পেটেন্ট শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার
অপারেটর পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২৩
পদের নামঃ- সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর / সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পরীক্ষার তারিখঃ- ১১-১১-২০২৩
১. এক কথায় প্রকাশ করুন:
ক) যে বিষয়ে কোন বিতর্ক বা বিবাদ নেই – অবিসংবাদী।
খ) যা পূর্বে কখনো হয় নি – অভূতপূর্ব
গ) দিকের যেখানে শেষ – দিগন্ত।
ঘ) মনুষ্য জাতির কল্যাণ – লোকহিত।
ঙ) অন্য ভাষায় রূপান্তরিত – অনূদিত।
২. ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:
অগ্নিপরীক্ষা = অগ্নিতে পুড়িয়ে পরীক্ষা। (মধ্যপদলোপী কর্মধারয় সমাস)
চৌচালা = চৌ চাল যে ঘরের।(বহুত্রীহি সমাস)
মৌমাছি – মৌ সংগ্রহকারী মাছি। (মধ্যপদলোপী কর্মধারয় সমাস)
সিংহাসন = সিংহ চিহ্নিত আসন। (মধ্যপদলোপী কর্মধারয় সমাস)
শতদল = শত দলের সমাহার। দ্বিগু সমাস)
৩. কারক ও বিভক্তি নির্ণয় করুন:
জল পড়ে পাতা নড়ে – কর্তায় শূন্য।
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন – করণে ষষ্ঠী
গুরুজনে কর ভক্তি – সম্প্রদানে ৭মী।
তিলে তৈল হয় – অপাদানে ৭মী।
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম – নিমিত্তার্থে ষষ্ঠী।
৪. বানান শুদ্ধ করুন:
নৈঋত – নৈর্ঋত।
সমীচিন – সমীচীন।
সূচীপত্র – সুচিপত্র।
জানুয়ারী – জানুয়ারি।
মহত্ব – মহত্ত্ব।
৫. Translate into English:
- a) তারা ট্রাক্টর দিয়ে জামি চাষ করতে জানত।
Ans. They knew how to plough land by tractor.
- b) শিশুটি খিলখিল করে হেসে উঠল।
Ans. The child burst into laughter.
- c) তিনি যেমন দয়ালু তেমন নম্র ছিলেন।
Ans. He was as compassionate as humble.
- d) আমি এক ঘণ্টার মধ্যে ফিরে আসব।
Ans. I will be back within an hour.
- e) বেশিরভাগ ছাত্রই ইংরেজিতে দুর্বল।
Ans. Most students are weak in English.
৬. Fill in the blank.
- a) He walks as if he …… lame. (were)
- b) Helives…….. his father’s income. (on)
- c) …….. I been a scholar like you. (Had)
- d) They caught a train ……. Dhaka. (to)
- e) My flight departs ……. 5 pm. (at)
৭. Write the meaning of the following words and make sentences with them.
- a) A castle in the air (আকাশকুসুম কল্পনা করা) – Don’t make a castle in the air.
- b) Come into force (কার্যকরি হওয়া) – By this time, the law will come into force.
- c) Draw the line (সীমারেখা নির্দেশ করা) – I am going to draw the line about working more than forty hours a week.
- d) End in smoke – (ব্যর্থতায় পর্যবসিত হওয়া) – All his attemps ended in smoke.
- e) Long for (কামনা করা) – Man longs for wealth.
৮. Write a paragraph on “Smart Bangladesh”
Ans. “Smart Bangladesh”
“Smart Bangladesh” envisions a technologically advanced and innovative nation that harnesses the power of digital solutions to propel its development. In recent years, Bangladesh has made significant strides in integrating smart technologies across various sectors. The government has embraced initiatives to create smart cities, where connectivity and efficiency thrive. The implementation of digital governance, e-services and the widespread use of mobile technologies have improved accessibility and transparency. Additionally, the focus on fostering a tech-savvy workforce through education and skill development programs is contributing to the realization of a Smart Bangladesh. As the country continues to invest in cutting-edge technologies and digital infrastructure, it 1s poised to become a hub of innovation, promoting economic growth, sustainability and an enhanced quality of life for its citizens. The Smart Bangladesh initiative reflects a commitment to embracing the opportunities presented by the digital era, positioning the nation as a dynamic player on the global stage.
৯. ঘণ্টায় ৭৫ কি.মি. বেগে গমন করলে ১৮০ মিটার ট্রেনের ৩২০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে?
১০. চিনির মুল্য ৬% বেড়ে যাওয়ায় ১০৬০ টাকায় পুর্বে যত কেজি চিনি কেনা যেতো, এখন তার চেয়ে ৩ কেজি কম কেনা যায়, প্রতিকেজি চিনির বর্তমান মুল্য কত?
১১. বার্ষিক ৮% মুনাফায় ৬২৫০০ টাকার ৩ বছরের চত্রবৃদ্ধি মূলধন নির্ণয় করুন |
১২. একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ১৬০ বর্গমিটার। যদি দৈর্ঘ্য ৬ মিটার কম হয়, তবে ক্ষেত্রটি বর্গাকার হয়, আয়তাকার ক্ষেত্রের
সংক্ষেপে উত্তর দিন:
ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান -কে কবে জাতির পিতা খেতাব দেওয়া হয়?
উত্তর: ৩ মার্চ, ১৯৭১।
খ) বঙ্গবন্ধু জীবনে মোট কত বছর জেল খেটেছিল?
উত্তর: ১২ বছর।
গ) গণপরিষদের সদস্য কত ছিল?
উত্তর: ৩৪ জন।
ঘ) মংলা সমুদ্র বন্দর কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৫০ সালে |
ঙ) কোন জেলায় আনারস বেশি হয়?
উত্তর: টাঙ্গাইল।
চ) বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানধীন বাণিজ্যিক ব্যাংক কতটি?
উত্তর: ৬টি।
ছ) বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কততম?
উত্তর: ১৩তম।
জ) ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন পেয়েছিল?
উত্তর: জাতীয় পরিষদে- ১৬৭টি এবং প্রাদেশিক পরিষদে- ২৯৮টি (সংরক্ষিত আসনসহ)।
ঝ) বাংলাদেশের জাতীয় সংসদে প্রথম নির্বাচিত নারী সংসদ সদস্য কে?
উত্তর: সৈয়দা রাজিয়া ফয়েজ।
ঞ) দেশে প্রথম EVM পদ্ধতি ব্যবহার কর৷ হয় কোথায়?
উত্তর: ২০০৭ সালে ঢাকার অফিসার্স ক্লাবের কার্যকরী সংসদ নির্বাচনে
পুর্ণরূপ লিখুন:
UNESCO – United Nations Educational, Scientific and Cultural Organization.
ADB – Asian Development Bank.
GSM – Global System for Mobile Communication.
BARD – Bangladesh Academy for Rural Development.
ICB – Investment Corporation of Bangladesh.