বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার
পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২৩
পদের নামঃ- সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার
পরীক্ষার তারিখঃ- ১৫-০৯-২০২৩
সময়ঃ- ৫০ মিনিট
পূর্ণমানঃ- ৮০
১. ২০২৩ সালে COP-28 সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায়?
ক.শারম আল শেখ, মিশর
খ. ক্যাম্প ডেভিড, যুক্তরাষ্ট্র
গ. দুবাই, ইউএই
ঘ. প্রিটোরিয়া, দক্ষিণ আফ্রিকার
উত্তর: গ
২. পদ্মা সেতুতে পরীক্ষামূলক ETC কার্যক্রম চালু হয় ২০২৩ সালের-
ক.৫ জুলাই
খ. ৭ জুলাই
গ. ৬ জুলাই
ঘ. ১০ জুলাই
উত্তর: ক
৩. আগারগাও থেকে মতিঝিল পর্যন্ত পরীক্ষামূলক মেট্রোরেল চলাচল করে ২০২৩ সালের-
ক.৭ জুলাই
খ. ৮ জুলাই
গ. ১২ জুলাই
ঘ. ১৬ জুলাই
উত্তর: ক
৪. মার্কিন যুক্তরাষ্ট্রের ১ম কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট কে?
ক.জিল জোনস
খ. কমলা হ্যারিস
গ. নোয়া রিক
ঘ. ন্যান্সি পেলোসী
উত্তর: খ
৫. বৈশ্বিক সুদহার নির্ধারণের নতুন মানদন্ড SOFR আনুষ্ঠানিকভাবে চালু হয় ২০২৩ সালের-
ক. ১ জুলাই থেকে
খ. ২ জুলাই থেকে
গ. ৩ জুলাই থেকে
ঘ. ৪ জুলাই থেকে
উত্তর: ক
৬. দেশের ১৬তম GI পণ্য হিসেবে স্বীকৃতি পায় বাংলাদেশের-
ক. ফজলী আম
খ. জামদানী শাড়ি
গ. শীতল পাটি
ঘ. রসগোল্লা
উত্তর: গ
৭. শ্রীলংকার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী
ক.রনিল বিক্রমাসিংহে
খ. মাহিন্দা রাজাপাকসে
গ. জয় শ্রেমাদাসা সব. শ্রীকান্ত বিজয়সেনা উত্তর:
ব্যাখ্যাঃ সঠিক উত্তর নেই।
৮. সম্প্রতি জাতিসংঘের কোন সংস্থার সদর দপ্তরে “বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ” উদ্বোধন করা হয়েছে?
ক. IFAD
খ. FAO
গ. ESCAP
ঘ. UNICEF
উত্তর: খ
৯. “ঢাকা গেট” কে নির্মাণ করেন?
ক.মীর জুমলা
খ. শায়েস্তা খা
গ. ইসলাম খান
ঘ. আলীব্দি খান
উত্তর: ক
১০.২০২২ সালের খানা, আয় ও ব্যয় জরিপ অনুযায়ী উচ্চ দারিদ্রের হারে শীর্ষ কোন বিভাগ?
ক. রংপুর
খ. ময়মনসিংহ
গ. বরিশাল
ঘ. রাজশাহী
উত্তর: গ
১১. ২০২৩ সালের জরিপ অনুযায়ী দেশের প্রায়োগিক সাক্ষরতার হার কত?
ক.৬১.৬৬
খ. ৬২.৯২
গ. ৬৩.৯৭
ঘ. ৬৫.২৩
উত্তর: খ
১২.বাংলাদেশ ও ভারতের মধ্যে রুপিতে লেনদেন শুরু হয় ২০২৩ সালের-
ক. ১ জুলাই
খ. ১০ জুলাই
গ. ১১ জুলাই
ঘ. ১৫ জুলাই
উত্তর: খ
১৩.চ্যানেল ২৪ এ দেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠিকার নাম কী?
