প্রবাসী কল্যান ব্যাংক নিরাপত্তা প্রহরী পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২৩

0
193

প্রবাসী কল্যান ব্যাংক নিরাপত্তা প্রহরী পদের

লিখিত প্রশ্ন সমাধান-২০২৩

পদের নামঃ- নিরাপত্তা প্রহরী

পরীক্ষার তারিখঃ- ০৩-০৩-২০২৩

১.  “নিরাপত্তা প্রহরীর গুণাবলী” বিষয়ে ৫টি বাক্য লিখুন।

২. এক কথায় প্রকাশ করুন:

যে রাত জেগে পাহারা দেয় = প্রহরী

বিদেশে থাকে যে = প্রবাসী

৩. বিপরীত শব্দ লিখুন:

তিমির = আলো

সরল = জটিল

অগ্র = পশ্চাৎ

৪. নিচের বানানগুলো শুদ্ধ করে লিখুন।

৬. Write 5 sentences about ” My Country”.

Ans.

1.My country is the place where I was born and raised.

2.It is a beautiful and diverse country with many different regions and cultures.

3.1 love the food, music, and traditions that are unique to my country.

4.Some of the famous landmarks in my country include mountains, rivers, and historical buildings.

5.1 am proud to be a citizen of my country and feel a strong connection to its people and places.

৭. Translate into English

ডাক্তার আসিবার পর রোগী মারা গেল = The patient died after the doctor had come.

সে প্রতিদিন স্কুলে যায় = He goes to school everyday.

৮. Fill in the blanks:

He is eating ……..apple (an)

Please listen ……. me (to)

৯. Write singular to plural number:

Ox = Oxen

Baby = Babies

Actor = Actors

Sheep = Sheep

Man = Men

১০. পিতার বয়স ৫৫ বছর, পুত্রের বয়স ১৫ বছর। ১৩ বছর পরে পিতা

পুত্রের বয়সের সমষ্টি কত হবে?

উত্তরঃ- ৯৬ বছর

১১. ব্যাংক থেকে ১০০,০০০/- টাকা ঋন নিয়ে নিয়ে ৫ বছর পর আসলসহ মোট ১,৪০,০০০/- টাকা পরিশোধ করা হলো। মুনাফার হার কত ?

উত্তরঃ- ৮%

১৩. (ক) একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দু’টি কোণের সমষ্টি কত ডিগ্রী ?

উত্তরঃ-

(খ) বর্গক্ষেত্র কাকে বলে?

(গ) ব্যাসার্ধ কাকে বলে

১৪. বাংলাদেশের স্বাধীনতা দিবস কোনটি?

উত্তরঃ-  ২৬ মার্চ

১৫. Covid-19 এর দু’টি টীকার নাম লিখুন।

উত্তরঃ-  মর্ডানা ও সিনোভ্যাক

১৬. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মতারিখ কোনটি ?

উত্তরঃ- ১৭ মার্চ

১৭. বিশ্বকাপ ফুটবল ২০২২ এর রানার্স আপ ছ্থান অর্জনকারী দেশ কোনটি?

উত্তরঃ- ফ্রান্স

১৮. উগান্ডার রাজধানীর নাম কি?

উত্তরঃ- কাম্পালা

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Dropbox

Download