জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ অফিস সহকারী কাম কম্পিউটার
মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২৩
পদের নামঃ- অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পরীক্ষার তারিখঃ- ২৫-১১-২০২৩
সময়ঃ- ৯০ মিনিট
পূর্ণমানঃ- ৯০
বাংলা-২৫
১. সন্ধি বিচ্ছেদ করুন
ক) নবোঢ়া = নব + ঊঢ়া।
খ) চলচ্চিত্র = চলৎ+চিত্র।
গ) শিরোপরি = শিরঃ + উপরি।
ঘ) মনীষা = মনস্ + ঈষা।
ঙ) ভাস্কর = ভাঃ + কর।
২. বাগধারা (অর্থসহ বাক্য গঠন করুন)
ক) হাতির গলায় ঘণ্টা (বয়স্ক বরের বালিকা বধূ) : বাবা বেঁচে থাকলে মেয়েটাকে হাতির গলায় ঘণ্টা হতে দিত না।
খ) রাবণের গোষ্ঠী (বড় পরিবার) : রাবণের গোষ্ঠীকে পালতে গিয়েই আমার জীবন শেষ।
গ) মাছের মায়ের পুত্রশোক (মিথ্যা শোক) : তোমাকে আর মাছের মায়ের পুত্রশোক দেখাতে হবে না, আমার জন্যে তোমার দরদ কত তা জানা আছে।
ঘ) দু নৌকায় পা (উভয় সংকট) : দু নৌকায় পা দিয়ে কোনো কাজেই উন্নতি লাভ করা যায় না।
ঙ) দক্ষিণ হস্তের ব্যাপার (ভোজন) : দক্ষিণ হস্তের ব্যাপারটা এখনও সারা হলো না?
৩. এক কথায় প্রকাশ
ক) কুকুরের ডাক = বুক্কন
খ) অক্ষির অগোচরে = পরোক্ষ
গ) হনন করার ইচ্ছা = জিঘাংসা।
ঘ) যা চেটে খাবার যোগ্য = লেহ্য।
ঙ) মৃত্তিকার দ্বারা নির্মিত = মৃন্ময়।
৪. বিভক্তিসহ কারক নির্ণয় করুন
ক) অল্পুবিদ্যা ভয়ংকরী – কর্মে শূন্য
খ) আমার যাওয়া হয়নি – কর্তায় ষষ্ঠী
গ) কাজে মন দাও – অধিকরণে সপ্তমী।
ঘ) লাঙ্গল দিয়ে জমি চাষ করা হয় – করণে তৃতীয়া।
ঙ) সমিতিতে টাদা দাও – সম্প্রদানে সপ্তমী।
৫. সংক্ষেপে লিখুন
“ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে”
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (উড়াল সড়ক) দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ভিত্তিক প্রকল্পের রুট : হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর- কুড়িল- বনানী- মহাখালী- তেজগাঁও- মগবাজার- কমলাপুর- সায়েদাবাদ- যাত্রাবাড়ী- ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত। রাজধানী ঢাকার যানজট নিরসনের জন্য এটিই হচ্ছে সরকার কর্তৃক গৃহীত সবচেয়ে বড় প্রকল্প। এক্সপ্রেসওয়ের মূল দৈর্ঘ্য ১৯.৭৩ কিলোমিটার এবং সংযোগ সড়কসহ এটির মোট দৈর্ঘ্য ৪৬.৭৩ কিলোমিটার। প্রকল্পটি থাইল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লি. ৫১ শতাংশ, চীনভিত্তিক প্রতিষ্ঠান শেনডং ইন্টারন্যাশনাল ইকোনোমিক অ্যান্ড টেকনিক্যাল কো-অপারেশন গ্রুপের ৩৪ শতাংশ ও সিনোহাইড্রে করপোরেশন লিমিটেড ১৫ শতাংশ অংশীদারত্বে নির্মাণ হচ্ছে। ২ সেপ্টস্বর, ২০২৩ প্রধানমন্ত্রী শেখ হাসিন৷ এক্সপ্রেসওয়ের ১১.৫ কিলোমিটার অর্থাৎ বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত অংশের উদ্বোধন করবেন।
ইংরেজি-২৫
১। Write down the name of the parts of speech of the underlined word of the following sentences.
(a) I water the plants. (verb)
(b) He always arrives late. (adverb)
(c) He is very clever. (adjective)
(d) She is praiseworthy. (adjective)
(e) Alas! I am undone. (interjection)
২। Put appropriate prepositions:
(a) Helives ………… Mouchak in Dhaka. (at)
(b) Give me a ring ………… gold. (of)
(c) Meet me ………… Monday. (on)
(d) We took rest ………… a banyan tree. (under)
(e) Mango sells ………… tk 50 per kg. (at)
৩। Translate the following sentences into English:
ক) বর্ষা আরম্ভ হয়েছে।
Ans: The rains have set in.
