প্রত্নতত্ত্ব অধিদপ্তর ক্যাশ সরকার পদের লিখিত
পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২
পদের নামঃ- ক্যাশ সরকার
পরীক্ষার তারিখঃ- ২৪-০২-২০২৩
১। বাক্য সংকোচন করুন:
ক) যা পূর্বে শোনা যায়নি = অশ্রুতপূর্ব
খ) হনন করিবার ইচ্ছা = জিঘাংসা
গ) দমন করা যায় না যাকে = অদম্য
ঘ) কোকিলের ডাক = কুহু
ঙ) যার অন্য কোন উপায় নেই = অনন্যোপায়
২। বিপরীতার্থক শব্দ লিখুন (যে কোনো ৫টি) :
ক) দিন = রাত
খ) মূর্খ = পন্ডিত
গ) পাকা = কাচা
ঘ) রাজা = প্রজা
ঙ) অনুগ্রহ = নিগ্রহ
চ) অর্জন = বর্জন
৩। শব্দার্থ লিখুনঃ
ক) কমল = পদ্ম
খ) পবন = বাতাস
গ) কানন = বাগান
ঘ) তরু = গাছ
ঙ) তনয় = পুত্র
৪। সন্ধি বিচ্ছেদ করুন (যে কোনো ৫টি) :
ক) নাবিক = নৌ + ইক
খ) পবিত্র = পো + ইতর
গ) সঞ্চয় = সম্ + চয়
ঘ) দিগন্ত = দিক্ + অন্ত
ঙ) বাগীশ = বাক্ + ঈশ
চ) বিচ্ছেদ = বি + ছেদ
৫। ক) বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শনের নাম কি?
উত্তরঃ- চর্যাপদ
খ) চর্যাপদ কে আবিষ্কার করেন?
উত্তরঃ- হরপ্রসাদ শাস্ত্রী
গ) ‘পদ্মাবতী’র লেখক কে?
উত্তরঃ- আলাওল
ঘ) ‘চিলেকোঠার সেপাই’ এর রূচয়িতা কে?
উত্তরঃ- আখতারুজ্জামান ইলিয়াস
ঙ) “পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকের রচয়িতার নাম লিখুন।
উত্তরঃ- সৈয়দ শামসুল হক
৬। Write Paragraph on “Smart Phone”. 10
Ans.
A smartphone is a portable electronic device that has become an essential part of our lives. It combines the functionality of a traditional cell phone with the features of a computer, making it a versatile tool for communication, entertainment, and productivity. Smartphones are designed to offer a wide range of features such as high-speed internet connectivity, touchscreens, cameras, and various applications. These devices enable users to stay connected to their loved ones, access social media, watch videos, play games, and perform various tasks on-the-go.
The popularity of smartphones has increased exponentially in recent years due to their versatility and convenience. They are available in various sizes and price ranges, making them accessible to people from all walks of life. With the advent of 5G technology. smartphones have become even more powerful, offering lightning-fast internet speeds and better connectivity.
However, the increased usage of smartphones has also led to some concerns. Some studies have suggested that prolonged usage of smartphones can lead to various health issues such as eye strain. neck pain, and sleep disturbances. Additionally, the over-reliance on smartphones has also led to a decline in face-to-face communication and social interaction. In conclusion, smartphones have revolutionized the way we communicate and interact with the world. They have become an essential tool for modem-day living, offering users a plethora of features and functions. However, it is essential to use them in moderation and be mindful of the potential risks associated with their prolonged usage.
৭। Fill in the blanks-
- a) He is ——– honest man. (an)
- b) Give me ——– glass of water. (a)
- c) I live ——– Dhaka. (in)
- d) The Paper is ——– the table. (on)
- e) We live in ——– age of technology. (an)
- f) He has been reading ——– three hours. (for)
- g) The accident happened near——– school. (the)
- h) No one does not know his time ——– death. (of)
- i) He does not konw how Swim (to)
- j) Everybody knows ——– fact. (the)
৮। Write an application for leave of absence in the office. 10
Ans.
To
The Director
National Museum
Dhaka
Dear Sir,
I am writing to inform you that my younger sister’s marriage will be held on 27.02.23. That’s why I will be busy at that time. I need a leave of absence from 26.02.23 to 28.02.23.
