বিস্ফোরক পরিদপ্তর সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার
অপারেটর পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২৩
পদের নামঃ- সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপরেটর
পরীক্ষার তারিখঃ- ০৩-০৮-২০২৩
১. এক কথায় প্রকাশ করুন:
ক. সে ক্রমশ রোদন করছে = রোরুদ্যমান
খ. যা পূর্বে শোনা যায়নি = অশ্রুতপূব
গ. যাকে স্পর্শ করা যায় না এমন = অতলস্পর্শী
ঘ. যে নারীর স্বামী বিদেশে অবস্থান কণে = প্রোষিতভর্তৃকা
ঙ. যা দমন করা যায় না = অদম্য
২. সন্ধি বিচ্ছেদ করুন:
মহর্ষি = মহা + ঋষি
প্রোঢ় = প্র + ঊঢ়
মনীষা = মনসৃ + ঈষা
নীরস = নি:+রস
৩. অর্থসহ বাক্য রচনা করুন:
ইতর বিশেষ (প্রভেদ বা পার্থক্য): সৃষ্টিকর্তার নিকট সব মানুষই সমান, ইতর বিশেষ নেই ।
ঝাঁকের কই (একই দলের): সুবুরকে চিন না. স্বার্থের কারণে আজ সে এ রকম করছে, কাজ ফুরালে ঝাঁকের কই ঝাঁকেই ফিরে যাবে।
একাদশে বৃহস্পতি (সুসময়): তোমার এখন একাদশে ব্হস্পতি, যেটাতে হাত দাও সেটাভেই সফল হও ।
ভুতের বেগার (বৃথা পরিশ্রম): সারা জীবন ভূতের বেগার খাটলাম।
নেই আকড়া (একগুঁয়ে, নাছোড়বান্দা): কী যে নেই আঁকড়া লোকের পাল্লায় পড়েছি!
৪. বিপরীত শব্দ লিখুন:
বাচাল – স্বল্পভাষী
সমষ্টি – ব্যষ্টি
৫. Fill in the blanks:
- I will abstain ……….. smoking. (from)
- He is always busy ……….. nothing. (doing)
- Early rising is conducive ……….. health. (to)
- He is dull ……….. physics. (in)
- I found him plunged ……….. thought. (in)
৬. Make sentence with meaning:
Burning question (প্রকট সমস্যা, গুরুত্বপূর্ণ বিষয়, A hotly discussed question): The question of taxation has always been a burning question.
In abeyance (স্থগিতাবস্থা): Our plan is now in abeyance.
One and all (প্রত্যেকে, everyone and separately): The news of his resignation came as a surprise to one and all.
Prepared for (প্রস্তুত): The teacher prepared the students for the test.
Last but one (শেষের আগেরটা): This is the last but one box to empty
৭. Translate into English:
ক. কাল অবশ্যই এসো = Definitely come tomorrow.
খ. সে এরূপ বলেছে তবে আমি দুঃখিত = He said this but I’m Sorry.
গ. আজ কি হয়েছে? = What has happened today?
ঘ. তিনি চাকরি ছেড়ে দিয়েছেন = He quit his job
ঙ. কাল তো রবিবার – Tomorrow is Sunday.
৮. Write a 4th Industrial Revolution’
Ans.
The Fourth Industrial Revolution is the combination of technologies that are driving change today in society.
The revolution is attributed to the technologies that are being adopted daily and becoming an integral part of
life today. The technological advances in this revolution are bringing about drastic changes in the lifestyle of people as well as how they conduct business and communicate with each other.
The 4%revolution is dominated by a myriad of technologies. These include:
- Artificial Intelligence
- Blockchain
- Virtual Reality and Augmented Reality
- Biotechnology
- Robotics
- Internet of Things
The Fourth Industrial Revolution has brought several advantages for society and businesses including:
- Increased productivity
- Improved quality of life
- Lower barriers to entrepreneurship
- New markets for businesses
However, the industrial revolution propagated by technology also has some cons too. These include:
- Inequality
- Cybersecurity risk
- Increased competition
The Fourth Industrial Revolution radically impacts the daily life of people. The era can be that of knowledge. growth, and improvement in the manner in which people, businesses, and societies work and operates.
