ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বধায়ক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২২

0
111

ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বধায়ক পদের

নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২২

পদের নামঃ- ঔষধ তত্ত্বধায়ক

পরীক্ষার তারিখঃ- ২৩-০২-২০২২

১. To introduce a list of objects we use:

ক) comma

খ) hyphen

গ) semicolon

ঘ) colon✔

২. ‘The Tempest’ is a drama by:

ক) William word worth

খ) G.B Shaw

গ) William Shakespeare✔

ঘ) Harold Pinter

৩. উয়ারী বটেশ্বর কোন জেলায় অবস্থিত?

ক) দিনাজপুর

খ) ঢাকা

গ) নরসিংদী✔

ঘ) কুমিল্লা

৪. বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন?

ক) নবদ্বীপের

খ) মিথিলার✔

গ) কৃষ্ণবক্সের

ঘ) বর্ধমানের

৫. Which word is not useds as a verb?

ক) fool

খ) better

গ) anguish✔

ঘ) school

৬. Which is the right word to complete the sentence: The was set _____by a businessman.

ক) down

খ) up✔

গ) for

ঘ) off

৭. ওয়ানগালা কাদের ধর্মীয় উৎসব?

ক) মারমা

খ) গারো✔

গ) সাঁওতাল

ঘ) চাকমা

৮. সার্বজনীন মানবাধিকার ঘোষিত হয়েছে জাতিসংঘের –

ক) সাধারন পরিষদে✔

খ) নিরাপত্তা পরিষদে

গ) আন্তর্জাতিক আদালতে

ঘ) অছি পরিষদে

৯. The word ‘ ocular’; is related to;

ক) sound

খ) sight✔

গ) hearing

ঘ) smell

১০. খাদ্য সংরক্ষক হিসেবে কোনটি ব্যবহৃত হয়?

ক) খাবার সোডা

খ) পরম এলকোহল

গ) মিয়ানস্টিক এসিড

ঘ) খাদ্যলবণ✔

১১. বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল কবে?

ক) ৭ মার্চ, ১৯৭১

খ) ১৭ এপ্রিল ১৯৭১

গ) ১০ এপ্রিল, ১৯৭১✔

ঘ) ২৬ মার্চ, ১৯৭১

১২. ‘বীরবল’ কার ছদ্মনাম?

ক) বিহারীলাল চক্রবর্তী

খ) কাজী নজরুল ইসলাম

গ) প্রমথ চৗধুরী✔

ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

১৩. ’ঐরাবত’ কার সমার্থক?

ক) ঘোড়া

খ) হাতি✔

গ) সাপ

ঘ) হরিণ

১৪. কোন সালে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়?

ক) ১৯৭০ সালে

খ) ১৯৭১ সালে

গ) ১৯৭২ সালে✔

ঘ) ১৯৭৩ সালে

১৫. The opposite word of ‘ profane’ is-

ক) unfriendly

খ) scared✔

গ) helpful

ঘ) sinful

১৬. Having finished the work they left for home. Here the underlined word function as a:

ক) noun

খ) adjective

গ) adverb✔

ঘ) preposition

১৭. Who is known as a novelist?

ক) Thomas Hardly✔

খ) John Milton

গ) Alexander Pope

ঘ) p.B. Shelly

১৮. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক রচনা?

ক) পথের পাঁচালী

খ) হাঙ্গর গ্রেনেড✔

গ) করব

ঘ) আরেক ফাল্গুন

১৯. মেঘনোদবধ মহাকাব্যটি প্রকাশিত হয়-

ক) ১৮৬১ সালে✔

খ) ১৮৬৫ সালে

গ) ১৯৫২ সালে

ঘ) ১৯৭০ সালে

২০. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে আনুষ্ঠানিকভাবে ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন?

ক) ৫ ফেব্রুয়ারি , ১৯৬৬✔

খ) ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৬

গ) ২৩ এপ্রিল, ১৯৬৬

ঘ) ২৩ মার্চ, ১৯৬৬

২১. অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর

খ) কাজী নজরুল ইসলাম

গ) মাইকেল মধুসুদন দত্ত✔

ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত

২২. ’কবর’ নাটকটি কোন পটভূমিতে রচিত?

