মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান
শিক্ষাবর্ষ ২০২৩-২০২৪
Medical College Admission Exam Question Solution 2023-2024
পদার্থবিদ্যা
- স্প্রিংকে প্রসারিত করলে এর মধ্যে কোন ধরনের শক্তি সঞ্চিত হয়?
ক) তাপশক্তি
খ) রাসায়নিক শক্তি
গ) বিভবশক্তি✔️
ঘ) গতিশক্তি
- প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দ্বিগুণ করা হলে রোধের পরিমাণ কত হবে?
ক) তিনগুণ
খ) চারগুণ
গ) অর্ধেক✔️
ঘ) দ্বিগুণ
- কোন মৌলিক বলের কারণে নিউট্রিনো ও বিটা কণা নির্গমণ ঘটে?
ক) দূর্বল নিউক্লীয় বল✔️
খ) মহাকর্ষ বল
গ) ত্বড়িৎ চুম্বকীয় বল
ঘ) সবল নিউক্লীয় বল
- সূর্যের মধ্যে ফিউশন বিক্রিয়ায় হাইড্রোজেন থেকে কোনটি তৈরী হয়?
ক) neon
খ) helium✔️
গ) oxygen
ঘ) nitrogen
- কোন সূত্রের উপর নির্ভর করে তাপীয় ইঞ্জিন ও রেফ্রিজারেটর তৈরী করা হয় ?
ক) তাপগতি বিদ্যার দ্বিতীয় সূত্র✔️
খ) তাপগতি বিদ্যার প্রথম সূত্র
গ) তাপগতি বিদ্যার তৃতীয় সূত্র
ঘ) তাপগতি বিদ্যার শূন্যতম সূত্র
- নিচের কোনটি অন্তরক?
ক) সিরামিক✔️
খ) বিসমাথ
গ) সিলিকন
ঘ) লোহ্য
- ট্রান্সজিস্টর নিচের কোন কাজটি করে?
ক) দূর্বল সংকেতকে বিবর্ধিত করে✔️
খ) তাপ উৎপাদন করে
গ) ভোল্টেজ নিয়ন্ত্রণ করে
ঘ) লাইন ভোল্টেজকে ত্রুটিমুক্ত করে
- একটি শব্দ তরঙ্গ এক মাধ্যম হতে অন্য মাধ্যমে প্রবেশ করলে পরিবর্তিত হয়-
ক) কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য ও বেগ
খ) কম্পাঙ্ক ও বেগ
গ) তরঙ্গ দৈর্ঘ্য ও বেগ✔️
ঘ) কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্য
- শব্দ তরঙ্গকে বায়ুতে সমবর্তন করা যায় না কারণ এ ধরনের তরঙ্গ-
ক) অনুদৈর্ঘ্য✔️
খ) চলমান
গ) অনুগ্রন্থ
ঘ) স্থির
- কোন কণার পারস্পরিক বিনিময়ের জন্য তাড়িত চৌম্বক বল কার্যকর হয়?
ক) মেসন
খ) গ্রাভিটন
গ) ফোটন✔️
ঘ) প্রোটন
- কোন ধরনের প্রক্রিয়ায় বায়ুর মাধ্যমে শব্দ সঞ্চালন হয়?
ক) সমায়তন
খ) রুদ্ধতাপীয়✔️
গ) সমচাপীয়
ঘ) সমোষ্ণ
- কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই মান পাওয়া যায়?
ক) 32°
খ) 40°
গ) -32°
ঘ) -40°✔️
- মানুষের কান সবচেয়ে মৃদু যে শব্দ শুনতে পায় তার তীব্রতা কত?
14.একটি বস্তুর ভরবেগ দ্বিগুণ করা হলে গতিশক্তি কত হবে ?
