Khulna Postmaster General Question Solution 2023

0
145

পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয়, খুলনা মেইল অপারেটর

পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২৩

পদের নামঃ- মেইল অপারেটর

পরীক্ষার তারিখঃ- ২৬-০৫-২০২৩

  1. বাংলাদেশের প্রথম মোবাইল ফোন কোম্পানীর নাম কি?

ক) দি প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিঃ✔

খ) ওয়াসকম টেলিকম লিঃ

গ) গ্রামীণ ফোন টেলিকম লিঃ

ঘ) আদি টেলিকম লিঃ

  1. বাংলাদেশে সর্বপ্রথম করে থেকে ডাক বিভাগের কার্যক্রম শুরু হয়?

ক) ১৯৭১ সালের ২০ ডিসেম্বর✔

খ) ১৯৭১ সালের ২৬ মার্চ

গ) ১৯৭১ সালের ১৭ এপ্রিল

ঘ) ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর

  1. স্বাধীনতা সংগ্রামের বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্বরূপ ডাক টিকিট প্রকাশ করা হয়েছিলো কত সালে?

ক) ১৯৭২✔

খ) ১৯৭৩

গ) ১৯৭৪

ঘ) ১৯৭১

  1. রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন কোন রাজনৈতিক দলের নেতা?

ক) লিবারেল ডেমোক্রেটিক পার্টি

খ) ইউনাইটেড রাশিয়া✔

গ) সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি

ঘ) কমিউনিস্ট পার্টি

  1. বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে কৃষি খাতের অবদান-

ক) নিয়মিতভাবে বৃদ্ধি পাচ্ছে

খ) অনিয়মিতভাবে বৃদ্ধি পাচ্ছে

গ) ক্রম হ্রাসমান✔

ঘ) অপরিবর্তিত থাকছে

  1. বঙ্গাব্দ ইংরেজি কোন সনে প্রবর্তিত হয়?

ক) ১৯৯২

খ) ১৫৯৮

গ) ১৫৮৪✔

ঘ) ১৪৮৫

  1. নিচের কোন চলচ্চিত্রটি মুক্তিযুদ্ধকে উপজীব্য করে নির্মিত হয়েছে?

ক) চাকা

খ) জীবন থেকে নেয়া✔

গ) জীবনঢুলী

ঘ) সূর্য দীঘল বাড়ী

  1. বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয়?

ক) অষ্টম

খ) নবম

গ) একাদশ

ঘ) দ্বাদশ✔

  1. উত্তর-দক্ষিন কোরিয়ার মধ্যকার সীমারেখা কোনটি?

ক) ডুরাল্ড লাইন

খ) ৩৮তম অক্ষরেখা✔

গ) ম্যাজিনো রেখা

ঘ) ম্যাকমোহন লাইন

  1. কোন দেশের সমুদ্র সীমা নেই?

ক) থাইল্যান্ড

খ) ভুটান✔

গ) ফ্রান্স

ঘ) জাপান

  1. কম্বোডিয়ার মুদ্রার নাম কি?

ক) রিয়াল✔

খ) ওন

গ) ইয়েন

ঘ) রুপি

  1. ১৯৫৪ সালে যুক্তফন্ট কতটি আসন লাভ করে ?

ক) ২৮০টি

খ) ২২৩টি✔

গ) ১৭১টি

ঘ) ২৯৮টি

  1. বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন-মধ্যম আয়ের দেশের তালিকায় অন্তর্ভূক্ত করে?

ক) ১ জুন ২০১৪

খ) ১ জুন ২০১৫

গ) ১ জুলাই ২০১৫✔

ঘ) ২ জুলাই ২০১৫

  1. বাংলাদেশ উন্নয়ন ফোরামের প্রধান সমন্বয়কারী সংস্থা কোনটি?

ক) আইএলআইসি

খ) আইইবিআরডি

গ) বিশ্ব ব্যাংক✔

ঘ) এশিয়া উন্নয়ন ব্যাংক

  1. শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পদকটি পেয়েছিলেন?

ক) ফ্রিডম পদক

খ) ম্যাসমেসে পদক

গ) জওহরলাল নেহেরু পদক

ঘ) দ্য জুলিও কুরি পদক✔

16.“বঙ্গদর্শন” পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়?

ক) ১৮৭২✔

খ) ১৮৭৩

গ) ১৮৭৪

ঘ) ১৮৪৫

17.“চন্দ্রাবতী” কি?

ক) নাটক

খ) কাব্য✔

গ) পদাবলী

ঘ) পালাগান

  1. “উজবুক” শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?

ক) ফার্সি

খ) তুর্কি✔

গ) পর্তুগিজ

ঘ) আরবি

  1. সমাস ভাষাকে কি করে?

