স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অফিস সহায়ক পদের
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২৩
পদের নামঃ- অফিস সহায়ক
পরীক্ষার তারিখঃ- ২৭-০৫-২০২৩
- Which one is the comparative form of objective?
ক) Best
খ) Worst
গ) Bad
ঘ) Worse✔
- Mouse এর Plural form কোনটি?
ক) Mice✔
খ) Mouses
গ) Mousies
ঘ) Meece
- দুশ্চরিত্র’ এর সন্ধি বিচ্ছেদ?
ক) দুশ+চরিত্র
খ) দু+চরিত্র
গ) দুঃ+চরিত্র✔
ঘ) কোনটিই নয়
- He has been ill— Monday last.
ক) from
খ) for
গ) since✔
ঘ) to
- বাংলাদেশের মুক্তিযুদ্ধে মোট কয়টি ফোর্স ছিল?
ক) ১১টি
খ) ৩টি✔
গ) ৪টি
ঘ) ৫ টি
- পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৭ বছর। আবার পিতা ও পুত্রের বয়সের গড় ৩৫ বছর। মাতার বয়স কত?
ক) ৩৪ বছর
খ) ৩৮ বছর
গ) ৪১ বছর✔
ঘ) ৪৫ বছর
- কোন বানানটি শুদ্ধ?
ক) গৃহিণী✔
খ) গৃহীনি
গ) গৃহীনী
ঘ) গৃনিনি
- Which one is not an Auxiliary verb ?
ক) am
খ) was
গ) go✔
ঘ) are
- বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে বলা হয়-
ক) কারক
খ) ধ্বনি
গ) পদ✔
ঘ) বর্ণ
- সাজেক উপত্যকা কোথায় অবস্থিত?
ক) খাগড়াছড়ি
খ) বান্দরবান
গ) কক্সবাজার
ঘ) রাঙামাটি✔
- বাংলাদেশের সশস্ত্রবাহিনীর প্রধান-
ক) রাষ্ট্রপতি✔
খ) প্রধানমন্ত্রী
গ) সেনাপ্রধান
ঘ) স্বরাষ্ট্রমন্ত্রী
- Which one is correct?
ক) Trensparency
খ) Transparency✔
গ) Transperency
ঘ) Transparensy
14.‘বন্ধন’ এর বিপরীত শব্দ হচ্ছে-
ক) মুক্ত
খ) মুক্তি✔
গ) খোলা
ঘ) কোনটিই নয়
15.‘হাসান বই পড়ে’- কোন বর্তমান কালের উদাহরণ?
ক) সাধারণ
খ) বর্তমান✔
গ) নিত্যবৃত্ত
ঘ) পুরাঘটিত
- He is…. M. A
ক) the
খ) an✔
গ) a
ঘ) of
- বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমৃদ্ধ ?
ক) সিলেট
খ) কুমিল্লা
গ) রাজশাহী
ঘ) দিনাজপুর✔
18.‘ক্রীতদাসের হাসি’ উপন্যাস কার লেখা?
ক) আবুল ফজল
খ) আবুজাফল শামসুদ্দীন
গ) শওকত ওসমান✔
ঘ) সত্যেন সেন
- পদ্মা ব্রিজের দৈর্ঘ্য কত?
ক) ৬.৬ কি.মি
খ) ৬.১৫ কি.মি. ✔
গ) ৬.৪ কি.মি.
ঘ) ৬.৫ কি.মি
- বাংলাদেশের কোন অঞ্চলকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়?
ক) রাজশাহী
খ) চট্টগ্রাম
গ) ঢাকা
ঘ) সিলেট✔
- একটি কোণের দ্বিগুণ ৬০° হলে তার পূরক কোণ কত?
ক) ৩০°
খ) ১৫°
গ) ২০°
ঘ) ৬০°✔
- We …..waiting for him until he comes back.
ক) shall be
খ) was
গ) is
ঘ) shall have been✔
- আল আকসা মসজিদ কোথায় অবস্থিত?
ক) প্যালেস্টাইন
খ) জেরুজালেম✔
গ) গাজা উপত্যকা
ঘ) জর্ডান
- Poor শব্দের Noun কোনটি?
