১৬তম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক
পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২৩
পরীক্ষার তারিখঃ- ১৮-০৩-২০২৩
১. The Special Powers Act, 1974 অনুযায়ী চোরাচালানের সর্বোচ্চ শাস্তি কী?
ক. যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড
খ. যাবজ্জীবন কারাদণ্ড
গ. মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড
ঘ. ১৪ বৎসর কারাদণ্ড
উত্তর: গ
২. আইনগত সহায়তা প্রদানের উদ্দেশ্যে কোনো আদালতে মামলা থাকতে হবে কমপক্ষে কত বছরের?
ক. ১০
খ. ৩
গ. ৭
ঘ. ৫
উত্তর: ঘ
৩. দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর অধীনে সংঘটিত অপরাধের অভিযোগ গ্রহণ করতে পারে-
ক. শুধু সিনিয়র স্পেশাল জজ
খ. শুধু সংশ্লিষ্ট থানা
গ. শুধু কমিশনের সংশিষ্ট জেলা কার্যালয়
ঘ. যে-কোনো আমলী আদালত
উত্তর: গ
৪. মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ এর অধীন অপরাধসমূহ-
ক. অ-আপোষযোগ্য ও অ-জামিনযোগ্য
খ. আমলযোগ্য ও জামিনযোগ্য
গ. আমলমোগ্য ও আপোষযোগ্য
ঘ. অ-জামিনযোগ্য ও আপোষযোগ্য
উত্তর: ক
৫. নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ অনুযায়ী নারী অর্থ-ব্য়সের নারী ৷
ক. যে-কোনো
খ. ১৪ বৎসর
গ. ১৮ বৎসর
ঘ. ১৬ বৎসর
উত্তর: ক
৬. মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর অধীন অপরাধ বিচারারখে আমলে গ্রহণের জন্য অনুমোদন প্রয়োজন হবে__
ক. দুর্নীতি দমন কমিশনের
খ. বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের
গ. বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের
ঘ. মানিলভারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯ দ্বারা নিধারিত কতৃপক্ষের
উত্তর: ঘ
৭. চেক ডিজঅনার মামলার সর্বোচ্চ জরিমানা করা যায় ঢেকে বর্ণিতটাকার
ক. তিন গণ
খ. চার গুণ
গ. দ্বিগুণ
ঘ. সম পরিমাণ
উত্তর: ক
৮. ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর অধীনে গঠিত সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন মামলায় আসামীকে জামিন প্রদান বিষয়ক বিধানাবলি বর্ণিত হয়েছে কোথায়?
ক. ডিজিটাল নিরাপত্তা আইন , ২০১৮ এর ২৫ ও ২৩ ধারায়
খ. The Code of Criminal Procedure, 1898 এর ৪৯৬ ও ৪৯৭ ধারায়
গ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬ এর ৭০ ও ৭১ ধারায়
ঘ. ডিজিটাল নিরাপত্ত আইন, ২০১৮ এর ৫২ ও ৫৩ ধারায়
উত্তর: ঘ
৯. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩১(১) (ক) ধারা অনুযায়ী
ক. ৩০
খ. ৬০
গ. ১৫
ঘ. ৪৫
উত্তর: ক
১০. শিশু আইন, ২০১৩ অনুসারে শিশুর প্রতি নিষ্ঠুরতার শাস্তি সর্বোচ্চ কত বৎসর?
ক. ৩
খ. ১
গ. ২
ঘ. ৫
উত্তর: ঘ
১১. বাংলাদেশে শীতল পানির ঝরনা কোথায় অবস্থিত?
ক. সীতাকুন্ড
খ. মাধবকুন্ড
গ. কক্সবাজার
ঘ. রাঙ্গামাটি
উত্তর: গ
১২. Loss and Damage’ নামক আন্তর্জাতিক তহবিল কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
ক. জলবায়ু পরিবর্তন
খ. আন্তদেশীয় বাণিজ্য
গ. আন্তর্জাতিক ঋণ
ঘ. ইউক্রেন যুদ্ধে ন্যাট্যের ব্যয়
উত্তরঃ ক
১৩. বাংলাদেশের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদক কে?