ক) তেভাগা আন্দোলন

খ) ভাষা আন্দোলন✔

গ) দেশ বিভাগ

ঘ) মুক্তিযুদ্ধ

২৩. ’আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট’ এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

ক) ঢাকা

খ) নয়াদিল্লী

গ) ম্যানিলা✔

ঘ) ব্যাংকক

২৪. Choose The correct sentence;

ক) I shook his hand

খ) My watch gives correct time

গ) They are paying no attention to my advice✔

ঘ) He sold all his furnitur’s

২৫. লোহিত রক্ত কণিকার জীবনকাল কয়দিন?

ক) ১২০ দিন✔

খ) ৭০ দিন

গ) ৬০ দিন

ঘ) ১০০ দিন

২৬. ’চক্রবাক’ কাব্যের রচয়িতা-

ক) ফররুখ আহমদ

খ) কাজী নজরুল ইসলাম✔

গ) মাইকেল মধুসুদন দত্ত

ঘ) শামসুর রহমান

২৭. কোন বিতর্কিত এলাকাকে কেন্দ্র করে ২০২০ সালের সেপ্টেম্বর মাসে আজারবাইজান ও আর্মেনিয়া যুদ্ধে জড়িয়ে পড়ে?

ক) বেলাপান

খ) বারডা

গ) নাগার্নো- কারবাখ✔

ঘ) টার্টা

২৮. ’শিশু স্বর্গ’ নামে চিত্র অঙ্কন প্রতিষ্ঠান গড়ে তোলেন?

ক) এস. এম. সুলতান✔

খ) জয়নুল আবেদীন

গ) মুস্তফা মনোয়ার

ঘ) কামরুল হাসান

২৯. ‘ব্ল্যাক বক্স’ ব্যবহৃত হয়-

ক) মোটর গাড়িতে

খ) জাহাজে

গ) রকেটে

ঘ) উড়োজাহাজে✔

৩০. বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?

ক) হামিদুর রহমান✔

খ) শাহাবুদ্দিন আহমেদ

গ) হাসেম খান

ঘ) মইনুল হোসেন

৩১. ‘প্রত্যয়’ কে প্রধানত কয়ভাগে ভাগ করা যায়?

ক) চার ভাগে

খ) দুই ভাগে✔

গ) তিন ভাগে

ঘ) পাঁচ ভাগে

৩২. বাংলা সাহিত্যে আধুনিক যুগের সূচনা হয়-

ক) ১৮০১ সালে✔

খ) ১৮০২ সালে

গ) ১৮০৩ সালে

ঘ) ১৮৬১ সালে

৩৩. It is _____horrible incident . The right word for the gap is-

ক) a

খ) an✔

গ) the

ঘ) no article

৩৪. Which is in plural form?

ক) radius

খ) analisis

গ) media✔

ঘ) datum

৩৫. ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়?

ক) কোপেন হেগেন

খ) লন্ডন

গ) রোম

ঘ) ব্রাসেলস✔

৩৬. A person just appointed to a post is called a/an:

ক) appointer

খ) appontee

গ) novice✔

ঘ) apprentice

৩৭. চর্যাপদের ভাষা-

ক) সান্ধ্য ভাষা✔

খ) ব্রজবুলী ভাষা

গ) বাংলা ভাষা

ঘ) মৈথিলি ভাষা

৩৮. কোন পদার্থটি খাদ্যের পচনের জন্য দায়ী?

ক) লবণ

খ) ভিটামিন

গ) লিপিড

ঘ) পানি✔

৩৯. Identify the feminine gender-

ক) peer

খ) parent

গ) boar

ঘ) spinster✔

৪০. Which is the right synonym of ‘Skilled”?

ক) adopt

খ) adept✔

গ) adupt

ঘ) adapt

৪১. `যা কষ্টে লাভ করা যায়’ – এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ-

ক) দুর্লভ✔

খ) অলভ্য

গ) কষ্টসাধ্য

ঘ) দুর্জয়

৪২. বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে সমগ্র যুদ্ধক্ষেত্রকে কয়টি সাব সেক্টরে ভাগ করা হয়?

