শিক্ষা মন্ত্রনালয় এর সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২৩

0
127

শিক্ষা মন্ত্রনালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার

অপারেটর পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২৩

পদের নামঃ- সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পরীক্ষার তারিখঃ- ০৩/০৩/২৩

১। সন্ধি বিচ্ছেদ করুন:

ক) স্বাধীন = স্ব + অধীন

খ) প্রত্যহ = প্রতি + অহ

গ) অহংকার = অহম্‌ + কার

ঘ) নীরব = নি: + রব

ঙ) ততোধিক = তত: + অধিক

২। কারক ও বিভক্তি নির্ণয় করুন:

ক) অন্নহীনে অন্ন দাও (সম্প্রদানে ৭মী)

খ) আমাকে যেতে হবে (কর্তায় ২য়া)

গ) রহিম সাহেব ঢাকায় বসবাস করেন। (অধিকরণ)

ঘ) ছাত্ররা ক্রিকেট খেলে (কর্মে শূন্য)

ঙ) টাকায় টাকা হয় (অপাদানে ৭মী)

৩। বিপরীত শব্দ লিখুন:

ক) আদ্য = অন্ত

খ) আসক্ত = নিরাসক্ত

গ) কুটিল = সরল

ঘ) ইতর = ভদ্র

ঙ) আমদানি = রপ্তানী

৪। অর্থসহ বাক্য লিখুন:

ক) আটকপালে (হতভাগ্য): হাসানের মতো আটকপালে আর কেউ নেই, এখনও পরীক্ষায় পাস করতে পারেনি।

খ) আকাশ-পাতাল (বিশাল ব্যবধান): হাবিব ও হাসান সহোদর ভাই , কিন্তু দুজনের চরিত্রে আকাশ-পাতাল ব্যবধান।

গ) উড়নচন্ডী (অমিতব্যয়ী): উড়নচন্ডী ছেলের জন্য  বৃদ্ধ বাপ সব সম্পত্তি শেষ করল।

ঘ) এক কথার মানুষ (দৃঢ় সংক্ল্প ব্যক্তি): হীরন সাহেব এক কথার মানুষ, কোন লোভই তাকে নাড়াতে পারবে না।

ঙ) গোবর গণেশ (অকর্মণ্য): বড়লোকের ছেলেদের রোজগার করে খেতে হয় না বলে তারা প্রায়ই গোবর গণেশ হয়ে থাকে।

৫। অনুচ্ছেদ লিখুন: “স্মার্ট বাংলাদেশ” ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ ডিসেম্বর ২০২২ সালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি) অনুষ্ঠানে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে সর্বপ্রথম “স্মার্ট বাংলাদেশ” গড়ার কথা বলেন। শেখ হাসিনা বলেন, “আমরা আগামী ৪১’ সালে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে ভুলব এবং বাংলাদেশ হবে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ ।” এ স্মার্ট শব্দটি দেশ ও শহরের ক্ষেত্রে প্রথম ব্যবহার শুরু হয় ভারতে স্মার্ট সিটি প্রকল্প নামে।

পরিকল্পনা: ‘স্মার্ট বাংলাদেশ গড়ার ভিত্তি চারটি | এগুলো হচ্ছে –

* স্মার্ট নাগরিক

* স্মার্ট অর্থনীতি

* স্মার্ট সরকার

* স্মার্ট সমাজ

স্মার্ট বাংলাদেশ নির্মাণে এ চারটি নির্দিষ্ট ক্ষেত্রকে চিহ্নিত করে অগ্রসর হলে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের কোনো অবশিষ্ট থাকবে না। স্মার্ট নাগরিক ও স্মার্ট সরকার এর মাধ্যমে সব সেবা এবং মাধ্যম ডিজিটালে রূপান্তরিত হবে । আর স্মার্ট সমাজ ও স্মার্ট অর্থনীতি প্রবৃদ্ধি নিশ্চিত করতে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন এবং ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে।