কু. মোঃ আব্দুল হান্নান
খ. হাসান হাফিজুর রহমান
গ. সৈয়দ আলী আহসান
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: গ
১৪. গত ০৬/০২/২০২৩ তারিখ সিরিয়া-তুরস্কে সংঘটিত ভূ-কম্পনের উৎপত্তিস্থল কোনটি?
ক্. Izmir
খ. Istanbul
গ. Damascus
ঘ. Gaziantep
উত্তর: খ
১৫. বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোয় কোন সাল পর্যন্ত শুল্কমুক্ত রপ্তালি সুবিধা পাবে?
ক. ২০৩২
খ. ১০২৫
গ. ২০২৭
ঘ. ২০২৯ উত্তর:
১৬. বঙ্গবন্ধুর গ্রেফতার করে পাকিস্তান হাতে বন্দি করার অভিযানের নাম কী?
ক. Operation Big Bird
খ. Operation Searchlight
গ. Operation Blitz
ঘ. Operation Close Door
উত্তর: ক
১৭. কলকাতা হাইকোর্টে প্রথম মুসলিম বিচারপতি কে ছিলেন?
ক. সৈয়দ মাহমুদ
খ. সৈয়ন আহমদ খান
গ. সৈয়দ আমীর আলী
ঘ. সৈয়দ আব্দুল মনির
উত্তর: গ
১৮. START-II চুক্তিটি কয়টি দেশের মধ্যে সম্পাদিত হয়েছে?
ক. ৪
খ. ৩
গ. ৫
ঘ. ২
উত্তর: ঘ
১৯. কোন দেশ ব্রিটশ উপনিবেশ ছিল না?
ক. জিম্বাবুয়ে
খ. মালদ্বীপ
গ. নেপাল
ঘ. হংকং
উত্তর: গ
২০. কুতুবদিয়া বাতিঘর নির্মাণ করা হয় কোন সালে?
ক. ১৮৪৮
খ. ১৮৪০
গ. ১৮৫০
ঘ. ১৮৪৬
উত্তর: ঘ
২১. The Code of Civil Procedure, 1908 এর Order V এর কোন rule এ “substitule of service এর বিধান রয়েছে?
ক. 21
খ. 19
গ. 22
ঘ. 20
উত্তর: ঘ
২২. “Appeal is a continuntion of a suit’ _-এই বিধানটি The Code of Civil Procedure, 1980 এর কোন ধারার বিশ্লেষণে অনুমিত?
ক. ৯৬
খ. ১০৬
গ. ১০৭
ঘ. ৯৭
উত্তর: ক
২৩. একজন ব্যক্তিকে তখন নিঃস্ব বলা যায় যখন তার পরিধেয়। এবং মোকাদ্দমার বিষয়বস্তু ছাড়া টাকা মূল্যমানের সম্পদ থাকে।
ক. ১০০০০
খ. ২০০০
গ. ৩০০০
ঘ. ৫০০০
উত্তর: ঘ
২৪. The Code of Civil Procedure, 1908 এর ৩০ ধারা অনুসারে প্রদত্ত সমান অমানা করলে আদালত তাকে অনধিক কত টাকা
জরিমানা করতে পারেন?
ক. ২০০
খ. ১০০০
গ. ১০০
ঘ. ৫০০
উত্তর: ঘ
২৫. কোনো দরখাস্ত দায়েরের মেয়াদ The Limitation Act. 1908 এ সুনির্দিষ্টতাবে বলা না থাকলে প্রযোজ্য হবে অনুচ্ছেদ।
ক. ১২১
খ. ১৮০
গ. ১৪২
ঘ. ১৮১
উত্তর: ঘ
২৬. সুনির্দিষ্ট চুক্তি প্রবলের মোকাদ্দমার ডিক্রি নায়িকা কর্তৃক ইচ্ছাকৃতভাবে মানা করতে আপারগ হলে তা জাতির ক্ষেত্রে কোন ব্যবস্থা অবলম্বন করা যাবে?
ক. দেওয়ানী কারাগারে আটক বা সম্পত্তি ক্রোক বা উভয়ই
খ. শুধু দেওয়ানী কারাগারে আঢক
গ. শুধু সম্পর্ক ক্রোক
ঘ. নেওয়ানী কারাগারে আটক ও সম্পত্তি ক্রোক
উত্তর: ক
২৭. দেওয়ানী মোকদমায় যুগ জেলা জজের আর্থিক এখতিয়ার কার?
