বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সিনিয়র স্টাফ নার্স
পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২৩
পরীক্ষার নামঃ- সিনিয়র স্টাফ নার্স
পরীক্ষার তারিখঃ- ১৭-১১-২০২৩
৫১. Email এর পূর্ণরূপ কোনটি?
ক) Express mail
খ) Electronic mail
গ) Elevated mail
ঘ) Electric mail
উত্তর: খ
৫২. WAN কি?
ক) Wireless Area Network
খ) wide Area Network
গ) wired Area Network
ঘ) Wireless Access Network
উত্তর: খ
৫৩. নিচের কোনটি কম্পিউটারের হার্ডওয়ার নয়?
ক) RAM
খ) MS Word
গ) Mouse
ঘ) Graphics Card
উত্তর: খ
৫৪. অতিভুজের বিপরীত কোণের মান কত?
ক)৯০ ডিগ্রী
খ) ১৮০ডিগ্রী
গ) ৪৫ডিগ্রী
ঘ) ৬০ডিগ্রী
উত্তর: ক
৫৫. সমকোণনী ত্রিভুজের ৩টি বাহু যথাক্রমে a,b,c এবং ০অতিভুজ। সেক্ষেত্রে a2 + b2+ c2 এটি কার উদ্ভাবিত সুত্র?
ক) পিথাগোরাস
খ) আল-কেমী
গ) আল-জাবের
ঘ) কেউ নয়
উত্তর: ক
৫৬. ১০ টাকার ২৫% কত?
ক) ০৪ টাকা
খ) ২.৫০ টাকা
গ) .৪০টাকা
ঘ) ০৪ টাকা
উত্তর: খ
৫৭. ১২০০ টাকার একটি পণ্য ০৫% ক্ষতিতে বিক্রি করলে বিক্রয়মূল্য কত?
ক) ৯৫ টাকা
খ) ৯৫ টাকা
গ) ১৯০ টাকা
ঘ) ১৮০ টাকা
উত্তর: গ
৫৮. -5XaX-cX0=?
ক) -5ac
খ) 5ac
গ) 0
ঘ) 05ac
উত্তর: গ
৫৯. সর্বশেষ বিশ্বকাপ ফুটবল এর আয়োজক দেশ কোনটি?
ক) কলম্বিয়া
খ) ভেনিজুয়েলা
গ) ভারত
ঘ) কাতার
উত্তর: ঘ
৬০। টাইমড আউট কোন খেলার নীতিভুক্ত পদ্ধতি?
ক) কাবাড়ি
খ) কারাতে
গ) কুস্তি
ঘ) ক্রিকেট
উত্তর: ঘ
৬১। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ঢাক৷ শহর কোন সেক্টরের অধীনে ছিল?
ক) ১নং
খ) ৭নং
গ) ২নং
ঘ) ১১নং
উত্তর: গ
৬২। পদ্মা সেতুর উদ্বোধন তারিখ কোনটি?
ক) ২৬ সেপ্টেম্বর, ২০২১
খ) ২৬ মার্চ, ২০২১
গ) ২৫ জুন, ২০২১
ঘ) ২৫ জুন, ২০২২
উত্তর: ঘ
৬৩। মুজিবনগর সরকারের অস্থায়ী কার্যালয়ের কোথায় অবস্থিত ছিল?
ক) মেহেরপুর
খ) কলকাতা
গ) ঢাকা
ঘ) আগরতলা
উত্তর: খ
৬৪। সুয়েজ খাল কোন দেশের অধীনে?
ক) মিশর
খ) ভার্ডান
গ) ইয়েমেন
ঘ) সৌদি আরব
উত্তর: ক
৬৫। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত?
ক) যমুনা
খ) তিস্তা
গ) করতোয়া
ঘ) পদ্মা
উত্তর: ঘ
৬৬। ইদ্রাকপুর কেল্লা বাংলাদেশে কোন জেলায় অবস্থিত?
ক) নোয়াখালী
খ) নারায়ণগঞ্জ
গ) ঢাকা
ঘ) মুন্সিগঞ্জ
উত্তর: ঘ
৬৭। ফিলিস্তিন ও মিশরের মধ্যকার সীমান্ত ক্রসিং এর নাম কী?
ক) খাইবার
খ) রাফা
গ) রামাল্লা
ঘ) পাখতুন
উত্তর: খ
৬৮। অস্ট্রেলিয়ার রাজধানী কোনটি?
ক) ব্রিসবেন
খ) মেলবোর্ন
গ) সিডনী
ঘ) কোনোটিই নয়
উত্তর: ঘ
৬৯. ঢাকা বিশ্ববিদ্যালয় কত সনে প্রতিষ্ঠিত হয়েছিলো?
