বাংলাদেশ নির্বাচন কমিশন ডাটা এন্ট্রি অপারেটর পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২৩

0
150

বাংলাদেশ নির্বাচন কমিশন ডাটা এন্ট্রি অপারেটর পদের

নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২৩

পদের নামঃ- ডাটা এন্ট্রি অপারেটর

পরীক্ষার তারিখঃ- ১৬-০৬-২০২৩

  1. বাংলা একাডেমির মূল ভবনের নাম কী ছিল?

ক) বর্ধমান হাউজ✔

খ) বাংলা ভবন

গ) আহসান মঞ্জিল

ঘ) চামেলি হাউজ

  1. “বীর” শব্দের বিপরীত লিঙ্গ কোনটি?

ক) তেজম্বিনী

খ) বীরাঙ্গী

গ) বীরাঙ্গনা✔

ঘ) বিদুষী

  1. কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস?

ক) কাঁদো নদী কাঁদো

খ) নেকড়ে অরণ্য✔

গ) রাঙা প্রভাত

ঘ) প্রদোষে প্রাকৃতজন

  1. চর্যাপদের প্রাপ্তি স্থান কোনটি?

ক) বাংলাদেশ

খ) নেপাল✔

গ) উড়িয্যা

ঘ) ভুটান

  1. নীললোহিত কোন লেখকের ছদ্মনাম ?

ক) অরুণ চিত্র

খ) সমরেশ বসু

গ) সুনীল গঙ্গোপাধ্যায়✔

ঘ) সমরেশ মজুমদার

  1. কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?

ক) অনুগমন

খ) সাহিত্য সভা

গ) পীতাম্বর✔

ঘ) রাতকানা

  1. কোনটি মিশ্র শব্দ

ক) চা-চিনি

খ) চৌ-হদ্দি✔

গ) নামাজ-রোজা

ঘ) স্কুল -কলেজ

  1. ‘সব ঝিনুকে মুক্তা মিলেনা’- এইবাক্যে ‘ঝিনুক’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক) কতায় ২য়া

খ) অপাদানে ৭মী✔

গ) কর্মে ২য়া

ঘ) অধিকরণে ৭মী

  1. “গবেষণা” শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) গব + এষনা

খ) গবে + এষণা

গ) গো + এষণা✔

ঘ) গবা + ইষণা

  1. বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে কী বলে?

ক) শব্দ

খ) কারক

গ) পদ✔

ঘ) ক্রিয়াপদ

  1. “একাত্তরের ডায়েরী” গ্রন্থের রচয়িতা কে?

ক) জাহানারা ইমাম

খ) জীবনানন্দ দাশ

গ) জহির রায়হান

ঘ) সুফিয়া কামাল✔

  1. “তিতিক্ষা” শব্দ দ্বারা বুঝায়-

ক) লাভ করার ইচ্ছা

খ) গমন করার ইচ্ছা

গ) ক্ষমা করার ইচ্ছা✔

ঘ) ত্যাগ করার ইচ্ছা

  1. “যোগাযোগ” উপন্যাসের রচয়িতা কে?

ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

খ) ঈশ্বরচন্দ্র গুপ্ত

গ) রবীন্দ্রনাথ ঠাকুর✔

ঘ) বনফুল

  1. কোনটি তৎসম শব্দ?

ক) কলম

খ) ফুল

গ) বাড়ি

ঘ) চন্দন✔

15.“বৈরাগ্য সাধনে —— সে আমার নয়”

ক) আনন্দ

খ) মুক্তি✔

গ) বিশ্বাস

ঘ) আশ্বাস

  1. Corrigendum শব্দের অর্থ কী?

ক) শুদ্ধিপত্ৰ✔

খ) পুনর্বিন্যাস

গ) স্থাপত্যকলা

ঘ) অনুরোধপত্র

  1. “শেষের কবিতা” “কোন ধরণের রচনা?

ক) কবিতা

খ) উপন্যাস✔

গ) গল্প

ঘ) নাটক

  1. কোন বাক্যটি শুদ্ধ?

ক) সে সঙ্কট অবস্থায় পড়েছে

খ) সে সঙ্কটাপন্ন অবস্থায় পড়েছে

গ) সে সঙ্কটে পড়েছে✔

ঘ) সে সঙ্কটে পরেছে

19.“বিজ্ঞান” শব্দের “জ্ঞ” কোন বর্ণ সমন্বয়ে গঠিত?

ক) ঞ+ষ্ণ

খ) জ+ঞ✔

গ) গ+গ

ঘ) গ্+ঞ

  1. কাজী নজরুল ইসলাম কোন পত্রিকার সম্পাদক ছিলেন?

ক) ধূমকেতু✔

খ) সওগাত

গ) মোসলেম ভারত

ঘ) সবুজপত্র

  1. নির্দিষ্ট পরিবেশে মানুষের কথা ও ভাবের প্রতীক কোনটি?