৯. ২০ মিটার দীর্ঘ একটি কামরা কার্পেট দিয়ে মুড়তে ৭৫০০ টাকা খরচ হয়। যদি ঐ কামরাটির প্রস্থ ৪ মিটার কম হতো তবে ৬০০০ টাকা খরচ হতো। কামরাটির প্রস্থ কত?
কামরার দৈর্ঘ্য ২০ মিটার।
প্রস্থ ৪ মিটার কমলে ক্ষেত্রফল কমে (২০*৪) = ৮০ বর্গমিটার
ক্ষেত্রফল ৮০ বর্গমিটার কমার জন্য খরচ কমে = ৭৫০০-৬০০০
= ১৫০০ ঢাকা।
১৫০০ টাকা খরচ হয় ৮০ বর্গমিঢারে
১ টাকা খরচ হয় ৮০/১৫০০ বর্গমিটারে
৭৫০০ টাকা খরচ হয় (৮০*৭৫০০)/১৫০০ = ৪০০ বর্গমিটারে।
অতএব, কামরার ক্ষেত্রফল = ৪০০ ক্ষেত্রফল
সুতরাং কামরাটির প্রস্থ = ক্ষেত্রফল/দৈর্ঘ্য = ৪০০/২০ = ২০ মিটার।
উত্তরঃ- কামরাটির প্রস্থ ২০ মিটার |
১০. শ্যামল দোকান থেকে কিছু কলম কিনল। সেগুলোর 1/2 অংশ তার বোনকে ও 1/3 অংশ আর ভাইকে দিল। তার কাছে আর 5টি কলম রইল । শ্যামল কয়টি কলম কিনেছিল?
উত্তরঃ- শ্যামল ৩০ টি কলম কিনেছিল।
১২. ক. সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকুতি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দপ্তরসমূহ সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে?
উত্তরঃ- ৪ (ক) অনুচ্ছেদ
খ. বিদেশে কোন মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়?
উত্তরঃ- কলকাতা মিশনে
গ. রাশিয়া কবে ইউক্রেনে আক্রমণ করে?
উত্তরঃ- ২৪ ফেব্রুয়ারি, ২০২২
ঘ. ২০২২ ফুটবল বিশ্বকাপে ‘গোল্ডেন বুট’ কে পেয়েছিলেন?
উত্তরঃ- কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স) ৮ গোল
ঙ. বিমান বাংলাদেশে এয়ারলাইনন্সের প্রতীক ‘বলাকা’র ডিজাইনার কে?
উত্তরঃ- প্রখ্যাত চিত্রশিল্পী পটুয়া কামরুল হাসান।
চ. মোবাইল ফোনের ক্ষেত্রে ব্যবহৃত IMEI এর পূর্ণরূপ কি?
উত্তরঃ- IMEI = International Mobile Equipment Identity
ছ. ” ‘ আমি কিংবদন্তীর কথা বলছি’ —- কবিতাটি কার লেখা?
উত্তরঃ- আবু জাফর ওবায়দুল্লাহ
জ. ‘নীল লোহিত’ কোন লেখকের ছন্ম নাম?
উত্তরঃ- সুনীল গঙ্গোপাধ্যায়
ঝ. চর্যাপদ কোথায় আবিষ্কৃত হয়?
ঞ. উদ্ভিদ কোন প্রক্রিয়ায় মাটি থেকে মূলের মাধ্যমে পানি শোষণ করে?
উত্তরঃ- অভিস্রবণ প্রক্রিয়ায়
ট. NASA সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ- ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
ঠ. আন্তর্জাতিক অপরাধ আদালত কোথায় অবস্থিত?
উত্তরঃ- নেদানল্যান্ডের হেগে এর সদর দপ্তর অবস্থিত।
ড. চীনের মুদ্রার নাম কি?
উত্তরঃ- ইউয়ান
ঢ. “ময়নামতি” কোন সভ্যতার নিদর্শন বহন করে?
উত্তরঃ- বৌদ্ধ সভ্যতার
ণ. “রামমোহন রায়কে” কে রাজা উপাধিতে ভুষিত করেন?
উত্তরঃ- মুঘল সম্রাট দ্বিতীয় আকবর