বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সহকারী পরিচালক
পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২৩
পদের নামঃ- সহকারী পরিচালক
পরীক্ষার তারিখঃ- ০৩-০৩-২০২৩
১। সন্ধি বিচ্ছেদ করুন।
(i) যদ্যপি = যদি + অপি
(ii) বৃহস্পতি = বৃহৎ+পতি
(iii) প্রোড় = প্র+ঊঢ়
নিচের বাক্যগুলি শুদ্ধ =
(i) তার দু’চোখ অশ্রুজলে ভেসে পেল।
= তার দু’চোখ অশ্রুতে/ চোখের জলে ভেসে গেল।
(ii) অনেক হয়েছে গৃহস্থের খেয়ে বনের মোষ তাড়াতে পারব না।
= ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে পারব না।
(iii) অত্যাবশ্যকীয় ব্যয়ে কার্পণ্য অনুচিত।
= আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত।
(iv) দৈন্যতা প্রশংসনীয় নয়।
= দীনতা প্রশংসনীয় নয়।
৩। এক কথায় প্রকাশ করুন।
(i) বেঁচে থাকার ইচ্ছা = জিজীবিষা
(i i) যা প্রমাণ করা যায় না = অপ্রমেয়
(i i i) ক্ষতিপূরণের জন্য প্রদত্ত অর্থাদি = খেসারত
৪। Translate into English.
সাংস্কৃতিক আন্দোলন বাংলাদেশের মুক্তি সংগ্রামের এক গুরুত্বপূর্ণ ধারা সাতচল্লিশ পরবর্তী সময় থেকে বঙ্গবন্ধুর নেতৃত্বে যে রাজনৈতিক
আন্দোলনের সূচনা হয়েছিল, সংস্কৃতি ছিল তার প্রাণ। প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনগুলো মুক্তি সংগ্রামের ধারাবাহিকতায় সুষ্টি হয় এবং
সাধারণ মানুষের মধ্যে মুক্তবুদ্ধির চর্চা ও অসাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ ঘটে । সেই আদর্শকে সামনে রেখেই গণমানুষ অংশগ্রহণ
করে।
Ans. An essential source of freedom is the cultural movement. The political movement launched by Bangabandhu after 1947 revolved around cultural expression. The continuation of the liberation fight saw the growth of progressive cultural organizations, as well as the emergence of the common people’s practice of free intellect and non- communal spirit. The ideal is what motivates people to take part.
৫। Fill in the gaps with appropriate preposition.
(i) Application form must be received …….. 24th January. (by)
(ii) The baby pointed ……….. the bird. (at)
(iii) He complied ……………. my request. (with)
(iv) He disposed …………… his house. (of)
(v) He I ways counts …………… my help (on)
৬। নিচের প্রশ্নগুলোর উত্তর দিন।
(ক) মুক্তিযুদ্ধের স্মারক ‘শিখা চিরভন’ কোথায় অবস্থিত?
উত্তরঃ- মুক্তিযুদ্ধের স্মারক ‘শিখা চিরভন’ রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত একটি স্মরণ স্থাপনা।
(খ) বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের ভূমিকা কে লিখেছেন?
উত্তরঃ- প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
(গ) FIFA বর্ষসেরা গোলকিপার ২০২২ কে?
উত্তরঃ- FIFA বর্ষসেরা গোলকিপার ২০২২ মার্তিনেজ।
(ঘ) বাংলাদেশ-ইংল্যান্ড চলমান একদিনের ক্রিকেটের টাইটেল স্পন্সর কোন প্রতিষ্ঠান?
উত্তরঃ- বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের টাইটেল pr মধুমতি ব্যাংক |
(ঙ) মুক্তিযুদ্ধের উপর লিখিত গ্রন্থ ‘আমার কিছু কথা’ এর লেখক কে?
উত্তরঃ- শেখ মুজিবুর রহমান
(চ) বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কে পাঠ করেন?
উত্তরঃ- ২৭শে মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের পক্ষে থেকে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার
ঘোষণাপত্র পাঠ করেন।
(ছ) রাশিয়ার মুদ্রার নাম কী?
