বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিটার টেস্টার পদের
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২৩
পদের নামঃ- মিটার টেস্টার
পরীক্ষার তারিখঃ- ০২-০৬-২০২৩
- একাদশ জাতীয় সংসদের বর্তমান উপনেতা কে?
ক) বেগম মন্নুজান সুফিয়ান
খ) বেগম মতিয়া চৌধুরী ✔
গ) বেগম রওশন এরশাদ
ঘ) বেগম আখতার বানু
- বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়?
ক) ১২ অক্টোবর ১৯৭২
খ) ২১ নভেম্বর ১৯৭২✔
গ) ১৬ ডিসেম্বর ১৯৭২
ঘ) ১০ জানুয়ারী ১৯৭২
- স্বাধীনতা পুরষ্কার ২০২২ প্রাপ্ত প্রতিষ্ঠান কোনটি?
ক) বিদ্যুৎ বিভাগ✔
খ) জ্বালানী ও খনিজ বিভাগ
গ) বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ
ঘ) শিল্প ও শক্তি বিভাগ
- মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক শতভাগ জনগণকে বিদ্যুতের আওতায় আনার ঘোষণা দেয়া হয় কত তারিখ?
ক) ২০ মার্চ ২০২২
খ) ২১ মার্চ ২০২২✔
গ) ২২ মার্চ ২০২২
ঘ) ২৩ মার্চ ২০২২
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে গ্রামাঞ্চলে বৈদ্যুতিকরণের কথা বলা হয়েছে?
ক) ১৩
খ) ১৪
গ) ১৫
ঘ) ১৬✔
- রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা কত?
ক) ১০০০ মে.ও.
খ) ১২০০ মে.ও.
গ) ১৩২০ মে.ও.
ঘ) ২৪০০ মে.ও. ✔
- দেশে উৎপাদনে আসা সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র কোনটি?
ক) পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র✔
খ) মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র
গ) রামপাল মৈত্রি তাপবিদ্যুৎ কেন্দ্র
ঘ) ঈশ্বরদী পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র
- রামপাল কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট?
ক) ১৩২০✔
খ) ১২৪
গ) ২৪০০
ঘ) ১৩৬০
- আলট্রা সুপারক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের কততম?
ক) ১৫ তম
খ) ১৩ তম✔
গ) ১৬ তম
ঘ) ১২ তম
- সর্বশেষ কোন উপজেলা বিদ্যুতের আওতায় আসে?
ক) রাজশাহী
খ) সন্দ্বীপ
গ) মহেশখালী
ঘ) উড়ির চর
- সাবমেরিন কেবলের মাধ্যমে প্রথম কোন উপজেলায় বিদ্যুৎ সংযোগ দেয়া হয়?
ক) সন্দ্বীপ✔
খ) সেন্ট মার্টিন
গ) কুতুবদিয়া
ঘ) বাহির চর
- SCADA stand for
ক) supervisory control and data acquiring
খ) supervisory control and data acquisition✔
গ) supplementary control and data acquisition
ঘ) supplementary counting and data acquisition
- পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত কায়লা আমদানি করা হয় কোন দেশ থেকে?
ক) ইন্দোনেশিয়া✔
খ) ভারত
গ) ব্রাজিল
ঘ) বেলজিয়াম
- বর্তমানে কত শতাংশ জনগোষ্ঠী বিদ্যুৎ সুবিধাপ্রাপ্ত?
ক) ১০০%✔
খ) ৯৯%
গ) ৯৮%
ঘ) ৯৫%
- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী কে?
ক) ডঃ তৌফিক ই ইলাহী চৌধুরী
খ) শেখ হাসিনা✔
গ) নসবুল হামিদ
ঘ) রফিকুল ইসলাম
বিস্তারিত দেখতে ভিজিট করুন –
- প্যারিস জলবায়ু চুক্তিতে বাংলাদেশ স্বাক্ষর করে কত তারিখে?
ক) ৪ মার্চ ২০১৭
খ) ২৩ মার্চ ২০২০
গ) ২২ এপ্রিল ২০১৬✔
ঘ) কোনটিই নয়
- বিদ্যুৎ আবিষ্কারের সাথে কোন শিল্প বিপ্লবের সম্পর্ক রয়েছে?
ক) ৪র্থ শিল্প বিপ্লব
খ) ১ম শিল্প বিপ্লব
গ) ৩য় শিল্প বিপ্লব
ঘ) ২য় শিল্প বিপ্লব✔
- চট্টগ্রামের বাশখালিতে বেসরকারি খাতে নির্মিত দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র এসএস পাওয়ার প্ল্যান্টের প্রকৃত উৎপাদন ক্ষমতা কত মেঃওঃ?