ক) সংক্ষেপ করে✔

খ) বিস্তৃত করে

গ) অর্থপূর্ণ করে

ঘ) অর্থের রূপান্তর করে

  1. “ক্ষীয়মান” এর বিপরীত শব্দ কি?

ক) বৃহৎ

খ) বর্ধিষ্ণু

গ) বর্ধমান✔

ঘ) বৃদ্ধিপ্রাপ্ত

  1. The plural form of Phenomenon is-

ক) Phenomenous

খ) Phenomena✔

গ) Phenomenas

ঘ) Phenomenos

  1. Which one is the reflexive pronoun?

ক) Who

খ) One

গ) They

ঘ) Himself✔

  1. It was I —- he wanted to sing to.

ক) Who

খ) Which

গ) Whom✔

ঘ) That

  1. Identify the correct sentence-

ক) The girl burst out tears

খ) The girl burst in tears

গ) The girl burst with tears

ঘ) The girl burst into tears✔

  1. The teacher —– the class after the students had arrived.

ক) had entered

খ) have entered

গ) entered✔

ঘ) enter

  1. I —- travelling by bus.

ক) am not used to

খ) did not used to

গ) used to✔

ঘ) do not used to

  1. Write the name of the parts of speech of “Fertile”.

ক) Noun

খ) Adjective✔

গ) Verb

ঘ) Adverb

  1. The child is crying for — mother.

ক) her

খ) his

গ) it’s

ঘ) its✔

  1. What is the time your —- watch?

ক) is

খ) of

গ) at

ঘ) by✔

  1. She is named —- her grandmother.

ক) about

খ) on

গ) after✔

ঘ) at

  1. The idiom “A stitch in time saves nine” means-

ক) timely action✔

খ) saving lives

গ) saving time

ঘ) stitching wound

  1. Which one is a correct sentence?

ক) Paper is made of wood

খ) Paper is made from wood✔

গ) Paper is made by wood

ঘ) Paper is made on wood

  1. What time —-?

ক) does the train leave✔

খ) train is leaving

গ) leaves the train

ঘ) the train is leaving

  1. Each boy and each girl __ a pen.

ক) have

খ) has✔

গ) are having

ঘ) were having

  1. What is the noun form of the word “laugh”

ক) laughing

খ) laughable

গ) laughter✔

ঘ) laughingly

  1. Choose the correct sentence-

ক) Between you and I, I doubt that he will come

খ) Between you and I, I doubt that he would come

গ) Between you and me, I doubt that he will come✔

ঘ) Between you and me, I doubt that he would come

  1. Choose the correct pair of words from the following – Oceans: Bay

ক) Island: Inlet

খ) Archipelago: Atoll

গ) Continent: Peninsula✔

ঘ) Head land: Promontory

  1. “Bill of fare” refers to-

ক) A chart of bus fare

খ) A price list

গ) A valuable document

ঘ) A list of dishes in a restaurant✔

  1. বাংলা ছন্দ কত রকমের?

ক) এক

খ) দুই

গ) তিন✔

ঘ) চার

  1. সমভিব্যাহারে” শব্দটির অর্থ কি?

ক) একাগ্রতায়

খ) সমান ব্যবহারে

গ) সমভাবনা

ঘ) একযোগে✔

  1. চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

ক) কর্মধারয়✔

খ) বহুব্রীহি

গ) অব্যয়ীভাব

ঘ) তৎপুরুষ

  1. ‘ঢাকাই” শব্দটি কোন যোগে গঠিত?

ক) প্রত্যয়✔

খ) সন্ধি

গ) সমাস

ঘ) উপসর্গ

  1. নিচের কোনটিতে উপসর্গ যুক্ত হয়েছে ?

ক) গ্রহ

খ) উপগ্রহ✔

গ) তারা

ঘ) চন্দ্রগ্রহণ

  1. আপদ এর বিপরীত শব্দ কোনটি?

ক) সম্পদ✔

খ) বিপদ

গ) বিগ্ৰহ

ঘ) নিগ্রহ

  1. “মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে” কাব্যগ্রন্থের রচয়িতা কে?

ক) রফিক আজাদ

খ) শঙ্খ ঘোষ✔

গ) শক্তি চট্টোপাধ্যায়

ঘ) শামসুর রহমান

  1. বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ –

ক) নারীর মূল্য

খ) রায়তের কথা

গ) তেল নুন লাকড়ী

ঘ) বীরবলের হালখাতা✔

  1. ” হাত-ভারী ” বাগধারার অর্থ কি?

