গণযোগাযোগ অধিদপ্তর প্রহরী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩

0
132

গণযোগাযোগ অধিদপ্তর প্রহরী পদের লিখিত

পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩

পদের নামঃ- প্রহরী

পরীক্ষার তারিখঃ- ১১/০৩/২০২৩

১. ‘বাংলাদেশের জাতীয় পতাকা’ নিয়ে ১০ বাক্যে একটি অনুচ্ছেদ লিখুন।

২. এক কথায় প্রকাশ করুন:

ক. যার প্রকৃত বর্ণ ধরা যায় না = বর্ণচোরা

খ. যা ভ্রমশ বর্ধিত হচ্ছে = বর্ধিষ্ণু

গ. যিনি বক্তৃতা দানে পটু = বাগ্মী

ঘ. যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না = বনস্পতি

ঙ. যে উপকারীর অপকার করে = কৃতঘ্ন

৩. সন্ধি বিচ্ছেদ করুন:

ক. ষষ্ঠ = ষষ্+থ

খ. চলচ্চিত্র =চলৎ + চিত্র

গ. মহর্ষি = মহা + ঋষি

ঘ. বনৌষষ =বন+ ঔষধ

ঙ. নয়ন = নে +অন

৪. ০৫টি করে প্রতিশব্দ লিখুন:

ক) চাঁদ = শশী, শশধর , শশাঙ্ক, সোম , সুধাকর

খ) স্ত্রী = নারী,মহিলা,রমণী, কামিনী, স্ত্রীলোক

৫. Write a paragraph in 05 sentences on ‘Independence Day’

Ans. Independence Day of Bangladesh is celebrated on March 26 every year to commemorate the country’s independence from Pakistan in 1971. The day is a national holiday and is celebrated with great enthusiasm and pride throughout the country. The celebrations usually include flag-raising ceremonies, parades, and cultural events. People also pay their respects to the martyrs who sacrificed their lives during the Liberation War of 1971. The day is an opportunity for Bangladeshis to reflect on their country’s history and to renew their commitment to building a strong, prosperous, and independent nation.

৬. Translate into English:

a) তিনি ইংরেজিতে অনর্গল কথা বলতে পারেন।

= He can speak English fluently.

b) লোকটি ধনী কিন্তু অসৎ নন।

= The man is rich but not dishonest.

c) গতকাল আমরা একটি চোর ধরেছিলাম।

=We caught a thief yesterday.

d) দাঁড়ান আপনার পরিচয় দিন

= Stop and introduce yourself.

e) আমি হলে প্রবেশের আগেই পরীক্ষা শুরু হয়েছিল।

= The exam had started before I entered the hall

  1. Fill in the blanks:
  2. a) They were pleased …………. his behavior. (with)
  3. b) Patriotism is inherent ………..man. (in)
  4. c) He died ……………….Covid-19. (of)
  5. d) It is none ……………your business. (but)
  6. e) I do not hanker ……….. money. (after)

৮. Change the voice:

  1. a) He killed himself.

Ans. He was killed by himself.

  1. b) Did you help me?

Ans. Was I helped by you?

  1. c) The Facebook post shocked her horribly.

Ans. She was shocked horribly at the Facebook post.

  1. d) Shut the gate.

Ans. Let the gate be shut.

  1. e) The author is writing a novel.

Ans. A novel is being written by the author.

৯. বার্ষিক পরীক্ষায় একটি ছাত্র ক সংখ্যক প্রশ্নের প্রথম ২০ টির মধ্যে ১৫টি নির্ভুল উত্তর দিল। বাকি যা প্রশ্ন রইল তার ১/৩ অংশ সে নির্ভুল উত্তর দিল। সমস্ত প্রশ্নের মান সমান। যদি ছাত্রটি শতকরা ৭৫ ভাগ নম্বর পায় তবে প্রশ্নের সংখ্যা কত ছিল?