ক) ৬০ টি

খ) ৬৪ টি✔

গ) ৪৪ টি

ঘ) ৫৪ টি

৪৩. বিশ্বশান্তি পরিষদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোন পদকে ভুুষিত করে?

ক) র‌্যামন ম্যাগসেসে পদক

খ) জুলিও ও কুরি পদক✔

গ) মাদাম কুরি পদক

ঘ) নোবেল পদক

৪৪. ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়-

ক) ১৮০০ সালে

খ) ১৮০১ সালে✔

গ) ১৮০৩ সালে

ঘ) ১৮০২ সালে

৪৫. ’মুক্তির গান’ এর নির্মাতা কে?

ক) মোরশেদুল ইসলাম

খ) তানভীর মোকাম্মেল

গ) নাসিরউদ্দিন ইউসুফ

ঘ) তারেক মাসুদ✔

৪৬. The past tense of the ‘string’ is:

ক) strang

খ) stringed

গ) strung✔

ঘ) strunged

৪৭. The complete the sentence ‘Hardly had I reached the station _____the train left’ We need:

ক) then

খ) than

গ) but

ঘ) before✔

৪৮. কোন ধাতুর গলনাংক সবচেয়ে কম?

ক) দস্তা

খ) সীসা

গ) লোহা

ঘ) পারদ✔

৪৯. বাংলা ভাষার উপসর্গ কত প্রকার?

ক) তিন প্রকার✔

খ) চার প্রকার

গ) পাঁচ প্রকার

ঘ) সাত প্রকার

৫০. বিখ্যাত ওয়াল স্ট্রিট কোথায় অবস্তিত?

ক) লন্ডনে

খ) টোকিওতে

গ) প্যারিসে

ঘ) নিউইয়র্কে✔

৫১. রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয় কোনটি?

ক) চিত্রা

খ) অগ্নিবীণা✔

গ) সোনার তরী

ঘ) সেজুঁতি

৫২. The man ws absolved _____the charge. The right prepostion for the gap is;

ক) of

খ) for

গ) out

ঘ) from✔

৫৩. Choose the word with correct spelling:

ক) Videoes

খ) Videos✔

গ) Vidioes

ঘ) Vidios

৫৪. ‘বাবা যত বুদ্ধিমান ছেলে তত বোকা’ The right English translation of this sentence is:

ক) The father is as intelligent as the son is fool

খ) The son is as foolish as the father is intelligent

গ) The father is a intelligent as the son is a foolish✔

ঘ) Father is so intelligent as much as son is foolish

৫৫. ঘাতক দালাল নির্মূল কমিটি গঠিত হয়-

ক) ১৯৯০ সালে

খ) ১৯৯১ সালে

গ) ১৯৯২ সালে✔

ঘ) ১৯৯৩ সালে

৫৬. ’কারাগারের রোজনামচা’ কে রচনা করেন?

ক) সৈয়দ শামসুল হক

খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান✔

গ) সুফিয়া কামাল

ঘ) শেখ হাসিনা

৫৭. ________ going to office, I met an accident.

ক) When

খ) on

গ) While✔

ঘ) Behind

৫৮. `সংবাদ প্রভাকর’ পত্রিকার সম্পাদক কে?

ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

খ) বিহারীলাল চক্রবর্তী

গ) ঈশ্বরচন্দ্র গুপ্ত✔

ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

৫৯. বাংলা উপসর্গ কয়টি?

ক) উনিশটি

খ) বিশটি

গ) একুশটি✔

ঘ) বাইশটি

৬০. বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?

ক) বুড়িগঙ্গা✔

খ) হোয়াংহো

গ) শীতললক্ষ্যা

ঘ) সিন্ধু

৬১. কোন সংস্থা ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে?

ক) ইউনেস্কো✔

খ) ইউনেসেফ

গ) ইউনিফেম

ঘ) আইএলও

৬২. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ এটি-

ক) উপন্যাস

খ) কাব্যগ্রন্থ✔

গ) নাটক

ঘ) প্রবন্ধসংগ্রহ

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Dropbox

Download