সুনামগঞ্জ ইউনিয়ন পরিষদ সচিব পদের
লিখিত প্রশ্ন সমাধান-২০২৩
পদের নামঃ- ইউনিয়ন পরিষদ সচিব
পরীক্ষার তারিখঃ- ০১-০৪-২০২৩
সংক্ষেপে উত্তর দিন
ক. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনী অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম?
উত্তরঃ- চিরঞ্জীব মুজিব
খ. দেশের প্রথম মেট্রোরেল উদ্ভোধন করা হয় কবে?
উত্তরঃ- ২৮ ডিসেম্বর, ২০২২
গ. ভাষা শহিদদের স্মরণে ‘জননী ও গর্বিত বর্ণমালা’ ভাস্কর্যটির ভাস্কর কে?
উত্তরঃ- মৃণাল হক
ঘ. ১৯৬৬ সালের ৬ দফা দাবির কয়টি দফা অর্থনীতি বিষয়ক ছিল?
উত্তরঃ- তিনটি
ঙ. জাতীয় সংসদের অধিবেশন কে আহবান করেন?
উত্তরঃ- মহামান্য রাষ্ট্রপতি
চ. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে?
উত্তরঃ- ৪টি
ছ. মরমি সাধক হাছন রাজা কত সালে জন্যগ্রহণ করেন?
উত্তরঃ- ১৮৫৪ সালে
জ. মহান মুক্তিযুদ্ধে সুনামগঞ্জ জেলা কোন সেক্টরের অধীন ছিল?
উত্তরঃ- ৫নং
ঝ. বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল কোনটি?
উত্তরঃ- চট্টগ্রামের মিরসরাই , সীতাকুণ্ড এবং ফেনী জেলার সোনাগাজীতে প্রায় ৩১ হাজার একর আয়তনে গড়ে উঠেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল “বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর”।
ঞ. “একটি বাড়ি একটি খামার’ কার দূরদর্শী চিন্তার ফসল?
উত্তরঃ- প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ট. বাংলাদেশের জিডিপি (GDP) তে কোন খাতের অবদান সবচেয়ে বেশি?
উত্তরঃ- কৃষি
ঠ. জাতীয় শিশু দিবস কত তারিখ?
উত্তরঃ- ১৭ মার্চ
ড. টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) এর অভীষ্ট কয়টি?
উত্তরঃ- ১৭টি
ঢ. “আমার ঘরের চাবি পরের হাতে’ গানটি’র রচয়িতা কে?
উত্তরঃ- লালন শাহ
ণ. BMI এর পূর্ণরূপ কী?
উত্তরঃ- BMI = Body Mass Index
ত. শেখ রাসেল কে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বইয়ের নাম কী?
উত্তরঃ- আমাদের ছোট রাসেল সোনা
থ. সিএনজি পাম্প থেকে গাড়িতে যে গ্যাস পূর্ণ করা হয় তার নাম কী?
উত্তরঃ- মিথেন গ্যাস
দ. পদ্মা সেতুর উদ্বোধন হয় কত তারিখে?
উত্তরঃ- ২০২২ সালের ২৫ জুন উদ্বোধন করা হয়।
ধ. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে মোট কতটি অনুচ্ছেদ রয়েছে?
উত্তরঃ- ১৫৩ টি
ন. কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি
উত্তরঃ- সিয়েরালিয়ন
২. সন্ধি বিচ্ছেদ করুনঃ
অভীষ্ট = অভি+ইষ্ট
পর্যালোচনা = পরি+আলোচনা
তস্কর = তৎ+কর
৩. ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুনঃ
দুঃখপ্রাপ্ত = দুঃকে প্রাপ্ত (২য়া তৎপুরুষ)
দ্রুতগামী = দ্রুত গমন করেও যে (উপপদ তৎপুরুষ)
৪. সংক্ষেপে উত্তর লিখুনঃ
ক. কারাগারে রোজনামচা – গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ- শেখ মুজিবুর রহমান
খ. বাঙ্গালি জনগোষ্ঠির সর্বজনীন কথ্য ভাষারীতির নাম কী?
উত্তরঃ- আদর্শ কথ্য রীতি
গ. নির্জনতার কবি কাকে বলা হয় ?
উত্তরঃ- জীবনান্দ দাশ
ঘ. শেষের কবিতা কোন ধরনের গ্রন্থ ?
উত্তরঃ- উপন্যাস
ঙ. রজনী উপন্যাসের রচয়িতা কে?