(খ) সে কলেরায় মারা গিয়েছে।
Ans: He died of cholera.
(গ) বলা সহজ কিন্তু করা কঠিন।
Ans: It is easy to say but difficult to do.
(ঘ) বাতিটি নিভিয়ে দাও।
Ans: Put out the lamp.
(ঙ) বেলা পড়ে আসছে।
Ans: The day has drawn to a close.
৪। Use right form of verb
(a) Why (do) she laugh at me? (does)
(b) We (have) dinner when the phone rang? (were having)
(c) It (rain) since morning. (has been raining)
(d) I (meet) him yesterday. (met)
(e) Babies (cry) when they hungry. (cry)
৫। Spelling correction:
Anualy = Annually
Dehidration = Dehydration
Dillemma = Dilemma
Recieve = Receive
Ocurrance = Occurrence
সাধারণ জ্ঞান ২০
১. চদ্দ্রদ্বীপ কোন জেলার নাম?
উত্তর: বরিশাল। দেমান্তান)
২. আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়?
উত্তর: ১০ এপ্রিল, ১৯৭১।
৩. বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত হয়েছে।
উত্তর: পঞ্চম তফসিলে।
৪. অগ্নিশ্বর কোন ফসলের উন্নত জাত?
উত্তর: কলা
৫. ওয়ানডেতে ক্রিকেটের ইতিহাসে কোন বাংলাদেশি বোলার অভিষেক ম্যাচে হ্যাট্রিক করেন?
উত্তর: তাইজুল ইসলাম।
৬. স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট কে পেশ করেন?
উত্তর: তাজউদ্দিন আহমদ
৭. লালবাগ কেল্লার আদি নাম কি?
উত্তর: আওরঙ্গবাদ দুর্গ
৮. পদ্মা সেতুর উদ্বোধন করা হয় কত তারিখে?
উত্তর: ২৫ জুন ২০২২
৯. গ্রিসের পূর্ব নাম কি ছিল?
উত্তর: হেলাস।
১০. পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?
উত্তর: আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর।
১১. তেভাগা আন্দোলনের নেত্রী কে ছিলেন?
উত্তর: ইলা মিত্র
১২. “জয় বাংলা, বাংলার জয়” গানটির সুরকার কে?
উত্তর: আনোয়ার পারভেজ।
১৩. জেল হত্যা দিবস কবে?
উত্তর: ৩ নভেম্বর
১৪. বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ উৎক্ষেপণ কর৷ হয় কোন স্থান থেকে?
উত্তর: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার স্পেস সেন্টার থেকে৷
১৫. চাকমাদের বর্ষবরণ অনুষ্টানকে কি বলা হয়?
উত্তর: বিজু
১৬. জাতীয় সংসদে কাউন্টিং ভোট কী?
[দ্র. কাউন্টিং এর পরিবর্তে কাস্টিং হবে]
উত্তর: স্পিকারের ভোট।
১৭. “অসমাপ্ত আত্মজীবনী” কে লিখেছেন?
উত্তর: শেখ মুজিবুর রহমান।
১৮. আয়কর কোন ধরনের কর?
উত্তর: প্রত্যক্ষ কর।
১৯. আইএমএফ এর সদর দপ্তর কোথায়?
উত্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
২০. ভিয়েতনামের মুদ্রার নাম কি?
উত্তর: ডং।
গণিত – ২০
১. একটি পণ্য ২০% ক্ষতিতে ৫৫২ টাকায় বিক্রয় করা হয়। পণ্যটির ক্রয়মুল্য কত?
২০% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০ – ২০ = ৮০ টাকা
বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৮০ = ৫/৪ টাকা
বিক্রয়মূল্য ৫৫২ টাকা হলে ক্রয়মূল্য = ৫×৫৫২/৪ = ৬৯০ টাকা
২। দুইটি সংখ্যার পার্থক্য ৪, ছোট সংখ্যাটি বড়টির দ্বিগুণের সমান, বড় সংখ্যাটির মান কত?
৩. যদি ১২ জন পুরুষ অথবা ১৮ জন মহিল৷ একটি কাজ ১৪ দিনে করতে পারে, তাহলে ৮ জন পুরুষ এবং ১৬ জন মহিলার একত্রে কজটি করতে কতদিন সময় লাগবে?
১২ জন পুরুষের কাজ = ১৮ জন মহিলার কাজ
∴৮ জন পুরুষের কাজ = {(১৮×৮)/১২} জন মহিলার কাজ
= ১২
মোট মহিলা = (১২ + ১৬) = ২৮ জন
১৮ জন মহিলা কাজটি করে ১৪ দিনে
∴২৮ জন মহিলা কাজটি করে = {(১৪×১৮)/২৮} দিনে
= ৯ দিন।
Download From Google Drive
Download
আরো পড়ুনঃ-
- জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ নিরাপত্তা প্রহরী/খালাসী পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২২
- জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ অফিস সহয়ক পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২৩