শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর অফিস সহায়ক পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২৩

0
54

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় (কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন )

অফিস সহায়ক পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২৩

পদের নামঃ- অফিস সহায়ক

পরীক্ষার তারিখঃ- ১০-০৩-২০২৩

১. (ক) বাংলা ভাষায় আদি নিদর্শন কী?

উত্তরঃ- চর্যাপদ

(খ) ভাষা আন্দোলন ভিত্তিক রচিত একটি নাটকের নাম লিখুন।

উত্তরঃ- কবর

(গ) “অসমাপ্ত আত্মজীবনী” কে লিখেছেন?

উত্তরঃ- শেখ মুজিবুর রহমান

(ঘ) ‘শেষের কবিতা’ কোন ধরনের সাহিত্যে রচনা?

উত্তরঃ-  উপন্যাস

(ঙ) ছন্দের যাদুকর বলা হয় কাকে?

উত্তরঃ- সত্যেন্দ্রনাথ দত্ত

২. (ক) কন্যা শব্দের দুইটি প্রতিশব্দ লিখুন।

উত্তরঃ- মেয়ে, দুহিতা

(খ) সন্ধি বিচ্ছেদ করুন:

উচ্ছৃঙ্খল= উৎ+ শৃঙ্খল

রত্মাকর= রত্ন + আকর

(গ) অর্থসহ বাক্য রচনা করুন:

উত্তরঃ- ইদুর কপালে (মন্দ ভাগ্য): ইদুর কপালে যেদিকে চায়, সাগর শুকায়ে যায়।

(ঘ) সকল পদার্থ ডজন করে যে তাকে এক কথায় কী বলে?

(ঙ) পারিভাষিক শব্দ লিখুন:

Audit = নিরীক্ষা; Auction = নিলাম

৩. ০৭ মার্চের ভাষণের তাৎপর্যের উপর কমপক্ষে ০৫ টি বাক্য লিখুন:

১৯৭১ সালের ৭ই মার্চ ঢাকার রমনা রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাখো জনতার সামনে যে ভাষণ দেন, তা-ই ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ হিসেবে পরিচিত। ১৮ মিনিটের ভাষণে তিনি চলমান সামরিক আইন প্রত্যাহারসহ নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের উপর গুরুত্বারোপ করেন। তার এ ভাষণ ছিল জাতির মুক্তিসংগ্রামের এক পূর্ণাঙ্গ নির্দেশনা। সেই দিন বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষ নতুন জীবনের মন্ত্রে দীক্ষিত হয়। মুক্তিকামী বাঙালির স্বাধীনতা আন্দোলনের কর্মপন্থা-কৌশল তুলে ধরেন, দেন সঠিক দিকনির্দেশনা।

English — 20

  1. Fill in the blanks:
  2. a) The patient …….. died before the doctor came. (had)
  3. b) Look ……….. you leap. (before)
  4. c) All that glitters ………. not gold. (is)
  5. d) You, he and …… are nominated for the meeting. (i)
  6. Translate into English:
  7. a) আমি কি কাজটি করি? = Do I do the work?
  8. b) “T” গুলোর মাথা কাটো = Cut the heads of T.
  9. Correct the sentences:
  10. a) My father come home yesterday.

– My father came home yesterday.

  1. b) The girl went out dances.

– The girl went out dancing,

  1. Transform the sentences without changing the sentences.
  2. a) He goes to school.

– Doesn’t he go to school?

  1. b) I love my mother.

– I do not hate may mother.

  1. write a short paragraph on “Padma Bridge” minimum 4 sentence.

Ans. Padma Bridge is a massive infrastructure project located in Bangladesh. It is currently under construction and is expected to be one of the longest bridges in South Asia, spanning over 6.15 kilometers across the Padma River. The

construction of the bridge began in 2014 and is expected to be completed by 2022. The project is being funded by the Government of Bangladesh, along with the World Bank, Asian Development Bank, and other international organizations. Once completed, the bridge will connect the southwestern region of Bangladesh with the capital city, Dhaka, and other major cities, greatly improving  transportation and economic opportunities in the region. It is also expected to have a significant impact on the country’s socio- economic development, helping to alleviate poverty and improve living standards.

গণিত: ২০

৯. ১০টি সংখ্যার যোগফল ৪৬২। প্রথম ৪টি সংখ্যার গড় ৫২ এবং শেষ ৫টি সংখ্যার গড় ৩৮। পঞ্চম সংখ্যাটি কত?

সমাধান: প্রথম চারটির গড় ৫২,

প্রথম চারটির যোগফল = ৫২ * ৪ = ২০৮

শেষ ৫টির যোগফল = ৩৮ * ৫ = ১৯০।

:. পঞ্চম সংখ্যাটি = ৪৬২ – (২০৮ + ১৯০)

= ৪৬২- ৩৯৮ = ৬৪

উত্তরঃ- ৬৪

১০. একটি শেণির বেঞ্চে 4 জন করে ছাত্র বসালে 3 খানা বেঞ্চ খালি থাকে কিন্তু প্রতি বেঞ্চে 3 জন করে ছাত্র বসালে 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণির ছাত্র সংখ্যা কত?

ধরি, ছাত্র সংখ্যা x জন।

৪ জন করে বসলে বেঞ্চের সংখ্যা (x/৪ + ৩) টি

৩ ” ” ” ” ” (x/৩ – ৬/৩) টি

x/৪ + ৩ = x/৩ – ৬/৩

= > x/৪ + ৩ = x/৩ – ২

= > x/৩ – x/৪ = ৩ + ২

= > ৪x – ৩x /১২ = ৫

x = ৬০

১১. ৫% বৃদ্ধিতে X এর বর্ধিত মান কত?

১২. ৭০ থেকে ৮০ এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি ও কী কী?

উত্তরঃ- তিনটি: ৭১,৭৩,৭৯

১৩. সমকোণী ত্রিভুজ কাকে বলে?

উত্তরঃ- যে ত্রিভুজের একটি কোণ সমকোন, তাকে সমকোণী ত্রিভুজ বলে।

১৪. একটি সংখ্যার একক স্থানীয় মান a এবং দশক স্থানীয় মান b হলে সংখ্যাটি কত?

উত্তরঃ- a+10b

১৫. ০.১ * ০.০১* ০.০০১ = কত?

উত্তরঃ- ০.০০০০০১

সাধারণ জ্ঞান: ১০

১৪. ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কী?

উত্তরঃ- ইউরিয়া

১৫. হাকালুকি কী?

উত্তরঃ- বাংলাদেশের বৃহত্তম হাওড়

১৬. মুক্তিযুদ্ধে কোন সেক্টরটি নৌ সেক্টর হিসেবে পরিচিত ছিল?

উত্তরঃ- ১০ নং

১৭. বাংলাদেশের “White Gold’ হিসেবে পরিচিত কী?

উত্তরঃ- চিংড়ি

১৮. এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশী নারীর নাম কী?

উত্তরঃ- নিশাত মজুমদার

১৯. ভূমিকম্প নির্দেশক যন্ত্রের নাম কী?

উত্তরঃ- সিসমোগ্রাফ

২০. বসফরাস প্রণালী কোন দুই মহাদেশকে বিভক্ত করেছে?

উত্তরঃ- এশিয়া ও ইউরোপ

২১. RMG -এর পূর্ণ রূপ কী?

উত্তরঃ- RMG = Ready Made Garment

২২. FIFA World Cup ২০২২ এর সেরা খেলোয়াড় কে?

উত্তরঃ- লিওনেল মেসি

২৩. ILO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তরঃ- জেনেভা, সুইজারল্যান্ড

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Dropbox

Download