পোস্টমাস্টার জেনারেল পোস্টাল অপারেটর পদের প্রশ্ন সমাধান ২০২৩

0
136

পোস্ট মাস্টার জেনারেল পূর্বাঞ্চল চট্টগ্রাম পোস্টাল অপারেটর

পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২৩

পদের নামঃ- পোস্টাল অপারেটর

পরীক্ষার তারিখঃ- ১৭-০৬-২০২৩

  1. “মোসলেম ভারত’ নামক সাহিত্য পত্রিকার সম্পাদক কে ছিলেন?

ক) মীর মশাররফ হোসেন

খ) মোজাম্মেল হক✔

গ) রবীন্দ্রনাথ ঠাকুর

ঘ) মাইকেল মধুসূদন দত্ত

  1. মঙ্গলকাব্যের কবি নন কে?

ক) কানাহরি দত্ত

খ) দাশু রায়✔

গ) ভারতচন্দ্র রায়গুণাকর

ঘ) মানিক দত্ত

  1. “বিজুরি’ শব্দের প্রতিশব্দ কি?

ক) চপলা✔

খ) মেঘ

গ) গগন

ঘ) ছায়া

  1. “সপ্তমে চড়া” বাগধারাটির অর্থ কী?

ক) প্রচণ্ড উত্তেজনা✔

খ) রাশভারী

গ) প্রবল আনন্দিত

ঘ) অপ্রত্যাশিত বিপদ

  1. নিচের কোনটি বঙ্গকামরূপি ভাষা থেকে সৃষ্ট ভাষা?

ক) অসমিয়া✔

খ) উড়িয়া

গ) হিন্দী

ঘ) ব্রজবুলি

  1. তালব্য বর্ণ কোনগুলো?

ক) এ, ঐ

খ) ই, ঈ✔

গ) উ, ঊ

ঘ) ও, ঔ

  1. নিচের কোনটি পর্তুগিজ শব্দ?

ক) পাউরুটি✔

খ) দারোগা

গ) ওলন্দাজ

ঘ) কার্তুজ

  1. কোন যোজক একে অন্যের পরিপূরক হিসেবে ব্যবহৃত হয়?

ক) কারা যোজক

খ) বিকল্প যোজক

গ) সাপেক্ষ যোজক✔

ঘ) সাধারণ যোজক

  1. “দূর। এ কথা কি বলতে আছে?” এ বাক্যে কোন আবেগ প্রকাশ পেয়েছে?

ক) বিস্ময়

খ) অলংকার✔

গ) করুণা

ঘ) বিরক্তি

  1. “গুণহীন চিরদিন থাকে পরাধীন” কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্তায় শূন্য✔

খ) কর্মে শূন্য

গ) করণে শূন্য

ঘ) অপাদানে শূন্য

  1. ‘স্বখাত সলিল’ বাগধারাটির অর্থ কী?

ক) বিনা দোষে শাস্তি পাওয়া

খ) স্বীয় কর্মের ফল ভোগ করা✔

গ) গভীরে যাওয়া

ঘ) দুঃখে কষ্টে পড়া

  1. ‘উত্তম পুরুষ’ উপন্যাসের রচয়িতা কে?

ক) রশীদ করিম✔

খ) শওকত ওসমান

গ) জহির রায়হান

ঘ) হেলাল হাফিজ

  1. ‘নিজেকে যে নিজেই সৃষ্টি করেছে’ এর বাক্য সংকোচন কি?

ক) সয়ম্ভু✔

খ) জগদ্ধাত্রী

গ) যুধিষ্ঠির

ঘ) রবাহুত

  1. ‘বন্ধু বিয়োগ’ কাব্যটির রচয়িতা কে?

ক) বিহারীলাল চক্রবর্তী✔

খ) মানিক বন্দ্যোপাধ্যায়

গ) বুদ্ধদেব বসু

ঘ) কাদম্বরী দেবী

  1. “যে কবিতা শুনতে জানে না, সে আজন্ম ক্রীতদাস থেকে যাবে” কোন কবিতার চরণ?

ক) আমি কিংবদন্তির কথা বলছি✔

খ) লোক লোকান্তর

গ) রক্তে আমার অনাদি অস্থি

ঘ) কবিতা, তোমার দরজায়

  1. বাংলাদেশের কোন স্মৃতিবিজড়িত এলাকায় রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারির জন্য ঘুরে বেড়ান?