ক) ১৮২১
খ) ১৯২১
গ) ১৯২৩
ঘ) ১৯৮৬
উত্তর: খ
৭০. ঐতিহাসিক ছয় দফ৷ দাবী কত সালে পেশ করা৷ হয়?
ক) ১৯৬৯
খ) ১৯৫২
গ) ১৯৪৭
ঘ) ১৯৬৬
উত্তর: ঘ
৭১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম সাল কোনটি?
ক) ১৯২১
খ) ১৯২০
গ) ১৯২৫
ঘ) ১৯২৩
উত্তর: খ
৭২। সর্বশেষ কোন দেশের নভোযান চাঁদে অবতরণ করছে।
ক) চীন
খ) রাশিয়া
গ) যুক্তরাষ্ট
ঘ) ভারত
উত্তর: ঘ
৭৩. ‘সত্য-মিথ্যা’ কোন সমাসের উদাহরণ?
ক) দ্বন্দ্ব
খ) তৎপুরুষ
গ) কর্মধারয়
ঘ) দ্বিগু
উত্তর: ক
৭৪. “গবেষণা” এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) গব + এষণা
খ) গোঃ + এষণা
গ) গো + এষণা
ঘ) কোনোটিই নয়
উত্তর: গ
৭৫. এককথায় প্রকাশ কর: যা চাওয়া হয়েছে-
ক) চাহিত
খ) চাহিদা
গ) যাচিত
ঘ) দাবি
উত্তর: গ
৭৬. ছেলেরা বল খেলে- এটি কোন কারকের অন্তর্ভুক্ত?
ক) করণ
খ) কর্ম
গ) সম্প্রদান
ঘ) অপাদান
উত্তর: ক
৭৭. ‘হ্ম’ যুক্তাক্ষরটি কোন কোন বর্ণ নিয়ে গঠিত?
ক) ক+শ+ম
খ) ষ+ম
গ) হ্+ম
ঘ) ক্ষ+ম
উত্তর: গ
৭৮. Drizzling শব্দের বাংলা কোনটি?
ক) মুষলধারে বৃষ্টি
খ) ঝিরিঝিরি বৃষ্টি
গ) দমকা
ঘ) শিলা বৃষ্টি
উত্তর: খ
৭৯. নিচের কোনটি অনুজ্ঞা ক্রিয়ার উদাহরণ?
ক) যাও
খ) খায়
গ) লিখে
ঘ) গিয়েছিলেন
উত্তর: ক
৮০. What is the past form of ‘Put’?
ক) Putted
খ) Puted
গ) Put
ঘ) Puten
উভর:গ
৮১. Who is the weiner of Gullvwe’s Travel?
ক) Jonathan Swift
খ) J K Rowling
গ) Shakespeare
ঘ) Wordsworth
উত্তর: ক
৮২. What is the passive form of “I know him” ?
ক) He is known to me
খ) He knows me
গ) He known by me
ঘ) None
উত্তর: ক
৮৩. Fill in the blank. I am waiting for… hour.
ক) a
খ) an
গ) the
ঘ) none
উত্তর: খ
৮৪. What is the translation of “Money begets money”?
ক) টাকায় টাকা আনে
খ) অথই সকল অনর্থের মূল
গ) টাকায়ই সর্বসুখ
ঘ) কোনটিই নয়
উত্তর: ক
৮৫. Which is the correct spelling?
ক) Believe
খ) Received
খ) Nife
ঘ) a and
উত্তর: ঘ
৮৬. Which one is the plural form?
ক) Furniture
খ) Economics
গ) Datum
ঘ) Politics
উত্তর:
Note: Option এ প্রদত্ত সবগুলো শব্দই Singular।
৮৭. কম্পিউটার কী-বোর্ড কীসের কাজ করে?
ক) ইনপুট
খ) আউটপুট
গ) শর্টপুট
ঘ) প্রসেসিং ইউনিট
উত্তর: ক
৮৮. বোল্ড করতে হলে কোন শটটকাট ব্যবহার করা হয়?
ক) Shift+B
খ) Alt +B
গ) Esc + B
ঘ) Ctrl + B
উত্তর: ঘ
৮৯. Ctrl +X শর্টকার্ট কমান্ড কী কাজ করে।
ক) Copy
খ) Paste
গ) Cut
ঘ) Delete
উত্তর:গ
৯০. Html কী
ক) ওয়েব পেজ
খ) ল্যাংগুয়েজ
গ) এ্যাপ
ঘ) ডিভাইস
উত্তর: খ