সমন্বিত ১০ ব্যাংকের সিনিয়র অফিসার পদের
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২৩
পদের নামঃ- সিনিয়র অফিসার
পরীক্ষার তারিখঃ- ১০-১১-২০২৩
১। ব্যাকরণের আলোচ্য বিষয়-
ক) ধ্বনি
খ) শব্দ
গ) বাক্য
ঘ) সবগুলোই সঠিক
উত্তর: ঘ
২। “চির” ও চীর শব্দজোড়ের অর্থ যথাত্রমে-
ক) চূর্ণ ও নেশাগ্রস্ত
খ) ছুরি ও স্বাভাবিক
গ) দীর্ঘ ও ছিন্নবস্ত্র
ঘ) ছিন্নবস্ত্র ও দীর্ঘ
উত্তর: গ
৩। কোন দুটি শব্দ কেবল তন্তুর বহুবচনে ব্যবহৃত হয়?
ক) পাল ও কুঞ্জ
খ) যূত ও মালা
গ) নিকর ও রাজি
ঘ) পাল ও যুথ
উত্তর: ঘ
৪। নিচের কোনটি দেশি শব্দ?
ক)চন্দর
খ) ডাব
গ) হরতাল
ঘ) চিনি
উত্তর: খ
৫। লোকটি আমাকে সামনের আসনে বসতে অনুরোধ করলেন । বাক্যটির প্রত্যক্ষ উত্তিয হল-
ক) লোকটি আমাকে বললেন “আগে আসুন সামনে বসুন”
খ) লোকটি আমাকে বললেন “আপনি সামনের আসনে বসুন |”
গ) লোকটি আমাকে বললেন, “অনুগ্রহ করে আপনি সামনের আসনে বসুন ।”
ঘ) লোকটি আমাকে বললেন “অনুগ্রহ করুন এবং সামনের আসনে বসুন |”
উত্তর: গ
৬। “সারারাত বৃষ্টি হয়েছে’- এখানে ‘সারারাত’ কোন কারকে কোন বিভক্তি?
ক) কর্মে শূন্য খ) কর্তায় শূন্য
গ) অধিকরণে শূন্য
ঘ) অপাদানে শূন্য
উত্তর: গ
৭। “ধৃষ্ট” শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক) নম্র
গ) সদয়
খ) মৌন
ঘ) সজীব
উত্তর: ক
৮। বাক্যে প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহারে কোন দোষ ঘটে?
ক) গুরুচণ্ডালী দোষ খ) দুর্বোধ্যতা
গ) উপমার ভুল প্রয়োগ ঘ) বাহুল্য দোষ
উত্তর: ঘ
৯। কোনটি শুদ্ধ বানান
ক) অনাবাদী
খ) অপদস্ত
গ) অব্যার্থ
ঘ) অভাগিনি
উত্তর: ঘ
১০। “কি হেতু এসেছ তুমি কহ বিস্তারিয়া”- “হেতু” অনুসর্গটি কি অর্থ প্রকাশ করেছে?
ক) নিমিত্ত
খ) প্রার্থনা
গ) ব্যাপার
ঘ) প্রসঙ্গ
উত্তর: ক
১১। ‘মহজ্ঞান এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক) মহান যে জ্ঞান
খ) মহা হে জ্ঞান
গ) মহৎ হে জ্ঞান
ঘ) মহতী যে জ্ঞান উত্তর:
ব্যাখ্যা: প্রশ্নে মহৎ হে জ্ঞান” এর জায়গায় “মহৎ, যে জ্ঞান” হবে।
১২। “সপ্তাহ” কোন ধরনের শব্দ?
ক) অংকবাচক
খ) তারিখবাচক
গ) পরিমাণবাচক
ঘ) পুরণবাচক
উত্তর: গ
১৩। “ইতর বিশেষ” বাগধারাটির অর্থ কি?
ক) পার্থক্য
খ) পক্ষপাতিত্ব
গ) ভালো-মন্দ
ঘ) গুরুত্বরীন
উত্তর: ক
১৪। কোন বাগধারাটি ভিন্নার্থক?
ক) দুধের মাছি
খ) শরতের শিশির
গ) সুখের পায়রা
ঘ) লক্ষ্মীর বরযাত্রী
উত্তর: খ
১৫। সূর্য শব্দটির সমার্থক শব্দ কোনটি?
ক) ফনী
খ) শৈল
গ)ভুজ
ঘ) সবিতা
উত্তর: ঘ
১৬। “পথের শেষ কোথায় গ্রন্থটি কার লেখা?