ধরি, প্রশ্নের সংখ্যা x

প্রশ্নমতে, ১৫ + x – ২০/৩ = x × ০.৭৫

বা, ৪৫ + x – ২০/৩ = x × ০.৭৫

বা, ২৫ + x/৩ = x × ০.৭৫

বা, ২৫ + x = x × ২.২৫

বা, ২৫ = ২.২৫x – x

বা, ২৫ = ১.২৫x

অতএব, x = ২৫/১.২৫ = ২০ (উত্তর)

১০. একটি নির্দিষ্ট স্থান থেকে দুটি রাস্তা পরস্পর ১৩৫০ কোণ করে দুই দিকে চলে গেছে। দুজন লোক এ নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় ৭ কি. মি. ‘ও ঘন্টায় ৫ কি:মি. বেগে বিপরীত মুখে রওনা হলো । ৪ ঘন্টায় তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত হবে?

উত্তরঃ- 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব 44.45 কিমি (প্রায়)

সাধারণ জ্ঞান

ক. বাংলাদেশের প্রথম সরকারের অর্থ, শিল্প ও বাণিজ্যমন্ত্রী কে ছিলেন?

উত্তরঃ- ক্যাপ্টেন এম মনসুর আলী

খ. একটি বিদেশি পত্রিকা বঙ্গবন্ধুকে “Poet of Politics” উপাধি দিয়েছিল

উত্তরঃ- নিউজ উইক

গ. ১৯৫৪ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক কী ছিল?

উত্তরঃ- নৌকা

ঘ. আন্তর্জাতিক নারী দিবস কত তারিখঃ?

উত্তরঃ- ৮ মার্চ

ঙ. UNHCR এর সদর দপ্তর কোথায়?

উত্তরঃ- জেনেভা , সুইজারল্যান্ড

চ. ‘ম্যাডিসন স্কয়ার’ কোথায় অবস্থিত? বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সাথে এর সম্পর্ক কী?

উত্তরঃ- নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র । এখানে মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশের শরণার্থীদের সাহায্যের উদ্দেশ্যে একটি সঙ্গীতানুষ্ঠান হয়েছিল।

ছ. ChatGPT কী?

উত্তরঃ- Chat GPT হলো একটি স্বয়ংক্রিয় প্রোগ্রাম, যা মানুষের করা প্রশ্নগুলির উত্তর স্বয়ংক্রিয়ভাবে প্রদান করে। চ্যাটজিপিটি হল এক ধরনের কম্পিউটার  প্রোগ্রাম যা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মানুষের মতো উত্তর তৈরি করে। এটি জিপিটি (জেনারেটিভ পি-ট্রেইনড ট্রান্সফরমার) নামক একটি মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এটি স্বাভাবিক ভাষা বুঝতে পারা এবং স্বয়ংত্রিয় ভাবে এর প্রতিক্রিয়া জানাতে ডিজাইন করা হয়েছে। সহজ কথায়, চ্যাটজিপিটি এমন একটি প্রোগ্রাম যা একটি কম্পিউটারকে এমনভাবে লেখা বুঝতে এবং প্রতিক্রিয়া জানাতে দেয় যা একজন সাধারন মানুষ করে থাকে। এটি প্রাপ্ত ইনপুটের উপর ভিত্তি করে মানুষের মতো লেখা বা তথ্য তৈরি করতে মেশিন-লাশিং কৌশল ব্যবহার করে। এটি লেখা, ভাষা অনুবাদ এবং প্রশ্নের উত্তর দেওয়ার মতো বিভিন্ন কাজের জন্য ব্যবহার করা যেতে পারে।

জ. বিশ্বের দুটি রাষ্ট্র প্রথমে স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধের মাধ্যমে মুক্তি লাভ করেছে । রাষ্ট্র দুটির নাম লিখুন।

উত্তর: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র

ঝ. নিরাপত্তা প্রহরীর প্রধান কাজ সমূহ লিখুন।

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Dropbox

Download