শিক্ষা মন্ত্রণালয় এর অফিস সহায়ক পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২৩

0
7

শিক্ষা মন্ত্রণালয় (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ) অফিস

সহায়ক পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২৩

পদের নামঃ- অফিস সহায়ক

পরীক্ষার তারিখঃ- ০৩-০৩-২০২৩

১। সন্ধি বিচ্ছেদ করুন:

ক) দিগন্ত = দিক্‌ + অন্ত

খ) সংস্কার = সম্‌ + কার

গ) পরীক্ষা = পরি + ঈক্ষা

২। অর্থসহ বাক্য রচনা করুনঃ

ক) অমাবস্যার চাঁদ (দুর্লভ ব্যক্তি বা বস্তু): আজকাল তোমাকে দেখাই যায় না, চাকরি পেয়ে কি অমাবস্যার চাঁদ হয়ে গেলে?

খ) অর্ধচন্দ্র দেয়া (গলাধাক্কা): গৃহস্থ চাকরটিকে অর্ধচন্দ্র দিয়ে বের করে দিল।

গ) সোনায় সোহাগা (সুন্দর মিলন): যেমন বর, তেমনি কনে , এ যেন সোনায় সোহাগা।

৩। অনুচ্ছেদ লিখুন: “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস” উত্তর:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ স্মরণীয় একটি দিন। ১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে শুরু হয়েছিল এদেশের রক্তক্ষয়ী সশস্ত্র স্বাধীনতার সংগ্রাম। এ দিনটি স্বাধীন জাতি হিসেবে আত্মমর্যাদার বর্ণিল স্মারক। ১৯৭০ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল। কিন্তু গণমানুষের রায়কে উপেক্ষা করে পাকিস্তানি সরকার ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় থাকার চেষ্টা করে। এদেশের মানুষ তা কিছুতেই মেনে নিতে পারেনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি আন্দোলন শুরু করে। এদেশের মানুষের আন্দোলনে ভীত হয়ে ১৯৭১ সালের ২৫শে মার্চ উপর আক্রমণ চালায়। সারাদেশব্যাপী হত্যা, লুষ্ঠন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ নানা ধরনের বর্বরতা চালায়। এদেশের অকুতোভয় বাঙালিও পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে। দীর্ঘ নয় মাস ব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় লাভ করে। ১৯৭১ সালের ২৬ মার্চ আমাদের স্বাধীনতা দিবস। প্রতিবছর এ দিনটি রাষ্ট্রীয়ভাবে বিশেষ মর্যাদায় পালন করা হয়। স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গৌরবের ও মর্যাদার।

৪। Make sentences with the following Idioms/Phrases with the meaning in Bangla:

  1. a) Bring to book (ভৎসনা করা, শাস্তি দেয়া, rebuk, fetch for justice) – They must be brought to book for it.
  2. b) A sore point (যা শুনলে বা দেখলে রাগ হয়): This is a very sore point with the workers in the industry.

৫। Fill in the blanks with appropriate preposition

  1. a) Never jump ………… conclusions. (to)
  2. b) The loss cannot be made……. (up)

৬। Change the following sentences as directed.

  1. a) I was flattered (make it active)

Ans. Someone flattered me.

  1. b) How deep her love for the country was ! (make it assertive)

Ans. Her love for the country was very deep.

৭। Synonym of deliberate is-

  1. a) willingly
  2. b) known
  3. c) intentional
  4. d) delivery

Ans. c

৮। Antonym of Honorary is-

  1. a) official
  2. b) salaried
  3. c) dishonor
  4. d) honorable

Ans. b

৯। Translate into English:

  1. i) সে সাঁতার দিয়ে নদী পার হলো = He swam across the river.
  2. ii) শিশুটি হাসতে হাসতে মায়ের নিকট এলো = The baby came to mother laughing.

১০। ১০০ জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর ৭০,এদের মধ্যে ৬০ জন ছাত্রীর গড় নম্বর ৭৫ হলে,চাত্রদের গড় নম্বর কত ?

১০০ শিক্ষার্থীর মোট নাম্বার = ১০০ x ৭০ = ৭০০০

ছাত্রীদের মোট নাম্বার = ৬০ x ৭৫ = ৪৫০০

বাকি নাম্বার = ৭০ = ৭০০০ – ৪৫০০ = ২৫০০

বাকি ছাত্ররা গড়ে পায় = ২৫০০/৪০ = ৬২.৫ (Ans:)

১২। একজন ব্যবসায়ী ৩৬ টাকায় ১২টি দরে কিছু কলা ক্রয় করে ৩৬ টাকায় ১৫টি বিক্রয় করলেন। তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো ?

উত্তরঃ- ক্ষতি ২০%

১৪। এক কথায় উত্তর লিখুন: ০৫

ক) বাংলাদেশের সীমানা সংলগ্ন দেশ কয়টি?

উত্তরঃ- ২টি

খ) ‘গ্রিন পিস’ কী?

উত্তরঃ- গ্রিনপিচ নেদারল্যান্ডস ভিত্তিক একটি আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন। এটি ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয়।

গ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কত তারিখে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়?

উত্তরঃ- ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯ সালে।

ঘ) UNHCR এর সদর দপ্তর কোথায়?

উত্তরঃ- জেনেভা , সুইজারল্যান্ড

ঙ) কত সালে জাতিসংঘ সহস্রাব্দ ঘোষণাপত্র প্রকাশ করে?

উত্তরঃ- ২০০০ সালে।

১৫। পূর্ণরূপ লিখুন :

ক) UNDP = United Nations Development Programme

খ) BSTI = Bangladesh Standards and Testing Institution

গ) UNESCO = United Nations Educational, Scientific and Cultural Organization

ঘ) SDG = Sustainable Development Goals.

ঙ) NATO = North Atlantic Treaty Organization.

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Dropbox

Download