ক.নীলাষ্তনা
খ. অপরাজিতা
গ. জয়ীতা
ঘ. মেরীনা আ্যাডমিরাল
উত্তর: খ
১৪. রাশিয়ার ইউক্রেনের যে দুইটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে-
ক. খেরসন ও মিকোলইভ
খ. দোনেস্ক ও লুহানস্ক
গ. লুংস্ক ও চেরনিভ
ঘ. ওদেসা ও দনিপ্রো
উত্তর: খ
১৫.বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর কোনটি?
ক.নিউইয়র্ক
খ. মুম্বাই
গ. ম্যানিলা
ঘ. ঢাকা
উত্তর: গ
১৬.জনসংখ্যার ঘনত্বে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
ক.বাংলাদেশ
খ. মোনাকো
গ. চীন
ঘ. ভারত
উত্তর: খ
১৭. বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে পল্লী বিদ্যুতায়নের কথা বলা হয়েছে?
ক. ১১
খ.১০
গ.১৩
ঘ. ১৬
উত্তর: ঘ
১৮.ডেস্কটপের জন্য চীনের উন্মুক্ত অপারেটিং সিস্টেম এর নাম কী?
ক. DiRTIM
খ. OpenKylin
গ. VirTue
ঘ. MarLyn
উত্তর: খ
১৯.ইপিআই (EPI) কর্মসূচির মাধ্যমে প্রতিরোধযোগ্য রোগের সংখ্যা-
ক.৭টি
খ. ৮টি
গ. ৯টি
ঘ. ১০টি
উত্তর: ঘ
২০.গম উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
ক.কানাডা
খ. ইউক্রেন
গ. চীন
ঘ. রাশিয়া
উত্তর: গ
২১. দ্রবণ শব্দের অর্থ কোনটি?
ক. ক্ষরণ
খ. জলপ্রপাত
গ. অনুধ্যান
ঘ. নিমজ্জন
উত্তর: ক
২২.জনপ্রিয় ফাস্টফুড “পিৎজা”র উৎপত্তি হয়েছে কোন দেশে?
ক. ইতালি
খ. জাপান
গ. চীন
ঘ. আমেরিকা
উত্তর: ক
২৩. কোনটি ভারতের “সেভের সিস্টার্স” এর অন্তর্ভুক্ত নয়?
ক. হিমাচল
খ. মনিপুর
গ. আসাম
ঘ. মেঘালয়
উত্তর: ক
২৪.বাঙালি রচিত বাংলা অক্ষরে মুদ্রিত প্রথম গ্রন্থ কোনটি?
ক. রাজা প্রতাপাদিত্য চরিত্র
খ. হুতুম প্যাচার নক্সা
গ. বুড়ো শালিকের ঘাড়ে রো
ঘ. বেহুলা পাচালী
উত্তর: ক
২৫. ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে অ্যাসেম্বলীতে বসবসার জন্য বঙ্গবন্ধু কয়টি শর্ত দিয়েছিলেন?
ক.৫টি
খ. 8টি
গ. ৩টি
ঘ. ৬টি
উত্তর: খ
২৬. Do you enjoy teaching? Here ‘Teaching’ is a/an-
ক. Participle
খ. Modifier
গ. Gerund
ঘ. Appositive
উত্তর: of
২৭.A doctor who treats kidney patient is know as a/an-
ক. oncologist
খ. pathologist
গ. urologist
ঘ. gynecologist
উত্তর: গ
২৮. কোন সালকে ভিত্তি ধরে হিজরী সার গণনা শুরু হয়?
ক. ৬২৪ খ্রিঃ
খ. ৬২৮ খ্রিঃ
গ. ৬২২ খ্রিঃ
ঘ. ৬৩২ খ্রিঃ
উত্তর: গ
২৯.নিচের কোনটি বৃক্ষের সমার্থক শব্দ নয়?
ক.পাদল
খ. উদক
গ.পনণী
ঘ. অটবি
উত্তর: খ
৩০. কোনো PFE ক্ষেত্রফল ৪ বর্গমিটার হলে এর পরিসীমা কত?