ক) ভাষা✔

খ) শব্দ

গ) ধ্বনি

ঘ) বাক্য

  1. কোন প্রবচনটি “হতভাগ্য” অর্থে ব্যবহৃত?

ক) উড়নচন্ডী

খ) ছা-পোষা

গ) আট কপালে✔

ঘ) ভূষণ্ডীর কাক

  1. “বাবা” শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

ক) তুর্কি✔

খ) দেশি

গ) ফার্সি

ঘ) ফরাসি

  1. বাংলাদেশের প্রমিত বাংলা বানানের নিয়ম চালু করে কোন প্রতিষ্ঠান?

ক) এশিয়াটিক সোসাইটি

খ) বাংলা একাডেমি✔

গ) ঢাকা বিশ্ববিদ্যালয়

ঘ) শিল্পকলা একাডেমি

  1. বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?

ক) শ্রীকৃষ্ণকীর্তন

খ) মনসামঙ্গল

গ) চন্ডীমঙ্গল

ঘ) চর্যাপদ✔

  1. Penny wise pound-

ক) rich

খ) poor

গ) callous

ঘ) foolish✔

  1. What is the meaning of the word ‘vice-versa’

ক) for example

খ) the terms being exchanged✔

গ) samely

ঘ) face to face

  1. “To read between the lines’ means-

ক) to read quickly to save time

খ) to read carefully to find out any hidden meaning✔

গ) to read carefully

ঘ) to read only some lines

  1. সব ভালো যার শেষ ভালো তার-

ক) All’s well that ends well✔

খ) All are well that are well

গ) All one well when all finish well

ঘ) All well that end well

  1. ‘I must do it’ negative form is-

ক) I cannot but doing this.

খ) I cannot help do this.

গ) I cannot but do this.

ঘ) I cannot help doing this.

  1. We are friends. We—-each other for years.

ক) knew

খ) have known✔

গ) have been knowing

ঘ) know

  1. No sooner had he left—I came

ক) then

খ) than✔

গ) when

ঘ) after

  1. What is the correct meaning of the word ‘deliberate”?

ক) willingly

খ) known

গ) intentional✔

ঘ) familiar

  1. Which one is the correct sentence?

ক) Time and tide does not wait for anyone.

খ) Time and tide do not wait for anyone.

গ) Time and tide wait for none. ✔

ঘ) Time and tide waits for none.

  1. Many a little makes a-

ক) tickle

খ) sickle

গ) mickle✔

ঘ) bickle

  1. ট্রেনটি যথাসময়ে ছেড়ে গেছে। এর ইংরেজি অনুবাদ-

ক) The train leaves in time,

খ) The train has left at right time✔

গ) The train is leaving in just time.

ঘ) The train has just time left.

  1. Birds fly—–in the sky.

ক) random

খ) at large✔

গ) at a stitch

ঘ) are long

  1. Indirect speech of the sentence: He said to me, “Thank you.” is-

ক) He thanks you.

খ) He thanked you.

গ) He thanked me. ✔

ঘ) He said thanks to me.

  1. I wanted the poster—

ক) hang

খ) to be hanged

গ) to be hunged

ঘ) to be hung✔

  1. If I had a pen, I (write) a letter.

ক) writing

খ) would write✔

গ) will write

ঘ) had written

  1. Choose the correct spelling-

ক) Etiquette✔

খ) Etiquitte

গ) Etiquete

ঘ) Etyquette

  1. We waited until the plane-

ক) had not taken

খ) did not taken off

গ) had taken off

ঘ) took off✔

  1. Which of the following is always feminine gender?

ক) fowl

খ) foal

গ) spouse

ঘ) shrew✔

  1. “The problem is anything but easy’. The word ‘but’ in the sentence is a/an-

ক) adverb

খ) preposition✔

গ) conjunction

ঘ) adjective

  1. If I had gone to bed early, I—– the train.

ক) could catch

খ) would caught

গ) could have caught✔

ঘ) would catch

  1. Which of the following word is in singular form?

ক) nuclei

খ) agendum

গ) radti

ঘ) formulac

  1. Slow and steady—-the race.

ক) has own

খ) win

গ) conquer

ঘ) wins✔

  1. ‘Out and out’ means-

ক) to get out

খ) thoroughly✔

গ) someone from outside

ঘ) not at all

  1. Choose the correct tag question: Let’s have a walk,—?

ক) aren’t we?

খ) haven’t we?

গ) shouldn’t we?