ক) সখিপুর

খ) টুনির হাট

গ) ব্যারিস্টার বাজার

ঘ) কালিগ্রাম✔

  1. ‘রোজা’ কোন ভাষার শব্দ?

ক) আরবি

খ) ফারসি✔

গ) ফরাসি

ঘ) পর্তুগিজ

  1. ‘ধার্য’ শব্দটির সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?

ক) √ধৃ+যা

খ) √ধৃ+য

গ) √ধার+য

ঘ) কোনোটিই নয়✔

  1. ‘জীবন বীমা’ কোন সমাস?

ক) উপমান কর্মধারয়

খ) উপমিত কর্মধারয়

গ) রূপক কর্মধারয়

ঘ) মধ্যপদলোপী কর্মধারয়✔

  1. ‘নীল আকাশের নীচে আমি রাস্তা চলেছি একা’ বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্মে শূন্য

খ) অপাদানে শূন্য

গ) কর্তায় শূন্য

ঘ) করণে শূন্য✔

  1. একটি সমাস্তর অনুক্রমে সাধারণ অন্তর ১০ এবং ৬ষ্ঠ পদটি ৫২ হলে ১৫তম পদটি-

ক) ১৪০

খ) ১৪৮

গ) ১৪২✔

ঘ) ১৫০

  1. ত্রিভুজের যেকোনো বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয়ের সমষ্টি-

ক) ৯০° অপেক্ষা বৃহত্তর

খ) ১৮০° অপেক্ষা বৃহত্তর✔

গ) ৯০° অপেক্ষা ক্ষুদ্রতর

ঘ) ১৮০° অপেক্ষা ক্ষুদ্রতর

  1. ১২০ মিটার ও ৮০ মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন প্রতি ঘণ্টায় যথাক্রমে ১৮ কিমি ও ১২ কিমি বেগে চলছে। ট্রেন দুটি একই স্থান থেকে একই দিকে একই সময়ে অগ্রসর হলে পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে?

ক) ১ মিনিট

খ) ২ মিনিট✔

গ) ৩ মিনিট

ঘ) ৪ মিনিট

  1. ৩, ১০, ৯, ৮, ২৭, ৬, ৮১, ৪, ২৪৩ ? প্রশ্নবোধক (?) স্থানে কোনটি বসবে?

ক) ২✔

খ) ৪

গ) ১৫

ঘ) ১২

  1. ৩.৪, ৩, ৯, ১৯,৩….. অনুক্রমের পরের সংখ্যাটি হলো-

ক) ৩

খ) ৯

গ) ২৯

ঘ) ৩৯✔

  1. রফিক একটি সংখ্যাকে ৫ দ্বারা গুণ করার পরিবর্তে ভুলবশত ৫ দ্বারা ভাগ করে ফেলেছে। এই ভুলের কারণে ফলাফল কত শতাংশ পরিবর্তিত হয়েছে?

ক) ৯৬%

খ) ৯৫%

গ) ১০০%

ঘ) ৯৮%

  1. কোন ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য ৮√২ সেমি হলে, এর কর্ণের দৈর্ঘ্য কত?

ক) ১৩.৮৫৬ সেমি✔

খ) ১৩.৫৮৬ সেমি

গ) ১৩.৬৫৮ সেমি

ঘ) ১৩.৮৬৫ সেমি

  1. ত্রিভুজের যেকোন দুই বাহুর দৈর্ঘ্যের অন্তর এর তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা-

ক) বৃহত্তর✔

খ) ক্ষুদ্রতর

গ) সমান

ঘ) কোনোটিই নয়

  1. ১৮ মিটার লম্বা একটি মই একটি দেওয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে ভূমির সঙ্গে ৪৫° কোণ উৎপন্ন করে। দেওয়ালটির উচ্চতা কত?