‘স্মার্ট বাংলাদেশ হবে সাশ্রয়ী, টেকসই , জ্ঞানভিত্তিক , বুদ্ধিদীপ্ত ও উদ্ভাবনী। এককথায় সব কাজই হবে স্মার্ট । যেমন স্মার্ট শহর ও স্মার্ট গ্রাম বাস্তবায়নের জননিরাপত্তা , কৃষি, ইন্টারনেট সংযোগ ও দুর্যোগ ব্যবস্থাপনা নিশ্চিত করা। অনলাইনে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে এক শিক্ষার্থী, এক ল্যাপটপ , এক স্বপ্নের উদ্যোগ নেয়ার কথা বলা হয়েছে। এর আওতায় সব ডিজিটাল সেবা কেন্দ্রীয়ভাবে সমন্বিত ক্লাউডের আওতায় নিয়ে আসা হবে। ইতোমধ্যে ডিজিটাল বাংলাদেশ টাস্কফোরর্সের নাম পরিবর্তন করে “স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্স’ গঠন করেছে বাংলাদেশ সরকার।

টাস্কফোর্স গঠন

বাংলাদেশ সরকার “স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ৩০ সদস্য বিশিষ্ঠ “স্মার্ট বাংলাদেশ টাঙ্কফোর্স’ গঠন করেছে। এ টাস্কফোর্সের চেয়ারপারসন হলেন প্রধানমন্ত্রী , গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বাকি ২৯ জন সদস্য।

নির্দেশনা প্রদান;

শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও আর্থিক খাতের কার্যক্রমকে স্মার্ট পদ্ধতিতে রূপান্তরের সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে দিক নির্দেশনা প্রদান; সামাজিক, বাণিজ্যিক ও বৈজ্ঞানিক পরিমন্ডলে তথ্য-প্রযুক্তি বিষয়ক বিধিবিধান প্রণয়নে দিক নির্দেশনা প্রদান ইত্যাদি।

  1. Make sentences with the following Idioms/Phrases with the meaning in Bangla:
  2. a) put forward (প্রস্তাব করা) They put forward a proposal to increase teachers’ salaries.
  3. b) figure out (চিন্তা করা ): I’m trying to figure out a way to make this work.
  4. c) tell upon (ক্ষতি করা): Smoking tells upon health.
  5. d) do up (আটকে থাকা): The shirt does up at the back.
  6. e) pull at (টানা): When she gets nervous, she pulls at her ear.
  1. Fill in the blanks with appropriate preposition:
  2. a) The loss cannot be made —— (up)
  3. b) I have no taste —— music. (for)
  4. c) —— all his learning, he is dishonest. (Despite)
  5. d) I cannot be false —— my friend. (to)
  6. e) Don’t get frightened, we are —— you. (with)
  1. Change the following sentences as directed:
  2. a) I am sure it is a mistake (make compound)

Ans. It is a mistake and I am sure.

  1. b) My father insisted me to go abroad (correct the sentence)

Ans. My father insisted on my going abroad.

  1. c) All must submit to destiny (make it negative).

Ans. No one can escape destiny.

  1. d) To err is human (make it negative without changing the meaning)

Ans. No man is free from error.

  1. e) Take care of your health (make it passive)

Ans. Let your health be taken care of.

  1. Translate into English:

ক) আমার বন্ধু নাই বললেই চলে = I have few fiends.

খ) আমার যাওয়ার কথা ছিল = I was supposed to go.

গ) কাজটি অবশ্যই আমি করিয়ে নেবো = I will definitely do the work.

ঘ) এতে কোন সন্দেহ নাই = There is no doubt about it

ঙ) কোন কাজই কাজের দিক থেকে উঁচু বা নিচু নয় = No job is high or low in terms of work.

  1. Write a paragraph on “The Historic 7th March Speech’.

Ans.

The historic 7th March speech is considered a milestone in the political history of Bangladesh. On that day in 1971, the then East Pakistani leader, Bangabandhu Sheikh Mujibur Rahman, addressed a mammoth crowd of supporters at the Racecourse Ground in Dhaka. In his speech, he demanded autonomy for the East Pakistani people, who were being subjected to discrimination and oppression by the ruling West Pakistani government. He called for a peaceful struggle to achieve the rights of the Bengali people and urged his supporters to be prepared for any sacrifice to secure their freedom. The speech had a profound impact on the people of East Pakistan and galvanized them to fight for their rights. Eventually, the speech paved the way for the liberation war of Bangladesh, which resulted in the birth of a new nation. The 7th March speech is regarded as one of the most significant speeches in the world and continues to inspire people to stand up for their rights and fight against oppression.