ক) একই থাকে
খ) দ্বিগুণ
গ) আটগুণ
ঘ) চারগুণ✔️
- নিউক্লিয় চুল্লিতে ক্যাডমিয়াম দন্ড ব্যবহার করা হয়-
ক) নিউট্রনের গতি স্থির রাখার জন্য
খ) কিছু ইলেকট্রন শোষণের জন্য
গ) নিউট্রনের গতি ত্বরান্বিত করার জন্য
ঘ) কিছু নিউট্রন শোষণের জন্য✔️
- নিচের কোনটি রোধের উষ্ণতা সহগ ঋণাত্মক?
ক) সিলিকন✔️
খ) পিতল
গ) অ্যালুমিনিয়াম
ঘ) তামা
- হলোগ্রাফি সৃষ্টিতে কোন রশ্মি ব্যবহৃত হয়?
ক) এক্স রশ্মি
খ) গামা রশ্মি
গ) ক্যাথোড রশ্মি
ঘ) লেজার রশ্মি✔️
- শব্দের কোন বৈশিষ্ট্যের জন্য তীব্র ভূমিকম্পের সময় ঘরবাড়ী ভেঙে যায়?
ক) পরবশ কম্পন✔️
খ) স্বরকম্প
গ) তীব্রতা
ঘ) মুক্ত কম্পন
- দুটি আহিত বস্তু পরস্পরের সাথে সংযুক্ত করলে আধানের প্রবাহ কোনদিকে হবে তা কোন বিষয়ের উপর নির্ভর করে?
ক) তড়িৎ বিভব✔️
খ) তড়িৎ প্রাবল্য
গ) আধানের পরিমাণ
ঘ) তড়িৎ ক্ষেত্র
- কোন দুটি আলোর জন্য কৌণিক বিচ্ছুরণ সর্বাধিক?
ক) নীল ও কমলা
খ) হলুদ ও সবুজ
গ) লাল ও সবুজ
ঘ) লাল ও নীল✔️
English
- Which one of the following is an abstract noun?
ক) child
খ) childhood✔️
গ) family
ঘ) boy
- Few men are free from faults. Here ‘few’ means:
ক) none
খ) hardly any✔️
গ) some
ঘ) not much
- What is the correct indirect form of: He said “You had better see a doctor”?
ক) He advised me to see a doctor. ✔️
খ) He advised that he should see a doctor.
গ) He suggested that he had seen a doctor.
ঘ) He proposed to see a doctor.
- The synonym of the word ‘anarchy” is:
ক) discipline
খ) lawlessness✔️
গ) placidity
ঘ) serenity
- Choose the word which never has a pleural form:
ক) information✔️
খ) mouse
গ) woman
ঘ) inventor
- We work every day except Friday. What part of speech is ‘except’?
ক) adjective
খ) conjunction
গ) adverb
ঘ) preposition✔️
- The antonym of the word ‘impediment’ is:
ক) helpful✔️
খ) hindrance
গ) obstacle
ঘ) useful
- “Call it a day” means:
ক) spend the time
খ) open an event
গ) finish work✔️
ঘ) fix an appointment
- Choose the correct sentence:
ক) I do need some furnitures
খ) need a few furniture
গ) I need a few furnitures
ঘ) I do not need furniture✔️
- Find out the mis-spelled word:
ক) suggestive
খ) symbolic
গ) symetery✔️
ঘ) scintillating
- What does the phrase “keep your chin up” mean
ক) be cheerful✔️
খ) be brave
গ) be careful
ঘ) be smart
- Choose the correctly spelled word:
ক) renuissance
খ) renaisance
গ) renaissance✔️
ঘ) reneisance
- Which one of the following is an example of an indefinite pronoun?
ক) such
খ) either
গ) this
ঘ) any✔️
- Select the correct word to fill up the gap in the sentence. “He complained to me _____ your conduct.”
ক) on
খ) for
গ) about✔️
ঘ) of
- Choose the correct one to fill in the blank. ” I came to England ______ English”.
ক) to learn✔️
খ) for to learn
গ) to learning
ঘ) for learning
রসায়ন
- কোন মৌলটির আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি?
ক) K
খ) Na✔️
গ) Cs
ঘ) Rb
- গ্যাসীয় অবস্থায় এক মোল পরমাণুতে এক মোল ইলেকট্রন যুক্ত হলে যে শক্তির পরিবর্তন হয় তাকে কি বলে?
