জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ অফিস সহয়ক পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২৩

0
118

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ অফিস সহয়ক

পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২৩

পদের নামঃ- অফিস সহায়ক

পরীক্ষার তারিখঃ- ২৫-১১-২০২৩

সময়ঃ- ৬০ মিনিট পূর্ণমানঃ- ৪০

১। সন্ধি বিচ্ছেদ করুন-

ক) শীতার্ত = শীত + ঋত।

খ) সঞ্চয় = সম্‌ + চয়

গ) পুনরায় = পুনঃ + রায়।

২। ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:

ক) গৌঁফখেজুরে = গৌফে খেজুর যার। (ব্যধিকরণ বহুব্রীহি)

খ) চিনিপাতা = চিনি দিয়ে পাতা। (তৃতীয়া তৎপুরুষ সমাস)

গ) শান্তশিষ্ট = যেই শান্ত সেই শিষ্ট। (কর্মধারয় সমাস)

৩। সংক্ষেপে লিখুন:

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর

বাংলাদেশের প্রথম গভীর সমুদ্রবন্দর নির্মাণ করা হচ্ছে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি ধলঘাট এলাকায়। মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্প ২০২০ সালের ১০ মার্চ একনেক সভায় অনুমোদন দেয়া হয়। প্রকল্পে মেয়াদ ধরা হয়েছে ২০২০ সালে জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত । প্রকল্প (চবক)। এ ছাড়া প্রকল্প এলাকায় সড়ক নির্মাণ করছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। বঙ্গোপসাগরের তীর ঘেঁষে ১ হাজার ৩১ একর জায়গার নির্মাণ কর৷ হচ্ছে এই বন্দরটি। মাতারবাড়িতে গভীর সমুদ্রবন্দর নির্মাণ হলে ৮ হাজার ২০০ টিইইউএস ক্ষমতাসম্পন্ন কন্টেনার বহনকারী জাহাজ নোঙ্গর করতে পারবে। বর্তমানে বাংলাদেশ থেকে আমেরিকায় একটি পণ্যের চালান পাঠাতে সময় লাগে ৪৫ দিন। মাতারবাড়ি বন্দর চালু হলে মাত্র ২৩ দিনেই সরাসরি নির্ধারিত গন্তব্যে পৌঁছে যাবে বলে সংশ্লিষ্টরা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ নভেম্বর, ২০২৩ মাতারবাড়ি  গভীর সমুদ্র বন্দর চ্যানেল উদ্বোধন ও প্রথম টার্মিনাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ইংরেজি ১০

  1. What is the plural form of ‘sheep’?

Ans: Sheep.

  1. What is the verb of ‘beautiful’?

Ans: Beautify.

  1. What does the word ‘spouse’ mean?

Ans: A husband or wife.

  1. I (see) him yesterday in the market (use right form of verb) (saw)
  2. This is ……. apple (put appropriate article in the gap) (an)
  3. There is a bridge ……. the river (put appropriate preposition in the gap) (over)
  4. Write a synonym of the word ‘pleasure’. (happiness)

8. Translate the following into English

সে গতকাল বিদ্যালয়ে যায়নি।

Ans: He didn’t go to school yesterday.

মানুষ মরণশীল।

Ans: Man is mortal.

সকলেই মিথ্যাবাদীকে অপছন্দ করে।

Ans: Everybody hates a liar.

সাধারণ জ্ঞান ১০

১। মুজিব বাহিনী কাদের নিয়ে গঠিত হয়েছিল?

উত্তর: ছাত্রছাত্রীদের নিয়ে।

২। বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত বাসগৃহের নাম কি?

উত্তর: বীর নিবাস (Bir Nibash)।

৩। বাঙালি জাতির মুক্তির সনদ কোনটি?

উত্তর: ৬ দফা।

৪। পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি?

উত্তর: সুন্দরবন।

৫। বাংলাদেশের সংবিধান কোন তারিখ হতে কার্যকর হয়?

উত্তর: ১৬ ডিসেম্বর, ১৯৭২।

৬। RMG এর পূর্ণরূপ কি?

উত্তর: Ready Made Garment.

৭। বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর: বুড়িগঙ্গা

৮। স্বাধীনতা স্তম্ভ কোথায় অবস্থিত?

উত্তর: সোহরাওয়ার্দী উদ্যানে।

৯। বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ কোনটি?

উত্তর: ওশেনিয়া।

১০। ধীবরের দেশ কোনটি?

উত্তর: নরওয়ে

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Dropbox

Download