পোস্ট মাস্টার জেনারেল পূর্বাঞ্চল চট্টগ্রাম পোস্টাল অপারেটর
পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২৩
পদের নামঃ- পোস্টাল অপারেটর
পরীক্ষার তারিখঃ- ১৭-০৬-২০২৩
- “মোসলেম ভারত’ নামক সাহিত্য পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক) মীর মশাররফ হোসেন
খ) মোজাম্মেল হক✔
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) মাইকেল মধুসূদন দত্ত
- মঙ্গলকাব্যের কবি নন কে?
ক) কানাহরি দত্ত
খ) দাশু রায়✔
গ) ভারতচন্দ্র রায়গুণাকর
ঘ) মানিক দত্ত
- “বিজুরি’ শব্দের প্রতিশব্দ কি?
ক) চপলা✔
খ) মেঘ
গ) গগন
ঘ) ছায়া
- “সপ্তমে চড়া” বাগধারাটির অর্থ কী?
ক) প্রচণ্ড উত্তেজনা✔
খ) রাশভারী
গ) প্রবল আনন্দিত
ঘ) অপ্রত্যাশিত বিপদ
- নিচের কোনটি বঙ্গকামরূপি ভাষা থেকে সৃষ্ট ভাষা?
ক) অসমিয়া✔
খ) উড়িয়া
গ) হিন্দী
ঘ) ব্রজবুলি
- তালব্য বর্ণ কোনগুলো?
ক) এ, ঐ
খ) ই, ঈ✔
গ) উ, ঊ
ঘ) ও, ঔ
- নিচের কোনটি পর্তুগিজ শব্দ?
ক) পাউরুটি✔
খ) দারোগা
গ) ওলন্দাজ
ঘ) কার্তুজ
- কোন যোজক একে অন্যের পরিপূরক হিসেবে ব্যবহৃত হয়?
ক) কারা যোজক
খ) বিকল্প যোজক
গ) সাপেক্ষ যোজক✔
ঘ) সাধারণ যোজক
- “দূর। এ কথা কি বলতে আছে?” এ বাক্যে কোন আবেগ প্রকাশ পেয়েছে?
ক) বিস্ময়
খ) অলংকার✔
গ) করুণা
ঘ) বিরক্তি
- “গুণহীন চিরদিন থাকে পরাধীন” কোন কারকে কোন বিভক্তি?
ক) কর্তায় শূন্য✔
খ) কর্মে শূন্য
গ) করণে শূন্য
ঘ) অপাদানে শূন্য
- ‘স্বখাত সলিল’ বাগধারাটির অর্থ কী?
ক) বিনা দোষে শাস্তি পাওয়া
খ) স্বীয় কর্মের ফল ভোগ করা✔
গ) গভীরে যাওয়া
ঘ) দুঃখে কষ্টে পড়া
- ‘উত্তম পুরুষ’ উপন্যাসের রচয়িতা কে?
ক) রশীদ করিম✔
খ) শওকত ওসমান
গ) জহির রায়হান
ঘ) হেলাল হাফিজ
- ‘নিজেকে যে নিজেই সৃষ্টি করেছে’ এর বাক্য সংকোচন কি?
ক) সয়ম্ভু✔
খ) জগদ্ধাত্রী
গ) যুধিষ্ঠির
ঘ) রবাহুত
- ‘বন্ধু বিয়োগ’ কাব্যটির রচয়িতা কে?
ক) বিহারীলাল চক্রবর্তী✔
খ) মানিক বন্দ্যোপাধ্যায়
গ) বুদ্ধদেব বসু
ঘ) কাদম্বরী দেবী
- “যে কবিতা শুনতে জানে না, সে আজন্ম ক্রীতদাস থেকে যাবে” কোন কবিতার চরণ?
ক) আমি কিংবদন্তির কথা বলছি✔
খ) লোক লোকান্তর
গ) রক্তে আমার অনাদি অস্থি
ঘ) কবিতা, তোমার দরজায়
- বাংলাদেশের কোন স্মৃতিবিজড়িত এলাকায় রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারির জন্য ঘুরে বেড়ান?