ক) ইলেকট্রোনেগেটিভিটি
খ) ১ম আয়নীকরণ শক্তি
গ) ১ম ইলেকট্রন আসক্তি✔️
ঘ) ২য় ইলেকট্রন আসক্তি
- 18°C তাপমাত্রায় 0.8 atm চাপে একটি গ্যাসের ঘনত্ব 2.25gL-1 হলে এর আণবিক ভর কত?
- বজ্রপাতের সময় বায়ুমন্ডলের কোন গ্যাসটি সক্রিয় হয় ?
- বায়ুতে H2S এর কত ppm মাত্রা মানুষের জন্য প্রাণঘাতী?
ক) 0 ppm
খ) 40 ppm
গ) 50 ppm✔️
ঘ) 30 ppm
- ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি করতে কোন জোড়াটি ব্যবহার করা হয়?
- কোনটিতে অ্যালকোহল ও এসিড-কার্যকরী মূলক উভয়ই বিদামান?
ক) ল্যাকটিক এসিড (lactic acid) ✔️
খ) ম্যালেয়িক এসিড (maleic acid)
গ) ফিউমারিক এসিভ (fumaric acid)
ঘ) অক্সালিক এসিড (oxalic acid)
- ব্যুরেটের পর পর ক্ষুদ্রতম দুই দাগের পার্থক্য কত মিঃ লিঃ (mL)?
ক) 0.001 mL
খ) 1.0 mL
গ) 0.1 mL✔️
ঘ) 0.01 ml
- H2 ফুয়েল সেলে অ্যানোড ও ক্যাথোড হিসাবে কোনটি ব্যবহৃত হয়?
ক) nickel (Ni)
খ) silver (Ag)
গ) graphite (Gr) ✔️
ঘ) platinum (pt)
- কোন জৈব যৌগে H atom নাই?
ক) cyclohexane
খ) dichloromethan
গ) iodoform
ঘ) hexachlorobenz✔️
- ইথাইল আয়োডাইড ও KOH(aq) এর বিক্রিয়ায় কোনটি হয়?
ক) ethane
খ) ethyne
গ) ethene
ঘ) ethanol✔️
- 30°C উষ্ণতায় KCI এর দ্রাব্যতা 37.2 g/100g পানি। 85g KCI এর সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে কতটুকু পানি প্রয়োজন?
ক) 230.95 g
খ) 230.56 g
গ) 228.80 g
ঘ) 228.49 g✔️
- তীব্র অ্যাসিড ও মৃদু ক্ষার টাইট্রেশননের জন্য উপযুক্ত নির্দেশক?
ক) phenolphthalein
খ) thymol blue
গ) litmus
ঘ) methyl orange✔️
জীববিজ্ঞান
- রাইবোজ-
ক) বিভিন্ন কো-এনজাইম তৈরিতে ব্যবহৃত হয়✔️
খ) অ্যালডোহেরোজ নামে পরিচিত
গ) 60°C তাপে গলে
ঘ) ডিএনএ (DNA) এর মূল উপাদান
- সবচেয়ে বেশী খাদ্যসার শোষিত হয়-
ক) জেজুনাম (jejunum) ✔️
খ) পাকস্থলী (stomach)
গ) ডিউডেনাম (duodenum)
ঘ) ইলিয়ান (ileum)
- কোন প্রাণীর ক্ষেত্রে পুরুষ অপেক্ষা স্ত্রীতে একটি ক্রোমোজোম বেশী থাকে?
ক) কবুতর
খ) ঘাসফড়িং✔️
গ) মানুষ
ঘ) মুরগী
- সেন্ট্রোমিয়ার বিষয়ে কোনটি সঠিক?
ক) শুধুমাত্র প্রাণীকোষে থাকে
খ) মাকুতস্তুর সাথে ক্রোমোসোমকে সংযুক্ত করে✔️
গ) আরএনএ (RNA) এবং প্রোটিন দিয়ে গঠিত
ঘ) সেন্ট্রিওল থাকে
- ট্রান্সজেনিক সয়াবিনের বৈশিষ্ট্য কোনটি?
