বন অধিদপ্তর সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২৩
পদের নামঃ- সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
পরীক্ষার তারিখঃ- ০৩-০৩-২০২৩
১। সন্ধি বিচ্ছেদ করুন:
ক) আলো =
খ) যথাযথ = যথা+অযথ
গ) শোকার্ত = শোক+ঋত
ঘ) অধ্যক্ষ = অধি+অক্ষ
ঙ) পবন = পো+অন
২। ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:
ক) অধিতীয় = ন দ্বিতীয় যার (বহুব্রীহি সমাস)
খ) আশেপাশে = আশে ও পাশে (দ্বন্ধ সমাস)
গ) উপকথা = কথার সদৃশ (অব্যয়ীভাব সমাস)
ঘ) কুসুম কোমল = কুসুমের ন্যায় কোমল (অব্যয়ীভাব সমাস)
ঙ) খনিজ = খনিতে জন্যে যা (উপপদ তৎপুরুষ সমাস)
৩. এক কথায় প্রকাশ করুন:
ক) পা ধোয়ার পানি = পাদ্য
খ) যা হতে পারে না = অসম্ভব
গ) যার হৃদয় শোভন – সুহৃদ
ঘ) বিহঙ্গের ধ্বনি = কূজন
ঙ) সাক্ষাৎ দ্রষ্ট্রা = সাক্ষী
৪. বিপরীত শব্দ লিখুন:
ক) মসৃন = বন্ধুর
খ) মন্থর = দ্রুত
গ) মুখ্য = গৌণ
ঘ) তরল = কঠিন
ঙ) অগ্রজ = অনুজ
৫. শুদ্ধরূপ লিখুনঃ
ক) পাশান = পাষাণ
খ) শ্রদ্ধাঞ্জলী = শ্রদ্ধাঞ্জলি
গ) মুহুর্ত = মুহূর্ত
ঘ) দারিদ্যতা = দরিদ্র্যতা
ঙ) বিদ্যান = বিদ্বান
৬. অর্থসহ বাক্য রচনা করুন:
ক) ষোলো কলা (সম্পূর্ণ): নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়ন হওয়ায় ষোলকলা পূর্ণ হয়েছে।
খ) উড়ো কথা (গুজব): উড়ো কাথায় কান দিতে নেই।
গ) কেউকেটা (নিন্দার্থে গণ্যমান্য লোক , সামান্য): আপনি যে এমন কেউকেটা যে আপনার কথা শুনতেই হবে।
ঘ) ননীর পুতুল (শ্রমবিমুখ , অল্প শ্রমে কাতর): ছেলেটি একেবারে ননীর পুতুল, একটু পরিশ্রমেই হাঁফিয়ে ওঠে।
ঙ) উনপাঁজুরে (দুর্বল): পুষ্টির অভাবে বাংলাদেশের অধিকাংশ শিশুই উনপাঁজুরে থেকে যাচ্ছে।
ইংরেজী-৩০
৭. Translate the following sentences into English-
- i) সঙ্গীতের প্রতি আমার আগ্রহ নেই = I have no interest in music.
- ii) এক হাতে তালি বাজে না = It takes two to make a quarrel.
iii) সে সাঁতার দিয়ে নদী পার হলো = He swam across the river.
- iv) শিশুটি ঘুমাচ্ছে, তাই না? = The baby is sleeping, isn’t it?
- v) আমি তাকে উপহাস করিনি = 1 did not mock him.
- vi) তোমার নিয়ম মেনে চলা উচিত = You should obey the rules.
৮. Put the correct form of verb-
- i) I went back to work (close) the door.
i i) Had I (know) you earlier.
iii) He (be) absent for a week.
- iv) Shimul ran away having (take) the money.
- v) Foods should be kept (cover).
- vi) He (do) the work successfully yesterday.
৯. Write the meaning and make sentences of following Idioms & Phrases
- i) Day by day (দিনে দিনে): May Bangladesh prosper day by day.
- ii) Look after (দেখাশুনা করা): – Everybody should look after their old parents.
iii) Bring to book (ভৎসনা করা, শাস্তি দেয়া, rebuk, fetch for justice) – They must be brought to book for it.
- iv) At the outset (শুরুতে): She set high goals for herself at the outset of her career.