ক) বুদ্ধদেব বসু
খ) আব্দুল্লাহ আবু সায়ীদ
গ) আবু সায়ীদ আইয়ুব
ঘ) প্রমথ চৌধুরী
উত্তর: গ
১৭। বিপরীত শব্দ গঠনে কোন উপসর্গ গুলো ব্যবহৃত হয়?
ক) উপ, খর
খ) অপ, অনা
গ) নিম, ভর
ঘ) দর, উৎ
উত্তর: খ
১৮। “অনু” ও ‘অণু’ – এই শব্দ দুটির মধ্যে তফাত কোন ক্ষেত্রে?
ক) বানানে
খ) উচ্চারণে
গ) অর্থে
ঘ) বানানে ও অর্থে
উত্তর: ঘ
১৯। ভাষার আঞ্চলিক বৈচিত্রকে বলা হয়-
ক) বিবর্তিত ভাষা
খ) উপভাষা
গ) ভাষা লিপি
ঘ) শাখা ভাষা
উত্তর: খ
২০। ‘রতন’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের একটি কেন্দ্রের চরিত্র?
ক) অতিথি
খ) রবিবার
গ) ছুটি
ঘ) পোস্টমাস্টার
উত্তর: ঘ
২১। কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা?
ক) আত্মচরিত
খ) আত্মকথা
গ) আত্ম জিজ্ঞাস!
ঘ) আমার কথা
উত্তর: ক
২২। অয়ন শব্দের অর্থ কি?
ক) সাপ
খ) টাদ
গ) পথ
ঘ) তরঙ্গ
উত্তর: গ
২৩। সদ্যেজাত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) সৎ + জাত
খ) সদ্যো + জাত
গ) সদ্যঃ + জাত
ঘ) সদ্য + জাত
উত্তর: গ
২৪। কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত হয়েছে?
ক) আষাঢ়
খ) আঘাটা
গ) আয়না
ঘ) আনন
উত্তর: খ
২৫। কে বাংলা ভাষার কবি নন?
ক) জ্ঞানদাস
খ) জয়দেব
গ) মুকুন্দরাম
ঘ) চণ্ডীদাস
উত্তর: খ
- Each of the following idioms/phrases is followed by some alternatives. Choose the one which best express its meaning.(Qs. 26-30)
২৬. Hush Money
ক) Money overdue
খ) Easy money
গ) Money earned by wrong means
ঘ) Bribe paid to secure silence
উত্তর: ঘ
২৭। To show the white feather
ক) To show signs of cowardice
খ) To seek peace
গ) To show arrogance
ঘ) To become polite
উত্তর: ক
২৮। Swan-song
ক) Music as sweet as a song of birds
খ) A melodious song in praise of someone
গ) Praise of a woman by her lover
ঘ) Last work of a poet or musician before death
উত্তর: ঘ
২৯। Don’t stick your neck out
ক) Interfere
খ) Look outside
গ) Invite trouble unnecessary
ঘ) Move
উত্তর: গ
৩০। To look down one’s nose at
ক) To backbite
খ) To show anger
গ) To insult in the presence of others
ঘ) To regard with half-hidden displeasure or contempt.
উত্তর: গ
- In each of the following questions, a sentence has been given in Active (or Passive) voice. Out of the four alternatives suggested select the one which best expresses the same sentence in Passive (or Active) voice. (Qs. 31-35)
৩১. One should keep one’s promise
ক) One’s promise should be kept by us
খ) One’s promise has to be kept
গ) A premise should be keeping.
ঘ) A promise should be kept
উত্তর: ঘ
৩২. You will have finished this work by tomorrow.
ক) This work will have been finished tomorrow.
খ) This work will be finished by tomorrow
গ) This work will finished tomorrow.
ঘ) This work will have been finished by tomorrow
উত্তর: ঘ
৩৩. Please help me.
ক) You were requested to help me.
খ) You are being requested to help me.
গ) You are requested to help me.
ঘ) You have been requested to help me
উত্তর: গ
৩৪. My uncle promised me a present
ক) present was promised by my uncle to me.
খ) I was promised a present by my uncle.
গ) I had been promised a present by my uncle.
ঘ) I was promised by my uncle a present
উত্তর: খ
৩৫. Why do you waste time?
ক) Why is time wasted by you?
খ) Why is time been wasted by you?
গ) Why has time been wasted by you?