ক.১২ মিটার
খ. ৮ মিটার
গ. ১৬ মিটার
ঘ. ২৪ মিটার
উত্তর: খ
৩১.বিদ্যুৎ আবিষ্কারের সাথে কোন শিল্প বিপ্লবের সম্পর্ক রয়েছে?
ক. ১ম শিল্প বিপ্লব
খ. ২য় শিল্প বিপ্লব
গ. ৩য় শিল্প বিপ্লব
ঘ. ৪র্থ শিল্প বিপ্লব
উত্তর: খ
৩২. ঢাকা শহরে প্রথম বিদ্যুৎ ব্যবহৃত হয় কত সালে?
ক. ১৯০১
খ. ১৯০৫
গ. ১৯৪৫
ঘ. ১৯৫২
উত্তর: ক
৩৩. পৃথিবীর সর্বাধিক লোকের মাতৃভাষার নাম-
ক. Chinese
খ. Hindi
গ. English
ঘ. French
উত্তর: ক
৩৪ বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি?
ক.হাভার্ড
খ. কেমব্রিজ
গ. নালন্দা
ঘ. অক্সফোর্ড
উত্তর: গ
৩৫. রাষ্ট্র গঠনের জন্য অপরিহার্য উপাদান কোনটি?
ক.সরকার
খ. গণতন্ত্র
গ. রাজনৈতিক দল
ঘ. সংসদ
উত্তর: ক
৩৬. সংবিধানের কত অনুচ্ছেদ অনুসারে সংবিধান সংশোধন করা হয়ঃ
ক.১৪২
খ. ১৪৪
গ.১৪৮
ঘ. ১১৫
উত্তর: ক
৩৭.“বই পড়া” প্রবন্ধটির লেখক কে?
ক. রবীন্দ্র ঠাকুর
খ. প্রমথ চৌধুরী
গ. মোতাহের হোসেন চৌধুরী
ঘ. হায়াৎ মাহমুদ
উত্তর: খ
৩৮. ল্যুভর মিউজিয়াম কোথায় অবস্থিত?
ক.প্যারিস
খ. বার্লিন
গ. রোম
ঘ. লন্ডন
উত্তর: ক
৩৯. হালং বে কোন দেশে অবস্থিত?
ক. দক্ষিণ কোরিয়া
খ. ফিলিপাইন
গ. ভিয়েতনাম
ঘ. থাইল্যান্ড
উত্তর: গ
৪০.দুটি সমান্তরাল রেখা কয়টি বিন্দুতে ছেদ করে?
ক. ৪
খ.২
গ.৮
ঘ. কোনোটি নয়
উত্তর: ঘ
৪১. জনাব রেজা তার সম্পদের ১২% স্ত্রীকে , ৫৮ % ছেলেকে এবং অবশিষ্ট ৭,২০,০০০ টাকা মেয়েকে দিলেন। তার মোট সম্পদের মূল্য কত?
ক. ৩৪০০০০০০
খ. ২৪০০০০০
গ. ২৮০০০০০
ঘ. ৩২০০০০০
উত্তর: খ
৪২.কোন ক্ষুদ্রতম সংখ্যা ৪, ৫, ৬ দ্বারা ভাগ করলে প্রত্যেক বার ৩ অবশিষ্ট থাকবে?
ক. ৬১
খ. ৬৩
গ. ৬৯
ঘ. ৭৩
উত্তর: খ
৪৩. কোন সংখ্যার দ্বিগৃণের সাথে ৫ যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা ৭ বেশি হবে?
ক.৩
খ.৫
গ.২
ঘ. ১
উত্তর: গ
৪৪. কোনো স্থানে যত জন লোক ছিল, প্রত্যেকে তত ৫ টাকা করে টাদা দেওয়ায় মোট ৪8৫০০ টাকা আদায় হলো। ঐ স্থানে লোকসংখ্যা কত ছিল?
ক.৪০
খ. ৩০
গ.৩৫
ঘ. ৪৫
উত্তর: খ
৩৫. http প্রথম ব্যবহৃত হয় কখন?
