BCSIR Electrician Exam Question Solution 2023

0
182

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ ইলেক্ট্রিশিয়ান

পদের লিখিত প্রশ্ন সমাধান ২০২৩

পদের নামঃ- ইলেক্ট্রিশিয়ান

পরীক্ষার তারিখঃ- ২৪-০৩-২০২৩

১. বাগধারার অর্থসহ বাক্য গঠন করুন:

ক. মাছের মা (নির্মম): রুনি বেগমের নিজের পেটের ছেলের উপর দয়ামায়া নেই, যেন মাছের মা।

খ. হাতির পাঁচ পা দেখা (দুঃসাহসী হওয়া): আমার ছেলে তুমি, তুমি আমাকে মান না, হাতির পাঁচ পা দেখেছ ।

গ. উনপঞ্চাশ বায়ু (পাগলামি): পরীক্ষা ঘনিয়ে আসছে আর তার মাথায় উনপঞ্চাশ বায়ু দেখা দিয়েছে।

ঘ. গোবর গণেশ (মুর্খ): সে একটা গোবর গনেশ । দুনিয়ার কোনো খোঁজ রাখে না।

ঙ. কলির সন্ধ্যা (কষ্টের সূচনা): একমাত্র রোজগারী পুত্রকে হারিয়ে বৃদ্ধার কলির সন্ধ্যার সুচনা হলো।

২. এক কথায় প্রকাশ করুন:

ক. উদিত হয়েছে যা = উদীয়মান

খ. চিরস্থায়ী নয় যা = নশ্বর

গ. দীপ্তি পাচ্ছে যা = দীপ্তিমান

ঘ. হাতির ডাক – বৃংহতি

ঙ. যুদ্ধ থেকে যে বীর পালায় না = সংশপ্তক

৩. বিপরীত শব্দ লিখুন:

অলস = পরশ্রমী

উত্তম = অধম

অনুকূল = প্রতিকূল

আয় = ব্যয়

কনিষ্ঠ = জ্যেষ্ঠ

৪. শব্দগুলো শুদ্ধ করে লিখুন:

পীপিলিকা = পিপীলিকা

মুর্ধণ্য = মূর্ধন্য

ক্ষিনজীবী = ক্ষীণজীবী

স্রাবণ = শ্রাবণ

সমিচীন = সমীচীন

৫. Change the voice: (See Voice Change rule/135

  1. Meeta sings a duet.

Ans. A duet is sung by Meeta.

  1. Sheena snatched his purse.

Ans. His purse was snatched by Sheena.

  1. Were you playing the piano?

Ans. Was the piano being played by you?

  1. She does not bake chicken.

Ans. Chicken is not baked by her.

  1. Does she buy clothes?

Ans. Are clothes bought by her?

৬. Change the narration: (See Speech Rule/page- 147

  1. I said, You make me laugh”

Ans. I said that he made me laugh.

  1. My father said to me, “Go home’?

Ans. My father told me to go home.

  1. The girl said to me, “Are you ill?’

Ans. The girl asked me 1f 1 was ill.

  1. The old tree said, “Please, give me water.”

Ans. The old tree requested to give him water.

  1. Shakib said, “Cricket is my favorite game”’

Ans. Shakib said that circket was his favorite game.

৭. Translate into English:

মানুষ একটি সামাজিক জীব। সে একা থাকতে পারে না। আন্তরিক বন্ধু ছাড়া কোনও ব্যাক্তি সুখী হতে পারে না। কিন্ত স্বার্থপর ব্যক্তিরা প্রকৃত বন্ধুত্ব তৈরি করতে ব্যর্থ হয়। কারণ ভালোবাসা পেতে হলে তোমাকেও বিনিময়ে ভালোবাসা দিতে হবে।

Ans. Man is a social being. He can’t live alone. No person can be happy without having sincere friends. But selfish persons fail to make real friendship. Because to get love you have to give love in return.

৮. Write a paragraph about Yourself.

১০. ক, খ ও গ এর বেতন অনুপাত ৭ঃ ৫ঃ ৩। খ, গ অপেক্ষা ২২২ টাকা বেশি পেলে ক এর বেতন কত?

ধরি,

ক এর বেতন = ৭x

খ এর বেতন = ৫x

গ এর বেতন = ৩x

প্রশ্নমতে,

৫x – ⁻৩x = ২২২

∴ ২x = ২২২

∴ x = ১১১

অতএব, ক এর বেতন = (৭×১১১) টাকা

= ৭৭৭ টাকা

১১. একটি সোনার গয়নার ওজন ৩২ গ্রাম। এতে সোনা ও তামার পরিমাণ ৩ঃ১। এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ঃ ১ হবে?

সোনার গয়নায় সোনা ও তামার অনুপাত,

সোনা : তামা = ৩:১

অনুপাত দ্বয়ের যোগফল = ৩ + ১ = ৪

∴ মিশ্রণে সোনার পরিমাণ = ৩২ এর ৩/৪ = ২৪ গ্রাম

এবং, তামার পরিমাণ = ৩২ এর ১/৪ = ৮ গ্রাম

ধরি, মিশ্রণে x গ্রাম সোনা মিশালে সোনা ও তামার অনুপাত হবে = ৪ : ১।

শর্তমতে,

৪:১ = (২৪ + x):৮

বা, ৪/১ = (২৪ + x)/৮

বা, ২৪ + x = ৮ *৪

বা, x + ২৪ = ৩২

বা, x = ৮

∴ নির্ণেয় সমাধান = ৮ গ্রাম।

১৪. এক কথায় উত্তর দিন:

ক. বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে?

উত্তরঃ- ১০ জানুয়ারি

খ. মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?

উত্তরঃ- ১১টি

গ. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?

উত্তরঃ- পি জে হাটর্স

ঘ. ‘মুজিবনগর’ কোন জেলায় অবস্থিত?

উত্তরঃ- মেহেরপুর

ঙ. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?

উত্তরঃ- সৈয়দ মাইনুল হোসেন

চ. বঙ্গভঙ্গ কত সালে হয়?

উত্তরঃ- ১৯০৫ সালে

ছ. ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়?

উত্তরঃ- ব্রাসেলস, বেলজিয়াম

জ. ‘একক দেশ দুই নীতি’ কোন দেশে চালু আছে?

উত্তরঃ- চীন

ঝ. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জন্ম গ্রহণ করেন?

উত্তরঃ- ১৭ মার্চ ১৯২০

ঞ. বাংলাদেশের কোন খেলোয়াড় ODI ক্রিকেটে দ্রুততম শতক করেন?

উত্তরঃ- মুশফিকুর রহমান

ট. ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত?

উত্তরঃ- তুরস্ক

ঠ. স্বাধীন বাংলাদেশের সংবিধান কত সালে প্রণীত হয় ?

উত্তরঃ- ১৬ ডিসেম্বর ১৯৭২

ড. পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?

উত্তরঃ- ৬.১৫ কি.মি.

ঢ. বাংলাদেশের নব নির্বাচিত রাষ্ট্রপতির নাম কি?

উত্তরঃ- মো. সাহাবুদ্দিন

ণ. সূর্যোদয়ের দেশ কোনটি?

উত্তরঃ- জাপান

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Dropbox

Download