ক) সখিপুর
খ) টুনির হাট
গ) ব্যারিস্টার বাজার
ঘ) কালিগ্রাম✔
- ‘রোজা’ কোন ভাষার শব্দ?
ক) আরবি
খ) ফারসি✔
গ) ফরাসি
ঘ) পর্তুগিজ
- ‘ধার্য’ শব্দটির সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক) √ধৃ+যা
খ) √ধৃ+য
গ) √ধার+য
ঘ) কোনোটিই নয়✔
- ‘জীবন বীমা’ কোন সমাস?
ক) উপমান কর্মধারয়
খ) উপমিত কর্মধারয়
গ) রূপক কর্মধারয়
ঘ) মধ্যপদলোপী কর্মধারয়✔
- ‘নীল আকাশের নীচে আমি রাস্তা চলেছি একা’ বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক) কর্মে শূন্য
খ) অপাদানে শূন্য
গ) কর্তায় শূন্য
ঘ) করণে শূন্য✔
- একটি সমাস্তর অনুক্রমে সাধারণ অন্তর ১০ এবং ৬ষ্ঠ পদটি ৫২ হলে ১৫তম পদটি-
ক) ১৪০
খ) ১৪৮
গ) ১৪২✔
ঘ) ১৫০
- ত্রিভুজের যেকোনো বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয়ের সমষ্টি-
ক) ৯০° অপেক্ষা বৃহত্তর
খ) ১৮০° অপেক্ষা বৃহত্তর✔
গ) ৯০° অপেক্ষা ক্ষুদ্রতর
ঘ) ১৮০° অপেক্ষা ক্ষুদ্রতর
- ১২০ মিটার ও ৮০ মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন প্রতি ঘণ্টায় যথাক্রমে ১৮ কিমি ও ১২ কিমি বেগে চলছে। ট্রেন দুটি একই স্থান থেকে একই দিকে একই সময়ে অগ্রসর হলে পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে?
ক) ১ মিনিট
খ) ২ মিনিট✔
গ) ৩ মিনিট
ঘ) ৪ মিনিট
- ৩, ১০, ৯, ৮, ২৭, ৬, ৮১, ৪, ২৪৩ ? প্রশ্নবোধক (?) স্থানে কোনটি বসবে?
ক) ২✔
খ) ৪
গ) ১৫
ঘ) ১২
- ৩.৪, ৩, ৯, ১৯,৩….. অনুক্রমের পরের সংখ্যাটি হলো-
ক) ৩
খ) ৯
গ) ২৯
ঘ) ৩৯✔
- রফিক একটি সংখ্যাকে ৫ দ্বারা গুণ করার পরিবর্তে ভুলবশত ৫ দ্বারা ভাগ করে ফেলেছে। এই ভুলের কারণে ফলাফল কত শতাংশ পরিবর্তিত হয়েছে?
ক) ৯৬%
খ) ৯৫%
গ) ১০০%
ঘ) ৯৮%
- কোন ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য ৮√২ সেমি হলে, এর কর্ণের দৈর্ঘ্য কত?
ক) ১৩.৮৫৬ সেমি✔
খ) ১৩.৫৮৬ সেমি
গ) ১৩.৬৫৮ সেমি
ঘ) ১৩.৮৬৫ সেমি
- ত্রিভুজের যেকোন দুই বাহুর দৈর্ঘ্যের অন্তর এর তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা-
ক) বৃহত্তর✔
খ) ক্ষুদ্রতর
গ) সমান
ঘ) কোনোটিই নয়
- ১৮ মিটার লম্বা একটি মই একটি দেওয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে ভূমির সঙ্গে ৪৫° কোণ উৎপন্ন করে। দেওয়ালটির উচ্চতা কত?
ক) ১২.৭২৮ (প্রায়) ✔
খ) ১২.৭৮২ (প্রায়)
গ) ১২.৮৭২ (প্রায়)
ঘ) কোনোটিই নয়
- দৈনিক ৮ ঘণ্টা কাজ করে ৪৭ জন কৃষক ৫৪ দিনে ৩২ বিঘা জমির ধান কাটতে পারে। কত ঘণ্টা কাজ করলে ১৪১ জন কৃষক ৪৮ দিনে ৯৬ বিঘা জমির ধান কাটতে পারবে?