ক. ১৯৬৯ সালে
খ. ১৯৭১ সালে
গ. ১৯৮০ সালে
ঘ. ১৯৮৯ সালে
উত্তর: ঘ
৪৬. যে বইগুলো অনলাইনে পড়া যায় সেগুলো কোন ফরম্যাটে থাকে?
ক. pdf
খ. html
গ. jpg
ঘ. doc
উত্তর: খ
৪৭.কোনো ত্রিভুজের ৩টি বাহুকে বর্ধিক করলে উৎপন্ন বহিঃ কোণ তিনটির সমষ্টি কত ডিগ্রী হবে?
ক. ১৮০
খ. ৩৬০
গ. ২৭০
ঘ. ৩৩০
উত্তর: খ
৪৮.শ্রিক শব্দ কোনটি?
ক. চিনি
খ. দাম
গ. রিকশা
ঘ. আলমিলা
উত্তর: খ
৪৯ .বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত?
ক.৫ম
খ.৬ষ্ঠ
গ. ৭ম
ঘ. ৯ম
উত্তর: ক
৫০. নিচের কোনটি কম্পিউটার ভাইরাস?
ক.SQL
খ. Blueray
গ. CIH
ঘ. SPSS
উত্তর: গ
৫১.কম্পিউটারের আইকিউ (IQ) কত?
ক. 0
খ. 1207
গ. 120
ঘ. 200
উত্তর: ক
৫২. ‘Like asitting duck’ means-
ক. lazy
খ. vulnerable
গ. beauty
ঘ. lovely
উত্তর: খ
৫৩. Where is the setting of the play ‘Hamlet’?
ক. Sweden
খ. Denmark
গ. Norway
ঘ. Iceland
উত্তর: খ
৫৪. Shakib-Al-Hasan delivered a six the boundary.
ক.over
খ. upon
গ. on
ঘ. at
উত্তর: ক
৫৫. The word meaning of ‘bounty’ is close to the word-
ক. ample
খ. huge
গ. generosity
ঘ. more
উত্তর: গ
৫৬. কোনটি শুদ্ধ বানান?
ক. ইন্দ্রজালিক
খ. ঈন্দরজালীক
গ. ঐন্দ্রজালীক
ঘ. ঐন্দ্রজালিক
উত্তর: ক
৫৭.বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম উপসর্গের মোট সংখ্যা কত?
ক. ১২
খ. ২৪
গ. ২০
ঘ. ৩২
উত্তর: গ
৫৮. মানবদেহের তাপমাত্রা ৯৮ ডিগ্রী ফারেনহাইট হলে, সেলসিয়াস স্কেলে কত ডিগ্রী?
ক.৩৭
খ. ৩৭.৬৭
গ. ৩৬.৬৭
ঘ. ৩৮.৬৭
উত্তর: গ
৫৯. উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহ কয় ভাগে বিভক্ত?
ক.২ ভাগে
খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে
ঘ. ৫ ভাগে
উত্তর: ঘ
৬০. যদি একটি সংখ্যা ২৫% দ্বিতীয় সংখ্যা হতে বিয়োগ করলে প্রাপ্ত ফলাফল দ্বিতীয় সংখ্যাটির পাঁচ-ষষ্ঠাংশের সমান হয়, তবে সংখ্যাদ্বয়ের অনুপাত কত?
ক. ১:৩
খ.২:৩
গ. ৩:২
ঘ. কোনোটি নয়
উত্তর: খ
৬১. ১০টি জিনিসের মধ্যে ২টি এক জাতীয় এবং বাকীগুলো ভিন্ন ভিন্ন জিনিস। ঐ জিনিসগুলো থেকে প্রতি বারে ৫টি নিয়ে কত প্রকারে বাছাইকরা যায়?