ঘ) Why is time being wasted by you?
উত্তর: ক
III. In each of the following questions, choose the most suitable ‘one word’ for the given expressions. (Qs. 36-40)
৩৬. One who has suddenly gained new wealth, power or prestige.
ক) Aristocrat
খ) Affluent
গ) Maverick
ঘ) Parvenu
উত্তর: ঘ
৩৭। One who plays a game for pleasure and not professionally.
ক) Veteran
খ) Player
গ) Connoisseur
ঘ) Amateur
উত্তর: ঘ
৩৮। The conclusions derived from experiments showed deviation from the common rule.
ক) Heterogeneity
খ) Anomaly
গ) Anonymity
ঘ) Strange
উত্তর: খ
৩৯। A person who pretends to have more knowledge or skill than he really has.
ক) Renegade
খ) Apostle
গ) Charlatan
ঘ) Apotheosis
উত্তর: of
৪০। A person’s first speech.
ক) Preface
খ) Maiden
গ) Opener
ঘ) Extempore
উত্তর: খ
- In each of the following questions, a word has been written in four different ways out of which only one is correctly spelt. Find out the correctly spelt word. (Qs. 41-45)
৪১। ক) Tariff
খ) Tarriff
গ) Tarif
ঘ) Tarrif
উত্তর: ক
৪২. ক) Sattellite
খ) Satellite
গ) Sattelite
ঘ) Satelite
উত্তর: খ
৪৩. ক) Sovereignty
খ) Soveriegnty
গ) Sovereignity
ঘ) Soveriegnity
উত্তর: ক
৪৪. ক) Commission
খ) Commisson
ঘ) Commision
ঘ) Comission
উত্তর: ক
৪৫. ক)Incumbent
খ) Incumbant
গ) Incambant
ঘ) Incambent
উত্তর: ক
- Each sentence has four underlined parts having words or phrases marked (ক), (খ), (গ), (ঘ). Identify one of the underlined parts that must be changed to make the sentence correct. (Qs. 46-50)
৪৬. Sooner than he had arrived his friends arranged a reception in his honor
ক) খ) গ)
in the best hotel in town.
ঘ) উত্তর: ক
৪৭. The price of crude oil used to be a great deal lower than now, wasn’t it?
ক) খ) গ) ঘ) উত্তর: ঘ
৪৮. If the streets would have been clearly marked it would not have taken us
ক) খ) গ)
so long to find his house.
ঘ) উত্তর: ক
৪৯. The manager asked the worker why was he again disturbing the schedule
ক) খ) গ)
of production.
ঘ) উত্তর: খ
৫০. Unless two or more members object to him joining the club, we shall
ক) খ)
have to accept his application for membership
গ) ঘ) উত্তর: খ
৫২। A, B, C, D and E are five consecutive numbers in increasing order of size. Deleting one of the five numbers from the set decreased the sum of the remaining numbers in the set by 20%. Which one of the following numbers was deleted?
ক) B
খ) A
গ) D
ঘ) C
উত্তর: ঘ
৫২। Bowl ও contents only marbles. If 1/4+ of the marbles were removed, the bowl would be filled to 1/2 of its capacity. If 100 marbles were added, the bowl would be full. How many marbles are in bow S?
ক) 100
খ) 200
গ) 250
ঘ) 300
উত্তর: খ
৫৩ Square ABCD is inscribed in a circle whose radius is 4 cm. calculate the area of the square.
ক) 16
খ) 32
গ) 48
ঘ) None
উত্তর: খ
৫৪। What is the difference between the amount of interest earned on a principal of Tk. 100 for 2 years at 10% simple interest rate and 10% compounding interest rate?
ক) Tk.121
খ) Tk.120
গ) Tk.2
ঘ) Tk.1
উত্তর: ঘ
৫৫। If 0 < x <1, then which one of the following is the maximum value of (x — 1)2+ x?
ক) 1
খ)-2
গ) 0
ঘ)-1
উত্তর: ক
৫৬। Point A is 10 km west of point B. point B is 30 km north of point C. point C is 20 km east of point D. what is the distance between point A and D?
ক) 10/
খ) 10/
গ) 20/
ঘ) 30/
উত্তর: খ
৫৭। There are 3 doors to a lecture room. In how many ways can a lecture enter the room from one door and leave from another door?
