ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অফিস সহকারী কাম কম্পিউটার
মুদ্রাক্ষরিক পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২৩
পদের নামঃ- অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পরীক্ষার তারিখঃ- ০৮- ১২- ২০২৩
সময়ঃ- ১ ঘণ্টা পুর্ণমানঃ- ৭০
১। সন্ধি বিচ্ছেদ করুন:
ক) স্বাধীনতা = স্ব + অধীনতা।
খ) দুস্থ = দুঃ+স্থ।
গ) অন্বেষণ = অনু+ এষণ।
ঘ) প্রত্যুষ = প্রতি + উষ।
২। বিপরীত শব্দ লিখুন:
ক) ব্যক্ত = গুপ্ত।
খ) উদার = কৃপন।
৩। কারক ও বিভক্তি নির্ণয় করুন:
ক) গুরুজনে কর নতি = সম্প্রদানে সপ্তমী
খ) সব ঝিনুকে মুক্তা পাওয়া যায় না = অধিকরণে সপ্তমী।
৪। নিচের বাগধারা দুটির অর্থ লিখুন ও বাক্য রচন৷ করুন:
ক) গৌঁফ-খেজুরে (নিতান্ত অলস) – গৌফ-খেজুরে লোককেম দিয়ে এসব কাজ হবে না।
খ) কান কাটা (নির্লজ্জ) – এমন কানকাটা লোকের আবার লোকভয় কিসের?
গ) তামার বিষ (অর্থের কুপ্রভাব) – তোমাকে তামার বিষে পেয়েছে বলে মানুষকে মানুষ মনে কর না।
৫। এক কথায় প্রকাশ করুন:
ক) কর দিতে হয় না যে জামির = নিষ্কর।
খ) ফল পাকলে যে গাছ মরে যায় = ওষধি।
৬। শুদ্ধ বানান লিখুন:
ক) মুহুর্ত = মুহূর্ত।
খ) প্রতিযোগীতা = প্রতিযোগিতা।
গ) সর্বশান্ত = সর্বস্বান্ত।
ঘ) প্রোজ্জল = প্রোজ্জ্বল।
৭। Fill in the blanks:
i) He is ……… University Student. (a)
ii) Ayon is ……… than other students in the class. (taller)
iii) ……… Brahmaputra is the longest river of Bangladesh. (the)
iv) I saw ……… one eyed man there. (a)
v) Put the glass ……… the table. (on)
৮। Translate into English.
(ক) সকাল থেকে গুঁড়িগুড়ি বৃষ্টি হচ্ছে।
Ans. It has been drizzling since morning.
(খ) চকচক করলেই সোনা হয়।
Ans. All that glitters is not gold.
(গ) আমি তোমাকে চিনি না, চিনি কি?
Ans: I do not know you, do I?
(ঘ) সুন্দরবন বাংলাদেশের দক্ষিণে অবস্থিত।
Ans: The Sundarbans is to the south of Bangladesh.
(ঙ) ছেলেটি খেলতে খেলতে চলে গেল।
Ans: The boy went away playing.
৯। বিপরীত শব্দ লিখুন:
(ক) Cloudy – Uncloudy.
(খ) Jovial – Unfriendly
(গ) Male – Female
(ঘ) Peacock – Peahen
(ঙ) Bride – Groom
১০। Correct the following sentences:
(i) We say him a liar.
Ans: We call him a liar.
(ii) He did not prosper in life in spite of work hard.
Ans: He did not prosper in life in spite of working hard.
(iii) She did not ate rice last night.
Ans: She did not eat rice last night.
(iv) The boy sank.
Ans: The boy drowned.
(v) If you study hard, you succeed.
Ans: If you study hard, you will succeed.
১১। অমিত বাবু একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রয় করলো। যদি বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হত তাহলে ৫% লাভ হত। ঘড়িটির ক্রয়মূল্য কত?
১০% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০-১০ = ৯০ টাকা
৫% লাভে বিক্রয়মূল্য = ১০০+৫ = ১০৫ টাকা
দুই বিক্রয়মূল্যের পার্থক্য = ১০৫-৯০ = ১৫ টাকা
বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০/১৫ টাকা
বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০*৪৫)/১৫ = ৩০০ টাকা (উত্তর)
১৪। ৮% সরল মুনাফায় ৩০০০ টাকার ৩ বছরে কত টাকা লাভ হবে?
১৫। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 50 বছর। 20 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হলে, পিতার বর্তমান বয়স কত?
সমাধানঃ- পিতার বয়স x বছর হলে পুত্রের বয়স (50-X) বছর
20 বছর পর তাদের বয়স হবে যথাক্রমে (X + 20) ও
(50 – x +20) বছর বা (70 – X) বছর
শর্তমতে , (X +20) = 2(70 – x)
বা, x+20=140- 2x
বা, 3x=120
:. x=40.
১৬। কোভিড-১৯ সর্বপ্রথম কোন দেশে প্রাদুর্ভাব হয়?
উত্তর: চীনে।
১৭। পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত?
উত্তর: দৈর্ঘ্য- ৬.১৫ কি.মি. প্রস্থ- ১৮.১০ মি.।
১৮। কবে ও কে বাংলা সন প্রবর্তন করেন?
উত্তর: ১৫৮৪ খ্রিষ্টাব্দে; সম্রাট আকবর |
১৯। বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে?
উত্তর: পটুয়া কামরুল হাসান।
২০। আফগানিস্তানের প্রধান ভাষা ও রাজধানী কি?
উত্তর: ভাষা – দারি ও পশতু । রাজধানী – কাবুল।
২১। বাংলাদেশে কয়টি বিভাগ আছে এবং সর্বশেষ বিভাগ কোনটি?
উত্তর: বিভাগ- ৮টি সর্বশেষ- ময়মনসিংহ
২২। মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল ও বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব কি?
উত্তর: ১১টি বীরশ্রেষ্ঠ
২৩। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর: শেখ মুজিবুর রহমান, তাজউদ্দীন আহমদ।
Download From Google Drive
Download
আরো পড়ুনঃ-
- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর ব্যক্তিগত সহকারী পদের প্রশ্ন সমাধান-২০২২
- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন পরিদর্শক পদের প্রশ্ন সমাধান-২০২১
- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রেভিনিউ সুপারভাইজার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১
- ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন পরিদর্শক পদের প্রশ্ন সমাধান-২০২০