ক. সীমাহীন
খ. সর্বোচ্চ ৫ লক্ষ ঢাকা
গ. সর্বোচ্চ ২৫ লক্ষ টাকা
ঘ. সর্বোচ্চ ২০ লক্ষ ঢাকা
উত্তর: ক
২৮. নিম্নের কোন প্রতিকারটি সুনির্দিষ্ট প্রতিকারের আওতায় পড়ে না?
ক. নিষেধাজ্ঞা
খ. স্বত্ব ঘোষণা
গ. চুক্তি বাস্তবায়ন
ঘ. আর্থিক ক্ষতিপূরণ
উত্তর: ঘ
২৯. কত দিনের মধ্যে ক্রেতা কর্তৃক ক্রয়মূল্য আদালতে জন্য দিতে হয়?
ক. ৩০
খ. ৭
গ.২১
ঘ. ১৫
উত্তর: ঘ
৩০. The Code of Civil Procedure, 1908 এর Order XVII এর rule ও এর অধীনে খারিজ হওয়া কোনো মোকদ্দমা rule 7 এর অধীনে সকল শর্ত পূরণ করলে সেটি সরাসরি পুনজ্জীবিত করতে আদালত_
ক. বাধা
খ. স্বোত্রাহীন ক্ষমতা প্রয়োগ করতে পারে
গ. সাক্ষ্য গ্রহণ করতে পারে
ঘ. বাধা নয়
উত্তর: ক
৩১. নাবালক কর্তৃক সম্পাদিত চুক্তি_
ক. Void
খ. Void ab intilo
গ. Voidable
ঘ. Valid
উত্তর: খ
৩২. The Non-Agricultural Tenancy Act, 1949 এর অধীনে অগ্রক্রয় মামলা দাখিলে নোটিশে উল্লেখিত মূল্যেও উপর শতক্রা কতজন হাওে ক্ষতিপূরণ দিতে হবে?
ক. ৮
খ. ১৩.৫০
গ.২৫
ঘ.৫
উত্তর: ঘ
৩৩. The Transfer of Property Act, 1882 এর কোন ধারায়
ক. 56
খ. 59A
গ. 58
ঘ. 59
উত্তর: গ
৩৪. সুবিধা পাবেন’- The Transfer of Property Act, 1882 এর কোন ধারায় বিধানটি উল্লেখ আছে?
ক. 53A
গ. 48
গ. 56
ঘ. 34
উত্তর: খ
৩৫. একটি কবলা দলিল —— দিন থেকে কার্যকর হয়।
ক. প্রাপ্তির
খ. লেনদেনের
গ. সম্পাদনের
ঘ. নিবন্ধনের
উত্তরঃ গ
৩৬. Doctrine of Frustration’ কোন আইনের বিধান দ্বারা অনুমিত?
ক. The Limitation Act, 1908
খ. The Contract Act, 1872
গ. The Transfer of Propery Act, 1882
ঘ. The Registration Act, 1908
উত্তর: খ
৩৭. জোত-জমা বিভক্তিকরন এবং এর সমস্ত খাজনা বিভক্তিকরণের আবেদনের প্রেক্ষিতে জোত-জমা বিভক্তিকরণের নির্দেশনা কে দিতে পারেন?
ক. উপজেলা নির্বাহী অফিসার
খ. সেটেলমেন্ট কর্মকর্তা
গ. রাজস্ব কর্মকর্তা
ঘ. ইউনিয়ন ভূমি সহকারী কর্মকা
৩৮. The Transfer of Property Act, ‘Forcelosure’ কার অধিকার!
ক. আদালতের
খ. রেহেন গ্রহীতার
গ. রেহেন দাতার
ঘ. সরকারেরে
উত্তর: খ
৩৯. চুক্তি ভঙ্গের সার্বজনীন প্রতিকার কোনটি?