ক) 1
খ) 3
গ) 6
ঘ) 9
উত্তর: ঘ
৫৮। A rhombus is a quadrilateral-
ক) Whose all sides are equal
খ) Whose any two opposite sides are parallel
গ) Whose all sides are equal and four angels are equal to 90
ঘ) Both (a) and (b)
উত্তর: ঘ
৫৯। For a research purpose 2500 individuals where interviewed. Among them 750 parsons have bank account in State owned commercial bank (SOCBs) and 2250 persons have bank accounts in private commercial bank(PCBs) how many of them have bank accounts in both (SOCBs) and (PCBs) ?
ক) 250
খ) 300
গ) 500
ঘ) 600
উত্তর: গ
৬০। What would be the value of 20% of m as a percentage of p, if 8% of m – 490 of p?
ক) 80%
খ) 16%
গ) 10%
ঘ) None
উত্তর: গ
৬১। Which is the larger between two numbers if they are in the ratio of 6 : 13 and their least common multiple is 312?
ক) 52
খ) 26
গ) 24
ঘ) 12
উত্তর: ক
৬২। Three coins tossed. Find the probability of exactly 2 heads-
ক) 3/8
খ) 1/2
গ) 1/8
ঘ) None
উত্তর: ক
৬৩। A rectangular sheet of paper, 10 cm long and 8 cm wide has squares of Side 2 cm cut from is of its corner. The sheet is then folded to form a tray of depth 2 cm. What is the volume of this tray?
ক) 32cm2
খ) 48cm3
51) 49cm3
ঘ) 54cm3
উত্তর: খ
৬৪।A group of 20 friends formed an Investment club, with each member contributing anIs equal amount to the general fund. The club then invested the entire fund, which amounted to t taka, in stock X. The value of the stock subsequently increased 40 percent, at that point the stock was sold and the proceeds divided evenly among the members. in terms of t, how much money did member of the club receive from the sale?
উত্তর: ঘ
৬৫। A machine is sold at a profit of 10%. Had it been sold for tk. 40 less, there would have been a loss of 10% . What was the cost price?
ক) tk. 175
খ) tk.200
গ) tk.225
ঘ) tk.250
উত্তর: খ
৬৬। A train crosses a platform in 45 seconds travelling with a speed of 36km/h. If the length of the train be 200 metres, then what will be the length (in metres) of the platform?
ক) 250
খ) 200
গ) 300
ঘ) 350
উত্তর: ক
৬৭। The perimeters of two squares are 40 cm and 32 cm. Find the
perimeter of a third square whose area is equal to the difference of
the areas of the two squares.
ক)18 cm
খ) 24 cm
গ) 32 cm
ঘ) 36 cm
উত্তর: খ
৬৯। In a set of numbers, the average of first two numbers is 2, the average of the last two numbers is 3, and the average of the first and the last numbers is 4. What is the average of three numbers?
ক) 3
খ) 2
গ) 205
ঘ) 305
উত্তর: ক
৭১। Russian Launched a special military operation in Ukraine on –
ক) February 24, 2022
খ) January 24, 2022
গ) March 23, 2022
ঘ) March 21, 2021
উত্তর: ক
৭২। Which one of the following is correct?
ক) Queen Elizabeth II diet of old age on September 18, 2002 in Scotland.
খ) King Charles III Succeeded Queen Elizabeth.
গ) King Charles II Succeeded Queen Elizabeth.
