বাংলাদেশ ট্যুরিজম বোর্ড অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২৩

0
140

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড অফিস সহায়ক পদের

লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২৩

পদের নামঃ- অফিস সহায়ক

পরীক্ষার তারিখঃ- ০১-১২-২০২৩

১। ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:

ক) লঙ্কাবাটা = লঙ্কা যে বাটা। (কর্মধারয় সমাস)

খ) ফুলকুমারী = কুমারী ফুলের ন্যায়। (উপমিত কর্মধারয়)

গ) শ্রমলব্ধ = শ্রম দ্বারা লব্ধ। (তৃতীয়া তৎপুরুষ সমাস) :

ঘ) মহানদী = মহা যে নদী।  (কর্মধারয় সমাস)

২। সন্ধিবিচ্ছেদ করুন:

ক) ভাবুক = ভৌ+ উক।

খ) প্রত্যুষ =প্রতি+ ঊষ।

গ) ষড়ানন = ষট্‌ + আনন।

ঘ) দুর্লভ = দুঃ-+ লভ।

৩। এক কথায় প্রকাশ করুন:

ক) যেরূপ ইচ্ছা = যদৃচ্ছা

খ) রাত্রির শেষ ভাগ= পররাত্র ৷

গ) হাতের তালু = করতল।

ঘ) দ্বারে থাকে যে = দৌবারিক।

৪। শুদ্ধ করে লিখুন:

ক) সায়াহ্ন সবাই বাড়ি ফিরছে।

উত্তর: সায়াহ্নে সবাই বাড়ি ফিরছে।

খ) তিনি তোমার বিরোদ্বে সাক্ষি দিলেন।

উত্তর: তিনি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন।

গ) দৈন্যতা সবসময় ভালো না।

উত্তর: দীনতা সবসময় ভালো না |

ঘ) ঈক্ষুর চারা বপন করা হইল.

উত্তর: ঈক্ষুর চারা রোপণ করা হইল.

৫। অনুচ্ছেদ লিখুন: “স্মার্ট ট্যুরিজম ও বাংলাদেশ”

৬। Fill in the blanks with appropriate word:

  1. a) I see you are ….. Nazrul. (a)
  2. b) A drowning man catches…….. a straw. (at)
  3. c) He climbed the tree ……. a cat. (like)
  4. d) She was sliding ……. depression. (into)

৭। Transalte the sentences into English:

a) ঐশ্বর্য দীর্ঘদিন থাকে না।

Ans. Riches do not last long.

b) সে এমনভাবে কথা বলে মনে হয় সব জানে।

Ans. He talks as if he knew everything.

c) ভর্তি পরীক্ষা একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা।

Ans. Admission test is a competitive exam.

d) ডাক্তার ডাক।

Ans. Call in a doctor.

৮। Make sentences with meaning of idioms & phrases given bellow:

a) Give a hand (সাহায্য করা) – Could you give me a hand with these suitcases?

b) At arm’s length (দূরে রাখা – He held the snake at arm’s length.

c) Come into force (কার্যকরি হওয়া) – New driving regulations are going to come into force this year.

d) Draw the line (সীমারেখা নির্দেশ করা)- I am going to draw the line about working more than forty hours a week.

৯। Write the meaning of the pair of words:

a) In (ভিতরে), Inn (পান্থশালা)

b) Vale (উপত্যকা), Veil (মুখাবরণ)

c) Moral (নৈতিক), Morale (মনোবল)

d) Quite (পরিপূর্ণভাবে), Quiet (শান্ত)

১০। Write a paragraph about the importance of “Cultural Heritage of Bangladesh”

Ans. Cultural Heritage of Bangladesh The Cultural Heritage of Bangladesh stands as a reservoir of the nation’s collective memory and identity, embodying the spirit of resilience and continuity that has shaped the country over the centuries. It encompasses a myriad of elements, including traditional crafts, folklore, rituals, and historical landmarks that reflect the diverse influences that  have converged on this land. The importance of Bangladesh’s cultural heritage lies in its power to inspire a sense of belonging and pride among its people. It serves as a source of inspiration for artistic expression and novation, fostering creativity and connecting individuals across generations. Beyond its intrinsic value, the cultural heritage plays a crucial role in promoting tourism and international understanding, showcasing Bangladesh’s unique contributions to the global cultural  landscape. Preserving, promoting, and  celebrating this heritage is not just a  duty but a commitment to safeguarding the roots that anchor  nation’s character, providing a cultural  compass for navigating the challenges of the present and building a shared future.

১৬। BIMSTEC এবং SPARRSQO এর পূর্ণরূপ লিখুন।

BIMSTEC – The Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.

SPARRSO – Bangladesh Space Research and Remote Sensing Organization.

১৭। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ৭ জন বীরশেষ্ঠের নাম লিখুন।

উত্তরঃ- ল্যান্স নায়েক মুন্সী আবদুর রউফ, সিপাহি মোস্তফা কামাল, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, ল্যান্স নায়েক  নুর মোহাম্মদ শেখ, সিপাহি হামিদুর রহমান, স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার রুহুল আমিন এবং ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর৷

১৮। হেনরি কিসিঞ্জার কবে মৃত্যুবরণ করেন?

উত্তর: ২৯ নভেম্বর, ২০২৩।

১৯। বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর সমুহের নাম লিখুন।

উত্তর: হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামএবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট।

২০। আনতারা কোন দেশের সংবাদ সংস্থা?

উত্তর: ইন্দোনেশিয়ার।

২১। UNWTO কি? এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তর: জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থা (United Nations World Tourism Organization : UNWTO)

সদর দপ্তর : মাদ্রিদ, স্পেন।

২২। পায়রা গভীর সমুদ্র বন্দর কোথায় অবস্থিত?

উত্তর: পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায়।

২৩। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ কে?

উত্তর: হাভিয়ের কাবরেরা (স্পেন)

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Dropbox

Download