ক) ৮
খ) ৯✔
গ) ৭
ঘ) ১০
- 30% of 10 is 10% of which?
ক) 30✔
খ) 40
গ) 60
ঘ) 600
- ৬টি সংখ্যার গড় ৮.৫। একটি সংখ্যা বাদ দিলে গড় হ্রাস পেয়ে ৭.২ হয়। বাদ দেয়া সংখ্যাটি কত?
ক) ৭
খ) ১৫✔
গ) ১০
ঘ) ১২
- ৮.০০০১ ০১ – ০.০১ = কত?
ক) ৭.০৮৯১
খ) ৭.৮৯০১✔
গ) ৭.০০৮৯
ঘ) ৭.৭০০৯
- NIPORT কি?
ক) জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান✔
খ) পোলট্রি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান
গ) নদীবন্দর বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান
ঘ) স্থলবন্দর বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান
- বাংলাদেশ করে LDC হতে উত্তরণ করবে?
ক) ২০২৩
খ) ২০২৪
গ) ২০২৬✔
ঘ) ২০৩০
- What is FDI ?
ক) Foreign Donor Investment.
খ) Foreign Direct Investment✔
গ) Future Development Index
ঘ) Foreign Development Investment
- জয় বাংলা বাংলার জয়’ গানটির গীতিকার কে?
ক) খান আতাউর রহমান
খ) গাজী মাযহারুল আনোয়ার✔
গ) গৌরিপ্রসন্ন মজুমদার
ঘ) গোবিন্দ হালদার
- বিবিসি বাংলার শ্রোতা জরিপে কোন গানটি প্রথম স্থান লাভ করে?
ক) মানুষ মানুষের জন্য
খ) আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো
গ) আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি✔
ঘ) পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল
- ১৬ ডিসেম্বর, ১৯৭১ এ ঢাকায় রেসকোর্সে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন-
ক) জেনারেল মানেকশ ও জেনারেল নিয়াজী
খ) জেনারেল জ্যাকব ও ইয়াহিয়া খান
গ) জেনারেল দলবীর সিং ও জুলফিকার আলী ভুট্টো
ঘ) জেনারেল জগজিৎ সিং অরোরা ও জেনারেল নিয়াজী✔
- দেশের প্রথম সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন কোথায় অবস্থিত?
ক) ঝিলংজা, কক্সবাজার✔
খ) কুয়াকাটা, পটুয়াখালী
গ) ইনানী, কক্সবাজার
ঘ) পায়রা, পটুয়াখালী
- শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলোজি পার্ক কোথায় অবস্থিত?
ক) বেজপাড়া, যশোর✔
খ) সাভার, ঢাকা
গ) কালিয়াকৈর, গাজীপুর
ঘ) জিরানী, সাভার
- ডমিনো তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল?
ক) দক্ষিণ এশিয়া
খ) দক্ষিণ পূর্ব এশিয়া✔
গ) আফ্রিকা
ঘ) অস্ট্রেলিয়া
- CDP কতটি সূচকের ভিত্তিতে LDC এর তালিকা করে?
ক) ৬টি
খ) ৪টি
গ) ৫টি
ঘ) ৩টি✔
- কোনটিকে সপ্তম টিকা বলা হয়?
ক) কোভিড ১৯ এর টিকা
খ) রোটা ভাইরাসের টিকা
গ) গুটি বসন্তের টিকা
ঘ) হেপাটাইসিস বি এর টিকা
- কোনটি নির্ভুল নয়?
ক) কম্পিউটারে স্থায়ী স্মৃতিশক্তিকে বলে ROM
খ) mpg হলো ভিডিও ফাইল ফরম্যাটের এক্সটেনশন
গ) কম্পিউটার বাগ’ হলো সফটওয়্যারের অন্তর্নিহিত ভুল
ঘ) RAM চিপ আবিষ্কার করে মাইক্রোসফট কোম্পানি✔
- Wimax কি?