উত্তরঃ- রুবল
(জ) বাংলাদেশের মানচিত্র প্রথম কে প্রস্তুত করেন?
উত্তরঃ- জেমস রেনেল
(ঝ) বিশ্ব পানি দিবস কবে?
উত্তরঃ- ২২ মার্চ, বিশ্ব পানি দিবস।
(ঞ)- বাংলাদেশের অভ্যন্তরে উৎপত্তি ও সমাপ্তি কোন নদীর?
উত্তরঃ- বাংলাদেশের অভ্যন্তরে উৎপত্তি ও সমাপ্ত নদীর নাম হালদা ও সাংগু নদী।
৭। A, B and C. started a business jointly with a total amount of Tk. 28,000, A paid Tk. 4, 500 more than B and B paid Tk. 7,000 less than C. If the company made profit of Tk. 5,600 and profit sharing is in proportion to investment, how much profit should C receive?
Solution
Here Let Amount paid by C= x taka
Then, Amount paid by B = x — 7000 tk.
Amount paid by A=x— 7000 + 4500 =x —2500
According to Question,
A+ B+ C =28000 tk
So. x — 2500 + x — 7000 + x = 28000
So, 3x =37500
So, x=12500
So, Profit receive by C = 5600 x 12500 / 28000
= 2500 taka (Ans.)
৮। A product is made with three camponents A, B and C. The ratio of the prices are 4 : 3:2. After 1 vear, price of A increased by 10% B increased by 8% and C decreased by 5%. What is the percentage of total increase?
Solution
Here Let
Components price ratio, Original Ratio
=AB:C=4:3:2=400: 300: 200
New Ratio = A:B:C=440: 324: 190
So, total Increase =40 + 24 —10=54
Required % Increase = 54/900*6 =6%
৯। The following data are available for Gtex Ltd.
Net income ……………… Tk. 20,00,000
Depreciation expense ………………Tk. 4,00.000
Dividend pait ……………… Tk. 6,00,000
Gain on disposal of land ……………… Tk. 1,00,000
Decrease in account receivable ………………Tk 2.00,000
Decrease in account payable ……………… Tk. 3,00,000
What is the net cash provided by operating activities?
Solution:
Cash Provide by opening Activity | Tk. | Tk. |
Net Income Asjuctment Depreciation expense Gain on disposal of land Decrease in account receivable Decrease in account payable Cash Provide by opening Activity | 4,00,000 (1,00,000) 2,00,000 3,00,000 | 20.00.000 2,00,000 22,00,000
|
10। Write Short Note
(i) Seigniorage: The term ” Seigniorage ” refers to the profit eammed by central banks by producing currency at a discount from its face value. When the value of the money a government prints is greater than the amount it takes to print it, the difference is known as seigniorage and can be recognized as tax income.
(ii) Quasi Money: Currency in circulation, non-government sector demand deposits, and non-government sector time, savings, and foreign currency deposits are all components of money and quasi money (M2), flow (current LCU) Source.
(iii) Government balance budget: A balanced budget occurs when government revenue is equal to government spending.
(iv) Trade union: A trade union is a group of workers who have joined together to form a collective bargaining unit. When a group of workers get together to form a trade union, they do so in order to advocate for and defend their rights on the job. In general, labor unions are politically and financially autonomous from their respective companies.
(v) Real money balance: When we talk about “real balances,” we’re referring to the 002 worth of cash on hand, either for an individual’s use or for the economy as a whole. Real, as opposed to nominal, is emphasized since it is presumed that people do not suffer from “money illusion.”
Download From Google Drive
Download
আরো পড়ুনঃ-
- বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর সহকারী কর্মকর্তা পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২২
- বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৯
- পানি উন্নয়ন বোর্ড এর অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২২
- পানি সম্পদ মন্ত্রণালয় অফিস সহায়ক পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২২
- পানি সম্পদ মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২০
- বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর সহকারী প্রকৌশলী (সিভিল) পদের প্রশ্ন সমাধান-২০২২
- পানি সম্পদ মন্ত্রণালয়ের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২২