ঘ) shall we? ✔

  1. ‘To take a leap in the dark’ means—-

ক) to take risk

খ) to hazard oneself

গ) to do hazardous thing without an idea of result✔

ঘ) to do a task secretly

  1. ROM কি দ্বারা গঠিত?

ক) বিশেষ ধরনের চিপস্ দ্বারা

খ) বিশেষ ধরনের জেল

গ) ইলেকট্রনিক সার্কিট

ঘ) সব কটি

  1. একটি ডিজিটাল কম্পিউটার কোন নীতির ওপর নির্ভরশীল?

ক) বাইনারি নাম্বার(০-১) ✔

খ) বীজ গণিতের সূত্র

গ) ক্যালকুলাস

ঘ) কোনটিই নয়

  1. সঞ্চয় ভান্ডারের ধারণ ক্ষমতার একক?

ক) বিট✔

খ) মেগাবাইট

গ) গিগাবাইট

ঘ) বাইট

  1. কম্পিউটার এর ভাইরাসকে কি বলে?

ক) উইন্ডোজ

খ) বুট

গ) RAM

ঘ) বাগ Bug✔

  1. পৃথিবীর প্রথম ইলেকট্রনিক কম্পিউটার?

ক) এনিয়্যাক✔

খ) ক্যানিয়্যাক

গ) ইজিফেলা

ঘ) ডিপ্ল্যাক

  1. নিচের কোনটি heart,soul and brain of the computer?

ক) হার্ডওয়্যার

খ) সফটওয়্যার

গ) কি বোর্ড

ঘ) সি পি ই উ✔

  1. ই-মেইলের ঠিকানায় @ এর পরের অংশকে কী বলে?

ক) Username

খ) Domain name✔

গ) Host name

ঘ) Protocol

  1. নিচের কোনটি কম্পিউটার হ্যাকিং হতে রক্ষা করে?

ক) সর্ট

খ) ব্যাক আপ

গ) ডি ড্রাইভ

ঘ) ফায়ার ওয়াল✔

  1. নিচের কোনটির উদাহরণ Unix,Windows, DOS?

ক) অপারেটিং সিস্টেম✔

খ) প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ

গ) ওয়ার্ড প্রসেসর

ঘ) বানিজ্যিক কম্পিউটার ব্যান্ড

  1. ABACUS কোন দেশে আবিষ্কৃত হয়েছিল?

ক) আমেরিকা

খ) চীন✔

গ) জাপান

ঘ) কোরিয়া

  1. সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যার সাথে যুক্ত তার নাম হলো-

ক) এক্সপ্যানসন প্লট

খ) এক্সপ্যানসন কার্ড

গ) পাওয়ার সাপ্লাই

ঘ) অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট✔

  1. সল্প দূরত্বের নেটওয়ার্কের জন্য কোনটি ব্যবহার হয়?

ক) ইন্টারনেট

খ) ইন্ট্রানেট

গ) LAN✔

ঘ) WAN

  1. একটি বাইটে কটি বিট থাকে

ক) ৮ টি✔

খ) ১০ টি

গ) ১৬ টি

ঘ) ৩২ টি

  1. স্ক্যানার হলো একটি –

ক) ইনপুট ডিভাইস✔

খ) আউটপুট ডিভাইস

গ) কো অর্ডিনেট ডিভাইস

ঘ) মিক্স ডিভাইস

  1. মনিটরের কাজ হলো-

ক) গাণিতিক সমাধান

খ) বিভিন্ন কাজের মধ্যে সংগতি স্থাপন✔

গ) ছবি ও লেখা দেখানো

ঘ) কোনটিই নয়

  1. WWW এর আবিষ্কারক কে?

ক) টমি নো জেন্স

খ) টিম বার্নারস লি✔

গ) টিম হ্যানম্যান

ঘ) প্যারিয়েল বিগেঞ্জা

  1. দেশের প্রথম জাতীয় ব্রাউজারের নাম কী?

ক) তর্জনী✔

খ) রাসেল

গ) বঙ্গবন্ধু

ঘ) কোনটিই নয়

  1. চ্যাটজিপিটর এর প্রতিষ্ঠাটা কে?

ক) অরবিন্দ কৃষ্ণ

খ) স্যাম অল্টম্যান✔

গ) ল্যারি প্যাচ

ঘ) সুন্দর পিচাই

  1. ১৪ তম সাফ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে?

ক) বেঙ্গালুরু,ভারত✔

খ) মালে,মালদ্বীপ

গ) কমল্বো,শ্রীলঙ্কা

ঘ) ঢাকা, বাংলাদেশ

  1. সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে নির্বাচন কমিশনের দায়িত্ব অর্পিত হয়েছে?

ক) ১১৮

খ) ১১৯✔

গ) ১২০

ঘ) ১২১

  1. প্রাচীন “চন্দ্রদ্বীপ” এর বর্তমান নাম কী?

