ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি সহকারী প্রকৌশলী
পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২৩
পদের নামঃ- সহকারী প্রকৌশলী
পরীক্ষার তারিখঃ- ২০-০৫-২০২৩
- মুজিবনগর সরকারের শপথ গ্রহন অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রটি পাঠ করেন –
ক) সৈয়দ নজরুল ইসলাম
খ) এম মনসুর আলী
গ) অধ্যাপক ইউসুফ আলী✔
ঘ) ব্যারিস্টার আমিনুল ইসলাম
- বর্তমান পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে তৎকালীন কোন জনপদ গড়ে উঠেছিল ?
ক) হরিকেল✔
খ) সমতট
গ) বরেন্দ্র
ঘ) চন্দ্রদ্বীপ
- ২০২৩ সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফাইনাল কোন শহরে অনুষ্ঠিত হবে?
ক) প্যারিস
খ) ইস্তাম্বুল✔
গ) আদ্রিক
- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ১৯৭২ সালের ___ তারিখে পাকিস্তানের কারাগার হতে মুক্তি পান ?
ক) ৫ই জানুয়ারী
খ) ১০ই জানুয়ারী
গ) ৮ই জানুয়ারী✔
ঘ) কোনোটিই নয়
- শহীদ শেখ রাসেলের জন্মদিন ___?
ক) ১৫ই আগস্ট
খ) ১৫ই অক্টোবর
গ) ১৮ই আগস্ট
ঘ) ১৮ই অক্টোবর✔
- কোন কুয়ার গভীরতা ১০ মিটার এবং ব্যাসার্ধ ১ মিটার হলে ঐ কুয়ার আয়তন কত?
ক) 100π
খ) 10π
গ) 1000
ঘ) π3✔
- ১৮ ফুট উঁচু একটি খুটি এমনভাবে ভেঙে গেল যে, ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সঙ্গে ৩০” কোনো স্পর্শ করলো। খুঁটিটি মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙে গিয়েছিল?
ক) ১২ ফুট
খ) ৯ ফুট
গ) ৬ ফুট✔
ঘ) ৩ ফুট
- A problem is given to three students whose chances of solving it are 1/2, 1/3 and 1/4 respectively. What is the probability that the problem will be solved?
ক) 1/4
খ) 2/3
গ) ½
ঘ) 3/4✔
- A train moves past a telegraph post and a bridge 264 m long in 8 seconds and 20 seconds respectively. What is the speed of the train?
ক) 78.4
খ) 79.2✔
গ) 64
ঘ) 81.2
- একটি বর্গের বাহুর দৈর্ঘ্য তিনগুন করলে এর ক্ষেত্রফল কতগুন বৃদ্ধি পাবে?
ক) ৩ গুণ
খ) ৬ গুণ
গ) ৮ গুণ
ঘ) ৯ গুণ✔
- ফ্রিকোয়েন্সি নির্নয় করা যায়————?
ক) f = 0.5 PV
খ) f = P 0.5 N
গ) f=PN120
ঘ) f=120×PI
- কোন যন্ত্রটির মাধ্যমে বিদ্যুতের প্রবাহ সনাক্ত করা যায়?
ক) Voltmeter
খ) Rheostat
গ) Wattmeter
ঘ) Galvanometer✔
- GIS প্রকৃতির সাবস্টেশনে সাধারনত কোন গ্যাসটি বহুলভাবে ব্যবহৃত হয় ?
ক) CC14
খ) CFC
গ) CO2
ঘ) SF6✔
- সোলার সেল এ সূর্যের কোন শক্তিকে শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন হয়?
ক) সুর্যের তাপ
খ) সূর্য থেকে আগত ম্যাগনেটিক তরঙ্গ
গ) সুর্যের আলো✔
ঘ) সবগুলো
- বাংলাদেশ কত সালে টেস্ট স্ট্যাটাস লাভ করে ?
ক) ২০০০✔
খ) ১৯৯১
গ) ২০০১
ঘ) ২০০২
- বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় ?
ক) নিউ ইয়র্ক
খ) লন্ডন
গ) ওয়াশিংটন ডিসি✔
- টোকিওর ইয়াসুকুনি স্মৃতিসৌধ কোন বাঙালির স্মৃতি ফলক স্থাপিত আছে ?
ক) ডাঃ অমর্ত্য সেন
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) ডাঃ রাধা বিনোদ পাল✔
ঘ) কোনোটিই নয়
- প্রাচীন পুণ্ড্রনগর কোথায় ?
ক) ময়নামতি
খ) মহাস্থানগড়✔
গ) বিক্রমপুর
ঘ) পাহাড়পুর
- বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল ?
ক) পূর্ববঙ্গ
খ) পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গ
গ) পশ্চিমবঙ্গ ও ময়নামতি
ঘ) পূর্ববঙ্গ ও আসাম✔
- Synchronous Condenser নামক ডিভাইস ব্যাপকভাবে ব্যবহৃত হয় ?
ক) বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে
খ) বিতরণ লাইনে
গ) সঞ্চালন লাইনে✔
ঘ) টারবাইনের সাথে সংযুক্ত অবস্থায়
- Transformer Protection জন্য বহুল ব্যবহৃত Buchholz Relay কোনটি দ্বারা Actuate করা হয়?