ক. সুনির্দিষ্ট কার্য সম্পাদন
খ. চুক্তি রদ
গ. নিষেধাজ্ঞা
ঘ. আর্থিক ক্ষতিপূরণ
উত্তর: খ
৪০. ‘ক’, খ কে ১০০০/= টাকা ধার দেন এই শর্তে যে, ‘খ’ উক্ত টাকা ফেরত দিতে না পারলে গ, ‘ক’ কে তা ফেরত দিবেন। এটি একটি
ক. বাধী চুক্তি
খ. জিম্মা চুক্তি
গ. প্রায় চুক্তি
ঘ. ক্ষতিপূরণের চুক্তি
উত্তর: খ
৪১. ‘Frailty, thy name is woman’. Here ‘thy’ is a/an—-
ক. reflexive pronoun
খ. possessive pronoun
গ. possessive adjective
ঘ. adverb
উত্তর: গ
৪২. Let justive (to do) though the heavens fall. Choose the correct word for the bracket in the sentence.
ক. to do
খ. have done
গ. be done
ঘ. do
উত্তরঃ of
৪৩. Who is the writer of the autobiographical as well as political essay titled “Shooting an Elephant’?
ক. George Orwell
খ. Virginita Woolf
গ. W.H. Auden
ঘ. Franeis Bacon
উত্তর: ক
৪৪. “He is so dishonest that he cannot speak the truth’ Identify the correct simple form of the sentence from the following options:
ক. He is very dishonest to speak the truth.
খ. He is too dishonest that he cannot speak the truth
গ. He is to dishonest to be spoken the truth
ঘ. He is too dishonest to speak the truth
উত্তর: ঘ
৪৫. I cannot part my pen
ক. from
খ. without
গ. with
ঘ. out
উত্তর: গ
৪৬. Who is the principal antagonist of Shakespeare’s play “The Merchant of Venice’?
ক. Shylock
খ. Jessica
গ. Portia
ঘ. antonio
উত্তর: ক
৪৭. “The child is father of the Man’ is written By—-
ক. John Milton
খ. William Shakespeare
গ. P.B. Shelley
ঘ. William Wordsworth
উত্তর: ঘ
৪৮. Heard melodies are sweet but those unheard are
ক. very sweet
খ. sweeter
গ. sweetening
ঘ. the sweetest
উত্তর: খ
৪৯. In Shakespeare’s play “Hamlet’, Hamlet was the prince of
ক. Norway
খ. France
গ. Denmark
ঘ. Britain
উত্তর: খ
৫০. Fill in the blank by identifying the correct option: “How did you get at the interview?’
ক. over
খ. on
গ. into
ঘ. with
উত্তর: খ
৫১. নিচের কোন কাব্যটি জীবনানন্দ দাশের রূচনা নয়?
ক. মহাপৃথিবী
খ. উত্তর ফাল্গুনী
গ. ঝরাপালক
ঘ. বনলতা সেন
উত্তর: খ
৫২. স্বল্পপ্রাণ স্থলবুদ্ধি ও জবরদস্তিপ্রিয় মানুষে সংসার পরিপূর্ণ -এই উক্তিটি কার!
ক. মুনীর চৌধুরী
খ. সুভাষ মুখোপাধ্যায়
গ. মোতাহের হোসেন চৌধুরী
ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তর:গ
৫৩. তুমি তো ভারি বোকা ।’ -_এখানে ‘তো’ ব্যবহার-
ক. সন্বোধনসূচক
খ. সম্বন্ধসূচক
গ. অলংকারসূচক
ঘ. অনুজ্ঞাসূচক
উত্তর: গ
৫৪. “……..মাঝি চেয়ে দেখো দুবারে ডাকে জাহাজ , অচল ছবি সে, তসবির যেন দাঁড়ায়ে রয়েছে আজ।” -কে মাঝিকে আহ্বান করছেন?
ক. ফররুখ আহমদ
খ. কাজী নজরুল ইসলাম
গ. সুকান্ত ভট্টাচার্য
ঘ. কায়কোবাদ
উত্তর: ক
৫৫. “তুমি আসলে আমি যাব ।’ -__এটি কোন ধরনের বাক্য?
ক. অনুজ্ঞাসূচক
খ. ইচ্ছাসূচক
গ. পারস্পরিকবাচক
ঘ. কার্যকারণবাচক
উত্তর: ঘ
৫৬. আমাদের সেনারা সাহসে দুর্জয়, যুদ্ধে অপরাজেয় ৷ “এখানে যুদ্ধে কোন কারকের উদাহরণ?
ক. করণ
খ. অপাদান
গ. সম্প্রদান
ঘ. অধিকরণ
উত্তর: গ
৫৭. নিচের কোনটি পরাশ্রয়ী বর্ণ?
