

= ১২০ বর্গমিটার

উত্তর: ১২০ বর্গমিটার

সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান

১৭. UNESCO এবং NATO এর পূর্ণরূপ লিখুন।

UNESCO = United Nations Educational, Scientific and Cultural Organization

NATO = North Atlantic Treaty Organization

১৮. বাংলাদেশ টেলিভিশন সম্পর্কে ৪টি বাক্য লিখুন।

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি): বাংলাদেশ টেলিভিশন, সাধারণভাবে বিটিভি হিসেবে পরিচিত, বাংলাদেশের প্রধান সরকারি টেলিভিশন চ্যানেল, যা বিভিন্ন শৈলি এবং মৌলিক কার্যক্রমের মাধ্যমে দেশব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছে।

নিজস্ব ও সরকারি চ্যানেলসমূহ: বিটিভি-এর পাশাপাশি, বাংলাদেশে অনেকগুলি নিজস্ব এবং সরকারি টেলিভিশন চ্যানেল অবস্থিত আছে, যা দেশব্যাপী পাঠকবর্গের সমাচার, বিনোদন, এবং শৈলি প্রদান করে।

শিক্ষামুলক ও সম্প্রচারমূলক কার্যক্রম: বাংলাদেশ টেলিভিশন শিক্ষামুলক এবং সম্প্রচারমূলক কার্যক্রম উপস্থাপন করে, যাতে দর্শকদের সাধারিতা বাড়ানো এবং তাদের সাথে সৃষ্টিশীল থাকার সুযোগ দেওয়া হয়।

সার্বভৌম ও স্থানীয় সংবাদ: বিটিভি এবং অন্যান্য চ্যানেলসমূহ দেশের সার্বভৌম ও স্থানীয় সংবাদ সম্প্রচার করে, যাতে দর্শকরা দেশে ও বিদেশে ঘটনার সহজ এবং সঠিক তথ্য প্রাপ্ত করতে পারে।

১৯. মহান মুক্তিযুদ্ধের সময় রাজধানী ঢাকা কোন সেক্টরের আওতায় ছিলো?

উত্তর: ২নং সেক্টর

২০. অফিস সহায়কের কাজ কী কী?

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Dropbox

Download