বন অধিদপ্তরের সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদের প্রশ্ন সমাধান ২০২৩

0
18

বন অধিদপ্তর সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর

পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২৩

পদের নামঃ- সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর

পরীক্ষার তারিখঃ- ০৩-০৩-২০২৩

১। সন্ধি বিচ্ছেদ করুন:

ক) আলো =

খ) যথাযথ = যথা+অযথ

গ) শোকার্ত = শোক+ঋত

ঘ) অধ্যক্ষ = অধি+অক্ষ

ঙ) পবন = পো+অন

২। ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:

ক) অধিতীয় = ন দ্বিতীয় যার (বহুব্রীহি সমাস)

খ) আশেপাশে = আশে ও পাশে (দ্বন্ধ সমাস)

গ) উপকথা = কথার সদৃশ (অব্যয়ীভাব সমাস)

ঘ) কুসুম কোমল = কুসুমের ন্যায় কোমল (অব্যয়ীভাব সমাস)

ঙ) খনিজ = খনিতে জন্যে যা (উপপদ তৎপুরুষ সমাস)

৩. এক কথায় প্রকাশ করুন:

ক) পা ধোয়ার পানি = পাদ্য

খ) যা হতে পারে না = অসম্ভব

গ) যার হৃদয় শোভন – সুহৃদ

ঘ) বিহঙ্গের ধ্বনি = কূজন

ঙ) সাক্ষাৎ দ্রষ্ট্রা = সাক্ষী

৪. বিপরীত শব্দ লিখুন:

ক) মসৃন = বন্ধুর

খ) মন্থর = দ্রুত

গ) মুখ্য = গৌণ

ঘ) তরল = কঠিন

ঙ) অগ্রজ = অনুজ

৫. শুদ্ধরূপ লিখুনঃ

ক) পাশান = পাষাণ

খ) শ্রদ্ধাঞ্জলী = শ্রদ্ধাঞ্জলি

গ) মুহুর্ত = মুহূর্ত

ঘ) দারিদ্যতা = দরিদ্র্যতা

ঙ) বিদ্যান = বিদ্বান

৬. অর্থসহ বাক্য রচনা করুন:

ক) ষোলো কলা (সম্পূর্ণ): নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়ন হওয়ায় ষোলকলা পূর্ণ হয়েছে।

খ) উড়ো কথা (গুজব): উড়ো কাথায় কান দিতে নেই।

গ) কেউকেটা (নিন্দার্থে গণ্যমান্য লোক , সামান্য): আপনি যে এমন কেউকেটা যে আপনার কথা শুনতেই হবে।

ঘ) ননীর পুতুল (শ্রমবিমুখ , অল্প শ্রমে কাতর): ছেলেটি একেবারে ননীর পুতুল, একটু পরিশ্রমেই হাঁফিয়ে ওঠে।

ঙ) উনপাঁজুরে (দুর্বল): পুষ্টির অভাবে বাংলাদেশের অধিকাংশ শিশুই উনপাঁজুরে থেকে যাচ্ছে।

ইংরেজী-৩০

৭. Translate the following sentences into English-

  1. i) সঙ্গীতের প্রতি আমার আগ্রহ নেই = I have no interest in music.
  2. ii) এক হাতে তালি বাজে না = It takes two to make a quarrel.

iii) সে সাঁতার দিয়ে নদী পার হলো = He swam across the river.

  1. iv) শিশুটি ঘুমাচ্ছে, তাই না? = The baby is sleeping, isn’t it?
  2. v) আমি তাকে উপহাস করিনি = 1 did not mock him.
  3. vi) তোমার নিয়ম মেনে চলা উচিত = You should obey the rules.

৮. Put the correct form of verb-

  1. i) I went back to work (close) the door.

i i) Had I (know) you earlier.

iii) He (be) absent for a week.

  1. iv) Shimul ran away having (take) the money.
  2. v) Foods should be kept (cover).
  3. vi) He (do) the work successfully yesterday.

৯. Write the meaning and make sentences of following Idioms & Phrases

  1. i) Day by day (দিনে দিনে): May Bangladesh prosper day by day.
  2. ii) Look after (দেখাশুনা করা): – Everybody should look after their old parents.

iii) Bring to book (ভৎসনা করা, শাস্তি দেয়া, rebuk, fetch for justice) – They must be brought to book for it.

