পল্লী সঞ্চয় ব্যাংক নিরাপত্তা প্রহরী পদের
লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২৩
পদের নামঃ- নিরাপত্তা প্রহরী
পরীক্ষার তারিখঃ- ২৪-১১-২০২৩
সময়ঃ- ১ ঘণ্টা
পুর্ণমানঃ- ৭০
১। অর্থসহ বাক্য রচনা করুন:
ক) ঢাকের কাঠি (তোষামুদে) – তোমার কথায় আস্থা রাখি কী করে? তুমি তো রহিম সাহেবের ঢাকের কাঠি।
খ) ঝাঁকের কই (একই দলের লোক) – একটাকে পিটিয়ে সব কথা বের করা যাবে, ওরা তো সব ঝাঁকের কই।
গ) বিড়ালের আড়াই পা (বেহায়াপনা) – হাজার বকলেও লাভ নেই, তার হচ্ছে বিড়ালের আড়াই পা।
ঘ) নিরানব্বই এর ধাক্কা (সঞ্চয়ের প্রবৃত্তি) – এমনই তার নিরানব্বইয়ের ধাক্ক৷ যে মুমূর্ষু স্ত্রীর জন্যেও টাকা খরচ করতে চায় না।
ঙ) শিরে সংক্রান্তি (আসন্ন বিপদ) – আমার এখন শিরে সংক্রান্তি, কিভাবে সব সামলাব তাই ভাবছি।
২। এক কথায় উত্তর লিখুন:
ক) ‘পঞ্চভুত’ এর রচয়িতা কে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
খ) কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম কি?
উত্তর: অগ্নিবীণা।
গ) “কবর” নাটকের রচয়িতা কে?
উত্তর: মুনীর চৌধুরী।
ঘ) ‘চিলে কোঠার সেপাই’ উপন্যাসের রচয়িতা কে?
উত্তর: আখতারুজ্জামান ইলিয়াস।
ঙ) “আমার সন্তান যেন থাকে দুধে ভাতে” উক্তিটি কার?
উত্তর: ঈশ্বরী পাটনী।
৩। “স্মার্ট বালাদেশ” বিষয়ে ১০ বাক্যে একটি অনুচ্ছেদ লিখুন।
“স্মার্ট বাংলাদেশ”
ডিজিটাল বাংলাদেশ ভিশন-২০১১ বাস্তবায়নের পর এবার নতুন মিশন স্মার্ট বাংলাদেশ মূলত, “রূপকল্প ২০৪১-এর অভীষ্ট অর্জন দ্রুততর করতেই স্মার্ট বাংলাদেশ’ রূপকল্প প্রণয়ন করা হয়েছে। স্মার্ট বাংলাদেশ পরিকল্পনা বাংলাদেশকে একটি জ্ঞানভিত্তিক অর্থনীতির দেশ এবং একটি উদ্ভাবনী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করবে। স্মাট বাংলাদেশ এর ভিত্তি মূলত ৪টি যথা-স্মা্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি। “স্মার্ট বাংলাদেশ” হলো এমন এক আধুনিক বাংলাদেশ যেখানে সবকিছু প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হবে। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই। স্মার্ট বাংলাদেশের মুল লক্ষ্য হলো, আগামী দিনে কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, ইন্টারনেট অব থিংস (IoT), রোবটিকস, ব্লকচেইন, ন্যানো টেকনোলজি, থ্রি-ডি প্রিন্টিং এর মতে৷ আধুনিক ও নতুন নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জ্বালানি, যোগাযোগ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, বাণিজ্য, পরিবেশ, শক্তি ও সম্পদ, অবকাঠামো, বাণিজ্য, আর্থিক লেনদেন, সাপ্লাই চেইন, নিরাপত্তা, এন্টারপ্রেনারশিপ, হবে। অনলাইনে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে এক শিক্ষার্থী, এক ল্যাপটপ, এক স্বপ্নের উদ্যোগ নেয়ার কথা বলা হয়েছে। এর আওতায় সব ডিজিটাল সেবা কেন্দ্রীয়ভাবে সমন্বিত ক্লাউডের আওতায় নিয়ে আসা হবে। ইতোমধ্যে ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের নাম পরিবর্তন করে স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্স’ গঠন করেছে বাংলাদেশ সরকার।
ইংরেজি-২০
৪। Write an application for the post of Supervisor in the ‘XYZ’ company.