- v) Hard and fast (বাঁধা-ধরা , fixed, rigid): There is no such hard and fast rule in this matter.
- vi) Get rid of (অব্যাহতি লাভ করা): Get rid of bad company
১০. Change the following sentences as directed-
- i) T have a pen. (passive)
Ans. A pen is had by me.
i1) He is poor but honest. (Complex)
Ans. Thought he is poor, he is honest.
iii) Putting the light I went to bed. (Compound)
Ans. I put out the light and went to bed.
- iv) I know his name. (Complex)
Ans. I know what his name is.
- v) Who does not love a flower? (Assertive)
Ans. Nobody hates flower.
- vi) A dishonest man should be hated. (Active)
Ans. Everybody should hate a dishonest man.
১১. Fill in the blanks with correct preposition-
- i) He succumbed — his injuries. (to)
- ii) I am grateful —- your help. (for)
iii) She is anxious – her son’s safety. (about)
- iv) Siam is capable – doing it (of)
- v) Nazma is good – Mathematics. (at)
- vi) Let me congratulate you – your success. (on)
গণিত-২০
১২। এক ব্যক্তি ৫৬০০ টাকার কিছু টাকা বার্ষিক ৫% মুনাফায় ও বাকি টাকা বার্ষিক ৪% মুনাফায় বিনিয়োগ করলেন। এক বছর পর ২৫৬ টাকা মুনাফা পেলেন। তিনি কত টাকার উপর ৫% মুনাফা করলেন?
১৩। সেলিম ফারুকের চেয়ে দুই বছরের বড়। সেলিমের বয়স সেলিমের মার বয়সের অর্ধেক । সেলিমের বাবার বয়স মার বয়সের দেড়গুণ। সেলিমের বাবার বয়স ৬০ বছর। ফারুকের বয়স কত?
সমাধানঃ
মনে করি, ফারুকের বয়স ক বছর।
সেলিমের বয়স = ক +২
সেলিমের মার বয়স = ২ (ক+২)
প্রশ্নমতে,
[২ (ক+২)]* ১.৫ = ৬০
বা, ৩ (ক+২)=৬০
বা, ৩ক + ৬ = ৬০
বা, ৩ক = ৬০ – ৬
বা, ৩ক = ৫৪
বা, ক=১৮
ফারুকের বয়স ১৮ বছর (উত্তর)
১৪। ২০ মিটার দীর্ঘ একটি কামরার মেঝে কার্পেট দিয়ে ঢাকতে ৭৫০০ টাকা খরচ হয়। যদি ঐ কামরাটির প্রস্থ ৪ মিটার কম হতো, তবে ৬০০০ টাকা খরচ হতো। কামরাটির প্রস্থ কত?
কামরার দৈর্ঘ্য ২০ মিটার।
প্রস্থ ৪ মিটার কমলে ক্ষেত্রফল কমে (২০*৪) = ৮০ বর্গমিটার।
ক্ষেত্রফল ৮০ বর্গমিটার কমার জন্য খরচ কমে = ৭৫০০-৬০০০
=১৫০০ টাকা
১৫০০ টাকা খরচ হয় ৮০ বর্গমিটারে
১ ঢাকা খরচ হয় ৮০/১৫০০ বর্গমিঢারে
৭৫০০ টাকা খরচ হয় (৮০*৭৫০০)/১৫০০ = ৪০০ বর্গমিটারে।
অতএব, কামরার ক্ষেত্রফল ৪০০ ক্ষেত্রফল
সুতরাং কামরাটির প্রন্থ = ক্ষেত্রফল/দৈর্ঘ্য = ৪০০/২০ = ২০ মিটার।
উত্তর: কামরাটির প্রস্থ ২০ মিটার।
প্রাসঙ্গিক টেকনিক্যাল/সাধারন জ্ঞান – ২০
১৫. বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? ১
উত্তরঃ- জাতিসংঘের ২৯তম অধিবেশনে ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
১৭. ২৭ তম আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয় ?