  1. iv) At the outset (শুরুতে): She set high goals for herself at the outset of her career.
  2. v) Hard and fast (বাঁধা-ধরা , fixed, rigid): There is no such hard and fast rule in this matter.
  3. vi) Get rid of (অব্যাহতি লাভ করা): Get rid of bad company

১০. Change the following sentences as directed-

  1. i) T have a pen. (passive)

Ans. A pen is had by me.

i1) He is poor but honest. (Complex)

Ans. Thought he is poor, he is honest.

iii) Putting the light I went to bed. (Compound)

Ans. I put out the light and went to bed.

  1. iv) I know his name. (Complex)

Ans. I know what his name is.

  1. v) Who does not love a flower? (Assertive)

Ans. Nobody hates flower.

  1. vi) A dishonest man should be hated. (Active)

Ans. Everybody should hate a dishonest man.

১১. Fill in the blanks with correct preposition-

  1. i) He succumbed — his injuries. (to)
  2. ii) I am grateful —- your help. (for)

iii) She is anxious – her son’s safety. (about)

  1. iv) Siam is capable – doing it (of)
  2. v) Nazma is good – Mathematics. (at)
  3. vi) Let me congratulate you – your success. (on)

গণিত-২০

১২। এক ব্যক্তি ৫৬০০ টাকার কিছু টাকা বার্ষিক ৫% মুনাফায় ও বাকি টাকা বার্ষিক ৪% মুনাফায় বিনিয়োগ করলেন। এক বছর পর ২৫৬ টাকা মুনাফা পেলেন। তিনি কত টাকার উপর ৫% মুনাফা করলেন?

১৩। সেলিম ফারুকের চেয়ে দুই বছরের বড়। সেলিমের বয়স সেলিমের মার বয়সের অর্ধেক । সেলিমের বাবার বয়স মার বয়সের দেড়গুণ। সেলিমের বাবার বয়স ৬০ বছর। ফারুকের বয়স কত?

সমাধানঃ

মনে করি, ফারুকের বয়স ক বছর।

সেলিমের বয়স = ক +২

সেলিমের মার বয়স = ২ (ক+২)

প্রশ্নমতে,

[২ (ক+২)]* ১.৫ = ৬০

বা, ৩ (ক+২)=৬০

বা, ৩ক + ৬ = ৬০

বা, ৩ক = ৬০ – ৬

বা, ৩ক = ৫৪

বা, ক=১৮

ফারুকের বয়স ১৮ বছর (উত্তর)

১৪। ২০ মিটার দীর্ঘ একটি কামরার মেঝে কার্পেট দিয়ে ঢাকতে ৭৫০০ টাকা খরচ হয়। যদি ঐ কামরাটির প্রস্থ ৪ মিটার কম হতো, তবে ৬০০০ টাকা খরচ হতো। কামরাটির প্রস্থ কত?

কামরার দৈর্ঘ্য ২০ মিটার।

প্রস্থ ৪ মিটার কমলে ক্ষেত্রফল কমে (২০*৪) = ৮০ বর্গমিটার।

ক্ষেত্রফল ৮০ বর্গমিটার কমার জন্য খরচ কমে = ৭৫০০-৬০০০

=১৫০০ টাকা

১৫০০ টাকা খরচ হয় ৮০ বর্গমিটারে

১ ঢাকা খরচ হয় ৮০/১৫০০ বর্গমিঢারে

৭৫০০ টাকা খরচ হয় (৮০*৭৫০০)/১৫০০ = ৪০০ বর্গমিটারে।

অতএব, কামরার ক্ষেত্রফল ৪০০ ক্ষেত্রফল

সুতরাং কামরাটির প্রন্থ = ক্ষেত্রফল/দৈর্ঘ্য = ৪০০/২০ = ২০ মিটার।

উত্তর: কামরাটির প্রস্থ ২০ মিটার।

প্রাসঙ্গিক টেকনিক্যাল/সাধারন জ্ঞান – ২০

১৫. বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? ১

উত্তরঃ- জাতিসংঘের ২৯তম অধিবেশনে ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

১৭. ২৭ তম আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয় ?

