কর অঞ্চল রাজশাহী উচ্চমান সহকারী পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২৩

0
62

কর অঞ্চল রাজশাহী উচ্চমান সহকারী

পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২৩

পদের নামঃ- উচ্চমান সহকারী

পরীক্ষার তারিখঃ- ০৩-০২-২০২৩

বাংলা- ৩০

১. নিচের প্রশ্নগুলোর উত্তর লিখ:

(ক) ‘চর্যাপদ’ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রদান করেন?

উত্তরঃ- ড. সুনীতিকুমার চট্টেপাধ্যায়

(খ) মধ্যযুগের নাম কি?

উত্তরঃ- ভারতচন্দ্র রায়গুণাকার

(গ) বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস এর নাম কি?

উত্তরঃ- দুর্গেশ নন্দিনী

(ঘ) ‘শেষের কবিতা’ উপন্যাসের নায়ক কে?

উত্তরঃ- অমিত রায়

(ঙ) বঙ্গবন্ধুর লেখা প্রকাশিত দ্বিতীয় বইয়ের নাম কি?

উত্তরঃ- কারাগারের রোজনামচা

২. ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:

(ক) উপগ্রহ = গ্রহের সদৃশ (অব্যয়ীভাব সমাস)

(খ) ইন্দ্রিয়গ্রাহ্য =

(গ) সন্ত্রীক = স্ত্রীর সহিত বর্তমান (বহুব্রীহি সমাস)

(ঘ) বিষাদসিদ্ধু = বিষাদ রূপ সিন্ধু (রূপক কর্মধারয়)

(ঙ) দম্পতি = জায়া ও পতি (দ্বন্দ্ব সমাস)

৩. অর্থসহ বাক্য রচনা করুন:

(ক) অষ্টরু্তা (ফাঁকি)

(খ) একাদশে বৃহস্পতি সৌভাগ্যেও বিষয়)

(গ) কেতাদুরস্ত (পরিপাটি)

(ঘ) ছাঁদনা তলা

(ঙ) তাসের ঘর (ক্ষণস্থায়ী)

৪. ২টি করে সমার্থক শব্দ লিখুন:

(ক) উর্মি = ঢেউ, তরঙ্গ

(খ) গর্জন = কোলাহল , চিৎকার

(গ) গল্প – কমল, অরবিন্দ

(ঘ) সিংহ = কেশরী , পশুরাজ

(ঙ) বন = জঙ্গল , অরণ্য

৫. সন্ধি বিচ্ছেদ করুন:

(ক) সংবিধান = সম + বিধান

(খ) উত্তমর্ণ = উত্তম + ঋণ

(গ) বনস্পতি = বন + পতি

(ঘ) রবীন্দ্র = রবি + ইন্দ্র

(ঙ) নীরিহ = নি: + ঈহ

৬. অনধিক ১৫টি বাক্য অনুচেছদ রচনা করুন: “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস”

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ৫২ এর ভাষা আন্দোলন

একুশে ফেব্রুয়ারি বাঙালির জাতীয় জীবনে এক গৌরবময় ও ঐতিহ্যবাহী দিন। বাঙালির জাতীয় জীবনের সকল চেতনার উৎস হচ্ছে এ দিনটি। বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদায় প্রতিষ্ঠিত করার ঐতিহাসিক দিন এটি। বাহান্নর ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত একুশে ফেব্রুয়ারিকে আমরা শহীদ দিবস হিসেবে পালন করি। একুশে ফেব্রুয়ারি এখন আর শুধু আমাদের মাতৃভাষা দিবস নয়। প্রতি বছর একুশে ফেব্রুয়ারি সারা বিশ্বে পালিত হয় ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে। এ দিবসটির ঐতিহাসিক পটভূমি রয়েছে। ১৯৪৮ সালে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ‘উর্দু ভাষাকে’ একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দিলে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে শুরু হল তীব্র গণ-আন্দোলন। বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদাদানে প্রত্যয়ী ছাত্রসমাজ ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করে। মিছিল ঢাকা মেডিকেল কলেজের কাছাকাছি এলে সরকারের নির্দেশে পুলিশ মিছিলে নির্বিচারে গুলি চালায়। এতে সালাম, বরকত, রফিক ও জব্বারসহ নাম না জানা অনেকে নিহত হয়। অতঃপর ক্রমাগত আন্দোলনের ফলে পাকিস্তান সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়। ১৯৫৬ সালের সংবিধানে সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর জাতিসংঘ ১৯৫২ সালের এই দিনের শহীদদের স্মৃতিকে সারা বিশ্বে স্মরণীয় করে রাখতে একুশে ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করেন। ২০০১ সালের ২১শে ফেব্রুয়ারি সারা বিশ্বব্যাপী প্রথম পালিত হল ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’। তাই ২১শে ফেব্রুয়ারি বাঙালির জাতীয় জীবনে এক গৌরবদীপ্ত ঐতিহাসিক দিন। আমাদের জাতীয় জীবনে এ দিনটির তাৎপর্য অপরিসীম। বুকের তাজা রক্ত ঝরিয়ে অর্জিত হয়েছে বাঙালির ভাষা ও সংস্কৃতির অধিকার। এ দিবসে প্রত্যেক ভাষার মানুষ নিজের মাতৃভাষাকে যেমন ভালোবাসবে তেমনি অন্য জাতির মাতৃভাষাকেও মর্যাদা দেবে। এভাবে একুশকে চেতনায় ধারণ করে  মাতৃভাষাকে ভালোবাসার প্রেরণা পাবে মানুষ।

