তথ্য অধিদফতর (তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়) স্টোর অ্যাসিন্ট্যান্ট পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২৩

0
128

তথ্য অধিদফতর (তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়) স্টোর অ্যাসিন্ট্যান্ট

 পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২৩

পদের নামঃ- অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক/ ক্যাটালগার/ স্টোর অ্যাসিন্ট্যান্ট

পরীক্ষার তারিখঃ- ১৮.০৩.২০২৩

১. এক কথায় প্রকাশ-

ক) অনুকরণ করার ইচ্ছা = অনুচিকীর্ষা

খ) আপনাকে ভুলে থাকে যে = আত্মভোলা

গ) ইন্দ্রিয়কে জয় করেছে যে = জিতেন্দ্রিয়

ঘ) তর্ক করে যে = তার্কিক

ঙ) বুকে হেঁটে চলে যে = সরীসৃপ

২. শুদ্ধ করে লিখুন:

ক) মুমুর্ষ = মুমূর্ষু

খ) স্বপরিবারে = সপরিবারে

গ) অসদাচারন = অসদাচারণ

ঘ) দৈন্যতা = দৈন্য/ দীনতা

৬) মরিচিকা = মরীচিক্কা

৩. অর্থসহ বাক্য রচনা করুন:

ক) ঠেলা দিয়ে গঙ্গায় ফেলা (জোর করে কাজ করানো): করিম অলস, তাকে ঠেলা দিয়ে গায় ফেলতে হয় ।

খ) তেলা মাথায় তেল দেওয়া (যার আছে তাকে আরো দেওয়া): দুনিয়ার সবাই তেলা মাথায় তেল দেয়, গবীবের কেউ নেই।

গ) ধর্মের ঢাক আপনি বাজে (পাপ গোপন না থাকা): দারোগা সাহেবের ঘুষ খাওয়ার কথা প্রকাশ পেলে সবাই বলাবলি করতে লাগল যে ধর্মের ঢাক আপনি বেজেছে।

ঘ) আপন ঢাক আপনি বাজানো (নিজের প্রশংসা নিজে করা): আজকাল আপন ঢাক আপনি বাজাতে হয়।

ঙ) এক হাতে তালি বাজে না (দোষ শুধু এক পক্ষের হয় না): তারা দু’জনেই অপরাধী, এক হাতে তালি বাজে না।

৪. সন্ধি বিচ্ছেদ করুন:

ক) পরীক্ষা = পরি + ঈক্ষা

খ) বনৌষধ = বন + ঔষধ

গ) নাবিক – নৌ + ইক

ঘ) পরিচ্ছেদ = পরি + ছেদ

ঙ) সন্তাপ = সম্‌ + তাপ

৫. Fill in the blanks:

  1. a) Death is preferable ………… disgrace. (to)
  2. b) He lives ………… Mirpur in Dhaka (at)
  3. c) Keep the box ………… the shelf. (in)
  4. d) He died ………… his country (for)
  5. e) Learn the poem ………… heart. (by)

৬. Translate into Bengali:

  1. a) Bangladesh is a riverine country = বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ।
  2. b) Patriotism is a noble virtue = দেশপ্রেম একটি মহৎ গুণ।
  3. c) Will they have seen it? = তারা কি এটা দেখবে?
  4. d) Happiness is a relative term = সুখ হচ্ছে একটি আপেক্ষিক বিষয়।
  5. e) I had a sound sleep last night = গতরাতে আমার ভাল ঘুম হয়েছে।

৭. Make sentence with meaning:

  1. a) At a loose end (বেকার): Many educated people of our country are now at a loose end.
  2. b) In short (সংক্ষেপ, In brief): Tell the story in short.
  3. c) Make after (পিছু পিছু যাওয়া): He made after the boy.
  4. d) Look over (পরীক্ষা করা, examine closely): The Principal will look over the answer scripts.
  5. e) For good (চিরতরে, Permanently): He has left the country for good.

৮. Write a paragraph on “Metro Rail in Dhaka”

Ans: Dhaka is a city of traffic congestion. A lot of time is spent on traffic every day. For this, if is necessary to work on removing traffic congestion. Metro rail is one such step. Metro rail will play an important role in reducing the pressure of a large number of passengers and vehicles in Dhaka. Work on the metro rail began on June 26, 2016.

The metro rail is made of steel or concrete. Metro rail is one of the fastest ways to commute to big cities. The importance of metro rail is immense. Time is very important for people. Time does not wait for anyone. But if you spend time in traffic, it is harmful for you. Traffic congestion is also a threat to examinees. The traffic congestion is more severe when there are passengers in the ambulance. There are thousands of traffic problems. So we all want to get 1id of this traffic. For this, the government of each country takes different steps. Similarly, metro rail is a landmark step for Bangladesh. After a certain time, the metro starts its journey from the railway station. The metro rail runs very fast. That’s why we’ll save time. Since most people prefer metro rail, the pressure of people on roads will reduce. This will reduce traffic congestion on the road. The metro rail can carry more than 60,000 passengers. There will be a total of 16 stations in the city. The total length of metro rail will be 20 km and the line will go up to Motijheel.