ক) ১৩২০✔
খ) ১২৪০
গ) ১৩৫০
ঘ) ১২৬০
- ঢাকা শহরে প্রথম বিদ্যুৎ ব্যবহৃত হয় কত সালে?
ক) ১৯০১✔
খ) ১৯১২
গ) ১৩৫০
ঘ) ১২৬০
- বাসা-বাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি কত?
ক) ৫০ হার্জ✔
খ) ৬০ হার্জ
গ) ৭০ হার্জ
ঘ) ৭৫ হার্জ
- ‘The day of my sister’s marriage is drawing near. The underline word is a/an –
ক) adjective
খ) verb
গ) adverb✔
ঘ) preposition
- Which one is a correct sentence?
ক) Guard against mispellings
খ) Guard against mis-spellings
গ) Guard against miss-spellings
ঘ) Guard against misspellings✔
- Just now he ……his dinner but he says he will see you soon.
ক) Is having
খ) Has had✔
গ) Was having
ঘ) Had
- Which spelling is correct?
ক) Diarrhoea
খ) Antithesis
গ) Euphemissm
ঘ) Exhaustends
- “I impressed the lesson upon him. ‘What does ‘impressed” mean here?
ক) An impact cast upon one’s mind
খ) A learning sent to someone
গ) An idea shared to someone
ঘ) A lesson conveyed to someone✔
26.‘Deceitful’ means-
ক) Full of tricks✔
খ) Full of tacts
গ) Full of intrigues
ঘ) Full of tracks
- You should not blush………. shame at your own mistake.
ক) at
খ) on
গ) проп
ঘ) with✔
- “We were no more surprised than Rahman.” This sentence means-
ক) We were less surprised than Rahman
খ) We were all surprised
গ) Rahman was less surprised than us
ঘ) We were surprised as Rahman✔
- Many a man—–tried to complete the work.
ক) has
খ) have
গ) had
ঘ) had been
- Zakir has been ill—–three months.
ক) for✔
খ) at
গ) from
ঘ) since
- একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৩: ৪ : ৫ হলে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত ডিগ্রী ?
ক) ১৫
খ) ৪৫✔
গ) ৬০
ঘ) ৭৫
- ত্রিভুজের তিন বাহুর উপর অংকিত বর্গক্ষেত্রসমূহ কয়টি কোণ তৈরি করে?
ক) ৮
খ) ৯
গ) ১২✔
ঘ) ১৬
- একটি ঘনকের ধার ৩০% হারে বৃদ্ধি করা হলে, এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পায়?
ক) ৩০%
খ) ৩৩%
গ) ৬০%
ঘ) ৬৯%✔
- একটি বেলনের ভূমির ব্যাসার্ধ ও উচ্চতার প্রতিটিকে দ্বিগুন করা হলে এর আয়তন পূর্বের আয়তনের কতগুণ হবে ?
ক) দ্বিগুণ
খ) তিনগুণ
গ) চারগুণ
ঘ) আটগুণ
- একটি পুকুরে ২৫৬ টি মাছ আছে। শতকরা ৫০টি করে প্রতি বছর বাড়লে কত বছরে ৬৫৬১ টি মাছ হবে?
ক) ৪ বছর
খ) ৬ বছর
গ) ৮ বছর
ঘ) কোনটিই নয়
- দুই অংকবিশিষ্ট একটি সংখ্যাকে অংকদ্বয়ের গুণফল দ্বারা ভাগ করলে ভাগফল ৩ হয়। ঐ সংখ্যাটির সাথে ১৮ যোগ করলে অংকদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটি কত ?
ক) ৩৩
খ) ৪২
গ) ২৪✔
ঘ) কোনটিই নয়।
- দুইটি নল দিয়ে একটি চৌবাচ্চা ৮ মিনিটে পূর্ণ হয়। নল দুইটি খুলে দেয়ার ৪ মিনিট পর ১ম নল বন্ধ করে দেয়ায় চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও ৬মিনিট লাগলো। প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?
ক) ১০ মিনিট, ১২ মিনিট
খ) ১২ মিনিট, ১০ মিনিট
গ) ২৪মিনিট, ১২মিনিট✔
ঘ) ১২মিনিট, ২৪মিনিট
- দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর ৪৫ হলে সংখ্যা দুইটি কত?
ক) ২০, ২১
খ) ২১, ২২
গ) ২৩,২৪
ঘ) ২২, ২৩✔
- একজন পরীক্ষার্থীকে ১২টি প্রশ্ন হতে ৬টির উত্তর করতে হবে। যেখানে ক বিভাগ হতে ৫টির মধ্যে ৪টি অবশ্যই উত্তর করতে হবে। কত প্রকারে ৬টি প্রশ্নের উত্তর করা যাবে?
