ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ ডাটা এন্ট্রি পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২৩

0
12

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ ডাটা এন্ট্রি

পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২৩

পদের নামঃ- ডাটা এন্ট্রি /কন্ট্রোল অপারেটর

পরীক্ষার তারিখঃ- ২৪-০২-২০২৩

০১. এক কথায় প্রকাশ করুন:

ক) মরমর হয়েছে যে = মুমূর্ষু

খ) নুপুরের ধ্বনি =নিক্বণ

গ) যার সর্বস্ব চুরি হয়ে গেছে = হৃতসর্বস্ব

ঘ) ভোজন করার ইচ্ছা = বুভুক্ষা

ঙ) যা পানের অযোগ্য = অপেয়

০২. সন্ধি বিচ্ছেদ করুন:

অত্যন্ত = অতি + অন্ত

ইত্যাদি = ইতি + আদি

প্রতূষ = প্রতি + ঊষ

স্বপ্ন = ‍সু + অল্প

অন্বেষণ =অনু + এষণ

০৩. শুদ্ধ বানান লিখুন:

শ্রদ্ধাঞ্জলী = শ্রদ্ধাঞ্জলি

মুমূর্ষ = মুমূর্ষু

উদ্বাস্ত = উদ্বাস্ত্ত

শ্রুতিমধুর = শ্রুতিমধুর

সমিচিন = সমীচীন

০৪. বাগধারার অর্থ লিখুন:

চাঁদের হাট (আনন্দের প্রাচুর্য , প্রিয়জন সমাগম): অবসর জীবনে শরীফ সাহেব কৃতি সন্তানদের নিযে চাঁদের হাট বসিয়েছেন।

ঠোঁটকাটা (স্পষ্ট বক্তা): আচ্ছা ঠোঁটকাটা লোক তো তুমি, তার মুখের উপর অতগুলো কথা বললে।

হাতটান (চুরির অত্যাস): ছোকরা চাকরটির একটু হাতটান আছে ঘরের জিনিসপত্র সাবধানে রেখো।

চোখের পর্দা (লজ্জা): আমাদের চোখের পর্দা না থাকার কারণে দুর্নীতি বাড়ছে।

০৫. বাংলায় অনুবাদ কর:

This is our Bangladesh, our native country. How beautiful, how lovely the country is! The blue sky is over it. In that sky, the sun shines at dawn, stars twinkle in the evening and sometimes the moon smiles. Sometimes the sky becomes overcast with clouds, it thunders hard and it rains.

উত্তরঃ- এটা আমাদের বাংলাদেশ, আমাদের নিজের দেশ। দেশটা কত সুন্দর, কত চমৎকার! এর উপর লীল আকাশ। সেই আকাশে মাঝে মাঝে চাঁদ হাসে। মাঝে মাঝে আকাশ মেঘে ঢেকে যায়, প্রবল বজ্রপাত হয় এবং বৃষ্টি হয়।

০৬. বিশ্ব অর্থনীতিতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব সংক্ষেপে লিখুন ৷

০৭. Write down the plural form of the given singular nouns-

Foot – Feet

Sheep — Sheep

Crisis — Crises

Datum — Data

Alumnus — Alumni

০৮. Correct the following sentences:

ক) It is 1 who is responsible for this.

Ans. It is I who am responsible for this.

খ) He will come here just now.

Ans. He has come here just now.

গ) One should do his duty.

Ans. One should do one’s duty.

ঘ) He came here by foot.

Ans. He came here on foot.

ঙ) He speaks English like English.

Ans. He speaks English like the English.

০৯. Translate into English:

ক) সে এমনভাবে কথা বলে যেন সে সব জানে। = He talks as if he knew everything.

খ) অন্যের দোষ ধরা সহজ। = It is easy to find faults with others.

গ) সে প্রথম হওয়ার জন্য কঠিন পরিশ্রম করছে। = He is working hard to stand first.

ঘ) আমি সাতার কাটতে জানিনা। = I don’t know how to swim.

ঙ) মুষলধারে বৃষ্টি হচ্ছে। = It is raining cats and dogs.

১০. Fill in the Blanks:

ক) Karim is ….. honest man. (an)

খ) Rahim is junior …… me. (to)

গ) He is good ….. painting (at)

ঘ) I do not run ….. wealth (after)

৪) Rafiq is good …… English. (at)

১১. Make sentences with the given idioms and phrases-

ক) Bread and butter (জীবিকা): It was a question of bread and butter.

খ) For good (চিরতরে, Permanently): He has left the country for good.

গ) Heart and soul (প্রাণণনে, intensely): They tried heart and soul but could not prevail.

ঘ) ABC (Primary knowledge, প্রাথমিক জ্ঞান); He is learning his ABC at school.

১২. সরল করুন: [৩৬ / {২+২৮/(৪+১২/৪)}] /৬ = কত?

উত্তরঃ- ১

১৩. ৫০০ মিলি. হ্যান্ড স্যানিটাইজারে আ্যালকোহল ও পানির অনুপাত তাহ। উক্ত স্যানিটাইজারে কত মি:লি. পানি মিশালে আ্যালকোহল ও পানির অনুপাত ২:৩ হবে? ১৪

উত্তরঃ- ২৫০ মি.লি

১৪. সরকার ২০% টাকা ভর্তুকি দেয়ার পর একটি পণ্যের মূল্য দাড়ালো ২৪ টাকা। সরকার পণ্য প্রতি কত টাকা ভর্তুকি দিল?

উত্তরঃ- ৬ টাকা

১৫. একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা ২ সেমি. ছোট; কিন্তু অত্রিভুজে ভূমি অপেক্ষা ২ সে.মি. বড়। অতিভুজের দৈর্ঘ্য কত?

উত্তরঃ- ১০ সেমি.

১৬. সাধারণ জ্ঞান

ক) LAN এবং WAN এর পূর্ণরূপ কি?

উত্তরঃ- LAN = Local Area Network

WAN = Wide Area Network

খ) ICT এর পূর্ণরূপ কি?

উত্তরঃ- ICT = Information Technology

গ) File ও Folder কি?

উত্তরঃ- File – একটি কম্পিউটার ফাইল হলো একটি তথ্য যা কম্পিউটার প্রোগ্রাম এর নিকট গ্রহণযোগ্য। ফাইলের নাম এর শেষে এর ফরম্যাট টাইপ লেখা থেকে।  একে ফাইল এক্সটেনশন বলে।

Folder – কম্পিউটার ফাইল সমূহ যে কন্টেইনারে সংরক্ষণ করা হয় তাকে Folder বলে।

ঘ) পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?

উত্তরঃ- সেতুটির দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার

ঙ) সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালীর নাম কি?

উত্তরঃ- শেখ মুজিবুর রহমান

চ) বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি?

উত্তরঃ- বাংলাদেশ ব্যাংক

ছ) তিনটি জনপিয় সার্চ ইঞ্জিনের নাম লিখুন।

উত্তরঃ- Google, Amazon, Yahoo

জ) ১ ন্যানো সেকেন্ড ১ সেকেন্ডের কত ভাগ?

উত্তরঃ- ১০০ কোটি ভাগের ১ ভাগ

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Dropbox

Download