ক) ১২.৭২৮ (প্রায়) ✔

খ) ১২.৭৮২ (প্রায়)

গ) ১২.৮৭২ (প্রায়)

ঘ) কোনোটিই নয়

  1. দৈনিক ৮ ঘণ্টা কাজ করে ৪৭ জন কৃষক ৫৪ দিনে ৩২ বিঘা জমির ধান কাটতে পারে। কত ঘণ্টা কাজ করলে ১৪১ জন কৃষক ৪৮ দিনে ৯৬ বিঘা জমির ধান কাটতে পারবে?

ক) ৮

খ) ৯✔

গ) ৭

ঘ) ১০

  1. 30% of 10 is 10% of which?

ক) 30✔

খ) 40

গ) 60

ঘ) 600

  1. ৬টি সংখ্যার গড় ৮.৫। একটি সংখ্যা বাদ দিলে গড় হ্রাস পেয়ে ৭.২ হয়। বাদ দেয়া সংখ্যাটি কত?

ক) ৭

খ) ১৫✔

গ) ১০

ঘ) ১২

  1. ৮.০০০১ ০১ – ০.০১ = কত?

ক) ৭.০৮৯১

খ) ৭.৮৯০১✔

গ) ৭.০০৮৯

ঘ) ৭.৭০০৯

  1. NIPORT কি?

ক) জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান✔

খ) পোলট্রি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান

গ) নদীবন্দর বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান

ঘ) স্থলবন্দর বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান

  1. বাংলাদেশ করে LDC হতে উত্তরণ করবে?

ক) ২০২৩

খ) ২০২৪

গ) ২০২৬✔

ঘ) ২০৩০

  1. What is FDI ?

ক) Foreign Donor Investment.

খ) Foreign Direct Investment✔

গ) Future Development Index

ঘ) Foreign Development Investment

  1. জয় বাংলা বাংলার জয়’ গানটির গীতিকার কে?

ক) খান আতাউর রহমান

খ) গাজী মাযহারুল আনোয়ার✔

গ) গৌরিপ্রসন্ন মজুমদার

ঘ) গোবিন্দ হালদার

  1. বিবিসি বাংলার শ্রোতা জরিপে কোন গানটি প্রথম স্থান লাভ করে?

ক) মানুষ মানুষের জন্য

খ) আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো

গ) আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি✔

ঘ) পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল

  1. ১৬ ডিসেম্বর, ১৯৭১ এ ঢাকায় রেসকোর্সে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন-

ক) জেনারেল মানেকশ ও জেনারেল নিয়াজী

খ) জেনারেল জ্যাকব ও ইয়াহিয়া খান

গ) জেনারেল দলবীর সিং ও জুলফিকার আলী ভুট্টো

ঘ) জেনারেল জগজিৎ সিং অরোরা ও জেনারেল নিয়াজী✔

  1. দেশের প্রথম সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন কোথায় অবস্থিত?

ক) ঝিলংজা, কক্সবাজার✔

খ) কুয়াকাটা, পটুয়াখালী

গ) ইনানী, কক্সবাজার

ঘ) পায়রা, পটুয়াখালী

  1. শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলোজি পার্ক কোথায় অবস্থিত?

ক) বেজপাড়া, যশোর✔

খ) সাভার, ঢাকা

গ) কালিয়াকৈর, গাজীপুর

ঘ) জিরানী, সাভার

  1. ডমিনো তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল?

ক) দক্ষিণ এশিয়া

খ) দক্ষিণ পূর্ব এশিয়া✔

গ) আফ্রিকা

ঘ) অস্ট্রেলিয়া

  1. CDP কতটি সূচকের ভিত্তিতে LDC এর তালিকা করে?

ক) ৬টি

খ) ৪টি

গ) ৫টি

ঘ) ৩টি✔

  1. কোনটিকে সপ্তম টিকা বলা হয়?

ক) কোভিড ১৯ এর টিকা

খ) রোটা ভাইরাসের টিকা

গ) গুটি বসন্তের টিকা

ঘ) হেপাটাইসিস বি এর টিকা

  1. কোনটি নির্ভুল নয়?