Ans.
24-11-2023
‘XYZ’ Company, Banani, Dhaka-1200.
Subject: For the post of a Supervisor.
Sir,
As an ambitious professional, it is my mission to team with a company that shares my dedication to growth and advancement, so it is with great enthusiasm that I forward my application for the position of Supervisor with ‘XYZ’ Company. After more than 10 years in leadership positions, I will bring a passion for creating solutions and a passion for innovation through team collaboration.
During my professional history, I have demonstrated consistent success applying these qualities to achieve high-reaching objectives. Some of the many strengths I can leverage to advance Russell ‘XYZ’ Company’s mission include:
A Bachelor of Business Administration degree in Management from Sherwood College; Dedication to ethical standards and the ability to help encourage ta busy, high-pressure workplace;
Experience scheduling both production deadlines and the man-hours for complex production projects;
My solid education, commitment, and ongoing professional development are outlined in the attached document. I look forward to the opportunity to learn more about becoming a Supervisor with ‘XYZ’ Company and to discuss how I can contribute my strengths at your Company. Thank you for taking the time to review my credentials and experience.
Yours Faithfully,
Anis.
৫। ইংরেজিতে অনুবাদ করুন :
ক) রহিম ফুটবল খেলে।
Ans. Rahim plays football.
খ) এখন সময় দশটা বাজতে দশ মিনিট বাকী।
Ans. Itis ten minutes to ten now.
গ) দুই ঘন্টা যাব মুষলধারে বৃষ্টি হচ্ছে।
Ans. It has been raining cats and dogs for two hours.
ঘ) পল্লী সঞ্চয় ব্যাংক একটি বিশেষায়িত ব্যাংক।
Ans. Palli-Sanchay-Bank is a specialized Bank.
ঙ) পানি ১০০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফোটে।
Ans. Water boils at 100 degree centigrade.
৬। Fill in the blanks:
a) The principal made an enquiry ………. the case. (of)
b) I can give you no assurance ………. help. (of)
c) ………. do you spell your surname? (How)
d) The noun form of the word “Fortunate” is ………. (Fortune)
e) May Allah help you! it is an ………. sentence. (Optative)
গণিত – ২০
৭। ৮০,০০০ টাকা ১০% সরল সুদে এক বছরে ১২ কিন্তুতে সুদ ও আসলে পরিশোধ করলে প্রতি কিস্তিতে কত টাকা পরিশোধ হবে?
৮। একটি চৌবাচ্চায় ৮০০০ লিটার পনি ধরে। চৌবাচ্চার ৩.৫০ মিটার, প্রস্থ ১.৫০ মিটার হলে চৌবাচ্চাটির গভীরতা কত?
৯। ৮০০ টাকায় একটি শার্ট কিনে ১০০০ টাকায় বিক্রয় করলে কত শতাংশ লাভ হবে?
সাধারণ জ্ঞান ১০
সংক্ষেপে উত্তর দিন:
ক) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে?
উত্তর: ১০ জানুয়ারি।
খ) বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রীর নাম লিখুন?
উত্তর: ক্যাপ্টেন এম মনসুর আলী।
গ) আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি-গানটির রচয়িতা কে?
উত্তর: আব্দুল গাফফার চৌধুরী।
ঘ) বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর এর নাম কি?
উত্তর: জনাব আবদুর রউফ তালুকদার।
ঙ) দুটি ইন্টারনেট ব্রাউজারের নাম লিখুন?
উত্তর: Google Chrome, Mozilla Firefox.
চ) SWIFT এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: লা হুল্পে, বেলজিয়াম।
ছ) সূর্য থেকে কোন পদ্ধতিতে পৃথিবীতে তাপ আসে?
উত্তর: বিকিরণ।
জ) কম্পিউটারের তিনটি ইনপুট ডিভাইসের নাম লিখুন?
উত্তর: মাউস, কীবোর্ড, স্ক্যানার
ঝ) একটি পুর্ণাঙ্গ E-Mail ID লিখুন।
উত্তর: [email protected]
ঞ) বাংলাদেশের ৬ লাইন বিশিষ্ট সেতু কোনটি?
উত্তর: মধুমতি (কালনা) সেতু