ক. ঞ
খ. ং
গ.ঙ
ঘ.ৎ
উত্তর: খ
৫৮. ঝুমকো লতায় জোনাকী শীর্ষক শিশুতোষ রচনাটি কার?
ক. রবীন্দ্রণাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. সুকুমার রায়
ঘ. বেগম সুফিয়া কামাল
উত্তর: খ
৫৯. ‘Proscribe’ শব্দের বাংলা পরিভাষা কোনটি?
ক. বে-আইনী ঘোষণা করা
খ. পরামশ দেওয়া
গ. বিজ্ঞপ্তি দেওয়া
ঘ. উপদেশ দেওয়া
উত্তর: ক
৬০. বাংলাদেশের সাহিত্যে লোকসাহিত্য সংগ্রাহক কে?
ক. ড. কাজী দীন মুহম্মদ
খ. ড. আলাউদ্দিন আল আজাদ
ড. আশরাফ সিদ্দিকী
ঘ. ড. কাজী আবদুল মান্নান
উত্তর: গ
৬১. লবণ কোন কী ধরনের পদার্থ
ক. গ্যাসীয়
খ. যৌগিক
গ. মিশ্র
ঘ. মৌলিক
উত্তর: খ
৬২. দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত ন্যানোমিটার?
ক. ৩০০-৬০০
খ. ৫০০-৮৩০
গ. ৫০০-১০০০
ঘ. ৪০০-৭০০
উত্তর: ঘ
৬৩. a+b=4 এবং a-b=2 হলে ab এর মান কত?
ক 8
খ.16
গ. 12
ঘ. 3
উত্তর: ঘ
৬৪. তিনটি ক্রত্মিক সংখ্যার যোগফল ১২০ হলে বৃহত্তম সংখ্যাটি কত?
ক.৬১
খ. ৫১
গ. ৪১
ঘ. ৭১
উত্তর: গ
৬৫. অস্থি বিন্যাস অনুযায়ী মানুষের অন্তঃকরপকে কয়টি ভাগে ভাগ করা যায়?
ক. ১২
খ. ৫
গ. ৪
ঘ. ৬
উত্তর: ক
৬৬. কোনো একটি শহরের জনসংখ্যা ৩ লক্ষ। সেই শহরে প্রতি হাজারে ৩০ জন করে জনসংখ্যা বৃদ্ধি পেলে ৩ বছর পর ঐ শহরের জনসংখ্যা কত হবে?
ক. ৩৪৯৫১২
খ. ৩৬৯২৮৭
গ. ৩১৯৮৯২
ঘ. ৩২৭৮১৮
উত্তর: ঘ
৬৭. ABC এর AB = AC, BA কে D পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হল যেন AD = AC হয়। C, D যোগ করা হল। <BCD সমান কত?
ক. 60°
খ. 45°
গ. 180°
ঘ. 90°
উত্তর: ঘ
৬৮. ডিএনএ কাটার জন্য এনজাইম কোনটি?
ক. রেস্ট্রিকশন
খ. পলিমারেজ
গ. নিউক্লিয়েজ
ঘ. লেকটেজ
উত্তর: ক
৬৯. ধূমকেতু কী দিয়ে তৈরী?
ক. গ্যাস, পাথর ও পানি
খ. পাথর, আগুন ও ধুলিকণা
গ. গ্যাস, ধূলিকণা ‘ও শিলা
ঘ. পাথর , বরফ ও ধুলিকণা
উত্তর: ঘ
৭০. একটি বৃত্তের ক্ষেত্রফল ১৬ বর্গমিটার, পরিধি ৮ মিটার। এর ব্যাসাধ্য কত মিটার?
ক. ৮
খ. ৬
গ. ৪
ঘ. ১০
উত্তর: গ
Download From Google Drive
Download
আরো পড়ুনঃ-
- বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস)সহকারী জজ নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৭
- বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস)সহকারী জজ নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৮
- বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস)সহকারী জজ নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১০
- বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস)সহকারী জজ নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১১
- বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস)সহকারী জজ নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১২
- বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস)সহকারী জজ নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৪
- বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস)সহকারী জজ নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৬
- বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস)সহকারী জজ নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৭
- বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস)সহকারী জজ নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৮
- বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস)সহকারী জজ নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৯
- ১৫শ বিজেএস সহকারী জজ নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২২