ক) কীটপতঙ্গ ও ভাইরাস প্রতিরোধী
খ) ভিটামিন সমৃদ্ধ
গ) আগাছানাশক সহনশীল
ঘ) উচ্চ অলিয়েক এসিড (oleic acid) সমৃদ্ধ✔️
- প্লাজমার কোন উপাদান রক্তক্ষরণ বন্ধে সহায়তা করে?
ক) এলবুমিন
খ) গ্লোবিউলিন
গ) সেরোটোনিন
ঘ) ফাইব্রিনোজেন✔️
- নিকট সম্পর্কিত জীবগোষ্ঠী ভিন্ন পরিবেশে বসবাসের ফলে যে বিবর্তন ঘটে তাকে বলা হয়-
ক) অপসারী✔️
খ) অভিসারী
গ) ম্যাক্রো
ঘ) সমান্তরাল
- বর্ণান্ধ বাবা ও স্বাভাবিক দৃষ্টির মায়ের (বাহক নয়) কন্যা সন্তানের স্বাভাবিক দৃষ্টির সম্ভাব্য হার কত?
ক) 75%
খ) 100%✔️
গ) 50%
ঘ) 25%
- জেনেটিক ম্যাপ তৈরি করা হয়-
ক) মেয়োসিসের বিয়োজন বিভাজনের শতকরা হার থেকে
খ) ক্রসিংওভারের শতকরা হার থেকে✔️
গ) মাইটোটিক ইনডেক্স থেকে
ঘ) কোষে ক্রোমোজমের অবস্থান থেকে
- কলেরা বিষয়ে কোনটি সঠিক?
ক) এটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ
খ) গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এ রোগের কারণ✔️
গ) বিশ্বে প্রতি বছর ২,০০,০০০ লোক মারা যায়
ঘ) বাংলাদেশে সাধারণত V-cholerae 0139 পাওয়া যায়
- প্রাণীকোষ বিষয়ে কোনটি সঠিক?
ক) কোষে সেন্ট্রোসোম থাকে✔️
খ) সাইটোপ্লাজমে প্লাস্টিড থাকে
গ) সঞ্চিত খাদ্য সাধারণত শ্বেতসার
ঘ) কোষ কেন্দ্রে বড় কোষ গহবর থাকে
- সরিসৃপের যুগ কোনটি?
ক) প্যালিওজয়িক
খ) মেসোজয়িক✔️
গ) আরকিওজয়িক
ঘ) সিনোজয়িক
- কোন জিনের মাধ্যমে আলু রোগ-প্রতিরোধী হয়েছে?
ক) এসিটাইল ট্রান্সফারেজ জিন
খ) অসমোটিন জিন✔️
গ) ক্রিস্টাল প্রোটিন জিন
ঘ) CP-জিন
- কোন এনজাইম ব্যাকটেরিয়া ধ্বংস করে?
ক) পেপসিন
খ) মন্টেজ
গ) টায়ালিন
ঘ) লাইসোজাইম✔️
- নিচের কোনটি অত্যাবশ্যকীয় অ্যামিনো এসিডের বৈশিষ্ট্য?
ক) বর্ণহীন ও স্ফটিকাদার✔️
খ) দেহাভ্যন্তরে তৈরী হয়
গ) নিম্ন গলনাংক
ঘ) অ্যালকোহলে দ্রবণীয়
- কোন পর্বের প্রাণীতে র্যাবডিটিফর্ম লার্ভা দশা দেখা যায়?
ক) platyhelminthes
খ) cchinodermata
গ) arthropoda
ঘ) nematoda✔️
- শৈবাল বিষয়ে কোনটি সঠিক?
ক) লোহিত শৈবাল কোরাল প্রাচীর গঠন করে✔️
খ) সবুজ এবং লাল শৈবাল মিলিত হয়ে লাইকেন গঠন করে
গ) ডায়াটমে ফিউকোজেনথিন নামক রঞ্জক থাকে
ঘ) সোনালী-হলুদ শৈবাল জলজ বাস্তুতন্ত্র নষ্ট করে
- গ্লাইকোজেন বিষয়ে নিচের কোনটি সঠিক?