ক) ১০০
খ) ১০৫✔
গ) ১২০
ঘ) ২৪০
- নিচের কোন ক্ষেত্রে নির্দিষ্ট চতুৰ্ভুজ আঁকা সম্ভব নয়?
ক) ৪টি বাহু, ১টি কোণ
খ) ৩টি বাহু, ২ টি কোণ
গ) ১টি বাহু, ৪টি কোণ
ঘ) ৪টি বাহু, ১টি কোণ
- I am not good……..translation.
ক) at✔
খ) in
গ) into
ঘ) for
- Which one is the correct sentence?
ক) Robi is taller than me
খ) Robi is taller than I
গ) Robi is taller to me
ঘ) Robi is taller with I
- The world—– a lot by 2099
ক) is changing
খ) will have changed✔
গ) has changed
ঘ) changes
- কত সালে ই-মেইল সিষ্টেম চালু হয়?
ক) ১৯৭১✔
খ) ১৯৭২
গ) ১৯৮২
ঘ) ১৯৯১
- http প্রথম ব্যবহৃত হয় কখন?
ক) ১৯৬৯
খ) ১৯৭১
গ) ১৯৮০
ঘ) ১৯৮৯✔
- যে বইগুলো অনলাইন পড়া যায় সেগুলো কোন ফরম্যাটে থাকে?
ক) pdf
খ) html✔
গ) jpg
ঘ) doc
- What is ‘Cloud Computing’?
ক) Online game
খ) Internet based service✔
গ) Online banking
ঘ) None
- কোনটি মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম?
ক) Windows XP
খ) Windows 98
গ) Windows 7
ঘ) MS DOS✔
- বর্তমানে ব্যবহৃত কম্পিউটার কোন প্রজন্মের?
ক) ৩য়
খ) ৪র্থ✔
গ) ৫ম
ঘ) ৬ষ্ঠ
- নিচের কোনটি কম্পিউটার ভাইরাস ?
ক) SQL
খ) Blueray
গ) CIH✔
ঘ) SPSS
- কম্পিটারের আইকিউ(IQ) কত?
ক) 0✔
খ) 120+
গ) 120
ঘ) 200
- কোনটি বর্তনীর প্রকার ভেদ নয়?
ক) সিরিজ সার্কিট
খ) প্যারালাল সার্কিট
গ) মিশ্র সার্কিট
ঘ) স্ট্রিং সার্কিট
- বর্তমানে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট?
ক) ২৫৭০০
খ) ২৪৫০০
গ) ২৫৬০০
ঘ) ২৬০০০
- কোন বর্তনীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের বাঁধাকে কি বলে?
ক) বোধ
খ) রোধ✔
গ) ল্যাগিং
ঘ) রিডিং
- কার প্রচেষ্টায় উপমহাদেশে বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয়?
ক) হাজী মোঃ মহসিন
খ) পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর✔
গ) রাজা রামমোহন রায়
ঘ) লর্ড কার্জন
- সর্বদলীয় ভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয় কখন?
ক) ৩০ জানুয়ারী ১৯৫২
খ) ১০ জানুয়ারী ১৯৫২
গ) ১মে ১৯৫০
ঘ) ২১ ফেব্রুয়ারী ১৯৫২
- বাংলাদেশকে স্বীকৃতিদানকারী আফ্রিকার প্রথম দেশ হলো-
ক) মিশর
খ) সেনেগাল✔
গ) জাম্বিয়া
ঘ) ঘানা
- ঢাকা কখন প্রথম বারের মতো বাংলার রাজধানী হয়েছিল?
ক) ১২৫৫ খ্রিঃ
খ) ১৬১০ খ্রিঃ✔
গ) ১৯০৫ খ্রিঃ
ঘ) ১৭৫৭ খ্রিঃ
59.‘বিদায় দে মা ঘুরে আসি’ গ্রন্থের লেখক কে?
ক) রাবেয়া খাতুন
খ) জহীর রায়হান
গ) জাহনারা ইমাম✔
ঘ) এম আর আখতার মুকুল
- মুক্তা হলো ঝিনুকের –
ক) খোলসের অংশ
খ) চোখের মণি
গ) প্রদাহের ফল✔
ঘ) জমাট হরমোন
- এসডিজির (SDGs) ১৭টি লক্ষ্যের মধ্যে ‘সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি’ কত তম লক্ষ্য?
ক) ৭✔
খ) ৮
গ) ১০
ঘ) ৫
- সাবমেরিন কেবলের মাধ্যমে প্রথম কোন উপজেলায় বিদ্যুৎ সংযোগ দেয়া হয়?