ক) দাতা

খ) কম খরচে

গ) দরিদ্র

ঘ) কৃপণ✔

  1. “প্রাতঃরাশ ” এর সন্ধি –

ক) প্রাত + রাশ

খ) প্রাতঃ + রাশ

গ) প্রাতঃ + আশ✔

ঘ) প্রাত+আশ

  1. “নিরানব্বইয়ের ধাক্কা” বাগধারাটির অর্থ –

ক) তীরে পৌঁছার ঝক্কি

খ) সঞ্চয়ের প্রবৃত্তি✔

গ) মুমূর্ষু অবস্থা

ঘ) আসন্ন বিপদ

  1. দামিনী শব্দের অর্থ কি ?

ক) রাত্রি

খ) বিদ্যুৎ✔

গ) জলধি

ঘ) ধরিত্রী

  1. কোনটি তৎসম শব্দ?

ক) বাজনা

খ) দোকানদার

গ) মানব✔

ঘ) বেঙাচি

  1. কাজী নজরুল ইসলাম-এর সম্পাদিত পত্রিকা কোনটি?

ক) মাহেমও

খ) সওগাত

গ) ধূমকেতু✔

ঘ) কালি ও কলম

  1. কোন বানানটি শুদ্ধ?

ক) পিপিলিকা

খ) পিপীলিকা✔

গ) পীপিলিকা

ঘ) পিপিলীকা

  1. Whice of the following is used in the feminine form-

ক) Earth

খ) Moon✔

গ) Both

ঘ) None

  1. Whice, one is the imperative sentence?

ক) I shall go

খ) You will sit here

গ) Sit down✔

ঘ) He is dancing

  1. দুইটির সংখ্যার অনুপাত 5 : 6 এবং এদের লসাগু 120 হলে সংখ্যা দুইটির গসাগু কত?

ক) 4✔

খ) 6

গ) 8

ঘ) 5

  1. একটি ত্রিভুজের দুইটি কোনের পরিমাণ ৩৫° ও ৫৫°। ত্রিভুজটি কোন ধরনের?

ক) স্থূলকোণী

খ) সমকোণী✔

গ) সমদ্বিবাহু

ঘ) সমবাহু

  1. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 300 বর্গমিটার হলে তার পরিসীমা কত?

ক) 70 মিটার

খ) 80 মিটার✔

গ) 90 মিটার

ঘ) 100 মিটার

  1. 4x = 8 হলে X এর মান কত?

ক) 2/3

খ) 3/2✔

গ) 3/4

ঘ) 4/3

  1. যদি x + 2y = 4 এবং xy = 2 হয় তবে x = কত?

ক) 2✔

খ) 0

গ) 12

ঘ) 1

  1. ১ হতে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি?

ক) ১১

খ) ১৩

গ) ১৫✔

ঘ) ১৭

  1. কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত হবে?

ক) ১৮০°

খ) ২৭০°

গ) ৩৬০°✔

ঘ) ৫০০°

  1. ১৫০ মিটার লম্বা ট্রেন ৪৫০ মিটার লম্বা একটি প্লাটফর্ম ২০ সেকেন্ডে অতিক্রম করলে ঐ ট্রেনের গতিবেগ প্রতি সেকেন্ডে কত হবে?

ক) ২০ মিটার

খ) ৪০ মিটার

গ) ৩০ মিটার✔

ঘ) ২৫ মিটার

  1. ক : খ = ৪ : ৫, খ : গ = ২ : ৩। ক এর নিকট ৮০০ টাকা থাকলে গ এর টাকার পরিমান কত

ক) ১০০০ টাকা

খ) ১২০০ টাকা

গ) ২০০০ টাকা

ঘ) ১৫০০ টাকা✔

  1. ক্ষুদ্রতম সংখ্যাকে ২, ৩, ৪, ৫, ৬ দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে ১ অবশিষ্ট থাকে –

ক) ৬১✔

খ) ৩১

গ) ৪১

ঘ) ৫১

  1. ৬ জন পুরুষ, ৮ জন স্ত্রীলোক এবং ১ জন বালকের বয়সের গড় ৩৫ বছর। পুরুষদের বয়সের গড় ৪০ বছর এবং স্ত্রীলোকদের বয়সের গড় ৩৪ বছর। বালকের বয়স কত ?

ক) ১৪ বছর

খ) ১৫ বছর

গ) ১৬ বছর

ঘ) ১৩ বছর✔

  1. একটি দ্রব্য ৫০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হলে কত টাকা লাভ হতো?

ক) ৯০

খ) ১২০

গ) ১০০✔

ঘ) ১১০

  1. ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪……. ধারাটির পরের সংখ্যা কত?

ক) ১৬

খ) ৫৫✔

গ) ১৩

ঘ) ৩৫

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Dropbox

Download