ক) Poorest
খ) Pour
গ) Poverty✔
ঘ) Proven
- কোন সংখ্যা দ্বিগুণের সাথে ৫ যোগ করলে যোগফল ১৭ হবে?
ক) ১০
খ) ৬✔
গ) ৫
ঘ) ৪
- কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় ?
ক) ১৩৫১-১৫০০
খ) ৬০০-৭০০
গ) ১২০১-১৩৫০✔
ঘ) ৬০০ – ৯৫০
- He is eager …. the post.
ক) at
খ) about
গ) of
ঘ) for✔
- বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি?
ক) ২৪
খ) ২৫✔
গ) ২৬
ঘ) ২৩
30.‘রিকসা’ কোন দেশি শব্দ?
ক) জাপানি✔
খ) চীনা
গ) জার্মানি
ঘ) ইংরেজি
- He was accused ………. negligence.
ক) for
খ) at
গ) of✔
ঘ) with
- Plural form of the word ‘Wolf’ is-
ক) wolfs
খ) wolfes
গ) wolvs
ঘ) wolves✔
- If I .……… rich, I would help the poor.
ক) am
খ) was
গ) were✔
ঘ) have been
- ‘বহুব্রীহি’ শব্দের অর্থ কী?
ক) বহু চাল
খ) বহু গম
গ) বহু পাট
ঘ) বহু ধান✔
- সতীদাহ প্রথা কবে রহিত হয়?
ক) ১৮১৯
খ) ১৮২৯✔
গ) ১৮৩৯
ঘ) ১৮৪৯
- ‘পদ্মা নদীর মাঝি’ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কোনটি?
ক) শশী
খ) হেরম্ব
গ) কুবের✔
ঘ) গণেশ
- Which one is not pastime ?
ক) Playing chess
খ) Painting
গ) Gardening doing
ঘ) Home work regularly✔
- ‘ফুলে ফুলে ঘর ভরেছে’ কোন কারকে কোন বিভক্তি?
ক) কর্মে ১মা
খ) অপাদানে ৭মী
গ) করণে ৭মী✔
ঘ) করণে শূন্য
- চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়?
ক) ১০নং পদ
খ) ১৬নং পদ
গ) ১৮নং পদ
ঘ) ২৩ নং পদ✔
- She lives ……….. Shahbag.
ক) in
খ) the
গ) on
ঘ) at✔
- Each … a trophy for … achievement.
ক) got, his
খ) get, his
গ) get, their
ঘ) has got, his✔
- ফ্রান্সের মুদ্রার নাম?
ক) ফ্রাংক
খ) ইউরো✔
গ) ডলার
ঘ) পাউন্ড
- WIPO এর সদর দপ্তর?
ক) ব্রাসেলস
খ) জেনেভা✔
গ) প্যারিস
ঘ) লন্ডন
- ৩৫২ গজ ১ মাইলের কত অংশ?
ক) ১/৩
খ) ১/৪
গ) ১/৫✔
ঘ) ১/৮
- The word ‘Advice’ is-
ক) Verb
খ) Adverb
গ) Noun✔
ঘ) Adjective
47.‘লালসালু’ উপন্যাসটি রচনা কাল কোনটি?
ক) ১৯৪৩
খ) ১৯৪৮✔
গ) ১৯৫১
ঘ) ১৯৭০
- মোবাইল ফোনের কোনটি ইনপুট ডিভাইস নয়?
ক) কি-প্যাড
খ) টাচ স্ক্রিন
গ) পাওয়ার সাপ্লাই✔
ঘ) ক্যামেরা
49.‘নীল যে অম্বর = নীলাম্বর’ কোন সমাস?
ক) বহুব্রীহি
খ) তৎপুরুষ
গ) দ্বিগু
ঘ) কর্মধারয়✔
- নিচের কোনটি Article নয়?
ক) An
খ) A
গ) to✔
ঘ) the
- ‘একাত্তরের ডায়েরী’ কার রচনা?