ইংরেজি-৩০

৭. Fill in the Blanks:

(a) Yon must rise… criticism in order to succeed. (above)

(b) The new rule is advantageous…………… us. (for)

(c) The investigation committee consist………. five. (of)

(d) Universities should never be Mechanical organizations. (into)

(e) He has been working here………… three years. (for)

৮. Make Sentence with meaning:

(a) Comply with (মেনে চলা): We must comply with the company’s new policy on dress code.

(b) Deaf to (বধির): Despite the protests. The government remained deaf to the people’s demands.

(c) Faith in (বিশ্বাস) She had a strong faith in her religion and never doubted its teachings.

(d) Preside Over (সভাপতিত্ব করা): The mayor will preside over the city council meeting this afternoon.

(e) Remedy for (প্রতিকার): The doctor prescribed a remedy for his persistent headache

৮। ইংরেজিতে অনুবাদ করুন।

(a) বিশ্বের প্রতিটি স্বাধীন দেশেরই নিজস্ব পতাকা রয়েছে।

= Every independent country in the world has its own flag.

(b) ট্রাফিক নিয়ম কানুন বাস্তবায়ন করতে হবে।

= Traffic rules must be enforced.

(c) আতিথেয়তা বাংলাদেশী সংস্কৃতির একটি অংশ।

= Hospitality is a part of Bangladeshi culture.

(d) যদি মা শিক্ষিত হন, তবে তার সন্তান শিক্ষিত হবে।

= If the mother is educated, then her children will be educated.

(e) ২১শে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

= 21 February is now the International Mother Language Day.

১০। শুদ্ধ বানানটি লিখুন:

(a) (i) Lieaftenant

(ii) Leaftenant

(iii) Lieutenant

(iv) Leiftenant

Ans. Lieutenant

(b) (i) Repitetion

(ii) Repeatition

(iii) Repeatation

(iv) Repetition

Ans. Repetition

(c) (i) Pungtual

(ii) Puntual

(iii) Punctual

(iv) Punctual

Ans. Puntual

(d) (i) Truely

(ii) Truly

(iii) Truily

(iv) Trully

Ans. Truly

(e) (i) Licencee

(ii) Licants

(iii) Lisence

(iv) License

Ans. License

১১। Write a Short Note: “Padma Bridge”

১২। Change the voice:

(a) “I saw him fall from the tree”

– He was seen falling from the tree by me

(b) “You will be helped by me”

– You will be helped by me.

১৩। Change the form of Narration:

(a) He said, “He did the work?.

– He said that he had done the work.

(b) The teacher said “Thank you, my boys’

– The teacher thanked his boys.

১৪। The antonym of ‘Limpid”‘ is-

(a) Watery

(b) Bright

(c) Muddy

(d) Transparent

Ans. Muddy

গণিত-২০

সাধারণ জ্ঞান-২০

১৯. নিচের প্রশ্নগুলোর উত্তর দিন:

(১) রাশিয়া কোন সালের কোন তারিখে ইউক্রেনে হামলা করে?

উত্তরঃ- ২৪ ফেব্রুয়ারি ২০২২

(২) Blue Economy কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট?

উত্তরঃ- সমুদ্র অর্থনীতি

(৩) শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায়?

