কৃষি বিপণন অধিদপ্তর মাঠ ও বাজার পরিদর্শক
পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২৩
পদের নামঃ- মাঠ ও বাজার পরিদর্শক
পরীক্ষার তারিখঃ- ২৫-০২-২০২৩
০১. ‘সুষ্ঠ বাজার ব্যবস্থাপনা’ -এর উপর ১০টি বাক্য লিখুন।
০২. এক কথায় প্রকাশ করুন:
ক) সেবা করার ইচ্ছা = শুশ্রুষা
খ) যা ক্রমশ বিস্তীর্ণ হচ্ছে = ক্রমবিস্তার্যমান
গ) আকাশ ও পৃথিবীর অন্তরাল = ক্রন্দসী
ঘ) যা খুব শীতল বা উষ্ণ নয় = নাতিশীতোষ্ণ
ঙ) ক্ষুদ্র বাগান = বাগিচা
০৩. শুদ্ধ করে লিখুন:
ক) পিপিলিকা = পিপীলিকা
খ) মৌনতা = মৌন
গ) পুরষ্কার = পুরস্কার
ঘ) শ্রদ্ধাঞ্জলী = শ্রদ্ধাঞ্জলি
ঙ) সমিচীন = সমীচীন
০৪. প্রতিটি শব্দের পৃথক অর্থ লিখুন:
ক) ওষধি = যে উদ্ভিদ একবার ফল দিয়ে মরে যায়।
ওষধি = ভেজষ উদ্ভিদ
খ) জড় = প্রাণহীন
জ্বর = শারীরিক অসুস্থতার লক্ষণ
গ) জাঁতি = এক ধরণের লোহার যন্ত্র৷
জাতি = সম্প্রদায়
ঘ) নাড়ি = শিরা, ধমনি
নারী = স্ত্রীলোক
ঙ) ইতি = সমাপ্তি, শেষ
ঈতি = শস্যৎপাদনে ছয় প্রকার বিঘ্ন যেমন- অতিবৃষ্টি, অনাবৃষ্টি, মূষিক, পতঙ্গ, পক্ষী ও নিকটস্থ বৈরী রাজা।
৫. ব্যাসবাক্যসহ সমাসের নাম লিখুন:
ক) প্রতিকূল = বিরুদ্ধ কুল (অব্যয়ীভাব সমাস)
খ) নির্জল = জলের অভাব (অব্যয়ীভাব সমাস)
গ) রাজবাড়ি = রাজার বাড়ি (৬ষ্ঠী তৎপুরুষ সমাস)
ঘ) নবরত্ন = নব রতনের সমাহার (দ্বিগু সমাস)
৬) মনমাঝি = মন রূপ মাঝি (রূপক কর্মধারয় সমাস)
৬. Write 10 (ten) sentences on “My Favorate game’
০৭. Make sentences with meaning:
- a) At all (আদৌ): Jahir doesn’t like her at all.
- b) Bed of roses (comfortable, সুখকর অবস্থা): Life is not a bad of roses.
- c) Crocodile tears (মায়াকান্না): Heartless men and women can shed crocodile tears.
- d) Gala day (আনন্দ উৎসবের দিন, a day of festivity): The Eid day is a gala day for us.
- e) To and fro (সামনে পেছনে): Journeys to and fro between Dhaka and Chittagong.
০৮. Fill in the gaps with appropriate prepssition:
- a) He burst ………. tears. (into)
- b) Try to give ………. your bad habit. (up)
- c) He deads ………. rule (in)
- d) The ornament is made ………. gold. (from)
- e) Put ………. your dress. (on)
০৯. Correct the following sentences:
- a) I went to Dhaka on bus.
Ans. I went to Dhaka by bus.
- b) My father is a MBBS doctor .
Ans. My father is an MBBS doctor
- c) Honey taste sweet.
Ans. Honey tastes sweet
- d) A red and blue pen is needed.
Ans. A red and blue pen are needed
- e) One of my friends are present.