ক) পেশির কাজে শক্তি যোগান দেয়✔️
খ) উদ্ভিদ দেহে সঞ্চিত খাদ্য হিসেবে থাকে
গ) আয়োডিন দ্রবণে নীল বর্ণ ধারণ করে
ঘ) পানিতে সম্পূর্ণভাবে দ্রবণীয়
- ব্যাকটেরিয়ার কোষঝিল্লির বৈশিষ্ট্য কোনটি?
ক) এটি লিপোপ্রোটিন ও কোলেস্টেরল দ্বারা গঠিত
খ) এতে কোন এনজাইম থাকে না
গ) এটি কোষ প্রাচীরের বাইরের স্তর
ঘ) এটি দ্রবিভূত পদার্থের যাতায়াত নিয়ন্ত্রণ করে✔️
- নিচের কোনটিতে অরীয় প্রতিসাম্য দেখা যায়?
ক) জেলিফিস✔️
খ) প্রজাপতি
গ) মানুষ
ঘ) শামুক
সাধারণ জ্ঞান
- “সেপ্টেম্বর অন যশোর রোড” কবিতাটির রচয়িতা কে?
ক) জর্জ হ্যারিসন
খ) পল ওয়ালেস
গ) বব ডিলান
ঘ) অ্যালেন গিন্সবার্গ✔️
- বাংলাদেশে “গণঅভ্যুত্থান দিবস” পালিত হয় কোন তারিখে?
ক) ১৯ জানুয়ারী
খ) ১৭ মার্চ
গ) ১৪ ফেব্রুয়ারী
ঘ) ২৪ জানুয়ারী✔️
- সিলেট কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
ক) হরিকেল✔️
খ) বরেন্দ্র
গ) গৌড়
ঘ) পুণ্ড
- বাংলাভাষার প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি?
ক) প্রজাপতি (Projapoti)
খ) ঘাস ফড়িং (Ghas-Foring)
গ) গুগল বাংলা (Google Bangla)
ঘ) পিপীলিকা (Pipilika) ✔️
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী কত সাল পর্যন্ত “অসমাপ্ত আত্মজীবনী” গ্রন্থে লিপিবদ্ধ আছে?
ক) ১৯৬৬
খ) ১৯৭০
গ) ১৯৫৫✔️
ঘ) ১৯৬০
- “ঢাকা গেইট” কে নির্মাণ করেছেন?
ক) মীর জুমলা✔️
খ) শের শাহ সুরি
গ) শাহ সুজা
ঘ) শায়েস্তা খান
- কোন শিল্পী মুক্তিযুদ্ধে প্ল্যাটুন কমান্ডার হিসাবে অংশগ্রহণ করে?
ক) শাহাবুদ্দিন আহমদ✔️
খ) জামালউদ্দিন আহমদ
গ) হামিদুজ্জামান খান
ঘ) আমিনুল ইসলাম
- মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন?
ক) মৌলানা ভাষানী✔️
খ) তাজউদ্দিন আহমদ
গ) সৈয়দ নজরুল ইসলাম
ঘ) কমরেড মণি সিংহ
- ইপিআই কর্মসূচীতে সর্বশেষ অন্তর্ভূক্ত টিকা কোনটি?
ক) পেন্টাভ্যালেন্ট
খ) হেপাটাইটিস বি
গ) হিউম্যান প্যাপিলোমা ভাইরাস✔️
ঘ) কোভিড ১৯
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক কালাজ্বর নির্মূল করার ক্ষেত্রে বাংলাদেশ প্রথম দেশ হিসেবে স্বীকৃত লাভ করে কোন তারিখে?
ক) ৩০ নভেম্বর ২০২৩
খ) ৩১ অক্টোবর ২০২৩✔️
গ) ৩০ সেপ্টেম্বর ২০২৩
ঘ) ০১ নভেম্বর ২০২৩