কৃষি বিপণন অধিদপ্তর মাঠ ও বাজার পরিদর্শক পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২৩

0
84

কৃষি বিপণন অধিদপ্তর মাঠ ও বাজার পরিদর্শক

পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২৩

পদের নামঃ- মাঠ ও বাজার পরিদর্শক

পরীক্ষার তারিখঃ- ২৫-০২-২০২৩

০১. ‘সুষ্ঠ বাজার ব্যবস্থাপনা’ -এর উপর ১০টি বাক্য লিখুন।

০২. এক কথায় প্রকাশ করুন:

ক) সেবা করার ইচ্ছা = শুশ্রুষা

খ) যা ক্রমশ বিস্তীর্ণ হচ্ছে = ক্রমবিস্তার্যমান

গ) আকাশ ও পৃথিবীর অন্তরাল = ক্রন্দসী

ঘ) যা খুব শীতল বা উষ্ণ নয় = নাতিশীতোষ্ণ

ঙ) ক্ষুদ্র বাগান = বাগিচা

০৩. শুদ্ধ করে লিখুন:

ক) পিপিলিকা = পিপীলিকা

খ) মৌনতা = মৌন

গ) পুরষ্কার = পুরস্কার

ঘ) শ্রদ্ধাঞ্জলী = শ্রদ্ধাঞ্জলি

ঙ) সমিচীন = সমীচীন

০৪. প্রতিটি শব্দের পৃথক অর্থ লিখুন:

ক) ওষধি = যে উদ্ভিদ একবার ফল দিয়ে মরে যায়।

ওষধি = ভেজষ উদ্ভিদ

খ) জড় = প্রাণহীন

জ্বর = শারীরিক অসুস্থতার লক্ষণ

গ) জাঁতি = এক ধরণের লোহার যন্ত্র৷

জাতি = সম্প্রদায়

ঘ) নাড়ি = শিরা, ধমনি

নারী = স্ত্রীলোক

ঙ) ইতি = সমাপ্তি, শেষ

ঈতি = শস্যৎপাদনে ছয় প্রকার বিঘ্ন যেমন- অতিবৃষ্টি, অনাবৃষ্টি, মূষিক, পতঙ্গ, পক্ষী ও নিকটস্থ বৈরী রাজা।

৫. ব্যাসবাক্যসহ সমাসের নাম লিখুন:

ক) প্রতিকূল = বিরুদ্ধ কুল (অব্যয়ীভাব সমাস)

খ) নির্জল = জলের অভাব (অব্যয়ীভাব সমাস)

গ) রাজবাড়ি = রাজার বাড়ি (৬ষ্ঠী তৎপুরুষ সমাস)

ঘ) নবরত্ন = নব রতনের সমাহার (দ্বিগু সমাস)

৬) মনমাঝি = মন রূপ মাঝি (রূপক কর্মধারয় সমাস)

৬. Write 10 (ten) sentences on “My Favorate game’

০৭. Make sentences with meaning:

  1. a) At all (আদৌ): Jahir doesn’t like her at all.
  2. b) Bed of roses (comfortable, সুখকর অবস্থা): Life is not a bad of roses.
  3. c) Crocodile tears (মায়াকান্না): Heartless men and women can shed crocodile tears.
  4. d) Gala day (আনন্দ উৎসবের দিন, a day of festivity): The Eid day is a gala day for us.
  5. e) To and fro (সামনে পেছনে): Journeys to and fro between Dhaka and Chittagong.

০৮. Fill in the gaps with appropriate prepssition:

  1. a) He burst ………. tears. (into)
  2. b) Try to give ………. your bad habit. (up)
  3. c) He deads ………. rule (in)
  4. d) The ornament is made ………. gold. (from)
  5. e) Put ………. your dress. (on)

০৯. Correct the following sentences:

  1. a) I went to Dhaka on bus.

Ans. I went to Dhaka by bus.

  1. b) My father is a MBBS doctor .

Ans. My father is an MBBS doctor

  1. c) Honey taste sweet.

Ans. Honey tastes sweet

  1. d) A red and blue pen is needed.