ক) অনাকাঙ্ক্ষিত ই-মেইল
খ) উন্মুক্ত অপারেটিং সিস্টেম
গ) তারবিহীন ইন্টারনেট প্রযুক্তি✔
ঘ) এক ধরনের কম্পিউটার ভাইরাস
- বর্তমান বিশ্বে ‘নিউ সিল্ক রোড’ এর প্রবক্তা কোন দেশ?
ক) জাপান
খ) রাশিয়া
গ) ভারত
ঘ) চীন✔
- Green house’ is a-
ক) Green coloured house
খ) House in the green
গ) Gas✔
ঘ) House in which green is grown
- He has no authority…. his son.
ক) for
খ) at
গ) with
ঘ) over✔
- Which one is masculine gender?
ক) Administarix
খ) Dona
গ) Colt✔
ঘ) Witch
- What is the meaning of ‘out and out”?
ক) বাহিরে
খ) সম্পূর্ণ বাহিরে
গ) পুরোপুরি✔
ঘ) অনেক দূরে
- The book belongs…. me.
ক) At
খ) to✔
গ) with
ঘ) for
- Had I been rich I (help) her.
ক) would help✔
খ) will help
গ) would have helped
ঘ) will have helped
- He left me yesterday’- Correct passive form of the sentence is
ক) I was left by him yesterday✔
খ) I have been left by him yesterday
গ) I had been left by him yesterday.
ঘ) I was left with him yesterday.
- নিষ্ফল হওয়া বুঝাতে কোন Phrase-টি ব্যবহৃত হয়?
ক) come to grief
খ) end in smoke✔
গ) come to blow
ঘ) fall short
- What is the assertive form of ‘Had I the wings of a bird”?
ক) I wish I had the wings of a bird. ✔
খ) I had the wings of a bird.
গ) I should have the wings of a bird.
ঘ) May I have the wings of a bird
- I know that he will come here soon’- The sentence is a …
ক) simple sentence
খ) complex sentence✔
গ) compound sentence
ঘ) None of these
- Which sentence is correct?
ক) He asked me did I pass.
খ) He asked me if I passed
গ) He asked me if I have passed.
ঘ) He asked me if I had passed. ✔
- His new book will come…. next week.
ক) round
খ) in
গ) out✔
ঘ) to
- Which is the correct passive form of the sentence? “Let him read the novel”
ক) The novel is read by him
খ) Let the novel be read by him✔
গ) Let the novel should read by him
ঘ) He read the novel
- A major concern among archaeologists today is the preservation of archaeological site, ….. are threatened by development
ক) of which many✔
খ) many of which
গ) many of them
ঘ) which many
- Androcracy’ refers to
ক) a social system dominated by male✔
খ) a social system dominated by female
গ) a social system dominated solely by democrats
ঘ) a social system dominated by democratic value
- The antonym of ‘Colossal’ is
ক) Great
খ) Gigantic
গ) Tiny✔
ঘ) Poor
- The Synonym of ‘Fidelity’ is-
ক) Inquest
খ) Repent
গ) Loyality✔
ঘ) Praise
- Which one is incorrectly spelled?
ক) supersticious✔
খ) Hallucination
গ) Assassination
ঘ) inaguration
- এক ঝাঁক মৌমাছি’- ইংরেজি কি?
ক) a swarm of bees✔
খ) a troop of bees
গ) a group of bees
ঘ) a collection of bees
- A rolling stone gaters no moos.The complex form of the sentence is-
ক) Since a stone is rolling, it gathers no moss
খ) Though a stone rolls, it gathers no moss
গ) A stone what rolls gathers no moss
ঘ) A stone that rolls gathers no moss✔
- অতি আদরে ছেলেটি গোল্লায় গেছে’- বাক্যটির ইংরেজি কি?
ক) Too much care has downed the boy.
খ) Too much indulgence has spoiled the boy. ✔
গ) Too many indulgence has spoiled the boy.
ঘ) Too much indulgence has got the boy down.