১৩। একটি বইয়ের মূল্য ২৪ টাকা। এই মূল্য প্রকৃত মূল্যের ৮০%। অবশিষ্ট মূল্য সরকার কর্তৃক ভর্তুকি দেওয়া হয়। সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দেয়?

মনে করি, প্রকৃত মূল্য = ক

∴ক এর ৮০% = ২৪

= > ক = (২৪×১০০)/৮০

= ৩০

∴ভর্তুকি = ৩০ – ২৪

= ৬ টাকা।

১৪। ৫ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল ৩:১ এবং ১৫ বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে ২১। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?

পিতার বর্তমান বয়স ৩x বছর হলে পুত্রের বর্তমান বয়স x বছর

শর্তমতে , ( ৩x + ৫) / (x + ৫) = ৫/২

বা, ২ ( ৩ x + ৫) = ৫ ( x + ৫)

x = ১৫

অতএব, পুত্রের বর্তমান বয়স ১৫ বছর এবং পিতার বর্তমান বয়স ৪৫ বছর।

১৫। এক কথায় উত্তর লিখুন:

ক) বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে ?

উত্তরঃ- জাতিসংঘের ২৯তম অধিবেশনে ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

খ) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে?

উত্তরঃ- জানুয়ারী ১৯৭২।

গ) স্বাধীনতা যুদ্ধকালে কোন জেলা প্রথম শত্রুমুক্ত হয়?

উত্তরঃ- যশোর

ঘ) জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কী?

উত্তরঃ- জাতিসংঘের বর্তমান মহাসচিব আান্টোনিও গুতেরেস (৯ম)

চ) জাতীয় শিশু দিবস কবে?

উত্তরঃ- ১৭ মার্চ।

ছ) কেন্দ্রীয় শহিদ মিনারের স্থপতি কে?

উত্তরঃ- হামিদুর রহমান

জ) COP-26 জলবায়ু সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়?

উত্তরঃ- স্কটল্যান্ডে গ্রাসগোতে ২০২১ সালের ৩১ অক্টোবর থেকে ১২ নভেম্বর

ঝ) জাতিসংঘের শিশু তহবিল এর প্রধান কার্যালয় কোথায় ?

উত্তরঃ- যুক্তরাষ্ট্রের নিইউয়র্কে।

ঞ) ‘বিশ্ব স্বাক্ষরতা দিবস’ কবে?

উত্তরঃ- ৮ সেপ্টেম্বর

১৬। পূর্ণরূপ লিখুনঃ

ক) PDF = Portable Document Format

খ) Wifi = WiFi = Wireless Fidelity

গ) UNIVAC = Universal Automatic Computer

ঘ) LED = Light Emitting Diode

ঙ) OMR = OMR = Optical Mark Recognition

১৭। 4IR’ সম্পর্কে লিখুন।

Fourth Industrial Revolution (4IR)

The Fourth Industrial Revolution is a way of describing the blurring of boundaries between the physical, digital, and biological worlds. It’s a fusion of advances in artificial intelligence (AI), robotics, the Internet of Things (IoT), 3D printing, genetic engineering, quantum computing, and other technologies. The Fourth Industrial Revolution fosters what has been called a “smart factory”. Within modular structured smart factories, cyber-physical systems monitor physical processes, create a virtual copy of the physical world and make decentralized decisions. The pros of the 4th industrial revolution

  • Improved quality of life. Technology has made possible new products and services that increase the efficiency and pleasure of our personal lives. …
  • New markets.
  • Lower barrier to entrepreneurship.

Bangladesh is well situated to take advantage of 4IR.

It has a growing manufacturing base, skilled manpower, and a creative entrepreneurial class.

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Dropbox

Download