কাস্টম হাউস, চট্টগ্রাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২৩

0
179

কাস্টম হাউস, চট্টগ্রাম অফিস সহকারী কাম কম্পিউটার

মুদ্রাক্ষরিক পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২৩

পদের নামঃ- অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পরীক্ষার তারিখঃ- ১০/০৩/২০২৩

১. এক কথায় প্রকাশ করুন:

ক) অগ্রে জন্ম গ্রহণ করে যে = অগ্রজ

খ) উপকারীর উপকার করে যে = কৃতজ্ঞ

গ) মৃতের মত অবস্থা যার = মুমূর্ষু

ঘ) যা পূর্বে ছিল বর্তমানে নেই = ভূতপূর্ব

ঙ) ইন্দ্রকে জয় করেছে যে = ইন্দ্রজিৎ

২. অর্থসহ বাক্য রচনা করুন:

ক) অন্ধের যষ্ঠি (একমাত্র অবলম্বন): বৃদ্ধা জননীর অন্ধের যষ্ঠির মত পুত্রটি অকালে প্রাণ হারাল।

খ) আষাঢ়ের গল্প (আজগুবি গল্প): যুগ পাল্টেছে, এখন আর আষাঢ়ে গল্প কেউ শোশে না।

গ) সোনায় সোহাগা (সুন্দর মিলন): যেমন বর , তেমনি কনে, এ যেন সোনায় সোহাগা।

ঘ) অমাবস্যার চাঁদ (দুর্লভ ব্যক্তি বা বস্তু): আজকাল তোমাকে দেখাই যায় না, চাকরি পেয়ে কি অমাব্য্যার চাঁদ হয়ে গেলে?

ঙ) খেজুরে আলাপ (অকাজের ক্থা): খেজুরে আলাপ বাদ দিয়ে আসল কথা বলো।

৩. ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন:

ক) ছায়াতরু = ছায়া প্রদানকারী তরু (মধ্যপদলোপী কর্মধারয়)

খ) পুরুষসিংহ = পুরুষ সিংহের ন্যায় (উপমিত কর্মধারয়)

গ) দুর্ভিক্ষ = তিক্ষার অভাব (অব্যয়ীভাব সমাস)

ঘ) হাতে খড়ি = হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে (মধ্যপদলোপী বহুব্রেহি)

ঙ) চালকুমড়া = চালে আশিত কুমড়া (মধ্যপদলোপী কর্মধারয়)

৪. অনুচ্ছেদ লিখুন: “কর্ণফুলী টানেল”।

উত্তরঃ- কর্ণফুলী টানেলের মূল নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর বহমান টানেল। একে সংক্ষেপে বলা হয় বঙ্গবন্ধু টানেল। কর্ণফুলী নদীর নিচে টানেলটির অবস্থান থাকার কারণে জনসাধারণের কাছে টানেলটি কর্ণফুলী টানেল নামে পরিচিতি লাভ করেছে। বাংলাদেশের বড় বড় মেগা প্রকল্পের মধ্যে কর্ণকুলী টানেল প্রকল্প বা বঙ্গবন্ধু টানেল প্রকল্প অন্যতম একটি।

কর্ণফুলী টানেল কর্ণফুলী নদীর দুই তীরকে সংযুক্ত করে। এই টানেলটির মধ্যে ধাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংযুক্ত হবে। ফলে আরো কম সময়ে ঢাকা , চট্টগ্রাম, কক্সবাজার যাওয়া যাবে। কর্ণফুলী টালেল বা বঙ্গবন্ধু

টানেলটির দৈর্ঘে ৩.৪৩ কিলোমিটার।

টানেলটি সম্পূর্ণ রূপে শেষ হলে এটি হবে বাংলাদেশের প্রথম টানেল বা সুড়ঙ্গ এবং দক্ষিণ এশিয়ায় নদী তলদেশের প্রথম ও দীর্ঘতম সড়ক সুড়ঙ্গপথ। কর্ণফুলীর নদীর মধ্যভাগে সুড়ঙ্গটি অবস্থান করবে ১৫০ মিটার ফুট গভীরে।

২০১৬ সালের ১৮ই অক্টোবর টানেলটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী ও টানের রাষ্ট্রপতি শি জিন পিং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি কর্ণফুলী টানেল বা বঙ্গবন্ধু টানেলের নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করেন। টানেলটি এখনো নির্মাধীন অবস্থায় রয়েছে।

৫. Write down the elaboration:

UNHCR = United Nations High Commissioner for Refugees

WHO = World Health Organization

ICDDRB = International Center for Diarrhoeal Disease Research, Bangladesh

WFP = World Food Programme

BARD = Bangladesh Academy for Rural Development

৬. Fill in the blanks with appropriate word:

  1. a) The girl was admired ………. her honesty. (for)
  2. b) He adheres ………. his studies. (to)

0) He was accused ………. theft. (of)

  1. d) Industry is the key ………. success. (to)

2) The police is looking ………. the matter. (info)

৭. Make sentences with meanings:

All at once (হঠাৎ): All at once, he entered my room.