ক) Current
খ) Voltage
গ) Frequency
ঘ) Pressure✔
- Generator এর Spinning Reserve এর কাজ—-
ক) কোন প্রতিকূল অবস্থায় Grid এর Stability ধরে রাখা✔
খ) চাহিদার সাথে সামঞ্জস্য রেখে বিদ্যুৎ উৎপাদন করা
গ) এই স্বল্প সময়ের জন্য Rated Capacity এর ১০% পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা
ঘ) Rated Capacity এর ৫০% পর্যন্ত বেশি বিদ্যুৎ উৎপাদন করার সক্ষমতা
- In a diesel engine, fuel is ignited by —-
ক) Spark plug
খ) Heat resulting from Compressing air that is supplied for combustion✔
গ) Combustion Chamber
ঘ) Injected fuel
- One Ton of Refrigeration is equal to the refrigeration effect corresponding to melting of 1000 kg of ice—
ক) In 1 hour
খ) In 24 hour✔
গ) In 10 minutes
ঘ) In 12 hour
- Pump transfers input mechanical energy of an engine, into–
ক) pressure energy of a fluid
খ) kinetic energy of a fluid✔
গ) Both a and b
ঘ) None of the above
- At 100% relative humidity, the wet bulb temperature is—–
ক) lower than the dew point temperature
খ) equal to the dew point temperature✔
গ) higher than the dew point temperature
ঘ) None of the above
- ১ টি ১ টন AC ১ ঘণ্টা চালু থাকলে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে ?
ক) ১ কিলোওয়াট ঘণ্টা✔
খ) ২ কিলোওয়াট ঘণ্টা
গ) ৩ কিলোওয়াট ঘণ্টা
ঘ) ৪ কিলোওয়াট ঘণ্টা
- একটি বন্ধ কক্ষে Refrigerator এর দরজা খোলা থাকলে রুমের তাপমাত্রা —
ক) বেড়ে যাবে✔
খ) কমে যাবে
গ) অপরিবর্তিত থাকবে
ঘ) কোনটিই নয়
- বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি ?
ক) ৩ টি
খ) ৪ টি
গ) ৫ টি✔
ঘ) ৬ টি
- মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি ?
ক) নেকড়ে অরণ্য
খ) বন্দী শিবির থেকে✔
গ) নিষিদ্ধ লোবান
ঘ) প্রিয়যোদ্ধা প্রিয়তম
- মুদ্রাস্ফীতির কারণ—
ক) উৎপাদন বৃদ্ধি
খ) টাকার সরবরাহ বৃদ্ধি✔
গ) আমদানি বৃদ্ধি
ঘ) সরকারি কর হ্রাস
- “কালাপানি” কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখন্ড?
ক) ভারত ও নেপাল✔
খ) পাকিস্তান ও চীন
গ) ভুটান ও ভারত
ঘ) বাংলাদেশ ও ভারত
- বাগযন্ত্রের অংশ কোনটি?
ক) স্বরযন্ত্র
খ) ফুসফুস
গ) দাঁত
ঘ) উপরের সবকটি✔
- উচ্চারণ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) উৎ+চারণ✔
খ) উদ্+হরন
গ) উদ্+রণ
ঘ) উদ্+ধরন
- The child cried for -mother.
ক) his
খ) her
গ) its✔
ঘ) none
- The word ‘nuptial is related to-
ক) night
খ) marriage✔
গ) sleep
ঘ) love
- Strike the iron while it is hot. is an example of –
ক) noun clause
খ) adjective clause
গ) adverbial clause✔
ঘ) sabordinate clase
- Which word remains same in plural form?
ক) elephant
খ) horse
গ) tiger
ঘ) Deer✔
40.‘উলুবনে মুক্তা ছড়ানো’ প্রচলিত এমন শব্দগুচ্ছকে বলে –
ক) প্রবাদ প্রবচন✔
খ) এককথায় প্রকাশ
গ) ভাবসম্প্রসারণ
ঘ) বাক্য সংকোচন
- কোন প্রাচীন লিপি থেকে বাংলা লিপির উদ্ভব হয়েছে ?
ক) ব্রাক্ষী লিপি✔
খ) আগ্নেয় লিপি
গ) তৎসম লিপি
ঘ) সংস্কৃত লিপি
- শত্রুকে দমন করে যে —
ক) শত্রুগ্ন
খ) শত্রু হন্তা
গ) অরিন্দম✔
ঘ) কৃতগ্ন
- কোন বানানটি শুদ্ধ ?
ক) সমিচিন
খ) সমীচিন
গ) সমীচীন✔
ঘ) সমিচীন
- ‘জমিদার দর্পণ’ নাটকের লেখক –
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কাজী নজরুল ইসলাম
গ) মীর মোশাররফ হোসেন✔
ঘ) সৈয়দ ওয়ালীউল্লাহ
- The phrase ‘Dog days’ means–
ক) hot weather✔
খ) Cold shower
গ) rain socked
ঘ) ice stream
- What is the adjective form of the word ‘people’ ?
ক) populous✔
খ) popular
গ) popularity
ঘ) popularize
- The ______ rating of Bangladesh is ___
ক) 400 KV
খ) 132 KV
গ) 230 KV
ঘ) 765 KV✔
- parentage installed of hydrophilic power plant of BPDB is ____
ক) 0.99%✔
খ) 1.02%
গ) 1.03%
ঘ) 1.00%
- বাংলাদেশের কোন প্রতিষ্ঠান বিদ্যুত উৎপাদন ও বিতরণ করে ?
ক) DPDC
খ) PGCB
গ) DESCO
ঘ) BPDB✔
- SDG-র কত নম্বর goal এ সাশ্রয়ী, নির্ভরযোগ্য, টেকশই ও আধুনিক বিদ্যুৎ সরবরাহ এর কথা বলা হয়েছে ?
ক) ৪
খ) ৫
গ) ৭✔
ঘ) ৮