উত্তরঃ- সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৫. রচনা লিখুন: ‘স্মার্ট বাংলাদেশ’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ ডিসেম্বর ২০২২ সালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি) অনুষ্ঠানে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২ উদ্যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে সর্বপ্রথম “স্মার্ট বাংলাদেশ গড়ার কথা বলেন । শেখ হাসিনা বলেন , ‘আমরা আগামী ৪১’ সালে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলব এবং বাংলাদেশ হবে ডিডিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ ।’ এ স্মার্ট শব্দটি দেশ ও শহরের ক্ষেত্রে প্রথম ব্যবহার শুরু হয় ভারতে স্মার্ট সিটি প্রকল্প নামে।
পরিকল্পনা: “স্মার্ট বাংলাদেশ” গড়ার ভিত্তি চারটি। এগুলো হচ্ছে –
স্মার্ট নাগরিক
স্মার্ট অর্থনীতি
স্মার্ট সরকার
স্মার্ট সমাজ
স্মার্ট বাংলাদেশ নির্মাণে এ চারটি নির্দিষ্ট ক্ষেত্রকে চিহ্নিত করে অগ্রসর হলে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের কোনো অবশিষ্ট থাকবে না। স্মার্ট নাগরিক ও স্মার্ট সরকার এর মাধ্যমে সব সেবা এবং মাধ্যম ডিজিটালে রুপান্তরিত হবে। আর স্মাট সমাজ ও স্মার্ট অর্থনীতি প্রবৃদ্ধি নিশ্চিত করতে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন এবং ব্যবসাবান্ধন পরিবেশ গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে।
“স্মার্ট বাংলাদেশ হবে সাশ্রয়ী , ঢেকসই , জ্ঞানভিত্তিক , বুদ্ধিদীপ্ত ও উদ্ভাবনী। এককথায় সব কাজই হবে স্মার্ট। যেমন স্মার্ট শহর ও স্মার্ট গ্রাম বাস্তনায়নের জননিরাপত্তা, কৃষি, ইন্টারনেট সংযোগ ও দুর্যোগ ব্যবস্থাপনা নিশ্চিত করা। অনলাইনে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে এক শিক্ষার্থী, এক ল্যাপটপ , এক স্বপ্নের উদ্যোগ নেয়ার কথা বলা হয়েছে। এর আওতায় সকল ভিজিটাল সেবা কেন্দ্রীয়ভাবে সমন্বিত ক্লাউডের আওতায় নিয়ে আসা হবে। ইতোমধ্যে ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের নাম পরিবর্তন করে “স্মার্ট
বাংলাদেশ টাঙ্কফোর্স’ গঠন করেছে বাংলাদেশ সরকার।
টাস্কফোর্স গঠন
বাংলাদেশ সরকার “স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ৩০ সদস্য বিশিষ্ঠ “স্মার্ট বাংলাদেশ টাঙ্কফোর্স’ গঠন করেছে। এ টাঙ্কফোর্সের চেয়ারপারসন হলেন প্রধানমন্ত্রী , গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার । বাকি ২৯ জন সদস্য। টাস্কফোর্সের কার্যাবলী: অগ্রসরমান তথ্য প্রযুক্তি বাস্তবায়ন বিষয়ে দিক
নির্দেশনা প্রদান:
শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও আর্থিক খাতের কার্যক্রমকে স্মার্ট পদ্ধতিতে রুপান্তরের সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে দিক নির্দেশনা প্রদান সামাজিক, বাণিজ্যিক ও বৈজ্ঞানিক পরিমন্ডলে তথ্য প্রযুক্তি বিষয়ক বিধিবিধান প্রণয়নে দিক নির্দেশনা প্রদান। ইত্যাদি।
৬. Writing a paragraph into “Union Digital Center”
Ans.
Union Digital Center
The Union Digital Center is a government initiative in Bangladesh aimed at providing digital services to citizens in remote areas. These centers serve as a one- stop-shop for various government services such as birth registration, passport applications, land records, and many more. The primary objective of the Union Digital Centers is to ensure access of digital services to all citizens, especially those living in remote and hard- to-reach areas. The centers also provide training on digital literacy and offer assistance to those who face difficulties in accessing digital services. With the help of these centers, the government of Bangladesh is making significant progress in digitalizing its services and improving the overall quality of life for its citizens. The Union Digital Centers have become an integral
part of the government’s efforts towards building a digital Bangladesh.
- Translate into English:
- আজ দুই দিন যাবৎ মূশলধারে বৃষ্টি হচ্ছে
i i. মাননীয় প্রধানমন্ত্রী আগামীকাল অনুধারাটি উদ্ভোধন করতে যাচ্ছেন।
৮. Translate into Bangla:
- The past form of a verb is used to refer to any action that important in the past.
- Bangladesh has an inspiring story of growth and that astonished the word.
৯. Fill in the articles:
- I wish I …………. (to be) a bird. (were)
- …………. (Go) there every day is boring. (Going)
iii. You must compensate …………. the loss. (for)
- We were astonished …………. his unexpected result. (by)
১০. Transformation of sentence:
- I know you (Complex sentence)
Ans. I know who you are.
- The sum is so difficult that it cannot be solved. (Simple sentence)
Ans. The sum is too difficult to solve.
১৩. একটি আয়তকক্ষের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ১৬ মিটার ও ৯ মিটার । আয়তক্ষেত্রটির ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্টি একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করুন।
সমাধানঃ- দেয়া আছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১৬ মিটার এবং প্রস্থ ৯ মিটার
∴ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ১৬*১৪৪=৬৪ মিটার
প্রশ্নমতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল =১৪৪ বর্গমিটার
∴ বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ = = ১২ মিটার
১৪. টাকায় ৪টি করে ক্রয় করে টাকায় ৫টি দরে বিক্রয় করলে, শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
উত্তরঃ- ২০%