ভূমি মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের লিখিত
পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২৩
পদের নামঃ- অফিস সহায়ক
পরীক্ষার তারিখঃ- ২০-১০-২০২৩
১। সন্ধি বিচ্ছেদ লিখুন:
ক) মহোৎসব = মহা + উৎসব।
খ) সংঘাত = সম্ + ঘাত।
২। এক কথায় প্রকাশ করুন
ক) যিনি বিদ্যা লাভ করেছেন – কৃতবিদ্য৷
খ) পরে জন্মেছে যে – অনুজ।
৩। এক কথায় উত্তর দিন:
ক) ‘চাচা-কাহিনী’ গ্রন্থের লেখক কে?
উত্তর: সৈয়দ মুজতবা আলী।
খ) রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন?
উত্তর: গীতাঞ্জলি৷
৪। অনুচ্ছেদ লিখুন: “মেট্রোরেল”
উত্তর: ২০১১ সালের ডিসেম্বরে, “ঢাকা মাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট’ বা “মেট্রো রেল’ প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) দ্বারা অনুমোদিত হয়৷ প্রকল্পের জন্য মোট ৫টি রুট লাইন প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে রয়েছে এমআরটি লাইন ১, ২, ৪, ৫ এবং ৬। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর অর্থায়নে “দ্য ঢাকা আরবান ট্রান্সপোট নেটওয়ার্ক ডেভেলপমেন্ট সার্ভে (ডিএইচইউটিএস ১)’ মুল্যায়ন করা হয় এবং ‘এমআরটি লাইন-৬’ নামে মেট্রো রেলের জন্য প্রথম এমআরটি রুট নির্বাচন করা হয়। প্রকল্পের মোট ব্যয় আনুমানিক ২.৮১ বিলিয়ন ডলার, যার মধ্যে জাইকা ০.০১% শতাংশ সুদের হারে প্রায় ৭৫ শতাংশ বা ২.১৩ বিলিয়ন ডলার প্রদান করছে। বাকি ২৫ শতাংশ তহবিল দেবে বাংলাদেশ সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিন৷ জুন ২০১৬ সালে নিমাণ কাজের সূচনা করেন। বাংলাদেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করা হয় ২৮ ডিসেম্বর, ২০২২। প্রথম ধাপে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশের উদ্বোধন করা হয়। মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ ব্যাংক ৫০ টাকা মুল্যমানের একটি স্মারর নোট মুদ্রণ করে। উদ্বোধনের পরের দিন ২৯ ডিসেম্বর, ২০২২ সাধারণ যাত্রীদের জন্য এটি উন্মুক্ত করা হয়। মেট্রোরেলের প্রথম যাত্রী হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেট্রোরেলের প্রথম চালক (নারী চালক) হলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মরিয়ম আফিজা।
৫. Write five sentences on duties of an ‘Office Assistant’.
Ans. An office assistant plays a crucial role in maintaining the smooth operation of an office by performing administrative tasks such as answering phones, managing schedules, and organizing files. They are responsible for ensuring that office supplies are well-stocked and ordering additional materials when necessary to keep the workplace running efficiently. Office assistants often greet visitors and clients, creating a positive first impression and providing assistance when needed, including guiding them to the appropriate personnel. They help in managing communication by handling incoming and outgoing emails, faxes, and postal mail, ensuring that messages are directed to the right recipients promptly. An office assistant may also assist with basic data entry, record-keeping, and data organization, contributing to the overall organization and productivity of the office.
৬. Write the Bengali meaning of the following words:
- a) Obedient – বাধ্য, আজ্ঞানুবতী।
- b) Negligence – অবহেলা, অযত্ন।
৭. Translate into English:
- a) সততাই সর্বোৎকৃষ্ট পন্থা।
Ans. Honesty is the best policy.
- b) মানুষ মরণশীল।
Ans. Man is mortal .
৮. Translate into Bengali:
- a) Bangladesh is a developing country.
Ans. বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ।
(গাণিত-১০)
৯. কোন আসল ৩ বছরে মুনাফা-আসলে ৫,৫০০ টাকা হয়। মুনাফা আসলের ৩/৮ অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করুন?
ধরি, আসল ৮ টাকা
মুনাফা ৩ টাকা
মুনাফা – আসল ( ৮ + ৩) টাকা = ১১ টাকা
মুনাফা – আসল ১১ টাকা হলে আসল ৮ টাকা
মুনাফা – আসল ৫৫০০ টাকা হলে আসল = ( ৫৫০০ × ৮) /১১ = ৪০০০ টাকা
মুনাফা ( ৫৫০০ – ৪০০০) টাকা = ১৫০০ টাকা
মুনাফার হার r = ( ১৫০০ × ১০০)/( ৪০০০ × ৩) = ১২.৫%
(সাধারণ জ্ঞান-১০)
নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন:
ক) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ভ্রমণ কাহিনীর নাম লিখুন?
উত্তর: আমার দেখা নয়| চীন।
খ) ছয় দফা আন্দোলন শুরু হয় কত সালে?
উত্তর: ১৯৬৬ সালে।
গ) দেশের প্রথম হাইটেক পার্ক কোথায় অবস্থিত?
উত্তর: গাজীপুর জেলার কালিয়াকৈর |
খ) LD Tax এর পুর্রূপ কী?
উত্তর: Land Development Tax.
ঙ) বাংলাদেশের সব দক্ষিণের ইউনিয়ন কোনটি?
উত্তর: সেন্টমাটিন।
চ) জাতীয় ঐতিহাসিক দিবস কত তারিখ?
উত্তর: ৭ মার্চ
ছ) বাংলাদেশের সর্বোচ্চ আইনের নাম কি?
উত্তর: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান।
জ) ফিনল্যান্ডের রাজধানীর নাম কী?
উত্তর: হেলসিংকি।
ঝ) বিমসটেক এর সদর দপ্তর কোথায়?
উত্তর: ঢাকায়।
ঞ) বর্তমান বিশ্বের শীর্ষ ইন্টারনেট ব্যবহারকারী দেশ কোনটি?
উত্তর: চীন।
Download From Google Drive
Download
আরো পড়ুনঃ-
- ভূমি সংস্কার বোর্ড এর রেকর্ড কিপার পদের লিখিত প্রশ্ন সমাধান ২০২২
- ভূমি সংস্কার বোর্ড এর অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১
- ইডিএলএমএস প্রকল্প ভূমি মন্ত্রণালয় কন্ট্রোল অপারেটর পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২৩