ক.১৭০
খ.১৮২
গ.১৯০
ঘ. ১৯২
উত্তর: খ
৬২. দুইজন টাইপিস্ট দুই মিনিটে দুই পৃষ্ঠা টাইপ করতে পারে। কতজন বেশি টাইপিস্ট ছয় মিনিটে ১৮ পৃষ্ঠা টাইপ করতে পারবে?
ক.৩
খ. ৬
গ. ৯
ঘ. ১৮
উত্তর: খ
৬৩. একটি মোটর সাইকেল ১২% ক্ষতিতে বিক্রি করা হলো। যদি বিক্রয়মূল্য ১২০০ টাকা বেশি হতো, তাহলে ৮% লাভ হতো। মোট সাইকেলের ক্রয়মূল্যে
ক.৬০০০ টাকা
খ. ৫০০০ টাকা
গ. ৪০০০ টাকা
ঘ. ৮০০০ টাকা
উত্তর:ক
৬৪.ঘণ্টায় ৪ কি:মি. গতি বৃদ্ধি করায় ৩২ কি:মি. পথ অতিক্রম করতে ৪ ঘণ্টা সময় কম লাগে বৃদ্ধির পূর্বে গতি কত ছিল?
ক.৮ কিমি.
খ. ১২ কিমি.
গ. ৪ কিমি.
ঘ. ২কিমে.
উত্তর: গ
৬৫. একটি গাড়ি প্রতি সেকেন্ডে ১৫ মিটার অতিক্রম করে। গাড়িটির গতিবেগ প্রতি ঘণ্টায় কত কিলোমিটার?
ক.৫৪
খ. ৪৮
গ. ৪২
ঘ. ৩৬ উত্তর: ক
৬৬. Just now he ………… his dinner but he says he will see you soon.
ক. Is having
খ. Has had
গ. Was having
ঘ. Had
উত্তর: খ
৬৭. Which spelling is correct?
ক. Diarrohoea
খ. Antithesis
গ. Euphemissm
ঘ. Exhaustends
উত্তর: খ
৬৮. What is the adjective form of the word ‘people’?
ক. Populous
খ. Popular
গ. Pupil
ঘ. Public
উত্তর: ক
৬৯. I could not park the limousine. It is right now
……………. the way.
ক. on
খ. in
গ. up
ঘ. across
উত্তর: ক
৭০. You should not blush ……… shame at your own mistake.
ক. at
খ. on
গ. upon
ঘ. with
উত্তরঃ ঘ
৭১. একটি পরিবারে, পিতা একটি কেকের ঠ অংশ নিয়েছিল যা অন্য সদস্যদের প্রত্যেকের প্রাপ্ত কেকের ৩ গুণ। পরিবারটির সদস্য সংখ্যা কত?
ক. ৩
খ. ৪
গ. ১০
ঘ. ১২
উত্তর: গ
৭২.দাঁড় বেয়ে একটি নৌকা প্রোতের অনুকূলে ঘণ্টায় যায় ১৫ কি.মি. এবং স্রোতের প্রতিকূলে যায় ৫ কি.মি. ৷ স্রোতের বেগ নির্ণয় কর।
ক. ৫ কি.মি./ঘণ্টা
খ. ৬ কি:.মি./ঘণ্টা
গ.৭ কি.মি./ঘণ্টা ঘ.
৮ কিমি./ঘণ্টা
উত্তর: ক
৭৩.৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাশের হার কত?
ক.২৫%
খ. ২৮%
গ. ৩০%
ঘ. ৩২%
উত্তর: গ
৭৪.একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি এবং ১০ হ্রাস করলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?
ক. ৮% বৃদ্ধি
খ. ৮% হ্রাস
গ. ১০৮ % বৃদ্ধি
ঘ. ১০৮ % হ্রাস
উত্তর: খ
৭৫.ক একটি কাজ ২৫ দিনে করে। খ, ক-এর চাইতে ২৫% কর্মক্ষম। তাহলে খ কাজটি কত দিনে করতে পারবে?
ক. ২০ দিনে
খ. ১৮.৭৫ দিনে
গ. ২২ দিনে
ঘ. ১৫ দিনে
উত্তর: খ