ক) কম্পিউটারে স্থায়ী স্মৃতিশক্তিকে বলে ROM

খ) mpg হলো ভিডিও ফাইল ফরম্যাটের এক্সটেনশন

গ) কম্পিউটার বাগ’ হলো সফটওয়্যারের অন্তর্নিহিত ভুল

ঘ) RAM চিপ আবিষ্কার করে মাইক্রোসফট কোম্পানি✔

  1. Wimax কি?

ক) অনাকাঙ্ক্ষিত ই-মেইল

খ) উন্মুক্ত অপারেটিং সিস্টেম

গ) তারবিহীন ইন্টারনেট প্রযুক্তি✔

ঘ) এক ধরনের কম্পিউটার ভাইরাস

  1. বর্তমান বিশ্বে ‘নিউ সিল্ক রোড’ এর প্রবক্তা কোন দেশ?

ক) জাপান

খ) রাশিয়া

গ) ভারত

ঘ) চীন✔

  1. Green house’ is a-

ক) Green coloured house

খ) House in the green

গ) Gas✔

ঘ) House in which green is grown

  1. He has no authority…. his son.

ক) for

খ) at

গ) with

ঘ) over✔

  1. Which one is masculine gender?

ক) Administarix

খ) Dona

গ) Colt✔

ঘ) Witch

  1. What is the meaning of ‘out and out”?

ক) বাহিরে

খ) সম্পূর্ণ বাহিরে

গ) পুরোপুরি✔

ঘ) অনেক দূরে

  1. The book belongs…. me.

ক) At

খ) to✔

গ) with

ঘ) for

  1. Had I been rich I (help) her.

ক) would help✔

খ) will help

গ) would have helped

ঘ) will have helped

  1. He left me yesterday’- Correct passive form of the sentence is

ক) I was left by him yesterday✔

খ) I have been left by him yesterday

গ) I had been left by him yesterday.

ঘ) I was left with him yesterday.

  1. নিষ্ফল হওয়া বুঝাতে কোন Phrase-টি ব্যবহৃত হয়?

ক) come to grief

খ) end in smoke✔

গ) come to blow

ঘ) fall short

  1. What is the assertive form of ‘Had I the wings of a bird”?

ক) I wish I had the wings of a bird. ✔

খ) I had the wings of a bird.

গ) I should have the wings of a bird.

ঘ) May I have the wings of a bird

  1. I know that he will come here soon’- The sentence is a …

ক) simple sentence

খ) complex sentence✔

গ) compound sentence

ঘ) None of these

  1. Which sentence is correct?

ক) He asked me did I pass.

খ) He asked me if I passed

গ) He asked me if I have passed.

ঘ) He asked me if I had passed. ✔

  1. His new book will come…. next week.

ক) round

খ) in

গ) out✔

ঘ) to

  1. Which is the correct passive form of the sentence? “Let him read the novel”

ক) The novel is read by him

খ) Let the novel be read by him✔

গ) Let the novel should read by him

ঘ) He read the novel

  1. A major concern among archaeologists today is the preservation of archaeological site, ….. are threatened by development

ক) of which many✔

খ) many of which

গ) many of them

ঘ) which many

  1. Androcracy’ refers to

ক) a social system dominated by male✔

খ) a social system dominated by female

গ) a social system dominated solely by democrats

ঘ) a social system dominated by democratic value

  1. The antonym of ‘Colossal’ is

ক) Great

খ) Gigantic

গ) Tiny✔

ঘ) Poor

  1. The Synonym of ‘Fidelity’ is-

ক) Inquest

খ) Repent

গ) Loyality✔

ঘ) Praise

  1. Which one is incorrectly spelled?

ক) supersticious✔

খ) Hallucination

গ) Assassination

ঘ) inaguration

  1. এক ঝাঁক মৌমাছি’- ইংরেজি কি?

ক) a swarm of bees✔

খ) a troop of bees

গ) a group of bees

ঘ) a collection of bees

  1. A rolling stone gaters no moos.The complex form of the sentence is-

ক) Since a stone is rolling, it gathers no moss

খ) Though a stone rolls, it gathers no moss

গ) A stone what rolls gathers no moss

ঘ) A stone that rolls gathers no moss✔

  1. অতি আদরে ছেলেটি গোল্লায় গেছে’- বাক্যটির ইংরেজি কি?

ক) Too much care has downed the boy.

খ) Too much indulgence has spoiled the boy. ✔

গ) Too many indulgence has spoiled the boy.

ঘ) Too much indulgence has got the boy down.

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Dropbox

Download