জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (NIPORT)
হাউজকিপার পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২৩
পদের নামঃ- হাউজকিপার
পরীক্ষার তারিখঃ- ১১/০৩/২০২৩
১. সঠিক বানান লিখুন:
ক. বীকেন্দ্রিককরণ= বিকেন্দ্রিকরণ
খ. নুন্যতম= নূন্যতম
গ. প্রতিতী = প্রতিতি
ঘ. ধূলিস্যাৎ = ধূলিসাৎ
ঙ. মন্ত্রীসভা= মন্ত্রিসভা
২. অর্থ লিখুন:
ক. কাঁঠালের আমসত্ত্ব (অসম্ভব বস্তু): লেখাপড়া না করে “এ প্লাস” পাওয়া এ যে, কাঁঠালের আমসত্ত্ব
খ. কূপমন্ডুক (সংকীর্ণমনা লোক): আমাদের সমাজে কূপমন্ডুক লোকের অভাব নেই ।
গ. চক্ষুদান করা (চুরি করা) পকেটমার আমার পকেট থেকে একশত টাকা চক্ষুদান করেছে।
ঘ. কুল কাঠের আগুন (তীব্র মন:কষ্ট): লাঞ্ছনা অপমানে ভার মনের মধ্যে কুল কাঠের আগুন জ্বলতে লাগল।
ঙ. গৌরী সেনের টাকা (বেহিসেবি অর্থ): গৌরী সেনের টাকা দু’হাতে খরচ করেও শেষ করা যায় না।
৩. এক কথায় প্রকাশ করুন:
ক. কন্যার পুত্র = দৌহিত্র
খ. ঘোড়া রাখার জায়গা = ঘোড়াশাল
গ. ক্ষণস্থায়ী প্রভা যার = ক্ষণপ্রভা
ঘ. না বলা হয়েছে = উক্ত
ঙ. যে গাছে ফুল হয় না = বনস্পতি
৪. সন্ধি বিচ্ছেদ করুন:
ক. জ্যোতির্ময় = জ্যোতি: + ময়
খ. উজ্জ্বল = উৎ + জ্বল
গ. সন্ধান = সম্ + ধান
ঘ. হস্তাক্ষর = হস্ত + অক্ষর
ঙ. তৃষ্ণার্ত = তৃষ্ণা + ঋত
ইংরেজি-২০
৫. ‘Write the right form of verb:
a) Did you (went) to school yesterday?
Ans. go
b) I (have seen) a good film yesterday.
Ans. saw
c) Last year I (was walking) to school everyday
Ans. walked
d) John asked me what I (am) doing.
Ans. was
e) I’ll see you when I (shall come) back.
Ans. come
৬. Use appropriate preposition:
a) The book is comprised …………… five chapters. (of)
b) She burst …………… tears. (into)
c) The man died …………… over eating (from)
d) She has cut …………… her budget. (down)
e) I am not bad …………… tennis. (at)
৭. Correct the following sentences:
a) He understands the problem?
– Does he understand the problem?
b) Charles Dickens born in 1812.
– Charles Dickens was born in 1812.
c) I told them not to make noise.
– I told them not to make a noise.
d) I asked to the teacher about it.
– Tasked the teacher about it.
e) Who do you think I saw yesterday?
– Whom do you think I saw yesterday?
৮. Translate into English:
a) বাচতে হলে তোমাকে থেতে হবে = You have to eat to survive,
b) সততাই সর্বোৎকৃষ্ট পন্থা = Honesty is the best policy.
c) সে শিশুটিকে খাওয়ায় = She feeds the baby.
d) কুল কুল শব্দে নদী বয়ে যায় = The river flows with a murmur.
e) আম থেকে মিষ্টি = Mango tastes sweet.
সাধারণ জ্ঞান: ১৫
৯. শাত-ইল-আরব দ্বীপ নিয়ে কোন দু’টি দেশের মধ্যে বিরোধ রয়েছে?
উত্তরঃ- ইরাক ও ইরান
১০. আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত?
উত্তরঃ- দক্ষিণ আমেরিকা
১১. বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম কি
উত্তরঃ- নাফ নদী
১২. বিশ্বের বৃহত্তম হ্রদের নাম ?
উত্তরঃ- কাস্পিয়ান সাগর
১৩. আন্তর্জাতিক পাট সংস্থার নাম কি?
উত্তরঃ- আন্তর্জাতিক জুট স্টাটি গ্রুপ
১৪. সাহিত্যে নোবেল বিজয়ী প্রথম মুসলিম কে?
উত্তরঃ- নাগিব মাগফুজ (মিশর)
১৫. BID ’র পূর্ণরুপ কি?
BIDF = Bangladesh Infrastructure Development Fund
১৬. বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের ক্ষণগণনা শুরু হয় কবে?
উত্তরঃ- ১০ জানুয়ারি ২০২০
১৭. এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫ একনেকে অনুমোদন হয় কবে?
উত্তরঃ- ১৫ অক্টোবর, ২০১৯
১৮. বাংলাদেশ বিশ্ব পরমাণু ক্লাবের কততম সদস্য?
উত্তরঃ- ৩২তম
১৯. ‘উইংস অব ফায়ার’ আত্মজীবনীমূলক গ্রন্থটির লেখক কে?
উত্তরঃ- এপিজে আবদুল কালাম
২০. ‘ডুরান্ড লাইন’ কোন দু’টি দেশের মধ্যকার আন্তর্জাতিক সীমানা রেখা?
উত্তরঃ- পাকিস্তান ও আফগানিস্তান
২১. মানবদেহে প্রথমবারের মতো করোনা ভাইরাস সংক্রমণ হয় কবে?
উত্তরঃ- ১৯৬০ সালে
২২. “ওরা ১১ জন’ চলচ্চিত্রটির পরিচালক কে?
উত্তরঃ- চাষী নজরুল ইসলাম
২৩. বাংলাদেশের জাতীয় প্রতীক সম্বন্ধে সংবিধানের কোন অনুচ্ছেদে হয়েছে?
উত্তরঃ- ৪নং অনুচ্ছেদ
গণিত-১৫
২৪. ৫% হার সুদে ৬০০ টাকা ৫ বছরের সুদে আসলে কত টাকা হবে?
সমাধান:
৫% হার সুদে,
১০০ টাকার ১ বছররে সুদ ৫ টাকা
১ টাকার ১ বছররে সুদ ৫/১০০ টাকা
৬০০ টাকার ৫ বছররে সুদ (৫*৬০০*৫)/১০০ টাকা = ১৫০ টাকা
সুদ-আসল =৬০০ + ১৫০ = ৭৫০ টাকা
২৫. টাকায় ০৩টি করে লেবু কিনে টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
১ টার ক্রয়মুল্য ১/৩ টাকা ১ টার বিক্রয়মুল্য ১/২ টাকা
লাভ = (১/২ – ১/৩) টাকা
= ১/৬ টাকা
১/৩ টাকায় লাভ = ১/৬ টাকা ১০০ টাকায় লাভ = (৩×১০০)/৬
= ৫০%