উত্তরঃ- ২৭তম জলবায়ু সম্মেলন, যার আনুষ্ঠানিক নাম কনফারেন্স অব পার্টিজ-২৭ বা কপ-২৭। COP-27 মিশরে অনুষ্ঠিত হচ্ছে।
১৮. মুজিবনগর সরকার কত তারিখে শপথগ্রহণ করে।
উত্তরঃ- ১৭ এপ্রিল ১৯৭১
১৯. অপারেশন জ্যাকপট কি?
উত্তরঃ- অপারেশন জ্যাকপট বাংলাদেশের স্থাধীনতা যুদ্ধের সময় নৌ- সেক্টও পরিচালিত সফলতম গেরিলা অপার্লেশন। এটি ছিল একটি আত্মঘাতী অপারেশন। এ অপারেশন ১৯৭১-এর ১৫ আগস্ট রাত ১২টার পর অর্থাৎ ১৬ আগস্ট প্রথম প্রহরে চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর এবং দেশের অভ্যন্তরে চাঁদপুর ও নারায়ণগঞ্জ নদী বন্দরে একই সময়ে পরিচালিত হয়। ১০নং সেক্টরের অধীনে ট্রেনিং প্রাপ্ত নৌ কমান্ডো যোদ্ধাদের অসীম সাহসিকতার নিদর্শন এই অপারেশন জ্যাকপট।
২০. বাংলাদেশের বৃহত্তম জলপ্রপাত কোনটি ? ১
উত্তরঃ- মাধবকুন্ড জরপ্রপাত
২১. UNESCO এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত? ১
উত্তরঃ- প্যারিস, ফ্রান্স
২২. বাংলাদেশের জাতীয় পশুর নাম কি ?
উত্তরঃ- রয়েল বেঙ্গল টাইগার
২৩. IUCN এর পূর্ণর়প কি ? ১
উত্তরঃ- TUCN = International Union for Conservation of Nature
২৪। সোয়চ অব নো গ্রাউন্ড কোথায় অবস্থিত?
উত্তরঃ- সোয়াচ অব নো গ্রাউন্ড হচ্ছে একটি ১৪ কিলোমিটার ব্যাপী বঙ্গোপসাগরের গভীর সমুদ্রের গভীর খাদ। এটি সুন্দরবনের দুবলার চর থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত । গভীরতম এই উপত্যকা রেকর্ড আয়তন প্রায় ১৩৪০ মিটার। এর গড় গভীরতা প্রায় ১২০০ মিটার।
২৫. পার্বত্য শাক্তিচুক্তি স্বাক্ষরিত হয় কবে ?
উত্তরঃ- ২ ডিসেম্বর, ১৯৯৭
২৬. আন্তর্জাতিক বন দিবস কত তারিখে পালিত হয় ?
উত্তরঃ- ২১ মার্চ
২৭. বাংলার প্রাচীন রাজধানীর নাম কি ?
উত্তরঃ- রাজধানী ছিল পুপ্তবর্ধন বা পুন্ড্রুনগর।
২৮. বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি ?
উত্তরঃ- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
২৯. প্রাচীন রামায়ণের (সংস্কৃত) রচয়িতা কে ?
উত্তরঃ- বাল্মীকি
৩০. সাফ নারী ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন কোন দেশ ?
উত্তরঃ- বাংলাদেশ (২০২২ সাফ নারী ফুটবলে বাংলাদেশ নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা লাভ করে ।)
৩১. ২০২২ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান কে ?
উত্তরঃ- এনি এরনো
৩২. রাশিয়া কত তারিখে প্রথম ইউক্রেন আক্রমণ করে ?
উত্তরঃ- ২৪ ফেব্রুয়ারি, ২০২২ সালে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া।
৩৩. বর্তমান বাংলাদেশ সরকারের মন্ত্রীসভায় কতজন নারী সদস্য রয়েছেন ?
উত্তরঃ- ৫ জন শেখ হাসিনা, ডা. দিপু মনি, মুন্নুজান সুফিয়ান , বেগম হাবিবুন নাহার ও ফজিলাতুন নেসা
৩৪. ভাসানচর কোন্উপজেলায় অবস্থিত ? ১
উত্তরঃ- নোয়াখালীর হাতিয়া উপজেলায় অবস্থিত
৩৫. বৃটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ কত বছর ক্ষমতায় ছিলেন ?
উত্তরঃ- ৭০ বছর