ক) সন্দ্বীপ✔
খ) হাতিয়া
গ) ছেঁড়াদ্বীপ
ঘ) চর ফ্যাসন
- কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত মেঃওঃ?
ক) ৩৩০
খ) ২৩০✔
গ) ২৬০
ঘ) ২৫০
- ১০০ ওয়াট-এর একটি বৈদ্যুতিক বাল্ব এক ঘন্টা চললে কত শক্তি ব্যয় হবে ?
ক) ৩৬০০০০ জুল✔
খ) ৩৬০০০ জুল
গ) ৩৬০০০০০ জুল
ঘ) ৩৬০০০০০০ জুল
- একটি বাল্বে ’60W-220V’ লেখা আছে। বাল্বটির রোধ কত ওহম ?
ক) 806.67✔
খ) 606.67
গ) 607.68
ঘ) 606.67
- প্রতি সেকেন্ডে যে পরিমান বিট ট্রান্সমিট করা হয় তাকে বলা হয়-
ক) mps
খ) bps✔
গ) cps
ঘ) sps
- বাংলাদেশের বাসা-বাড়িতে বিদ্যুতের সাপ্লাই ভোল্টেজ কোনটি?
ক) ২২০ ভোল্ট এসি✔
খ) ২৪০ ভোল্ট এসি
গ) ৩২০ ভোল্ট এসি
ঘ) ৫২০ ভোল্ট এসি
- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিভাগ কয়টি?
ক) ০২টি✔
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ১টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশ কততম দেশ হিসেবে বিশ্ব পরমাণু ক্লাবে যুক্ত হয়?
ক) ৩২তম✔
খ) ৩৫তম
গ) ৪১তম
ঘ) ২৩তম
- বাংলাদেশে প্রথম কম্পিউটার স্থাপিত হয় কোন সালে?
ক) ১৯৬৪✔
খ) ১৯৬২
গ) ১৯৬৫
ঘ) ১৯৭১
- বিশ্বে সর্ব প্রথম মিনি কম্পিউটার কখন তৈরি করা হয়?
ক) ১৯৫৪
খ) ১৯৬০
গ) ১৯৮৪✔
ঘ) ১৯৬৩
- বাংলাদেশের বর্তমান জনসংখ্যা কত?
ক) ১৭কোটি ৫লাখ ১২ হাজার ১২৩জন
খ) ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১জন✔
গ) ১৬কোটি ৯৯ লাখ ১০০৯জন
ঘ) ১৬কোটি ৯৯ লাখ ১২ হাজার ৫১২ জন
- ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামক ভয়াবহ দুর্ভিক্ষ বাংলা কত সালে ঘটে?
ক) ১১৭৬ সালে✔
খ) ১২৭৬ সালে
গ) ১৩৭৬ সালে
ঘ) ১৪৭৬ সালে
- কাজী নজরুল ইসলামের ‘সাম্যবাদী’ কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
ক) প্রবাসী
খ) বিচিত্রা
গ) ভারতবর্ষ
ঘ) লাঙ্গল✔
- বাংলা সাহিত্যে’র প্রথম ট্রাজেডী নাটক কোনটি ?
ক) কপালকুন্ডলা
খ) কৃষ্ণকুমারী✔
গ) কুলীন কুল সর্বস্ব
ঘ) ভদ্রার্জুন
- কোনটি শুদ্ধ বানান?
ক) ইন্দ্রজালিক✔
খ) ঈন্দ্রজালীক
গ) ঐন্দ্রজালীক
ঘ) ঐন্দ্রজালিক
- বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম উপসর্গের মোট সংখ্যা কত?
ক) ১২
খ) ২৪
গ) ২০✔
ঘ) ৩২
- কোন বাক্যটি শুদ্ধ?
ক) তাহার জীবন সংশয়পূর্ণ
খ) তাহার জীবন সংশয়ময়
গ) তাহার জীবন সংশয়াপূর্ণ
ঘ) তাহার জীবন সংশয় ভরা
- উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দ সমূহ কয় ভাগে বিভক্ত?
ক) ২ ভাগে খ) ৩ ভাগে
গ) ৪ ভাগে ঘ) ৫ ভাগে✔
- কোন সংখ্যার ৩৭% থেকে ৩৭ বিয়োগ করলে বিয়োগফল ৩৭ হবে ?
ক) ৭৪
খ) ১১১
গ) ১৪৮
ঘ) ২০০✔
Download From Google Drive
Download
আরো পড়ুনঃ-
- বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিরাপত্তা প্রহরী পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩
- পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২৩