উত্তরঃ- মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে।

(৪) বাল্টিক রাষ্ট্র বলা হয় কোন দেশগুলোকে?

উত্তরঃ- বাল্টিক রাষ্ট্রসমূহ বলতে উত্তর ইউরোপে বাল্টিক সাগরের তীরে অবস্থিত রাষ্ট্রসমূহকে বুঝায়। এই অঞ্চলে এস্তোনিয়া, লাতভিয়া এবং লিথুয়ানিয়া – এই তিনটি দেশ রয়েছে।

(৫) কোন দেশের একটি গ্রামের নাম রাখা হয়েছে ‘রুপসী বাংলা’?

উত্তরঃ- আইভরি কোস্টের

(৬) হাউস অব লর্ডসের সদস্য কার অনুমোদনে নির্বাচিত হয়?

উত্তরঃ- যুক্তরাজ্যের রাজা বা রাণীর

(৭) পৃথিবীর দীর্ঘতম নদীর না কি?

উত্তরঃ- নীলনদ

(৮) এন্টাকর্টিকা মহাদেশর প্রধান সম্পদ কি?

উত্তরঃ- কয়লা

(৯) আ্যাসাইলাম কি?

উত্তরঃ- আ্যাসাইলাম মানে হচ্ছ অন্য দেশে আশ্রয় গ্রহণকারী রাজনৈতিক শরণার্থী।

(১০) বিশ্বের রাজধানী বলা হয় কোন নাগরীকে?

উত্তরঃ- নিউইয়র্ক কে বলা হয় বিশ্বের রাজধানী।

(১১) বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি ও কোথায় কোথায় অবস্থিত?

উত্তরঃ- বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে ৩ টি ৷

  • হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দর – ঢাকা, ঢাকা বিভাগ।
  • শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর – চট্টগ্রাম – চট্টগ্রাম বিভাগ।
  • ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর – সিলেট – সিলেট বিভাগ ।

(১২) বাংলাদেশে প্রথম কোথায় ডাকঘর স্থাপন করা হয়?

উত্তরঃ- বাংলাদেশের প্রথম ডাকঘর চুয়াডাঙ্গা ডাকঘর চুয়াডাঙ্গায় স্থাপিত হয়।

(১৩) জাতীয় চার নেতার নাম কি কি?

উত্তরঃ- জাতীয় চার নেতা: সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এইচ এম কামরুজ্জামান ও ক্যাপ্টেন এম মনসুর আলী।

(১৩) বাংলাদেশের বেসরকারি EPZ এর নামকি কি?

উত্তরঃ- বেসরকারী ইপিজেড ২টি

রাঙ্গুনিয়া ইপিজেড (REPZ)

  • চট্টগ্রাম
  • বাংলাদেশের প্রথম বেসরকারী EPZ
  • (১০ অক্টোবর, ১৯৯৯ সালে ভিত্তি প্রস্তর স্থাপন)

কোরিয়ান ইপিজেড (KEPZ)

  • চট্টগ্রাম
  • আয়তনের দিক হতে বাংলাদেশের বৃহত্তম EPZ
  • (৩০ অক্টোবর, ১৯৯৯ সালে ভিত্তি প্রস্তর স্থাপন)

(১৫) মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ কার্যকর হয়েছে কবে থেকে?

উত্তরঃ- ১ জুলাই ২০১৯

(১৬) বাংলাদেশের “অষ্টম পঞ্চবার্ষিক’ পরিকল্পনার মেয়াদ ……. থেকে ……. সাল।

উত্তরঃ- ২০২১ থেকে ২০২৫ সাল

(১৭) “বেগম পত্রিকা’র প্রথম প্রকাশিত হয় কবে?

উত্তরঃ- বেগম পত্রিকার প্রকাশনা শুরু হয় ১৯৪৭ সালের ২০ জুলাই

(১৮) ২০২২ সালে গ্লোবাল এ্যাম্বলেডর ফর ডায়বেটিস” পুরষ্কারে ভূষিত হন কে?

উত্তরঃ-  প্রধানমন্ত্রি শেখ হাসিনা

(১৯) NBR এর প্রধানের পদের নাম কি?

উত্তরঃ- চেয়ারম্যান

(২০) e-TIN এর পূর্ণরূপ fer

উত্তরঃ- Electronic Transmitter Identification Number

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Dropbox

Download