I have consulted with my colleagues and have made arrangements for my pending work to be completed during my absence. I will also ensure that I hand over all necessary files and information to my colleagues before I leave. Additionally, 1 will be available via email or phone if there are any urgent matters that require my attention.
I understand that my absence may cause some inconvenience to the team, and I will do my best to minimize this by ensuring a smooth transition and timely completion of my pending work. I am confident that my colleagues will be able to manage in my absence, and I will resume my duties as soon as I return.
Thank you for your understanding and support in this matter. I appreciate your assistance in making this leave request possible.
Sincerely,
Al Mamun
Computer Operator
৯। কতগুলো ঘন্টা এক সাথে বাজার পর ১০, ১৫ ও ২০ সেকেন্ড পর পর বাজতে থাকলো। এগুলো আবার কত?
২। ১০, ১৫, ২০
৫। ৫, ১৫, ১০
১, ৩, ৫,
নির্ণেয় ল.সা.গু = ২ *৫*৩*২=৬০।
সুতরাং ঘন্টাগুলো ৬০ সেকেন্ড পর আবার একত্রে বাজবে।
১০। কোন একটি জিনিসের প্রকৃত মূল্য ৪৫০ টাকা। উক্ত জিনিসের উপর ৭% ভ্যাট আরোপ করলে জিনিসটি কত হবে?
সমাধানঃ- একটি জিনিসের প্রকৃত মূল্য ৪৫০ টাকা
৭% ভ্যাট আরোপ করার পর মূল্য = ৪৫০ + ৪৫০এর ৭%
= ৪৫০ + 8৫০ এর ৭/১০০
= ৪৫০ + ৩১.৫
= ৪৮১.৫ ঢাকা
১১। একটি ঘড়ি ৫৪০ টাকায় বিক্রয় করলে ১০% ক্ষতি হয়। ঘড়িটি ৬৬০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
সমাধানঃ- ঘড়ির ত্রয়মূল্য = ১০০/৯০*৫৪০
= ৬০০
৬৬০ টাকায় বিক্রয় করলে লাভ = ৬৬০ – ৬০০ = ৬০ টাকা
শতকরা লাভ = ৬০/৬০০ * ১০০%
=১০%
৩. ১৮ ক্যারেটের ২০ গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত ৩ : ১ হলে , ঐ গহনায় সোনা ও খাদের পরিমাণ নির্ণয় কর।
সমাধানঃ- সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত ৩:১
যোগফল সস ৩ +১=৪
গহনায় সোনার পরিমাণ = ৩/৪ x ২০ = ১৫ গ্রাম
গহনায় খাদের পরিমাণ = ১/৪ x ২০ = ৫ গ্রাম
১৪। নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন:
(ক) ‘বীরশ্রেষ্ঠ’ খেতাব কতজন গেয়েছেন?
উত্তরঃ- ৭ জন
(খ) জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত?
উত্তরঃ- সাভার, ঢাকায়।
(গ) বর্তমানে কোন দুটি দেশের মধ্যে যুদ্ধ চলছে?
উত্তরঃ- রাশিয়া ও ইউক্রেন
(ঘ) বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা কে?
উত্তরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর
(ঙ) ‘দুই বিঘা জমি’ কবিতার রচয়িতা কে?
উত্তরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর
(চ) কোন দেশ থেকে করোনা ভাইরাসের সূত্রপাত হয়?
উত্তরঃ- চীন
(ছ) “অসমাপণ্ড’ আত্মজীবনী’র লেখক কে?
উত্তর: শেখ মুজিবুর রহমান
(জ) ইউক্রেনের রাজধানীর নাম কি?
উত্তরঃ- কিয়েভ
(ঝ) বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে?
উত্তরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর
(ঞ) ঢাকা বিভাগে কয়টি জেলা আছেঃ
উত্তরঃ- ১৩টি
১৫। ‘একুশে ফেব্রুয়ারি’ সম্পর্কে লিখুন।
Download From Google Drive
Download
আরো পড়ুনঃ-
- বাংলাদেশ পুলিশ সাব-ইন্সপেক্টর (এসআই) পদে লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৮
- হাইওয়ে পুলিশের দাপ্তরিক কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২৩
- বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ, রাজারবাগ, ঢাকা উচ্চমান সহকারী পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২৩
- বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
- বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (CID)-এর অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১
- বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রস্তুতি-২০২২
- বিগত বছরের পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পিডিএফ ডাউনলোড