ক) ফরিদপুর

খ) বরিশাল✔

গ) নোয়াখালী

ঘ) রাজশাহী

  1. UNEP কর্তৃক ঘোষিত বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ এর প্রতিপাদ্য কোনটি?

ক) প্লাস্টিক দূষণের সমাধানে সামিল হই সকলে✔

খ) সবাই মিলে করি গণ, বহাল রাখব পরিবেশ আন্দোলন

গ) গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ শক্তি

ঘ) কোনটিই নয়

  1. বাংলাদেশ নির্বাচন কমিশন একটি –

ক) স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান

খ) সরকারি প্রতিষ্ঠান

গ) সাংবিধানিক প্রতিষ্ঠান✔

ঘ) কোনটিই নয়

  1. ডিজিটাল বাংলাদেশ দিবস পালন করা হয়-

ক) ১২ ডিসেম্বর✔

খ) ১৭ জানুয়ারি

গ) ৮ সেপ্টেম্বর

ঘ) ২ মার্চ

  1. প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা যার কর্তৃত্বে প্রযুক্ত হয়-

ক) রাষ্ট্রপতি

খ) প্রধানমন্ত্রী✔

গ) স্পিকার

ঘ) কোনটিই নয়

  1. তিনটি ক্রমিক বিজোড় সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে?

ক) ২

খ) ৩✔

গ) ৪

ঘ) ৫

  1. কোন সংখ্যার বর্গমূলের সাথে ৯ যোগ করলে ৪ এর বর্গ হবে ?

ক) ৩৬

খ) ২৫

গ) ১৬

ঘ) ৪৯✔

  1. ৪, ৫, ৭, ১১, ১৯ ……. ধারাটির ৬ষ্ঠ পদের মান কত?

ক) ২৫

খ) ৩৫✔

গ) ২৭

ঘ) ৪১

  1. ২৪ এর মৌলিক গুণনীয়ক কয়টি ?

ক) ৩ টি

খ) ৪ টি✔

গ) ২ টি

ঘ) ৫ টি

  1. একটি ত্রিভূজের দু’টি বাহুর দৈর্ঘ্য ৪ ও ৮ ইঞ্চি। তৃতীয় বাহুর দৈর্ঘ্য __ ইঞ্চি বেশি এবং __ ইঞ্চি কম হবে।

ক) ২, ৩

খ) ৪, ১২✔

গ) ০, ১২

ঘ) ৪, ৮

  1. ১ থেকে ১৫০ এর মধ্যে কতটি সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায় ?

ক) ৩৫ টি

খ) ৪১ টি

গ) ৫১ টি

ঘ) ৪৫ টি

  1. ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৩ঃ৪ঃ৫ হলে সবচেয়ে বড় কোণটির মান কত ?

ক) ৩০°

খ) ৪৫°

গ) ৭৫°✔

ঘ) ৫০°

  1. P={a, b, c,d} এর প্রকৃত উপসেট কয়টি ?

ক) ১৫✔

খ) ১৪

গ) ১৮

ঘ) ১২

  1. ২১, ৭, ৪৫, ৩৩, ৬২, X এর মধ্যক ৩৫ হলে X এর মান কত ?

ক) ৩

খ) ১৪

গ) ৩৩

ঘ) ৩৭

  1. শতকরা বার্ষিক কত হারে ৩০০০ টাকার ৫ বছরের মুনাফা ৯০০ টাকা হবে?

ক) ৬%✔

খ) ৮%

গ) ৯%

ঘ) ১০%

  1. কোন সংখ্যার এক-অষ্টমাংশ ২-এর সমান হবে?

ক) ৪

খ) ১২

গ) ১/১৬

ঘ) ১৬✔

  1. ১ কাঠা সমান কত বর্গফুট ?

ক) ৪৬৫

খ) ৬৫০

গ) ৭০০

ঘ) ৭২০✔

  1. কোন ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা ৯, ১৫ এবং ২৫ দ্বারা বিভাজ্য ?

ক) ৮১

খ) ২২৫✔

গ) ৪২৫

ঘ) ৬২৫

  1. একটি তরমুজ ৩২৪ টাকায় বিক্রয় করলে ১০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ২০% লাভ হবে ?

ক) ৪০০

খ) ৪৩২✔

গ) ৪২০

ঘ) ৪৫০

  1. একটি অফিসের খরচ বাবদ ২০২৩ সালে ৬০,০০০ টাকা বরাদ্দ আছে। প্রতি মাসে গড় কাগজ বাবদ ৩,০০০ টাকা, প্রিন্টিং বাবদ ৭০০ টাকা, আপ্যায়ন ব্যয় ৫০০ টাকা এবং অন্যান্য বাবদ ৩০০ টাকা খরচ হলে বছর শেষে কত টাকা থাকবে ?

ক) ২০০০ টাকা

খ) ৩০০০ টাকা

গ) ৪০০০ টাকা

ঘ) ৬০০০ টাকা✔

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Yandex

Download