৯. কোন আসল ৩ বছরে মুনাফা-আসলে ৫,৫০০ হয়। মুনাফা আসলের ৩/৮ অংশ হলে, আসল ও মুনাফার হার নির্ণয় করুন।

ধরি, আসল = ৮ক টাকা

মুনাফা = ( ৩/৮ × ৮ক) টাকা

= ৮ক টাকা

প্রশ্নমতে, ৮ক + ৩ক = ৫৫০০

১১ ক = ৫৫০০

ক = ৫০০

আসল = ( ৮ × ৫০০) টাকা = ৪, ০০০ টাকা

মুনাফা = ( ৩ × ৫০০) টাকা = ১৫০০ টাকা

৪০০০ টাকায় ৩ বছরের মুনাফা = ১৫০০ টাকা

১০০ টাকায় ১ বছরের মুনাফা = ( ১৫০০× ১০০)/( ৪০০০× ৩) = ১২.৫ টাকা

সুদের হার = ১২.৫%

১১. একটি ঘরের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ । প্রতি বর্গমিটার ৭.৫০ টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে মোট ১,১০২.৫০ টাকা ব্যয় হয়। ঘরের দৈর্ঘ্য কত?

আয়তাকার অফিসটির প্রস্থ =   x  মিটার

দৈর্ঘ্য =   ৩x = মিটার

এবং ক্ষেত্রফল = ৩x  x = ৩x² বর্গমিটার

প্রশ্নমতে, ৩x²  = ১১০২.৫০/৭.৫০

⇒  x² = ১৪৭/৩

∴  x  = ৭

∴ আয়তাকার বাগানটির দৈর্ঘ্য  = ৩x = ৩ × ৭ = ২১ মিটার

১২. পদ্মাসেতু সরাসরি কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে?

উত্তরঃ- পদ্মাসেতু মুন্সিগঞ্জের মাওয়া এবং শরীয়তপুরের জাজিরাকে সংযুক্ত করেছে।

১৩. এসডিজি এর লক্ষ্যমাত্রা কয়টি?

উত্তরঃ- জাতিসংঘ টেকসই উন্নয়ন অতীষ্ট লক্ষ্য (SDG) এর মেয়াদকাল ২০১৫-২০৩০ সাল। এর লক্ষ্যমাত্রা ১৭টি। এগুলো হলোঃ

১. দারিদ্র্য নির্মূল ২. ক্ষুধামুক্তি ৩. সুস্বাস্থ্য ৪. মানসম্পন্ন শিক্ষা; ৫. লিঙ্গ সমতা; ৬. বিশুদ্ধ পানি ও পয়ঃনিঙ্কাশন; ৭. সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি; ৮. উপযুক্ত কাজ ও অথনৈতিক প্রবৃদ্ধি; ৯. শিয়. উদ্ভাবন ও অবকাঠামো ১০. বৈষম্য হ্রাস; ১১. ঢেকসই শহর ও জনগণ; ১২. পরিমিত ভোগ; ১৩. জলবায়ুবিষয়ক পদক্ষেপ; ১৪. পানির নিচে প্রাণ: ১৫. স্থলভাগের জীবন: ১৬. শান্তি ও ন্যায়বিচার এবং ১৭. লক্ষ্য অর্জনে অংশীদারিত্ব।

১৪. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে বঙ্গবন্ধু উপাধি লাভ করেন?

উত্তরঃ- ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯

১৫. DPI কী?

উত্তরঃ- DPI= Dot per inch.

প্রিন্টারের আউটপুটের মান পরিমাপক হচ্ছে DPI

১৬. ডাটা ট্রান্সমিশন স্পিডকে কী বলা হয়?

উত্তরঃ- ব্যান্ডউইথ

১৭. গণ্প্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ কয়টি?

উত্তরঃ- ১৫৩টি

১৮. WTO এর সদর দফতর কোথায়?

উত্তরঃ- জেনেভা, সুইজারল্যান্ড

১৯. কিবোর্ডে কয়টি অল্টার কি থাকে?

উত্তরঃ- ২টি

২০. ২০২৬ ফিফা বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তরঃ- কানাডা , মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র এই তিনটি দেশ একসঙ্গে ফিফা বিশ্বকাপ এর ২৩তম আসরটি আয়োজন করবে।

২১. CIRDAP এর সদর দফতর কোথায়?

উত্তরঃ- সদর দপ্তর বাংলাদেশের ঢাকায় অবস্থিত।

২২. পূর্ণরূপ লিখুনঃ

e-GP =Electronic Government Procurement

JPEG = Joint Photographic Experts Group

DOS = Disk Operating System

JICA = Japan International Cooperation Agency

SPARSO =Bangladesh Space Research and Remote Sensing Organization

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Dropbox

Download