ঘ) None of these
উত্তর: খ
৭৩। Elon musk has bought Twitter in 2022 with –
ক) USD 42 billion
খ) USD 34 billion
গ) USD 44 billion
ঘ) None of these
উত্তর: গ
৭৪। In 2024, the total number of days is –
ক) 365 days
খ) 366 days
গ) 364 days
ঘ) None of these
উত্তর: খ
৭৫। Katalin kariko and Drew Weissman Got the Nobel prize in 2023 in –
ক) Economics
খ) Medicine
গ) Literature
ঘ) None of th these
উত্তর: খ
৭৬। Name of the national professor of Bangladesh is –
ক) prof. AK Azad Khan
খ) prof. Alamgir Mohammad Sirajuddin
গ) prof. Mahmood Hassan
ঘ) All of them
উত্তর:ঘ
৭৭। The famous book of titled ‘Jaddapi Amar Guru’ was written by
ক) Rangalal Sen
খ) Humayun Ahmed
গ) Abdur razzak
ঘ) Ahmed sofa
উত্তর: ঘ
৭৮। The 2023 FIFA women’s World Cup took place from 20 July to 20 Augus 2023 was jointly hosted by –
ক) Australia and New Zealand
খ) Australia and France
গ) France and Germany
ঘ) France and New Zealand
উত্তর: ক
৭৯। The 2023 ICC Cricket World Cup is an international Cricket tournament
which is hosted by India. This is –
ক) 11th edition of World Cup cricket
খ) 12th edition of World Cup cricket
গ) 13th edition of World Cup cricket
ঘ) 14th edition of World Cup cricket উত্তর: of
৮০। The Name of Asia’s fastest male and female athlete as per Asian Games
2023 is –
ক) China’s Xie Zhenye and GE Manqi
খ) China’s Xie Zhenye and Sri Lanka Devindya Oshini gunawardene
গ) China’s Xie Zhenye and Indian Dhanalakshmi
ঘ) None of these
উত্তর: ক
৮১। One horse power is equal to-
ক) 746 watts
খ) 748 watts
গ) 756 watts
ঘ) 736 watts
উত্তর: ক
৮২। Bangladesh became a member of the United Nations in-
ক) 1972
খ) 1973
গ) 1974
ঘ) 1976
উত্তর: ঘ
৮৩। The world’s largest international organization and a successor to the
League of Nations is-
ক) UNESCO
খ) UNO
গ) UNICEF
ঘ) None of these
উত্তর: খ
৮৪। The headquarter of the UNESCO is at-
ক) Rome
খ) Geneva
গ) New York
ঘ) Paris
উত্তর: ঘ
৮৫। The ‘Matarbari Island’ is in-
ক) Maheshkhali
খ) Sandwip
গ) Khulna
ঘ) Barisal
উত্তর: ক
৮৬। The instrument used to measure electric current is-
ক) Ammeter
খ) Electrometer
গ) Galvanometer
ঘ) Spectrometer
উত্তর: ক
৮৭। The name of a submersible belonging to U.S. company Ocean Gate has recently missed in the Atlantic Ocean during an expedition to view the shipwreck of the Titanic is-
ক) Diane
খ) Berenice
গ) Titanic
ঘ) The Titan
উত্তর: ঘ
৮৮। Bangladesh Bank has approved the Digital Bank guideline keeping provision for paid-up capital at-
ক) Tk.500 crore
খ) Tk.125 crore
গ) Tk.100 crore
ঘ) None
উত্তর: খ
৮৯। The 8th five year plan of Bangladesh has been formulated for the period of-
ক) 2019-2024
খ) 2020-2024
গ) 2021-2026
ঘ) 2020-2025
উত্তর: ঘ
৯০। Secured Overnight Financing Rate (SOFR) is a benchmark interest rate for-
ক) Dollar-denominated derivatives
খ) Dollar – denominated loans
গ) Dollar – denominated investments
ঘ) Both (a) and (b)
উত্তর: ঘ
৯১। Which of the following computer languages is written in binary codes
only?
ক) Pascal
খ) Machine language
গ) C
ঘ) C+
উত্তর: খ
৯২। Which of the following is the device used for converting maps, pictures
and drawing into digital form for storage in computers?
ক) Image scanner
খ) Digitizer
গ) MICR
ঘ) Scanner
উত্তর: খ
৯৩। What is the decimal equivalent of the binary number of 10111?
ক) 21 খ) 39
গ) 42
ঘ) 23
উত্তর: ঘ
৯৪। The computer command of ‘Ctrl + Alt + Delete’ is applied to-
ক) Copy text
খ) Change a password
গ) Copy and paste text
ঘ) Shut down the computer
উত্তর: খ
৯৫। ……….. is not a form of data storage media.
ক) Magnetic tape
খ) Magnetic disc
গ) Optical disc
ঘ) A database
উত্তর: ঘ
৯৬। A hard disk drive can be directly connected to a PC Via a-
ক) ACSI interface
খ) Parallel interface
গ) WAN interface
ঘ) USB interface
উত্তর: ঘ
৯৭। RAM is also called as-
ক) Virtual memory
খ) Volatile Memory
গ) Non-volatile memory
ঘ) Cache memory
উত্তর: খ
৯৮। Which is a type of computing that performs computation, storage and even applications as a service across a network?
ক) Parallel computing
খ) Cloud computing
গ) Distributed computing
ঘ) Virtual computing
উত্তর: খ
৯৯। How many types of recipients are there in an e-mail system?
ক) One
খ) Two
গ) Three
ঘ) Four
উত্তর: গ
১০০। Find the odd one among the following-
ক) C++
খ) Linux
গ) Windows 10
ঘ) Macos
উত্তর: ক