A bed of roses (comfortable, সুখকর অবস্থা) Life is not a bad of roses.

At home (দক্ষ): : He is quite at home in English.

Apple of one’s eye (অতিপ্রিয় ব্যক্তি বা বস্তু): He is the apple of his mother’s eye.

ABC (প্রাথমিক জ্ঞান):  He is leaning his ABC at school.

৮. Write down a passage on Export Processing Zone (EPZ)’

Ans. The Export Processing Zone (EPZ) in Bangladesh is a government-led initiative to promote foreign investment and increase the country’s export earnings. EPZs are specialized industrial areas that offer a range of incentives and facilities to attract foreign investors. Bangladesh has eight EPZs, located in different parts of the country, with a total land area of around 7.000 acres.

The EPZs provide investors with a range of benefits, including tax holidays, duty-free import of raw materials and capital goods, and simplified customs procedures. They also offer modern infrastructure, including roads, power, and water supply, and skilled labor at competitive wages.

The EPZs have attracted a wide range of investors from various countries, including the USA, Japan. South Korea, and China. They have helped to create employment opportunities for thousands of Bangladeshis and have contributed significantly to the country’s economic growth.

However, the EPZs have also been criticized for their poor working conditions and low wages. The government has taken steps to address these issues, such as increasing the minimum wage and improving labor standards. Despite these challenges, the EPZs continue to be a vital component of Bangladesh’s economic development.

৯. একটি আয়তাক্যার জমির প্রস্থ তার দৈর্ঘ্যর অর্ধেক। জমিটির ক্ষেত্রফল ৩২০০ বর্গমিটার জমির পরিসীমা কত?

উত্তরঃ- 240 মিটার

১০. বার্ষিক শতকরা কত মুনাফায় কোন আসলে ৫ বছরে মুনাফা-আসলে দ্বিগুণ হবে?

মূলধন ১০০ টাকা হলে ৫ বছরের সুদাসল ( ১০০ × ২) = ২০০ টাকা

বার্ষিক সুদের হার = (২০০ – ১০০ × ১০০)/(১০০ × ৫) % = ২০%

১১. উৎপাদকে বিশ্লেষণ করুন: 2×2 — 15x + 28

১২. সাধারণ জ্ঞান

ক. সর্বপ্রথম তৈরী মাইক্রোপ্রসেসরের নাম কি?

উত্তরঃ- Intel 4004

খ. Replace word (শব্দ প্রতিস্থাপন) এর Short Cut key লিখুন?

উত্তরঃ- Ctrl + H

গ. কত সালের মধ্যে SMART বাংলাদেশ গড়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে?

উত্তরঃ- ২০৪১

ঘ. City of Literature বলা হয় কোন শহরকে?

উত্তরঃ- এডিনবার্গ, যুক্তরাজ্য

ঙ. বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি?

উত্তরঃ- সুপ্রীম কোট

চ. ডেঙ্গু জ্বরের বাহক মশার নাম কি?

উত্তরঃ- এডিস মশা

ছ. মহামান্য রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করান কে?

উত্তরঃ- স্পীকার

জ. UNESCO কবে বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে “বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে ঘোষণা করেছে?

উত্তরঃ- ৩০ অক্টোবর ২০১৭

ঝ. বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?

উত্তরঃ- তাজিংডং

ঞ. ‘নকশী কাঁথার মাঠ’ কীথার মাঠ’ কাব্য গ্রন্থটিরর রচয়িতা কে?

উত্তরঃ- জসীমউদ্দীন

ট. ‘পরীর পাহাড়’ কোন জেলায় অবস্থিত?

উত্তরঃ- চট্টগ্রাম

ঠ. আলেকদান্দ্রিয়া বন্দর কোন দেশে অবস্থিত?

উত্তরঃ- মিশর

ড. Green Peace কোন খরনের সংগঠন?

উত্তরঃ- পরিবেশবাদী সংগঠন

ঢ. বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থান কোনটি?

উত্তরঃ- ছেড়া দ্বীপ

ণ. ওয়ানডেতে বাংলাদেশের ৩০০ উইকেট প্রাপ্ত বোলারের নাম কি?

উত্তরঃ- সাকিব আল হাসান

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Dropbox

Download