উত্তরঃ- ২৭তম জলবায়ু সম্মেলন, যার আনুষ্ঠানিক নাম কনফারেন্স অব পার্টিজ-২৭ বা কপ-২৭। COP-27 মিশরে অনুষ্ঠিত হচ্ছে।

১৮. মুজিবনগর সরকার কত তারিখে শপথগ্রহণ করে।

উত্তরঃ- ১৭ এপ্রিল ১৯৭১

১৯. অপারেশন জ্যাকপট কি?

উত্তরঃ- অপারেশন জ্যাকপট বাংলাদেশের স্থাধীনতা যুদ্ধের সময় নৌ- সেক্টও পরিচালিত সফলতম গেরিলা অপার্লেশন। এটি ছিল একটি আত্মঘাতী অপারেশন। এ অপারেশন ১৯৭১-এর ১৫ আগস্ট রাত ১২টার পর অর্থাৎ ১৬ আগস্ট প্রথম প্রহরে চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর এবং দেশের অভ্যন্তরে চাঁদপুর ও নারায়ণগঞ্জ নদী বন্দরে একই সময়ে পরিচালিত হয়। ১০নং সেক্টরের অধীনে ট্রেনিং প্রাপ্ত নৌ কমান্ডো যোদ্ধাদের অসীম সাহসিকতার নিদর্শন এই অপারেশন জ্যাকপট।

২০. বাংলাদেশের বৃহত্তম জলপ্রপাত কোনটি ? ১

উত্তরঃ- মাধবকুন্ড জরপ্রপাত

২১. UNESCO এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত? ১

উত্তরঃ- প্যারিস, ফ্রান্স

২২. বাংলাদেশের জাতীয় পশুর নাম কি ?

উত্তরঃ- রয়েল বেঙ্গল টাইগার

২৩. IUCN এর পূর্ণর়প কি ? ১

উত্তরঃ- TUCN = International Union for Conservation of Nature

২৪। সোয়চ অব নো গ্রাউন্ড কোথায় অবস্থিত?

উত্তরঃ-  সোয়াচ অব নো গ্রাউন্ড হচ্ছে একটি ১৪ কিলোমিটার ব্যাপী বঙ্গোপসাগরের গভীর সমুদ্রের গভীর খাদ। এটি সুন্দরবনের দুবলার চর থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত । গভীরতম এই উপত্যকা রেকর্ড আয়তন প্রায় ১৩৪০ মিটার। এর গড় গভীরতা প্রায় ১২০০ মিটার।

২৫. পার্বত্য শাক্তিচুক্তি স্বাক্ষরিত হয় কবে ?

উত্তরঃ- ২ ডিসেম্বর, ১৯৯৭

২৬. আন্তর্জাতিক বন দিবস কত তারিখে পালিত হয় ?

উত্তরঃ- ২১ মার্চ

২৭. বাংলার প্রাচীন রাজধানীর নাম কি ?

উত্তরঃ- রাজধানী ছিল পুপ্তবর্ধন বা পুন্ড্রুনগর।

২৮. বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি ?

উত্তরঃ- বাংলাদেশ সুপ্রিম কোর্ট

২৯. প্রাচীন রামায়ণের (সংস্কৃত) রচয়িতা কে ?

উত্তরঃ- বাল্মীকি

৩০. সাফ নারী ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন কোন দেশ ?

উত্তরঃ- বাংলাদেশ (২০২২ সাফ নারী ফুটবলে বাংলাদেশ নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা লাভ করে ।)

৩১. ২০২২ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান কে ?

উত্তরঃ- এনি এরনো

৩২. রাশিয়া কত তারিখে প্রথম ইউক্রেন আক্রমণ করে ?

উত্তরঃ- ২৪ ফেব্রুয়ারি, ২০২২ সালে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া।

৩৩. বর্তমান বাংলাদেশ সরকারের মন্ত্রীসভায় কতজন নারী সদস্য রয়েছেন ?

উত্তরঃ- ৫ জন শেখ হাসিনা, ডা. দিপু মনি, মুন্নুজান সুফিয়ান , বেগম হাবিবুন নাহার ও ফজিলাতুন নেসা

৩৪. ভাসানচর কোন্উপজেলায় অবস্থিত ? ১

উত্তরঃ- নোয়াখালীর হাতিয়া উপজেলায় অবস্থিত

৩৫. বৃটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ কত বছর ক্ষমতায় ছিলেন ?

উত্তরঃ- ৭০ বছর

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Dropbox

Download