Ans. A red and blue pen are needed

  1. e) One of my friends are present.

Ans. One of my friends is present.

১০. Translate into English:

  1. a) তুমি কোথায় থাক? = Where do you live?
  2. b) এ গাছে ফুল ধরেছ = This tree has flowers.
  3. c) আমি আর চলতে পারি না = 1 can’t go anymore.
  4. d) সে দিন চলে গেছে = That day is gone.
  5. e) বরং তুমি সেখানে যাও = Rather you go there.

১১. টাকায় ১২টি লেবু বিক্রি করায় ৪% ক্ষতি হয়। ৪৪% লাভ করতে হলে টাকায় কতটি লেবু বিক্রি করতে হবে?

সমাধানঃ- ৪%ক্ষতিতে,

বিক্রিয়মূল্য ৯৬ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা

বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/ ৯৬ বা ২৫/২৪ টাকা

৪৪% লাভে

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১৪৪ টাকা

ক্রয়মূল্য ২৫/২৪ টাকা হলে বিক্রয়মূল্য ( ১৪৪×২৫)/(২৪×১০০)

= ১.৫ টাকা

১.৫ টাকায় বিক্রয় করতে হবে ১২ টি লেবু

১ টাকায় বিক্রয় করতে হবে ১২/১.৫ টি লেবু

= ৮টি লেবু

১২. একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি, ত্রিভুজটির ক্ষেত্রফল 810 বর্গ সেমি হলে, এর উচ্চতা কত ?

১৩. সংক্ষেপে উত্তর দিনঃ

ক) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত দুইটি বইয়ের নাম লিখুন।

উত্তরঃ- অসমাপ্ত আত্মজীবনী, আমার দেখা নয়াচীন

খ) পূর্ণরূপ লিখুন: IMF, UNESCO

উত্তরঃ- IMF = International Monetary Fund

UNESCO = =United Nations Educational, Scientific and Cultural Organization

গ) নেদারল্যান্ডের রাজধানী ও তুরস্কের মুদ্রার নাম লিখুন।

উত্তরঃ- নেদারল্যান্ডের রাজধানী – আমস্টারডাম

তুরস্কের মুদ্রার নাম – লিরা

ঘ) কুষ্টিয়া ও বরিশাল – এর পূর্বনাম লিখুন।

উত্তরঃ- কুষ্টিয়ার পূর্বনাম নদীয়া

বরিশাল – এর পূর্বনাম চন্দ্রদ্বীপ

ঙ) দোয়েল চত্ত্বর ও জাতীয় সংসদের স্থপতির নাম লিখুন।

উত্তরঃ- দোয়েল চত্ত্বরের স্থপতি – আজিজুল জলিল পাশা

জাতীয় সংসদের স্থপতি – লুই আই কান

চ) কোন গাছকে সূর্যকন্যা বলা হয়?

উত্তরঃ- তুলা

ছ) পৃথিবীর গভীরতম সমুদ্রখাত কোনটি?

উত্তরঃ- ত্রারিয়ানা ট্রেঞ্চ

জ) কোন সাগর এশিয়া ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে?

উত্তরঃ- লোহিত সাগর

ঝ) আয়তন ও জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় জেলার নাম লিখুন।

আয়তনে দিক দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা – রাঙ্গামাটি

জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা – ঢাকা

ঞ) বাংলাদেশের প্রথম বেসরকারি টিভি চ্যানেলের নাম লিখুন |

উত্তরঃ- এটিএন

ট) শান্তিতে প্রথম নোবেল পুরষ্কার পান কে?

উত্তরঃ- অরি দ্যুন

ঠ) বর্তমানে নারী টি-২০ বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে?

উত্তরঃ- দক্ষিণ আফ্রিকা

ড) আগামী বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তরঃ- যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোতে

ঢ) সিজোফ্রেনিয়া কী?

উত্তরঃ- এক ধরণের জটিল মানসিক রোগ

ণ) আন্তর্জাতিক নারী দিবস কত তারিখ পালিত হয়ঃ?

উত্তরঃ- ৮ মার্চ

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Dropbox

Download