Ans. One of my friends is present.
১০. Translate into English:
- a) তুমি কোথায় থাক? = Where do you live?
- b) এ গাছে ফুল ধরেছ = This tree has flowers.
- c) আমি আর চলতে পারি না = 1 can’t go anymore.
- d) সে দিন চলে গেছে = That day is gone.
- e) বরং তুমি সেখানে যাও = Rather you go there.
১১. টাকায় ১২টি লেবু বিক্রি করায় ৪% ক্ষতি হয়। ৪৪% লাভ করতে হলে টাকায় কতটি লেবু বিক্রি করতে হবে?
সমাধানঃ- ৪%ক্ষতিতে,
বিক্রিয়মূল্য ৯৬ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/ ৯৬ বা ২৫/২৪ টাকা
৪৪% লাভে
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১৪৪ টাকা
ক্রয়মূল্য ২৫/২৪ টাকা হলে বিক্রয়মূল্য ( ১৪৪×২৫)/(২৪×১০০)
= ১.৫ টাকা
১.৫ টাকায় বিক্রয় করতে হবে ১২ টি লেবু
১ টাকায় বিক্রয় করতে হবে ১২/১.৫ টি লেবু
= ৮টি লেবু
১২. একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি, ত্রিভুজটির ক্ষেত্রফল 810 বর্গ সেমি হলে, এর উচ্চতা কত ?
১৩. সংক্ষেপে উত্তর দিনঃ
ক) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত দুইটি বইয়ের নাম লিখুন।
উত্তরঃ- অসমাপ্ত আত্মজীবনী, আমার দেখা নয়াচীন
খ) পূর্ণরূপ লিখুন: IMF, UNESCO
উত্তরঃ- IMF = International Monetary Fund
UNESCO = =United Nations Educational, Scientific and Cultural Organization
গ) নেদারল্যান্ডের রাজধানী ও তুরস্কের মুদ্রার নাম লিখুন।
উত্তরঃ- নেদারল্যান্ডের রাজধানী – আমস্টারডাম
তুরস্কের মুদ্রার নাম – লিরা
ঘ) কুষ্টিয়া ও বরিশাল – এর পূর্বনাম লিখুন।
উত্তরঃ- কুষ্টিয়ার পূর্বনাম নদীয়া
বরিশাল – এর পূর্বনাম চন্দ্রদ্বীপ
ঙ) দোয়েল চত্ত্বর ও জাতীয় সংসদের স্থপতির নাম লিখুন।
উত্তরঃ- দোয়েল চত্ত্বরের স্থপতি – আজিজুল জলিল পাশা
জাতীয় সংসদের স্থপতি – লুই আই কান
চ) কোন গাছকে সূর্যকন্যা বলা হয়?
উত্তরঃ- তুলা
ছ) পৃথিবীর গভীরতম সমুদ্রখাত কোনটি?
উত্তরঃ- ত্রারিয়ানা ট্রেঞ্চ
জ) কোন সাগর এশিয়া ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে?
উত্তরঃ- লোহিত সাগর
ঝ) আয়তন ও জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় জেলার নাম লিখুন।
আয়তনে দিক দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা – রাঙ্গামাটি
জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা – ঢাকা
ঞ) বাংলাদেশের প্রথম বেসরকারি টিভি চ্যানেলের নাম লিখুন |
উত্তরঃ- এটিএন
ট) শান্তিতে প্রথম নোবেল পুরষ্কার পান কে?
উত্তরঃ- অরি দ্যুন
ঠ) বর্তমানে নারী টি-২০ বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে?
উত্তরঃ- দক্ষিণ আফ্রিকা
ড) আগামী বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তরঃ- যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোতে
ঢ) সিজোফ্রেনিয়া কী?
উত্তরঃ- এক ধরণের জটিল মানসিক রোগ
ণ) আন্তর্জাতিক নারী দিবস কত তারিখ পালিত হয়ঃ?
উত্তরঃ- ৮ মার্চ