ক) সেলিনা হোসেন
খ) সুফিয়া কামাল✔
গ) জাহানারা ইমাম
ঘ) আয়েশা ফয়েজ
- ‘পানকৌড়ির রক্ত’ কোন ধরনের রচনা?
ক) ভ্রমণ কাহিনী
খ) রম্যরচনা
গ) কথা সাহিত্য✔
ঘ) কাব্যগ্রন্থ
- বাংলাদেশের ইউনিয়ন পরিষদের সংখ্যা কত?
ক) ৪৬০০
খ) ৪৫০০
গ) ৪৫৫০✔
ঘ) ৫৬০০
- একটি কাজ ৯ জন লোক ১২ দিনে করতে পারে। অতিরিক্ত ৩ জন লোক নিলে কাজটি কত দিনে করতে পারবে?
ক) ৭
খ) ৯✔
গ) ১০
ঘ) ১২
- বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কোন দেশের?
ক) আর্জেন্টিনা
খ) শ্রীলংকা✔
গ) ভারত
ঘ) যুক্তরাজ্য
- বেলা ২:৩০ মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার পার্থক্য কত ডিগ্রি?
ক) ১০৫°✔
খ) ১৫°
গ) ১১৫°
ঘ) ১১০°
- দুইটি বিচ্ছিন্ন বৃত্তে কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায়?
ক) ৪টি
খ) ৩টি
গ) ২টি✔
ঘ) কোনোটিই নয়
- একটি বই ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য ৪৫০ টাকা বেশি হলে ৫% লাভ হতো। বইটির ক্রয়মূল্য কত?
ক) ৩০০০ টাকা✔
খ) ৩৫০০ টাকা
গ) ৩৭৫০ টাকা
ঘ) ৪০০০ টাকা
- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম তারিখ কবে?
ক) ১৬ মার্চ
খ) ১৭ মার্চ✔
গ) ১৮ মার্চ
ঘ) ১৯ মার্চ
- দেহের সবচেয়ে বড় গ্রন্থি-
ক) ত্বক
খ) যকৃৎ✔
গ) অগ্ন্যাশয়
ঘ) পাকস্থলী
- কোনটি ব্যতিক্রম?
ক) Proper
খ) Feminine✔
গ) Collective
ঘ) Common
- একটি শ্রেণিতে যতজন শিক্ষার্থী প্রত্যেকে তত দশ পয়শা করে চাঁদা দেয়ায় নব্বই টাকা সংগ্রহ হয়। ঐ শ্রেণিতে শিক্ষার্থীর সংখ্যা কত?
ক) ৯০
খ) ৬০
গ) ১৫
ঘ) ৩০✔
- She will look …….. the matter.
ক) by
খ) into✔
গ) by
ঘ) before
- চর্যাপদ রচনাটি বাংলা সাহিত্যের কোন যুগের কাব্য নিদর্শন?
ক) আদিযুগ✔
খ) মধ্যযুগ
গ) আধুনিক যুগ
ঘ) অতি আধুনিক
- কাজী নজরুল ইসলামের জন্মতারিখ কত?
ক) ১৭ মার্চ, ১৯২০
খ) ২৯ আগস্ট, ১৯৭৬
গ) ২৪ মে, ১৮৯৯✔
ঘ) কোনোটিই নয়
- একটি সংখ্যাকে ২১ দ্বারা গুণ করলে সংখ্যাটি ৪২০ বৃদ্ধি পায়। সংখ্যাটি কত?
ক) ২১✔
খ) ২৩
গ) ২৪
ঘ) ২৫
- ‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত-
ক) উপন্যাসের নাম✔
খ) কবিতার নাম
গ) নাটকের নাম
ঘ) কাব্যের নাম
- ০, ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ……… ধারাটির পরবর্তী পদ কত?
ক) ১৫
খ) ১৮
গ) ২১✔
ঘ) ২৬
- ‘De facto’ means-
ক) As per rule
খ) In reality✔
গ) By rights
ঘ) Evidence
- কোনটি সবচেয়ে ছোট?
ক) ৪/১৫
খ) ২/১২
গ) ৩/১১
ঘ) ২/১৩✔